WBBSE Board –এর নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে WBBSE Class 9 Physical Science Chapter 3 Mock Test ।এই মক টেস্টটি ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, নবম শ্রেণি [WBBSE Class 9] -এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা অক্লান্ত পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি ক্লাস IX-এর ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ । ক্লাস 9 -এর জীবন বিজ্ঞান পরীক্ষার MCQ Question Answer প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট।নবম শ্রেণি ভৌতবিজ্ঞান পৃষ্ঠটান, সান্দ্রতা, বার্নৌলির নীতি, স্থিতিস্থাপকতা অধ্যায়গুলির মক টেস্ট -এর বাছাই করা ২০টি প্রশ্ন থেকে থেকে পরীক্ষায় প্রশ্ন কমন আসার চান্স 99% ।পৃষ্ঠটান, সান্দ্রতা, বার্নৌলির নীতি, স্থিতিস্থাপকতা টপিকগুলো আসলে নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান তৃতীয় অধ্যায় ‘পদার্থের গঠন ও ধর্ম’ -এর অন্তর্গত । এই মক টেস্টের MCQ প্রশ্ন উত্তর গুলো তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাও ।
ক্লাস নাইনের ভৌতবিজ্ঞানের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর নিয়ে তৈরি WBBSE Class 9 Physical Science Chapter 3 Mock Test।তাই এই অধ্যায়ের মক টেস্টটি নবম শ্রেণি (Class IX) -এর পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) [ WB TET, WBCS, PSC, WB JEXPO, ANM GNM, JENPAS BHA, Railway Group-D, RRB NTPC,West Bengal Police, Kolkata Police , CHSL,CGL,নার্সিং ভর্তি, Etc.] জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরি না করে মক টেস্টে অংশগ্রহণ করুন এবং নিজেকে যাচাই করুন ।
পৃষ্ঠটান, সান্দ্রতা, বার্নৌলির নীতি, স্থিতিস্থাপকতা অধ্যায়গুলির মক টেস্ট(MCQ প্রশ্ন-উত্তর)|WBBSE Class 9 Physical Science Chapter 3 Mock Test
Q1. পৃষ্ঠটানের মাত্রীয় সংকেত –
- [MLT-1 ]
- [MT-1]
- [MT-2 ]
- [ML2T-2]
[MT-2 ]
Q2. একটি মশা উড়তে উড়তে জলে পড়ে ডুবে গেল । সেখান থেকে বেরোনোর পর যতক্ষন না পর্যন্ত মশাটির শরীর শুকনো হয় , ততক্ষন পর্যন্ত সে উড়তে পারে না । এর কারণ হল –
- জলের সান্দ্রতা
- মশার ওজন বেড়ে যাওয়ার জন্য
- জলের পৃষ্ঠটান
- তরলের চাপের জন্য
জলের পৃষ্ঠটান
Q3. তাপমাত্রা বাড়ালে পৃষ্ঠটান –
- বৃদ্ধি পায়
- অপরিবর্তিত থাকে
- হ্রাস পায়
- প্রথমে বৃদ্ধি পায় ও পরে হ্রাস পায়
হ্রাস পায়
Q4. বায়ুর মধ্যে একটি সাবানের বুদবুদের ব্যাসার্ধ 1 সেমি. থেকে ধীরে ধীরে বাড়িয়ে 2 সেমি. করতে কী পরিমাণ কাজ করতে হবে ? সাবান জলের পৃষ্ঠটান 0.036 N. m-1
- 2.7 × 10-4 J
- 3.1 × 10-4 J
- 1.9 × 10-4 J
- 4.8 × 10-4 J
2.7 × 10-4 J
Q5. জলের পৃষ্ঠটান 72 dyn /cm । SI এককে পৃষ্ঠটানের মান হবে –
- 25× 10-4 N/m
- 72× 10-3 N/m
- 87× 10-3 N/m
- 39× 10-3 N/m
72× 10-3 N/m
Q6. গ্যাসের উষ্ণতা বাড়লে সান্দ্রতা –
- কমে
- বাড়ে
- অপরিবর্তিত থাকে
- প্রথমে বাড়ে পরে কমে
বাড়ে
Q7. তরলগুলির মধ্যে সর্বোচ্চ সান্দ্র হল –
- জল
- তেল
- গ্লিসারিন
- অ্যালকোহল
গ্লিসারিন
Q8. পড়ন্ত বৃষ্টির ফোঁটার প্রান্তীয় বেগ লাভ করার কারণ –
- বায়ুর সান্দ্রতা
- বায়ুর উর্দ্ধঘাত
- বায়ু প্রবাহ
- পৃষ্ঠটান
বায়ুর সান্দ্রতা
Q9. সান্দ্রতাঙ্কের মাত্রীয় সংকেত –
- [ML-1T-1]
- [MLT]
- [ML-2T-2]
- [ML-2T-1]
[ML-1T-1]
Q10.তরলের উষ্ণতা বাড়ালে সান্দ্রতা –
- কমে
- বাড়ে
- অপরিবর্তিত থাকে
- প্রথমে বাড়ে ও পরে কমে
কমে
Q11. সুগন্ধি তরল , সেন্ট , কীটনাশক ইত্যাদি ছড়ানোর কাজে স্প্রেয়ার বা অটোমাইজার যন্ত্র ব্যবহার করা হয় তাতে প্রয়োগ করা হয় –
- আর্কিমিডিসের সূত্র
- বার্নৌলির নীতি
- হুকের সূত্র
- স্টোকস –এর সূত্র
বার্নৌলির নীতি
Q12. স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ও বিকৃতির পরিবর্তনের লেখচিত্রটি হয় –
- অধিবৃত্ত
- বৃত্ত
- সরলরেখা
- পরাবৃত্ত
সরলরেখা
Q13. রবারের স্থিতিস্থাপকতা লোহা অপেক্ষা –
- কম
- বেশি
- সমান
- রবার স্থিতিস্থাপক নয়
কম
Q14. পীড়নের মাত্রীয় সংকেত –
- [MLT2]
- [ML-2T-1]
- [MLT]
- [ML-1T-2]
[ML-1T-2]
Q15. ইয়ং গুণাঙ্কের মাত্রীয় সংকেত –
- [MLT2]
- [ML-1T-2]
- [ML-2T-1]
- হয় না
[ML-1T-2]
Q16. একক বিহীন রাশি হল –
- পীড়ন
- বিকৃতি
- বল ধ্রুবক
- ইয়ং গুণাঙ্ক
বিকৃতি
Q17. 3.5 mm ব্যাসার্ধ বিশিষ্ট একটি স্থিতিস্থাপক দড়ির দৈর্ঘ্য স্থিতিস্থাপক সীমার মধ্যে 1/20 অংশ বৃদ্ধি করতে 10N বলের প্রয়োজন হয় । দড়ির উপাদানের ইয়ং গুণাঙ্ক কত ?
- 5.2 × 107dyn /cm2
- 4.6× 107dyn /cm2
- 5.9 × 109dyn /cm2
- 7.4 × 105dyn /cm2
5.2 × 107dyn /cm2
Q18. 2 mm ও 3mm ব্যাসবিশিষ্ট দুটি ভিন্ন উপাদানের তারের প্রত্যেকটির দৈর্ঘ্য 4 m । প্রত্যেক তারে 5kg ভরের বস্তু ঝুলিয়ে দেখা গেল একটি তারের প্রসারণ অপরটির দ্বিগুণ । তার দুটির ইয়ং গুণাঙ্কের অনুপাত –
- 5:4
- 3:2
- 9:8
- 7:6
9:8
Q19. একটি স্প্রিংকে কেটে দু টুকরো করলে প্রতিটি অংশের বলধ্রুবক কত হবে ?
- পূর্বের দ্বিগুণ হবে
- পূর্বের অর্ধেক হবে
- একই থাকবে
- নির্ণয় করা যাবে না
পূর্বের দ্বিগুণ হবে
Q20. ঠাণ্ডা ঝোলের চেয়ে গরম ঝোলের স্বাদ বেশি লাগে, কারণ –
- তাপমাত্রা বাড়লে গরম তরলের পৃষ্ঠটান কমে যায় তাই সেটি সমগ্র জীভে সহজেই ছড়িয়ে যায়
- তাপমাত্রা বাড়লে গরম তরলের পৃষ্ঠটান বেড়ে যায় তাই সেটি সমগ্র জীভে সহজেই ছড়িয়ে যায়
- উষ্ণতা বাড়লে তরলের সান্দ্রতা কমে
- কোনোটিই নয়
তাপমাত্রা বাড়লে গরম তরলের পৃষ্ঠটান কমে যায় তাই সেটি সমগ্র জীভে সহজেই ছড়িয়ে যায়
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি দেখুনঃ
নবম শ্রেণীর সকল বিষয়ের অনলাইন মক টেস্ট