Write the characteristics of fuse wire || ফিউজ তারের বৈশিষ্ট্য গুলি লেখ
ফিউজ তারের বৈশিষ্ট্য গুলি লেখ ।
উত্তরঃ
(i) এটি টিন (25%) ও সিসা (75%) –এর সংকর ধাতু দ্বারা তৈরি।
(ii) ফিউজ তারের গলনাঙ্ক কম হওয়ায় অল্প তাপের তারটি গলে গিয়ে বর্তনীতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে।
(iii) ফিউজ তারকে তড়িৎ বর্তনীতে তড়িৎ যন্ত্রের সঙ্গে সরাসরি (শ্রেণি সমবায়ে) যুক্ত করা হয়।
(iv) ফিউজ তারের উপাদানের রোধ উচ্চ হওয়ায় বেশি তাপ উৎপন্ন হয়।
ফিউজ তার কি ?
উত্তরঃ সাধারণত 75% সিসা (Pb) ও 25% টিন (Sn) সহযোগে গঠিত ধাতু সংকর দিয়ে তৈরি উচ্চ রোধ ও নিম্ন গলনাঙ্কযুক্ত এবং কম দৈর্ঘ্যের যে সরু তারটিকে চিনামাটির হোলডারের মাধ্যমে বৈদ্যুতিক মেইন লাইনের লাইভ তারের সঙ্গে শ্রেণি সমবায়ে যুক্ত করে বর্তনী সম্পূর্ণ করা হয় , সেই তারটিকে ফিউজ তার বলে ।