WBBSE Board –এর নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে WBBSE Class 9 History Chapter 1 Mock Test ।এই মক টেস্টটি ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, নবম শ্রেণি [WBBSE Class 9]-এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে । এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি ক্লাস IX-এর ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ । ক্লাস 9 –এর ইতিহাসের ফরাসি বিপ্লবের কয়েকটি দিক অধ্যায়ের MCQ Question Answer প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট । এই মক টেস্টের বাছাই করা ২০ টি প্রশ্ন থেকে থেকে পরীক্ষায় প্রশ্ন কমন আসার চান্স 99% । এই MCQ প্রশ্ন উত্তর গুলো তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্টের মাধ্যমে জানাও ।
ক্লাস নাইন ইতিহাস প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর নিয়ে তৈরি WBBSE Class 9 History Chapter 1 Mock Test ।তাই এই মক টেস্টটি নবম শ্রেণি (Class IX) -এর পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) [ WB TET, WBCS, PSC, ANM GNM, JENPAS BHA, Railway Group-D, RRB NTPC,West Bengal Police, Kolkata Police , CHSL,CGL,নার্সিং ভর্তি, Etc.] জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরি না করে মক টেস্টে অংশগ্রহণ করুন এবং নিজেকে যাচাই করুন ।
নবম শ্রেণির ইতিহাস মক টেস্ট প্রথম অধ্যায়|ফরাসি বিপ্লবের কয়েকটি দিক অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর|WBBSE Class 9 History Chapter 1 Mock Test
Q1. ফরসি বিপ্লবের জনক বলা হয় –
- ষোড়শ লুইকে
- রুশোকে
- ভলতেয়ারকে
- নেপোলিয়ানকে
রুশোকে
Q2. ‘সিভিল কন্সটিটিউশন অফ দ্য ক্লার্জি’ দ্বারা খর্ব করা হয় –
- রাজার ক্ষমতা
- পোপের ক্ষমতা
- স্টেটস জেনারেলের ক্ষমতা
- অভিজাতদের ক্ষমতা
পোপের ক্ষমতা
Q3. কোন ভারতীয় জ্যাকোবিন দলের সদস্য ছিলেন ?
- রাজা রামমোহন রায়
- টিপু সুলতান
- রোবসপিয়র
- জওহরলালনেহেরু
টিপু সুলতান
Q4. ফ্রান্সে ডাইরেক্টরি শাসনের সূচনা হয় –
- ১৭৯২ খ্রিষ্টাব্দে
- ১৭৯৪ খ্রিষ্টাব্দে
- ১৭৯৫ খ্রিষ্টাব্দে
- ১৭১৫ খ্রিষ্টাব্দে
১৭৯৫ খ্রিষ্টাব্দে
Q5. ‘দ্য স্পিরিট অফ লজ’ গ্রন্থটির লেখক কে ?
- রুশো
- মন্তেস্কু
- রোবসপিয়র
- মিরাবো
মন্তেস্কু
Q6. ‘সোশ্যাল কন্ট্র্যাক্ট’ গ্রন্থের রচয়িতা কে ?
- দ্য এলেমবার্ট
- ভলতেয়ার
- রুশো
- মন্তেস্কু
রুশো
Q7. ফ্রান্সকে ‘ভ্রান্ত অর্থনীতির জাদুঘর’ বলেছিলেন –
- মর্স স্টিফেনস
- লেফেভর
- রাইকার
- অ্যাডাম স্মিথ
অ্যাডাম স্মিথ
Q8. চতুর্দশ লুই -এর রাজত্বকাল ছিল –
- ১৭১৫-১৭৭৪ খ্রিষ্টাব্দ
- ১৬৪৩-১৭১৫ খ্রিষ্টাব্দ
- ১৯৭৪-১৭৯৩ খ্রিষ্টাব্দ
- ১৪৬২-১৪৭৬ খ্রিষ্টাব্দ
১৯৭৪-১৭৯৩ খ্রিষ্টাব্দ
Q9. ফরাসি বিপ্লবের সময়ে ফ্রান্সের রাজা ছিলেন –
- ত্রয়োদশ লুই
- চতুর্দশ লুই
- পঞ্চদশ লুই
- ষোড়শ লুই
ষোড়শ লুই
Q10. ‘ লেতর দ্য ক্যাশে ‘ হল –
- অধিকার পত্র
- গ্রেপ্তারি পরোয়ানা
- গির্জার নির্দেশনামা
- পোপের আদেশনামা
গ্রেপ্তারি পরোয়ানা
Q11. ‘টেইলি ‘ ছিল –
- সামন্ত কর
- সম্পত্তি কর
- অতিরিক্ত প্রত্যক্ষ কর
- লবণ কর
সম্পত্তি কর
Q12. ‘ক্যাপিটেশন’ ছিল ফ্রান্সের –
- সম্পত্তি কর
- উৎপাদন কর
- ধর্মীয় কর
- লবণ কর
উৎপাদন কর
Q13. ফ্রান্সে প্রচলিত টাইথ বা টাইদ ছিল –
- লবণ কর
- আয়কর
- ধর্মীয় কর
- ভূমি কর
ধর্মীয় কর
Q14. টেনিস কোর্টের শপথ অনুষ্ঠিত হয় ১৭৮৯ সালের
- ১৭ জুন
- ১৯ জুন
- ২০ জুন
- ২২ জুন
২০ জুন
Q15. টেনিস কোর্টের শপথে নেতৃত্ব দেন –
- রোবসপিয়র
- মিরাব্যু
- হিবার্ট
- অ্যাবে সিয়েস
মিরাব্যু
Q16. ‘ ওয়েলথ অফ নেশনস’ গ্রন্থটি লিখেছেন –
- রুশো
- ভলতেয়ার
- মন্তেস্কু
- অ্যাডাম স্মিথ
অ্যাডাম স্মিথ
Q17. ‘দ্য পার্সিয়ান লেটার্স ‘ গ্রন্থটির লেখক –
- রুশো
- ভলতেয়ার
- মন্তেস্কু
- ডেনিস দিদেরো
মন্তেস্কু
Q18. বাস্তিল দুর্গের পতন ঘটে ১৭৮৯ খ্রিষ্টাব্দের –
- ১২ জুলাই
- ১৩ জুলাই
- ১৪ জুলাই
- ১৫ জুলাই
১৪ জুলাই
Q19. যে আদর্শটি ফরাসি বিপ্লবের মূল আদর্শ নয় সেটি হল –
- সাম্য
- মৈত্রী
- ধর্মনিরপেক্ষতা
- স্বাধীনতা
ধর্মনিরপেক্ষতা
Q20. স্টেটস জেনারেল-এর অধিবেশনে তৃতীয় শ্রেণির প্রতিনিধিরা দাবি জানিয়েছিলেন –
- মাথাপিছু ভোট
- কক্ষপিছু ভোট
- সম্প্রদায়গত ভোট
- গণভোট
মাথাপিছু ভোট
Important Links
ধন্যবাদ । আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন।WBBSE Class 9 History Chapter 1 Mock Test -এর ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে বা কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান ।