HS Class 12 Political Science Chapter 2 MCQ-দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক

HS Class 12 Political Science Chapter 2 MCQ-দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক| দ্বাদশ শ্রেণী রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের MCQ মক টেস্ট|HS Class 12 Political Science Chapter 2 MCQ Question Answer Mock Test-আসন্ন উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে দ্বাদশ শ্রেণী রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের MCQ মক টেস্ট। এই মক টেস্টটি উচ্চমাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, WBCHSE Class 12 -এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা তাদের অক্লান্ত পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি উচ্চমাধ্যমিকের (ক্লাস ১২) জন্য খুবই গুরুত্বপূর্ণ । ফাইনাল পরীক্ষার MCQ প্রশ্ন উত্তর প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট ।‘দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক’ অধ্যায়ের বাছাই করা 40 টি প্রশ্ন রয়েছে এই পেজে। তাই এটি থেকে MCQ Question Answer কমন আসার চান্স 99% । রাষ্ট্রবিজ্ঞান কুইজের এই প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্টের মাধ্যমে জানাও ।

এই মক টেস্ট , দ্বাদশ শ্রেণি (Class XII) -এর পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরী না করে মক টেস্টে অংশগ্রহণ করুন আর নিজেকে যাচাই করুন ।

HS Class 12 Political Science Chapter 2 MCQ-দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক

1. দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়

  • 1919 সালে
  • 1920 সালে
  • 1939 সালে
  • 1945 সালে

1939 সালে

2. “ঠান্ডা লড়াই” শব্দটি প্রথম বাবহার করেন –

  • বার্নাড বারুচ
  • ট্রুম্যান
  • চার্চিল
  • গোর্বাচেভ

বার্নাড বারুচ

3. সাংবাদিক প্রথম ঠান্ডা লড়াই সম্পর্কিত ধারণা দেন –

  • ওয়াল্টার লিপম্যান
  • আব্রাহাম বার্গম্যান
  • রিচার্ড রোজক্রান্স
  • গ্যাডিস

ওয়াল্টার লিপম্যান

4. ঠাণ্ডা যুদ্ধে কারা মহাশক্তিধর রাষ্ট্র ছিল ?

  • ব্রিটেন-মার্কিন যুক্তরাষ্ট্র
  • মার্কিন যুক্তরাষ্ট্র-সোভিয়েত ইউনিয়ন
  • সোভিয়েত ইউনিয়ন-জার্মানি
  • সোভিয়েত ইউনিয়ন-চিন

মার্কিন যুক্তরাষ্ট্র-সোভিয়েত ইউনিয়ন

5. ঠাণ্ডা লড়াইয়ের সঙ্গে সম্পর্কিত দেশগুলির নাম –

  • ভারত ও সোভিয়েত ইউনিয়ন
  • চিন ও পাকিস্তান
  • মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন
  • জার্মানি ও ভারত

মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন

6. ঠান্ডা যুদ্ধকে ‘গরম শান্তি’ বলে বর্ণনা করেছেন

  • ফ্রিডম্যান
  • রেমন্ড
  • ফ্র্যাঙ্কেল
  • বার্নেট

বার্নেট

7. ঠান্ডা লড়াইকে গরম যুদ্ধ না বলে ‘যুদ্ধের একটি নতুন কৌশল’ বলেছেন –

  • বার্নেট
  • ফ্রিডম্যান
  • ওয়াল্টার রেমন্ড
  • জোসেফ ফ্র্যাঙ্কেল 

ফ্রিডম্যান

8. ‘Brinkmanship of War’ কোন্‌ ঘটনাকে বলা হয় ?

  • প্রথম বিশ্বযুদ্ধকে
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধকে
  • ঠাণ্ডা লড়াইকে
  • এদের কোনোটিই নয়

ঠাণ্ডা লড়াইকে

9. ‘The Cold War’ গ্রন্থটির প্রণেতা –

  • বার্নাড বারুচ
  • চার্চিল
  • ওয়াল্টার লিপম্যান 
  • ফ্লেমিং

ওয়াল্টার লিপম্যান 

10. ‘প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল –

  • প্রথম বিশ্বযুদ্ধে
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধে
  • ঠাণ্ডা লড়াইয়ে
  • ভারত-পাক যুদ্ধে

ঠাণ্ডা লড়াইয়ে

11. ঠান্ডা যুদ্ধের একটি মূল কারণ হল –

  • বিশ্ব দারিদ্র
  • জাতিপুঞ্জের ভূমিকা  
  • মতাদর্শগত বিরোধ  
  • এর কোনোটিই

মতাদর্শগত বিরোধ  

12. ‘পটসডাম সম্মেলন’ অনুষ্ঠিত হয় –

  • 1939 খ্রিস্টাব্দে
  • 1945 খ্রিস্টাব্দে
  • 1950 খ্রিস্টাব্দে
  • 1962 খ্রিস্টাব্দে

1945 খ্রিস্টাব্দে

13. বার্লিন প্রাচীর নির্মাণ করেছিল –

  • আমেরিকা
  • সোভিয়েত রাশিয়া
  • চিন
  • জার্মানি

সোভিয়েত রাশিয়া

14. ‘ট্রুম্যান ডকট্রিন’ঘোষিত হয় –

  • 1945 সালের ২ মার্চ
  • 1946 সালের ১২ মার্চ
  • 1947 সালের ১২ মার্চ
  • 1948 সালের ১২ মার্চ

1947 সালের ১২ মার্চ

15. মার্শাল পরিকল্পন কার্যকরী হয় –

  • 1945 খ্রিস্টাব্দে
  • 1947 খ্রিস্টাব্দে
  • 1949 খ্রিস্টাব্দে
  • 1951 খ্রিস্টাব্দে

1947 খ্রিস্টাব্দে

16. ‘ন্যাটো’ গঠিত হয় কার উদ্যোগে ? –

  • মার্কিন যুক্তরাষ্ট্র
  • সোভিয়েত ইউনিয়নের
  • ব্রিটেনের
  • ভারতের

মার্কিন যুক্তরাষ্ট্র

17. ‘ন্যাটো’ (NATO) গঠিত হয় –

  • 1943, 4th April
  • 1944 4th April
  • 1945, 4th April
  • 1949, 4th April

1949, 4th April

HS Class 12 Political Science Chapter 2 MCQ-দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক

18. সম্মিলিত জাতিপুঞ্জের সনদের কত নং ধারার ওপর ভিত্তি করে মার্কিন যুক্তরাষ্ট্র NATO গড়ে তুলেছিল ?

  • 51নং ধারা
  • 38 নং ধারা
  • 24 নং ধারা
  • 162 নং ধারা

51নং ধারা

19. ‘দাঁতাত’ হল একটি –

  • সম্মেলন
  • সংগঠন
  • চুক্তি
  • প্রক্রিয়া

প্রক্রিয়া

20. ‘দাঁতাত’ সময়কাল ছিল –

  • 1949-1959  খ্রিস্টাব্দ পর্যন্ত
  • 1962-1973 খ্রিস্টাব্দ পর্যন্ত
  • 1965-1975 খ্রিস্টাব্দ পর্যন্ত
  • 1970-1980 খ্রিস্টাব্দ পর্যন্ত

1962-1973 খ্রিস্টাব্দ পর্যন্ত

21. ‘তাসখন্দ চুক্তি’ হয়-

  • 1966 খ্রিস্টাব্দে
  • 1963 খ্রিস্টাব্দে
  • 1970 খ্রিস্টাব্দে
  • 1968 খ্রিস্টাব্দে

1963 খ্রিস্টাব্দে

22. তাসখন্দ চুক্তির মাধ্যমে অবসান হয় –

  • ভারত-ইন্দনেশিয়া যুদ্ধের
  • ভারত-পাক যুদ্ধের
  • ভারত-চিন যুদ্ধের
  • ইরাক-ইরান যুদ্ধের

ভারত-পাক যুদ্ধের

23. ‘সল্ট-I’ স্বাক্ষরিত হয়েছিল-  

  • 1963 সালে
  • 1972 সালে
  • 1968 সালে
  • 1973 সালে

1972 সালে

24. হট-লাইন স্থাপিত হয়-

  • কিউবা ও ঘানার মধ্যে
  • রাশিয়া ও চিনের মধ্যে
  • মস্কো ও ওয়াশিংটনের মধ্যে
  • মার্কিন যুক্তরাস্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে

মার্কিন যুক্তরাস্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে

25. উত্তর ও দক্ষিণ কোরিয়ার সংঘর্ষ বাধে –

  • 1950 খ্রিস্টাব্দে
  • 1955 খ্রিস্টাব্দে
  • 1960 খ্রিস্টাব্দে
  • 1965 খ্রিস্টাব্দে

1950 খ্রিস্টাব্দে

26. ঠাণ্ডা লড়াইয়ের অবসান হয় –

  • 1980 সালে
  • 1995 সালে
  • 1991 সালে
  • 1993 সালে

1991 সালে

27. একমেরুকরণের সূচনা হয় –

  • সোভিয়েত ইউনিয়নের পতনের ফলে
  • চিন বিপ্লবের ফলে
  • কোরিয়ার সংঘর্ষের ফলে
  • আরব-ইজরায়েল দ্বন্দের ফলে

সোভিয়েত ইউনিয়নের পতনের ফলে

28. একমেরু কেন্দ্রিক বিশ্বের প্রধান দেশ হল –

  • আমেরিকা
  • গ্রেট ব্রিটেন
  • চিন
  • ফ্রান্স

আমেরিকা

29. জোটনিরপেক্ষ আন্দোলনের জনক হলেন –

  • ইন্দিরা গান্ধি
  • সুকর্ণ
  • মার্শাল টিটো
  • জওহরলাল নেহেরু

জওহরলাল নেহেরু

30. জোটনিরপেক্ষ আন্দোলনের একটি অপরিহার্য নীতি হল-

  • হস্তক্ষেপ
  • হস্তক্ষেপ না করা
  • আগ্রাসন
  • সামাজিক বিভেদ সৃষ্টি

হস্তক্ষেপ না করা

31. জোটনিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়—

  • বান্দুং-এ
  • বেলগ্রেডে
  • কলম্বোয়
  • নিউইয়র্কে

বেলগ্রেডে

32. জোটনিরপেক্ষ আন্দোলন (NAM)-এর 18 তম সম্মেলন অনুষ্ঠিত হয় –

  • 2018 সালে
  • 2020 সালে
  • 2019 সালে
  • 2021 সালে

2019 সালে

33. ‘পঞ্চশীল চুক্তি’ স্বাক্ষরিত হয় কত সালে? –

  • 1950 সালে
  • 1945 সালে
  • 1954 সালে
  • 1991 সালে

1945 সালে

34. পঞ্চশীল চুক্তি কোন্ দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল ? –

  • ভারত ও বাংলাদেশ
  • ভারত ও চিন
  • ভারত ও পাকিস্তান
  • পাকিস্তান ও শ্রীলঙ্কা

ভারত ও চিন

35. বান্দুং সম্মেলনে গৃহীত নীতির সংখ্যা –

  • 10টি
  • 11টি
  • 12টি
  • 13টি

10টি

36.বান্দুং সম্মেলনে এশিয়া ও আফ্রিকার কটি দেশ অংশগ্রহণ করেছিল ? –

  • 25টি
  • 29টি
  • 24টি
  • 31টি

29টি

37. বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয় –

  • 1958 সালে
  • 1961 সালে
  • 1965 সালে
  • 1965 সালে

1961 সালে

38. তেহেরান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল –

  • 1999 সালে
  • 2012 সালে
  • 2009 সালে
  • 2007 সালে

2012 সালে

HS Class 12 Political Science Chapter 2 MCQ-দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক

39. ‘Political Dictionary’ গ্রন্থটির লেখক –

  • ওয়াল্টার রেমন্ড
  • কেনেথ ওয়ালজ
  • ইভান লুয়ার্ড
  • হেনরি কিসিংগার

ওয়াল্টার রেমন্ড

40. লেখক বার্টন-এর গ্রন্থের নাম –

  • Politics Among Nations
  • Witness to History
  • Strategies of Containment
  • International Relations

International Relations

Important Links

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানWBBSE Official Site
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBJEE ANM GNM Online Mock Test Series
JENPAS (UG) Online Mock Test SeriesWBJEE Online Mock Test Series
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadMadhyamik Online Mock Test Series
RRB Group-D Mock Test in BengaliJEXPO Online Mock Test Series
ধন্যবাদ । আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন।এই মক টেস্টের ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে বা কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান ।

Leave a Comment

error: Content is protected !!