
মাধ্যমিক ভৌতবিজ্ঞান তড়িৎপ্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের মক টেস্ট(MCQ প্রশ্ন-উত্তর): মাধ্যমিক ভৌতবিজ্ঞান তড়িৎপ্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের এই মক টেস্টটি মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান একটি টেস্ট যা , WBBSE Class 10 -এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে । প্রত্যেক ছাত্রছাত্রীর উচিত মাধ্যমিক ভৌতবিজ্ঞান এর তড়িৎপ্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া অধ্যায় পড়া শেষ করে এই মক টেস্টে অংশগ্রহণ করা ।এর ফলে তাদের আত্মবিশ্বাস বাড়বে এবং রেজাল্টও ভালো হবে ।মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা দ্বারা তৈরি করা হয়েছে এর ফলে এই মক টেস্টটির প্রশ্নগুলি মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ।এই মক টেস্টে 20 টি প্রশ্ন আছে । অধ্যায় ভিত্তিক এই মক টেস্টগুলো, তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে,এই মক টেস্টটিতে প্রদত্ত প্রশ্নগুলি থেকে মাধ্যমিক পরীক্ষায় কমন আসার চান্স 99%।মক টেস্টটি তোমাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল ,ধন্যবাদ ।
মাধ্যমিক ভৌতবিজ্ঞান তড়িৎপ্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের মক টেস্ট
Q1. একটি তীব্র তড়িৎবিশ্লেষ্য পদার্থের উদাহরণ হল –
- H2CO3
- HNO3
- NH4OH
- HCOOH
HNO3
Q2. মৃদু তড়িৎবিশ্লেষ্য অজৈব লবণের উদাহরণ হল –
- KNO3
- ZnCl2
- CaCl2
- Ca3(PO4)2
Ca3(PO4)2
Q3. উষ্ণতা বৃদ্ধি করলে ধাতুর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের মাত্রা –
- বৃদ্ধি পায়
- হ্রাস পায়
- অপরিবর্তিত থাকে
- হ্রাস পায় অথবা বৃদ্ধি পায়
হ্রাস পায়
মাধ্যমিক ভৌতবিজ্ঞান তড়িৎপ্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের মক টেস্ট(MCQ প্রশ্ন-উত্তর) |
Q4. উষ্ণতা বৃদ্ধি করলে তড়িৎবিশ্লেষ্য পদার্থের জলীয় দ্রবণের তড়িৎ পরিবাহিতা –
- বৃদ্ধি পায়
- হ্রাস পায়
- হ্রাস পায় অথবা বৃদ্ধি পায়
- অপরিবর্তিত থাকে
বৃদ্ধি পায়
Q5. কঠিন অবস্থায় কোনটি তড়িৎ পরিবহন করে না –
- NaCl
- PbBr2
- বরফ
- সবকটি
সবকটি
Q6. নিচের কোনটি তড়িৎবিশ্লেষ্য নয় –
- NaCl
- H2SO4
- KOH
- গ্লুকোজ
গ্লুকোজ
মাধ্যমিক ভৌতবিজ্ঞান তড়িৎপ্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের মক টেস্ট(MCQ প্রশ্ন-উত্তর) |
Q7. নিচের কোনটি তড়িৎবিশ্লেষ্য–
- ইউরিয়া (H2NCONH2)
- ইথানল (C5H5OH)
- অ্যাসিটিক অ্যাসিড (CH3COOH)
- পাতিত জল
অ্যাসিটিক অ্যাসিড (CH3COOH)
Q8. কোন ক্ষারক-জোড়টি মৃদু তড়িৎবিশ্লেষ্য –
- Mg(OH)2, Ca(OH)2
- KOH, NH4OH
- NaOH, Mg(OH)2
- NaOH, KOH
Mg(OH)2, Ca(OH)2
Q9. কোনো তড়িৎদ্বারের একটি আয়নের আধানমুক্ত হওয়ায় তুলনামূলক প্রবণতা নির্ভর করে –
- তড়িৎ রাসায়নিক সারিতে আয়নটির অবস্থানের উপর
- দ্রবণের আয়নটির গাঢ়ত্বের উপর
- তড়িৎদ্বারটি কি পদার্থ দিয়ে তৈরি তার উপর
- সবকটির উপর
সবকটির উপর
মাধ্যমিক ভৌতবিজ্ঞান তড়িৎপ্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের মক টেস্ট(MCQ প্রশ্ন-উত্তর) |
Q10. কোন ধাতুটিকে তার গলিত লবণের তড়িৎবিশ্লেষণের মাধ্যমে নিষ্কাশন করা হয় –
- Fe
- Al
- Cu
- Ag
Al
Q11. কোনটি জলীয় দ্রবণের তড়িৎবিশ্লেষণের করলে ক্যাথোডে ধাতুটি মুক্ত হয় –
- NaCl
- KCl
- CuSO4
- AlCl3
CuSO4
Q12. কপার বা প্ল্যাটিনাম তরিৎদ্বার ব্যবহার করে CuSO4 দ্রবণের তড়িৎবিশ্লেষণ করলে ক্যাথোড পাওয়া যাবে –
- H2
- Cu
- O2
- Cu2+
Cu
Q13. তড়িৎলেপনের উদ্দেশ্য হল –
- ধাতব বস্তুকে আবহাওয়াজনিত ক্ষয় থেকে রক্ষা করা
- ধাতব বস্তুর সৌন্দর্য বৃদ্ধি করা
- ধাতব বস্তুর ওজন বৃদ্ধি করা
- (A) ও (B) উভয়
(A) ও (B) উভয়
Q14. কোনো বস্তুতে রুপোর প্রলেপ দিতে হলে বিশুদ্ধ রুপোর পাত ব্যবহৃত হয় –
- ক্যাথোডরূপে
- অ্যানোডরূপে
- ক্যাথোড বা অ্যানোডরূপে
- তড়িৎবিশ্লেষ্যরূপে
অ্যানোডরূপে
Q15. তড়িৎলেপনের সময় –
- ক্যাথোড ক্ষয়প্রাপ্ত হয়
- অ্যানোড ক্ষয়প্রাপ্ত হয়
- ক্যাথোড বা অ্যানোড ক্ষয়প্রাপ্ত হয় না
- ক্যাথোড বা অ্যানোড উভয় ক্ষয়প্রাপ্ত হয়
অ্যানোড ক্ষয়প্রাপ্ত হয়
মাধ্যমিক ভৌতবিজ্ঞান তড়িৎপ্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের মক টেস্ট(MCQ প্রশ্ন-উত্তর) |
Q16. গোল্ড প্লেটিং -এর জন্য অ্যানোড হিসেবে ব্যবহৃত হয় –
- সোনা
- রুপো
- লোহা
- নিকেল
সোনা
Q17. তড়িৎবিশ্লেষণের সময় তড়িৎ পরিবহণের জন্য দায়ী –
- ইলেকট্রন
- আয়ন
- অণু
- পরমাণু
আয়ন
Q18. কোনটি তড়িৎবিশ্লেষ্য ?
- বিশুদ্ধ জল
- গ্রাফাইট
- সামান্য অ্যাসিডযুক্ত জল
- কঠিন NaCl
সামান্য অ্যাসিডযুক্ত জল
মাধ্যমিক ভৌতবিজ্ঞান তড়িৎপ্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের মক টেস্ট(MCQ প্রশ্ন-উত্তর) |
Q19. তড়িৎবিশ্লেষণে কোন শক্তি, কোন শক্তিতে পরিণত হয় ?
- রাসায়নিক → তড়িৎ
- তড়িৎ→রাসায়নিক
- তাপ → তড়িৎ
- রাসায়নিক → তাপ
তড়িৎ→রাসায়নিক
Q20. Cu তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 দ্রবণের তড়িৎবিশ্লেষণের ক্ষেত্রে নীচের কোন বিবৃতিটি ঠিক ?
- ক্যাথোডের ভর কমে
- অ্যানোডের ভর বাড়ে
- দ্রবণে CuSO4 -এর গাঢ়ত্ব কমে
- দ্রবণে CuSO4 -এর গাঢ়ত্ব অপরিবর্তিত থাকে
দ্রবণে CuSO4 -এর গাঢ়ত্ব অপরিবর্তিত থাকে
Q21.তড়িৎলেপনের সময়ে –
- ক্যাথোড ক্ষয়প্রাপ্ত হয়
- অ্যানোড ক্ষয়প্রাপ্ত হয়
- ক্যাথোড বা অ্যানোডের ক্ষয় হয় না
- ক্যাথোড বা অ্যানোড উভয়ই ক্ষয়প্রাপ্ত হয়
অ্যানোড ক্ষয়প্রাপ্ত হয়
Q22. গোল্ড প্লেটিং -এর জন্য অ্যানোড হিসাবে ব্যবহৃত হয় –
- সোনা
- রুপো
- লোহা
- নিকেল
সোনা
Q23. তড়িৎ বিশ্লেষণের সময়ে তড়িৎ পরিবহণের জন্য দায়ী –
- ইলেকট্রন
- আয়ন
- অণু
- পরমাণু
আয়ন
মাধ্যমিক ভৌতবিজ্ঞান তড়িৎপ্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের মক টেস্ট(MCQ প্রশ্ন-উত্তর) |
Q24. কোনো বস্তুতে রুপোর প্রলেপ দিতে হলে বিশুদ্ধ রুপোর পাত ব্যবহৃত হয় –
- ক্যাথোডরূপে
- অ্যানোডরূপে
- ক্যাথোডরূপে বা অ্যানোডরূপে
- তড়িৎবিশ্লেষ্যরূপে
অ্যানোডরূপে
Q25. Cu তড়িদদ্বার ব্যবহার করে CuSO4 দ্রবণের তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে নীচের কোনটি সঠিক ?
- ক্যাথোডের ভর কমে
- অ্যানোডের ভর বাড়ে
- দ্রবণে CuSO4 এর গাঢ়ত্ব কমে
- দ্রবণে CuSO4 -এর গাঢ়ত্ব অপরিবর্তিত থাকে
দ্রবণে CuSO4 -এর গাঢ়ত্ব অপরিবর্তিত থাকে
মাধ্যমিক ভৌতবিজ্ঞান তড়িৎপ্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের মক টেস্ট(MCQ প্রশ্ন-উত্তর) |
Q26. জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন হয় –
- H2S
- H2
- O2
- H2O2
O2
Q27. উষ্ণতা বৃদ্ধি করলে তরিদবিশ্লেষ্য পদার্থের জলীয় দ্রবণের তড়িৎ পরিবাহিতা –
- বৃদ্ধি পায়
- হ্রাস পায়
- বৃদ্ধি পায় বা হ্রাস পায়
- অপরিবর্তিত থাকে
বৃদ্ধি পায়
Q28. উষ্ণতা বৃদ্ধি করলে ধাতুর মধ্য দিয়ে তড়িৎপ্রবাহ মাত্রা –
- বৃদ্ধি পায়
- হ্রাস পায়
- পরিবর্তিত থাকে
- বৃদ্ধি পায় বা হ্রাস পায়
হ্রাস পায়
Q29. নীচের কোন ক্যাটায়নটি জলীয় দ্রবণে মুক্ত অবস্থায় থাকে না ?
- H+
- Na+
- K+
- Cu2+
H+
মাধ্যমিক ভৌতবিজ্ঞান তড়িৎপ্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের মক টেস্ট(MCQ প্রশ্ন-উত্তর) |
Q30. নিকেল দ্বারা তড়িৎ লেপনের সময়ে তরিদবিশ্লেষ্যরূপে ব্যবহৃত হয় –
- NiBr2 দ্রবণ
- NiSO4.(NH4)2SO4.6H2O -এর জলীয় দ্রবণ ও সামান্য H2SO4
- গলিত নিকেল অক্সাইড (NiO)
- NiCl2 দ্রবণ
NiSO4.(NH4)2SO4.6H2O -এর জলীয় দ্রবণ ও সামান্য H2SO4