WBCHSE 3rd Semester 2025 History Question Paper with Answer

WBCHSE 3rd Semester 2025 History Question Paper with Answer|| উচ্চমাধ্যমিক ক্লাস 12 তৃতীয় সেমিস্টার 2025 ইতিহাস প্রশ্ন উত্তর-Anushilan.Com এর তরফ থেকে নিয়ে আসা হল 2025 এর উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ইতিহাস প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ । তোমরা প্রত্যেকে যারা যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছো তারা এখন মিলিয়ে নিতে পারো তোমাদের কতগুলো প্রশ্ন সঠিক হয়েছে এবং কতগুলো ভুল হয়েছে । এই আর্টিকেল তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাও ।

WBCHSE 3rd Semester 2025 History Question Paper with Answer || উচ্চমাধ্যমিক ক্লাস 12 তৃতীয় সেমিস্টার 2025 ইতিহাস প্রশ্ন উত্তর

১. প্রথম ভক্তিবাদী প্রচারক যিনি হিন্দি ভাষায় তার মতাদর্শ প্রচার করেছিলেন তিনি হলেন –

(ক) রামানন্দ

(খ) কবীর

(গ) তুলসীদাস

(ঘ) মীরাবাঈ

(ক) রামানন্দ

২. ঠিক / ভুল নির্ণয় করো ।

ইংরেজ দুত হিসাবে জাহাঙ্গীরের রাজসভায় এসেছিলেন-

(i) রাফল ফিচ

(ii) উইলিয়ম হকিন্স

(iii) আলমাসুদি

(iv) টমাস রো

(ক) I , ii ,  iii ,  iv  ভুল

(খ) ii , iv ঠিক i , iii ভুল

(গ) I , ii , iii , iv ঠিক

(ঘ) I , ii , iii ভুল , iv ঠিক

(খ) ii , iv ঠিক i , iii ভুল

৩. ‘গুরু কা লঙ্গর’ প্রতিষ্ঠা করেন –

(ক) নানক

(খ) কবীর

(গ) নামদেব

(ঘ) রামানন্দ

(ক) নানক

৪. কোন সঙ্গীতের বিকাশে সুফিদের অবদান অবিস্মরণীয় ?

(ক) গজল

(খ) কাওয়ালি

(গ) ভাটিয়ালি

(ঘ) কীর্তন

(খ) কাওয়ালি

৫. কার স্মৃতি রক্ষার্থে কুতুব মিনার তৈরি হয়েছিল ?

(ক) নিজামুদ্দিন আউলিয়া

(খ) নাসিরুদ্দিন চিরাগ

(গ) সিকন্দর শাহ

(ঘ) কুতবুদ্দিন বকতিয়ার কাকি

(ঘ) কুতবুদ্দিন বকতিয়ার কাকি

উচ্চমাধ্যমিক সকল বিষয়ের MCQ প্রশ্ন উত্তর (সেমিস্টার-3)

WBCHSE 3rd Semester 2025 History Question Paper with Answer || উচ্চমাধ্যমিক ক্লাস 12 তৃতীয় সেমিস্টার 2025 ইতিহাস প্রশ্ন উত্তর

৬. ‘Imperium’ শব্দটির উৎপত্তি হয়েছে –

(ক) গ্রীক শব্দ থেকে

(খ) ল্যাটিন শব্দ থেকে

(গ) ইংরাজি শব্দ থেকে

(ঘ) জার্মান শব্দ থেকে

(খ) ল্যাটিন শব্দ থেকে

৭. আমেরিকাতে সর্বপ্রথম উপনিবেশ স্থাপন করেছিল –

(ক) ব্রিটিশরা

(খ) ফরাসীরা

(গ) পর্তূগীজরা

(ঘ) ওলন্দাজরা

(গ) পর্তূগীজরা

৮. ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাওঃ

 ক স্তম্ভ খ স্তম্ভ
 (i) টিপু সুলতান(a) লর্ড কর্ণওয়ালিশ
(ii) শ্রীরঙ্গপত্তমের সন্ধি(b) চিলিয়ানওয়ালার যুদ্ধ
(iii) ওয়ারেন হেস্টিংস(c ) দ্বিতীয় ইঙ্গমহীশূর যুদ্ধ
(iv) লর্ড ডালহৌসি(d) সলবাই এর সন্ধি

(ক) (i) -d, (ii) -a , (iii) -c , (iv)- b

(খ) (i)-b , (ii)- d , (iii)- a , (iv)-c

(গ) (i)-c , (ii)-a , (iii)-d, (iv)- b

(ঘ) (i) -a ,  (ii) -c, (iii) -b , (iv) – d

(গ) (i)-c , (ii)-a , (iii)-d, (iv)- b

৯. সঠিক পরিভাষা সহ চার্ট / ডায়াগ্রামটি পূর্ণ করোঃ

WBCHSE 3rd Semester 2025 History Question Paper with Answer 
উচ্চমাধ্যমিক ক্লাস 12 তৃতীয় সেমিস্টার 2025 ইতিহাস প্রশ্ন উত্তর

(ক) চিরস্থায়ী বন্দোবস্ত

(খ) ভাইয়াচারী ব্যবস্থা

(গ) মালগুজারি ব্যবস্থা

(ঘ) রায়তওয়ারি ব্যবস্থা

(ক) চিরস্থায়ী বন্দোবস্ত

১০. ঠিক না ভুল নির্ণয় করোঃ

ধনতান্ত্রিক অর্থনীতি বিকাশের পর্যায়গুলি হল –

(i) শিল্পজাত মূলধন

(ii) কৃষি মূলধন

(iii) রাষ্ট্রীয় মূল্ধন

(iv) বাণিজ্যিক মূলধন

(ক) i , ii, iii ঠিক iv ভুল

(খ) i , ii, iv ঠিক iii ভুল

(গ) i , iii , iv ঠিক ii ভুল

(ঘ) ii , iii , iv ঠিক i ভুল

(গ) i , iii , iv ঠিক ii ভুল

WBCHSE 3rd Semester 2025 History Question Paper with Answer || উচ্চমাধ্যমিক ক্লাস 12 তৃতীয় সেমিস্টার 2025 ইতিহাস প্রশ্ন উত্তর

১১. ভারতে আগত পারস্যের পর্যটকের নাম হল –

(ক) পায়েজ

(খ) নুনিজ

(গ) আব্দুর রজ্জাক

(ঘ) নিকালো ডি কণ্টি

(গ) আব্দুর রজ্জাক

১২.  আল বিরুনি কোন্‌ ভাষায় কিতা,-উল-হিন্দ রচনা করেছিলেন ?

(ক) হিব্রু

(খ) আরবি

(গ) পারসিক

(ঘ) হিন্দি

(খ) আরবি

১৩. “বিজয়নগর রাজ্য ছিল শৃঙ্খলাবদ্ধ ও সমৃদ্ধ” –মন্তব্যটি করেছিলেন –

(ক) ইবন বতুতা

(খ) জে বি তাভার্নিয়ের

(গ) আব্দুর রজ্জাক

(ঘ) টমাস রো

(গ) আব্দুর রজ্জাক

১৪. ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাওঃ

 স্তম্ভ –ক স্তম্ভ-খ
(i) মামালুক রাজবংশa. 1451 -1526 খ্রিস্টাব্দ
(ii) তুঘলক রাজবংশb. 1320 -1413 খ্রিস্টাব্দ
(iii) খলজি রাজবংশc. 1414 -1451 খ্রিস্টাব্দ
(iv) লোদি রাজবংশd. 1290 -1320 খ্রিস্টাব্দ
(v) সৈয়দ রাজবংশe. 1206 -1290 খ্রিস্টাব্দ

(ক)(i) -a , (ii) -b , (iii) -c , (iv)- d, (v)-e

(খ) (i)- b , (ii) – c, (iii) – a , (iv) – e, (v)- d

(গ) (i) – e , (ii) – d, (iii) – b , (iv) – c , (v) –a

(ঘ) (i) – e , (ii) – b, (iii) – d, (iv) – a , (v)- c

(ঘ) (i) – e , (ii) – b, (iii) – d, (iv) – a , (v)- c

১৫. ‘Six Voyages’ গ্রন্থটি কে রচনা করেছেন ?

(ক) তাভার্নিয়ের

(খ) বার্নিয়ের

(গ) টেরি

(ঘ) পেলসার্ট

(ক) তাভার্নিয়ের

উচ্চমাধ্যমিক সকল বিষয়ের MCQ প্রশ্ন উত্তর (সেমিস্টার-3)

WBCHSE 3rd Semester 2025 History Question Paper with Answer || উচ্চমাধ্যমিক ক্লাস 12 তৃতীয় সেমিস্টার 2025 ইতিহাস প্রশ্ন উত্তর

১৬. ‘অবাধ বাণিজ্য নীতি’র প্রবক্তা হলেন –

(ক) কোলবার্ট

(খ) অ্যাডাম স্মিথ

(গ) চতুর্দশ লুই

(ঘ) নেপোলিয়ান বোনাপার্ট

(খ) অ্যাডাম স্মিথ

১৭. ঠিক উত্তরটি নির্ণয় করোঃ

বিবৃতি(a) : ইংরেজদের বাণিজ্য কেন্দ্র ছিল মাসুলিপত্তনম , পন্ডিচেরি , শ্রীরামপুর

বিবৃতি(b): ফরাসীদের বাণিজ্যকেন্দ্র ছিল  মাহে , পন্ডিচেরি , চন্দননগর

বিবৃতি(c): ওলন্দাজদের বাণিজ্য কেন্দ্র ছিলো বিদর , সুরাট , কলিকাতা

(ক) (a) সত্য , (b) মিথ্যা , (c ) সত্য

(খ) (a) মিথ্যা , (b) সত্য , (c ) মিথ্যা

(গ) (a) সত্য , (b ) সত্য , (c ) মিথ্যা

(ঘ) (a) মিথ্যা , (b) মিথ্যা , (c) সত্য

(খ) (a) মিথ্যা , (b) সত্য , (c ) মিথ্যা

১৮. ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাওঃ

 ক –স্তম্ভ খ-স্তম্ভ
 (i) সম্পদের নির্গমন(a) টমাস মুনরো
(ii) রায়ওয়ারী বন্দোবস্ত(b) দাদাভাই নৌরজী
(iii) মহলওয়ারী বন্দোবস্ত(c ) লর্ড কর্ণওয়ালিশ
(iv) চিরস্থায়ী বন্দোবস্ত(d) এলফিনস্টোন

(ক) (i) -b, (ii) – a , (iii) -d ,  (iv)-c

(খ) (i)-c , (ii)- d , (iii)-a , (iv)- b

(গ) (i) -d , (ii)- c , (iii) -b ,  (iv)-a

(ঘ) (i)- b , (ii) – d,  (iii)- a , (iv) – c

(ক) (i) -b, (ii) – a , (iii) -d ,  (iv)-c

১৯. ‘জাভা শান্তি চুক্তি’ কবে স্বাক্ষরিত হয়েছিল ?

(ক) 1830 খ্রিষ্টাব্দে

(খ) 1831 খ্রিষ্টাব্দে

(গ) 1798 খ্রিষ্টাব্দে

(ঘ) 1800 খ্রিষ্টাব্দে

(ক) 1830 খ্রিষ্টাব্দে

২০. কালানুক্রম অনুসারে বক্তব্যগুলি সাজাওঃ

(i) কলিকাতা সুপ্রীম কোর্টের প্রতিষ্ঠা

(ii) কোড কর্ণওয়ালিশ প্রবর্তন

(iii) ‘প্রাচ্যের অক্সফোর্ড’ নামে পরিচিত কলেজটির প্রতিষ্ঠা

(iv) দারোগা প্রথার অবসান ।

(ক) ii  , i , iv, iii

(খ) i  , ii  , iii , iv

(গ) iii , ii , iv , i

(ঘ) iv , ii , i , iii

(খ) i  , ii  , iii , iv

২১. প্রথম স্বদেশী জাহাজ কোম্পানী প্রতিষ্ঠা করেন –

(ক) ওয়ালচাঁদ হীরাচাঁদ

(খ) কিলাচাঁদ দেবচাঁদ

(গ) চিদাম্বরম পিল্লাই

(ঘ) নরোত্তম মোরারজি

(গ) চিদাম্বরম পিল্লাই

২২. অবশিল্পায়নের প্রধান কারণ ছিল –

(ক) ব্যবসার প্রসার

(খ) বৈষম্যমূলক শিল্পনীতি

(গ) সুষম শুল্কনীতি

(ঘ) কৃষিকাজে অনাগ্রহ

(খ) বৈষম্যমূলক শিল্পনীতি

২৩. “ডুরান্ড লাইন” হল –

(ক) ভারত বাংলাদেশ সীমারেখা

(খ) ভারত তিব্বত সীমারেখা

(গ) ভারত চীন সীমারেখা

(ঘ) ভারত আফগানিস্তান সীমারেখা

(ঘ) ভারত আফগানিস্তান সীমারেখা

২৪. ইউরোপের ককপিট বলা হয় কাকে ?

(ক) বেলজিয়ামকে

(খ) স্পেনকে

(গ) নেদারল্যান্ডকে

(ঘ) পর্তুগালকে

(ক) বেলজিয়ামকে

২৫. ইন্দোনেশিয়া কোন্‌ ইউরোপীয় দেশের উপনিবেশ ছিল ?

(ক) ইংল্যান্ড

(খ) ফ্রান্স

(গ) স্পেন

(ঘ) হল্যান্ড

(ঘ) হল্যান্ড

উচ্চমাধ্যমিক সকল বিষয়ের MCQ প্রশ্ন উত্তর (সেমিস্টার-3)

WBCHSE 3rd Semester 2025 History Question Paper with Answer || উচ্চমাধ্যমিক ক্লাস 12 তৃতীয় সেমিস্টার 2025 ইতিহাস প্রশ্ন উত্তর

২৬. ‘চারমিনার’ কোথায় অবস্থিত ?

(ক) পান্ডুয়া

(খ) দিল্লী

(গ) হায়দ্রাবাদ

(ঘ) নাগপুর

(গ) হায়দ্রাবাদ

২৭. বাক্যগুলো কালক্রম অনুসারে সাজাওঃ

(a) মার্কো পোলো কুবলাই খাঁর দরবারে আসেন ।

(খ) ইব্‌ন বতুতা  মহম্মদ বিনতুঘলকের দরবারে আসেন ।

(গ) আব্দুর রজ্জাক দ্বিতীয় দেবরায়ের দরবারে আসেন ।

(ঘ) বার্ণিয়ের ঔরঙ্গজেবের দরবারে আসেন ।

(ক) a –b – c – d

(খ) b – a – d- c

(গ) d – a – c – b

(ঘ) c – d – b –a

(ক) a –b – c – d

২৮. ‘তেলগু কবিতার জনক’ হিসাবে পরিচিত –

(ক) কৃষ্ণদেবরায়

(খ) দ্বিতীয় দেবরায়

(গ) পেদ্দানা

(ঘ) হরিহর

(গ) পেদ্দানা

২৯. রামানন্দ কোন্‌ ধর্মগোষ্ঠীর অন্তর্গত ছিলেন ?

(ক) শৈব

(খ) বৈষ্ণব

(গ) বৌদ্ধ

(ঘ) জৈন

(খ) বৈষ্ণব

৩০. সুফি পীর অথবা মুরশিদ সাধারণতঃ থাকতেন –

(ক) খান্‌কায়

(খ) জুহাদে

(গ) তওবায়

(ঘ) রিজায়

(ক) খান্‌কায়

৩১. বিবৃতিগুলির সম্পর্ক নির্ণয় করোঃ

বিবৃতি (a): 1822 খ্রিষ্টাব্দে ডোম পেড্রো নিজেকে ব্রাজিলের সম্রাট ঘোষণা করেন ।

বিবৃতি (b): এখন ব্রাজিলবাসী 7 ই সেপ্টেম্বর ‘জাতীয় দিবস’ রূপে উদযাপন করেন ।

(ক) (a) হল  (b) এর কারণ

(খ) (a) এবং (b) পরস্পর বিরোধী

(গ) (a) সত্য কিন্তু (b) ভুল

(ঘ) (a) এবং  (b) উভয়েই ভুল

(ক) (a) হল  (b) এর কারণ

৩২. “উন্নত জাতির কর্তব্য হল পিছিয়ে পড়া জাতিকে সভ্য করে তোলা ।“ এই উক্তির প্রবক্তা হলেন –

(ক) জেমস জোল

(খ) জুল ফেরি

(গ) লর্ড মেকলে

(ঘ)  অ্যাডাম স্মিথ

(খ) জুল ফেরি

৩৩. ‘প্রাচের সিজার’ নামে পরিচিত ছিলেন –

(ক) আলবুকার্ক

(খ) মার্কো পোলো

(গ) উইলিয়ম হকিন্স

(ঘ) ভাস্কো – দ্যা – গামা

(ক) আলবুকার্ক

৩৪. ভারতে ‘আধুনিক পুলিশ ব্যবস্থার জনক’ হিসাবে পরিচিত ছিলেন –

(ক) ওয়ারেন হেস্টিংস

(খ) লর্ড কর্ণওয়ালিশ

(গ) লর্ড ক্যানিং

(ঘ) চার্লস মেটক্যাফ

(খ) লর্ড কর্ণওয়ালিশ

৩৫. সর্বোচ্চ আদালত বা সুপ্রীম কোর্ট কবে কলিকাতায় প্রতিষ্ঠিত হয়েছিল ?

(ক) 1771 খ্রিষ্টাব্দে

(খ) 1772 খ্রিষ্টাব্দে

(গ) 1773 খ্রিষ্টাব্দে

(ঘ) 1774 খ্রিষ্টাব্দে

(ঘ) 1774 খ্রিষ্টাব্দে

উচ্চমাধ্যমিক সকল বিষয়ের MCQ প্রশ্ন উত্তর (সেমিস্টার-3)

WBCHSE 3rd Semester 2025 History Question Paper with Answer || উচ্চমাধ্যমিক ক্লাস 12 তৃতীয় সেমিস্টার 2025 ইতিহাস প্রশ্ন উত্তর

৩৬. কৃষ্ণদেবরায় কোন্‌ রাজবংশের রাজা ছিলেন ?

(ক) সঙ্গম রাজবংশ

(খ) সাল্ভু রাজবংশ

(গ) তুলুভ রাজবংশ

(ঘ) আরাবিডু রাজবংশ

(গ) তুলুভ রাজবংশ

৩৭. ‘দক্ষিণ ভারতের আগ্রা’ নামে পরিচিত হলো __________ শহর ।

(ক) বিদর

(খ) গুলবর্গা

(গ) বিজাপুর

(ঘ) গোলকুন্ডা

(গ) বিজাপুর

৩৮. তালিকোটার প্রথম যুদ্ধ কবে হয়েছিল ?

(ক) 1566 খ্রিষ্টাব্দ

(খ) 1565 খ্রিষ্টাব্দ

(গ) 1558 খ্রিষ্টাব্দ

(ঘ) 1556 খ্রিষ্টাব্দ

(খ) 1565 খ্রিষ্টাব্দ

৩৯. বাংলার প্রথম স্বাধীন নবাব কে ?

(ক) ইলিয়াস শাহ

(খ) হুসেন শাহ

(গ) সিকন্দর শাহ

(ঘ) নাসিরুদ্দিন মহম্মদ শাহ

(ক) ইলিয়াস শাহ

৪০. বিজয় নগর সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় _________ নদীর তীরে ।

(ক) কাবেরী

(খ) নর্মদা

(গ) কৃষ্ণা

(ঘ) তুঙ্গভদ্রা

(ঘ) তুঙ্গভদ্রা

Important Links

উচ্চমাধ্যমিক সকল বিষয়ের MCQ প্রশ্ন উত্তর (সেমিস্টার-3)

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানMadhyamik Online Mock Test Series
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBCHSE Class 11 Mock Tests
JENPAS (UG) Online Mock Test SeriesANM GNM Mock Tests
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadWBBSE Class 9 Mock Tests
WBBSE and WBCHSE Books Download PDFSN Dey Solution Class 11
WBBSE Official SiteMadhyamik Previous Year Solution

আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,WhatsApp চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।

Leave a Comment

error: Content is protected !!