Madhyamik History Chapter 5 Mock Test: আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে মাধ্যমিক ইতিহাস পঞ্চম অধ্যায়ের মক টেস্ট। এই মক টেস্টটি মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, দশম শ্রেণি [WBBSE Class 10] -এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা তাদের অক্লান্ত পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ।মাধ্যমিক পরীক্ষার History Chapter 5 MCQ Question Answer প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট ।’বিকল্প চিন্তা ও উদ্যোগঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা’ অধ্যায়ের বাছাই করা 25 টি প্রশ্ন রয়েছে Madhyamik History Chapter 5 Mock Test -এ তাই এই মক টেস্টটি থেকে মাধ্যমিক ইতিহাস পরীক্ষায় MCQ প্রশ্ন উত্তর কমন আসার চান্স 99% ।এই কুইজের প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাও ।
ক্লাস টেনের ইতিহাস বিষয়ের অধ্যায়-৫-এর গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর নিয়ে তৈরি Madhyamik History Chapter 5 Mock Test। তাই এই অধ্যায়ের মক টেস্ট , দশম শ্রেণি (Class X) -এর পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) [ WB TET, WBCS, PSC, WB JEXPO, ANM GNM, JENPAS BHA, Railway Group-D, RRB NTPC,West Bengal Police, Kolkata Police ,Etc.] জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরি না করে মক টেস্টে অংশগ্রহণ করুন আর নিজেকে যাচাই করুন ।
মাধ্যমিক ইতিহাস পঞ্চম অধ্যায়ের মক টেস্ট(MCQ প্রশ্ন উত্তর)|Madhyamik History Chapter 5 Mock Test
Q1. বেঙ্গল গেজেট পত্রিকার প্রকাশক ছিলেন –
- ইশ্বরচন্দ্র গুপ্ত
- জেমস অগাস্টাস হিকি
- চার্লস উইলকিনস
- উইলিয়ম কেরি
জেমস অগাস্টাস হিকি
Q2. বেঙ্গল গেজেট প্রকাশিত হয় –
- ১৭৭৮ খ্রিষ্টাব্দে
- ১৭৮০ খ্রিষ্টাব্দে
- ১৭৯৯ খ্রিষ্টাব্দে
- ১৯০৫ খ্রিষ্টাব্দে
১৭৮০ খ্রিষ্টাব্দে
Q3. ‘ফেরিস অ্যান্ড কোম্পানি’ হল-
- কলকাতার একটি ছাপাখানা
- হুগলীর প্রথম ছাপাখানা
- শ্রীরামপুরের একটি ছাপাখানা
- মাদ্রাজের প্রথম ছাপাখানা
কলকাতার একটি ছাপাখানা
Q4. বাংলা ভাষায় প্রথম ছাপা বই হল –
- বর্ণপরিচয়
- এ গ্রামার অগ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ
- মঙ্গল সমাচার মতিয়ের
- অন্নদামঙ্গল
এ গ্রামার অগ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ
Q5. এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি রচনা করেন –
- ওয়ারেন হেস্টিংস
- চার্লস উইলকিনস
- জেমস অগাস্টাস হিকি
- নাথানিয়েল ব্রাসি হ্যালহেড
নাথানিয়েল ব্রাসি হ্যালহেড
Q6. বাংলা মুদ্রণশিল্পের জনক বলা হয় –
- চার্লস উইলকিনসকে
- পঞ্চানন কর্মকারকে
- উইলিয়ম কেরিকে
- ব্রাসি হ্যালহেডকে
চার্লস উইলকিনসকে
Q7. ইতিহাসমালা গ্রন্থটি রচনা করেন –
- রামরাম বসু
- ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- উইলিয়ম কেরি
- ডেভিড হেয়ার
উইলিয়ম কেরি
Q8. বাংলার প্রথম বাংলা সংবাদপত্র –
- অমৃতবাজার পত্রিকা
- দিগদর্শন
- ক্যালকাটা গেজেট
- হিন্দু প্যাট্রিয়ট
দিগদর্শন
Q9. ‘বেঙ্গল গেজেট’ প্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন –
- গঙ্গাকিশোর ভট্টাচার্য
- বিদ্যাসাগর
- রামমোহন রায়
- রাজা রাধাকান্ত দেব
গঙ্গাকিশোর ভট্টাচার্য
Q10. প্রথম সচিত্র বাংলা বইয়ের নাম –
- অন্নদামঙ্গল
- বিল্বমঙ্গল
- হিতোপদেশ
- দ্রাঘিজ্যা
অন্নদামঙ্গল
Q11. বর্ণপরিচয় প্রকাশিত হয়েছিল –
- ১৮৪৫ খ্রিষ্টাব্দে
- ১৮৫০ খ্রিষ্টাব্দে
- ১৮৫৫ খ্রিষ্টাব্দে
- ১৮৬০ খ্রিষ্টাব্দে
১৮৫৫ খ্রিষ্টাব্দে
Q12. ‘ইউ রায় অ্যান্ড সন্স’ প্রতিষ্ঠা করেন –
- উমেশ্চন্দ্র বন্দ্যোপাধ্যায়
- উপেন্দ্রকিশোর রায় চৌধুরী
- উমাপদ রায়
- সত্যজিৎ রায়
উপেন্দ্রকিশোর রায় চৌধুরী
Q13. ভারতে ‘ হাফ স্টোন’ প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন –
- উপেন্দ্রকিশোর রায় চৌধুরী
- সুকুমার রায়
- পঞ্চানন কর্মকার
- চার্লস উইলকিনস
উপেন্দ্রকিশোর রায় চৌধুরী
Q14. ‘সন্দেশ’ পত্রিকা প্রকাশ করেন –
- পঞ্চানন কর্মকার
- রবীন্দ্রনাথ ঠাকুর
- উপেন্দ্রকিশোর রায় চৌধুরী
- হরচন্দ্র রায়
উপেন্দ্রকিশোর রায় চৌধুরী
Q15. জাতীয় বিজ্ঞান চর্চার জনক বলা হয় –
- ড.মহেন্দ্রলাল সরকারকে
- স্যার আশুতোষ মুখোপাধ্যায়কে
- তারকনাথ পালিতকে
- রাসবিহারী ঘোষকে
ড.মহেন্দ্রলাল সরকারকে
Q16. উপেন্দ্রকিশোর রায় চৌধুরীর লেখা প্রথম গ্রন্থটি হল –
- গুপি গাইন বাঘা বাইন
- টুনটুনির বই
- ছেলেদের রামায়ণ
- সেকালের কথা
ছেলেদের রামায়ণ
Q17. দিগদর্শন পত্রিকাটি প্রকাশ করেছিলেন –
- রাজা রামমোহন রায়
- উইলিয়ম কেরি
- ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- মার্শম্যান
মার্শম্যান
Q18. বঙ্গীয় বিজ্ঞান পরিষদের প্রতিষ্ঠাতা হলেন –
- মেঘনাথ সাহা
- সত্যেন্দ্রনাথ বসু
- জগদীশ চন্দ্র বসু
- প্রফুল্ল চন্দ্র রায়
সত্যেন্দ্রনাথ বসু
Q19. লাইনোটাইপ দিয়ে ছাপা প্রথম বইয়ের নাম –
- A Grammar of the Bengal Language
- অন্নদামঙ্গল
- টুনটুনির বই
- বর্ণপরিচয়
A Grammar of the Bengal Language
Q20. স্কুল বুক সোসাইটির একজন ভারতীয় সদস্য হলেন –
- রাজা রামমোহন রায়
- উপেন্দ্রকিশোর রায় চৌধুরী
- রাজা রাধাকান্ত দেব
- ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর
রাজা রাধাকান্ত দেব
Q21. ‘বিশ্বভারতী’ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে পরিণত হয় –
- ১৯৫০ খ্রিষ্টাব্দে
- ১৯৫১ খ্রিষ্টাব্দে
- ১৯৫২ খ্রিষ্টাব্দে
- ১৯৫৩ খ্রিষ্টাব্দে
১৯৫১ খ্রিষ্টাব্দে
Q22. রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান –
- ১৯১০ সালে
- ১৯১১ সালে
- ১৯১২ সালে
- ১৯১৩ সালে
১৯১৩ সালে
Q23. ‘ অব্যক্ত ‘ গ্রন্থটির লেখক –
- জগদীশচন্দ্র বসু
- প্রফুল্ল চন্দ্র রায়
- লীলা মজুমদার
- সত্যেন্দ্রনাথ বসু
জগদীশচন্দ্র বসু
Q24. সি. ভি. রমন পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান –
- ১৯২১ খ্রিষ্টাব্দে
- ১৯২৯ খ্রিষ্টাব্দে
- ১৯৩০ খ্রিষ্টাব্দে
- ১৯৩৫ খ্রিষ্টাব্দে
১৯৩০ খ্রিষ্টাব্দে
Q25. বেঙ্গল কেমিক্যালস -এর প্রতিষ্ঠা করেন –
- নীলরতন সরকার
- জগদীশচন্দ্র বসু
- প্রফুল্লচন্দ্র রায়
- মেঘনাথ সাহা
প্রফুল্লচন্দ্র রায়