
মাধ্যমিক ভৌতবিজ্ঞান গ্যসের আচরণ অধ্যায়ের মক টেস্ট (MCQ প্রশ্ন-উত্তর)|(WBBSE Class 10) Madhyamik Physical Science Chapter 2 Behavior of Gas MCQ Online Mock Test (MCQ Question-Answer):মাধ্যমিক ভৌতবিজ্ঞান গ্যসের আচরণ ও ধর্ম -এর এই মক টেস্টটি মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান একটি টেস্ট যা , দশম শ্রেণি [WBBSE Class 10] -এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে । প্রত্যেক ছাত্রছাত্রীর উচিত মাধ্যমিক ভৌতবিজ্ঞান এর দ্বিতীয় অধ্যায় গ্যসের আচরণ পড়া শেষ করে এই মক টেস্টে অংশগ্রহণ করা ।এর ফলে তাদের আত্মবিশ্বাস বাড়বে এবং রেজাল্টও ভালো হবে ।মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা দ্বারা তৈরি করা হয়েছে এর ফলে এই মক টেস্টটির প্রশ্নগুলি মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ।এই মক টেস্টে 25 টি প্রশ্ন আছে ।এই রেজাল্ট দেখে ছাত্রছাত্রীরা,তাদের প্রস্তুতি সম্পর্কে স্বচ্ছ ধারণা পাবে । অধ্যায় ভিত্তিক এই মক টেস্টগুলো, তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে,এই মক টেস্টটিতে প্রদত্ত প্রশ্নগুলি থেকে মাধ্যমিক পরীক্ষায় কমন আসার চান্স 99%।মক টেস্টটি তোমাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল ,ধন্যবাদ ।
মাধ্যমিক ভৌতবিজ্ঞান গ্যসের আচরণ অধ্যায়ের মক টেস্ট(MCQ প্রশ্ন-উত্তর)|Madhyamik Physical Science Chapter 2 Behavior of Gas Mock Test(MCQ Question-Answer)
Q1. যখন বেলুন ফোলানো হয় তখন কোন রাশিটির পরিবর্তন হয় বলে বয়েলের সূত্র প্রযোজ্য হয় না –
- উষ্ণতা
- আয়তন
- চাপ
- ভর
ভর
Q2. বয়েলের সূত্রে PV –P লেখচিত্রটির প্রকৃতি হল-
- সরলরৈখিক মূলবিন্দুগামী
- সরলরৈখিক, চাপ (P) –অক্ষের সমান্তরাল
- সরলরৈখিক, PV অক্ষের সমান্তরাল
- সমপরাবৃত্ত
সরলরৈখিক, চাপ (P) –অক্ষের সমান্তরাল
Q3. কোন ক্ষেত্রে আদর্শ গ্যাসের লেখচিত্র সরলরৈখিক হয় না –
- PV-P
- V-T
- P-V
- V- 1/P
P-V
Q4. নীচের কোনটি মোলার আয়তনকে সূচিত করে ?
- V/n
- n / V
- W/M
- nR
V/n
মাধ্যমিক ভৌতবিজ্ঞান গ্যসের আচরণ অধ্যায়ের মক টেস্ট(প্রশ্ন-উত্তর) |
Q 5. একটি আদর্শ গ্যাসের প্রতি একক আয়তনে মোল সংখ্যা –
- PT /2
- PTR
- RT / 2
- P/RT
P/RT
Q6. বয়েলের সূত্রে ধ্রুবক গুলি হল-
- চাপ ,ভর
- আয়তন ,উষ্ণতা
- ভর , উষ্ণতা
- উষ্ণতা , চাপ
ভর , উষ্ণতা
Q7. R =PV /nT সমীকরণের PV কোন রাশিকে নির্দেশ করে-
- বল
- কার্য বা শক্তি
- চাপ
- আয়তন
কার্য বা শক্তি
Q8. স্থিরচাপে নির্দিষ্ট গ্যাসের আয়তন V বনাম t˚C উষ্ণতার লেখচিত্রটি হল-
- মূলবিন্দুগামী সরলরেখা
- x অক্ষের সমান্তরাল সরলরেখা
- সরলরেখা মূলবিন্দুগামী নয়
- সম –পরাবৃত্তাকার
সরলরেখা মূলবিন্দুগামী নয়
Q9. আদর্শ গ্যাসের অণুগুলির গড় গতিশক্তি –
- পরম ঊষ্ণতার ওপর নির্ভর করেনা
- পরম উষ্ণতার সঙ্গে ব্যাস্তানুপাতিক
- পরম উষ্ণতার সমানুপাতিক
- পরম উষ্ণতার দ্বিঘাতের সঙ্গে সমানুপাতিক
পরম উষ্ণতার সমানুপাতিক
মাধ্যমিক ভৌতবিজ্ঞান গ্যসের আচরণ অধ্যায়ের মক টেস্ট(প্রশ্ন-উত্তর) |
Q10. পরম স্কেলে জলের হিমাংক –
- 0K
- 173K
- 273K
- 373K
273K
Q11. চার্লসের সূত্রের V –t লেখচিত্র উষ্ণতা অক্ষকে ছেদ করে-
- 0˚C
- 273˚C
- 100˚C
- -273˚C
-273˚C
Q12. বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যসের মত আচরণ করে –
- নিম্ন চাপ ও নিম্ন উষ্ণতায়
- উচ্চচাপ ও নিম্ন উষ্ণতায়
- উচ্চচাপ ও উচ্চ উষ্ণতায়
- নিম্নচাপ ও উচ্চ উষ্ণতায়
নিম্নচাপ ও উচ্চ উষ্ণতায়
Q13. স্থির ভরের কোনো গ্যাসের চাপ ও তাপমাত্রা দ্বিগুণ করলে গ্যাসটির আয়তন পূর্বের আয়তনের –
- চারগুণ হবে
- অর্ধেক হবে
- দ্বিগুণ হবে
- সমান হবে
সমান হবে
Q14. প্রদত্ত কোন বিবৃতিটি গ্যাসের গতীয় তত্ত্বের মূল স্বীকার্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় –
- গ্যাসের অনু গুলির গড় গতিশক্তি গ্যাসের পরম উষ্ণতার সমানুপাতিক
- গ্যাসের অণুগুলির নিজেদের মধ্যে সংঘর্ষ পূর্ণ স্তিতিস্থাপক
- গ্যাসের অণুগুলির মধ্যে আকর্ষণ ও বিকর্ষণ বল থাকেনা
- গ্যাসের অণুগুলি বক্রপথে শূণ্য থেকে অসীম পর্যন্ত যে -কোনো গতিতে ছোটাছুটি করে
গ্যাসের অণুগুলি বক্রপথে শূণ্য থেকে অসীম পর্যন্ত যে -কোনো গতিতে ছোটাছুটি করে
মাধ্যমিক ভৌতবিজ্ঞান গ্যসের আচরণ অধ্যায়ের মক টেস্ট(প্রশ্ন-উত্তর) |
Q15. চার্লসের সূত্রে 1/273 ভগাংশকে বলা হয় –
- আয়তন গুণাঙ্ক
- চাপ গুণাঙ্ক
- আয়তন ও চাপ গুণাঙ্ক
- কোনোটিই নয়
চাপ গুণাঙ্ক
Q16. নীচের কোনটি সার্বজনীন গ্যাস ধ্রুবক (R ) –এর একক নয় ?
- Dyne.cm.mol-1 0C-1
- N.m.mol-1 K-1
- L.atm.mol-1 K-1
- Pa m2 mol-1 K-1
Pa m2mol-1K-1
Q17. স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ও চাপ যথাক্রমে 750mL ও 80cm Hg । ওই তাপমাত্রায় কত চাপে গ্যসটির আয়তন 1000mL হবে ?
- 55 cm Hg
- 65 cm Hg
- 60 cm Hg
- 72 cm Hg
60 cm Hg
মাধ্যমিক ভৌতবিজ্ঞান গ্যসের আচরণ অধ্যায়ের মক টেস্ট(প্রশ্ন-উত্তর) |
Q18. 700mm Hg চাপে 0C উষ্ণতায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন 300cm3 । একই চাপে 546C উষ্ণতায় ওই গ্যাসের আয়তন হবে –
- 545cm3
- 900cm3
- 225cm3
- 745cm3
900cm3
Q19. STP –তে কোনো গ্যাসের আয়তন 10L হলে গ্যসটির মোল সংখ্যা হবে –
- 0.223
- 1.05
- 0.446
- 0.154
0.446
মাধ্যমিক ভৌতবিজ্ঞান গ্যসের আচরণ অধ্যায়ের মক টেস্ট(প্রশ্ন-উত্তর) |
Q20. 1g N2 গ্যাসে অণুর সংখ্যা –
- 2.15 × 1022
- 3.012 × 1023
- 2.014 × 1022
- 1.012 × 1023
2.15 × 1022
Q21. প্রমাণ উষ্ণতা ও চাপে যেকোনো গ্যাসের গ্রাম আণবিক আয়তন-
- 22 L
- 22.4 L
- 23.4 L
- 23 L
22.4 L
Q22. বয়েল ও চার্লসের সূত্রের সাধারণ ধ্রুবকটি কী ?
- চাপ
- আয়তন
- উষ্ণতা
- ভর
ভর
Q23. এক গ্রাম অণুতে যেকোনো পদার্থে কত সংখ্যক অণু থাকে ?
- 6.023 × 1023
- 6.023 ×10-22
- 6.023 × 1023
- 6.023×10-23
6.023 × 1023
Q 24. কোনো গ্যাসীয় পদার্থের আণবিক গুরুত্ব তার বাস্প ঘনত্বের কত গুণ ?
- দুইগুণ
- তিনগুণ
- চারগুণ
- পাঁচগুণ
দুইগুণ
মাধ্যমিক ভৌতবিজ্ঞান গ্যসের আচরণ অধ্যায়ের মক টেস্ট(প্রশ্ন-উত্তর) |
Q25. R -কে সার্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয় । SI -তে R -এর মান কত ?
- 8.9 Jmol-1K-1
- 7 Jmol-1K-1
- 7.31 Jmol-1K-1
- 8.31 Jmol-1K-1
8.31 Jmol-1K-1
Q26. নিস্ক্রিয় গ্যাসগুলির মধ্যে কোনটির স্ফুটনাঙ্ক সবচেয়ে কম ?
- নিয়ন
- আর্গন
- হিলিয়াম
- জেনন
হিলিয়াম
মাধ্যমিক ভৌতবিজ্ঞান গ্যসের আচরণ অধ্যায়ের মক টেস্ট(প্রশ্ন-উত্তর) |
Q27. কোন বিজ্ঞানী নোবেল গ্যাস আবিস্কার করেন ?
- ম্যাকডোনাল্ড
- মাদাম কুরি
- রাদারফোর্ড
- কেভেন্ডিস
কেভেন্ডিস
Q28. ওজনের পারমানবিকতা কত ?
- 2
- 3
- 4
- 5
3
Q29. মোলার ঘনত্বকে কোন একক দ্বারা প্রকাশ করা হয় ?
- গ্রাম অণু /লিটার
- গ্রাম / লিটার
- পাউন্ড/ লিটার
- কিগ্রা / লিটার
গ্রাম / লিটার
মাধ্যমিক ভৌতবিজ্ঞান গ্যসের আচরণ অধ্যায়ের মক টেস্ট(প্রশ্ন-উত্তর) |
Q30. STP তে 2 গ্রাম হাইড্রোজেন এবং 16 গ্রাম অক্সিজেনের আয়তনের মধ্যে সম্পর্ক কী ?
- সমান
- হাইড্রোজেনের আয়তন বেশি
- হাইড্রোজেনের আয়তন কম
- সঠিক ভাবে বলা যাবে না
সমান