মাধ্যমিক ভৌতবিজ্ঞান পর্যায়সারণি ও মৌলের ধর্মের পর্যায়বৃত্ততা অধ্যায়ের মক টেস্ট(MCQ প্রশ্ন-উত্তর) | Madhyamik Physical Science Periodic Table and Periodic Properties Of Elements Mock Test(MCQ Question-Answer): মাধ্যমিক ভৌতবিজ্ঞান পর্যায়সারণি ও মৌলের ধর্মের পর্যায়বৃত্ততা অধ্যায়ের এই মক টেস্টটি মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান একটি টেস্ট যা , দশম শ্রেণি [WBBSE Class 10] -এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে । প্রত্যেক ছাত্রছাত্রীর উচিত মাধ্যমিক ভৌতবিজ্ঞান এর পর্যায়সারণি ও মৌলের ধর্মের পর্যায়বৃত্ততা অধ্যায় পড়া শেষ করে এই মক টেস্টে অংশগ্রহণ করা ।এর ফলে তাদের আত্মবিশ্বাস বাড়বে এবং রেজাল্টও ভালো হবে ।মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা দ্বারা তৈরি করা হয়েছে এর ফলে এই মক টেস্টটির প্রশ্নগুলি মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ।এই মক টেস্টে 20 টি প্রশ্ন আছে । অধ্যায় ভিত্তিক এই মক টেস্টগুলো, তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে,এই মক টেস্টটিতে প্রদত্ত প্রশ্নগুলি থেকে মাধ্যমিক পরীক্ষায় কমন আসার চান্স 99%।মক টেস্টটি তোমাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল ,ধন্যবাদ ।
মাধ্যমিক ভৌতবিজ্ঞান পর্যায়সারণি ও মৌলের ধর্মের পর্যায়বৃত্ততা অধ্যায়ের মক টেস্ট(MCQ প্রশ্ন-উত্তর) | Madhyamik Physical Science Periodic Table and Periodic Properties Of Elements Mock Test(MCQ Question-Answer)
Q1.দীর্ঘ পর্যায় – সারণিতে শ্রেণির সংখ্যা হল –
- 9 টি
- 12টি
- 18 টি
- 20টি
18 টি
Q2. ক্ষার ধাতুগুলি আছে দীর্ঘ পর্যায় সারণির –
- 1 নং শ্রেণিতে
- 2 নং শ্রেণিতে
- 3 নং শ্রেণিতে
- কোনোটিই সঠিক নয়
1 নং শ্রেণিতে
Q3. ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি আছে দীর্ঘ পর্যায় সারণির –
- 1 নং শ্রেণিতে
- 2 নং শ্রেণিতে
- 3 নং শ্রেণিতে
- কোনোটিই সঠিক নয়
2 নং শ্রেণিতে
মাধ্যমিক ভৌতবিজ্ঞান পর্যায়সারণি ও মৌলের ধর্মের পর্যায়বৃত্ততা অধ্যায়ের মক টেস্ট(প্রশ্ন-উত্তর) | Madhyamik Physical Science Periodic Table and Periodic Properties Of Elements Mock Test(Question-Answer) |
Q 4. দীর্ঘ পর্যায় – সারণিতে মুদ্রাধাতুগুলি কোন গ্রুপে অবস্থান করে ?
- Gr-11
- Gr-15
- Gr-17
- Gr-1
Gr-11
Q5. কোন মৌলটি হ্যালোজেন –
- Na
- Li
- Br
- Cd
Br
Q6. সন্ধিগত মৌলের উদাহরণ হল –
- Ca
- Mg
- Fe
- Al
Fe
Q7. নিচের কোনটি একটি মুদ্রা ধাতু –
- আয়রন
- সিলভার
- অ্যালুমিনিয়াম
- নিকেল
সিলভার
মাধ্যমিক ভৌতবিজ্ঞান পর্যায়সারণি ও মৌলের ধর্মের পর্যায়বৃত্ততা অধ্যায়ের মক টেস্ট(প্রশ্ন-উত্তর) | Madhyamik Physical Science Periodic Table and Periodic Properties Of Elements Mock Test(Question-Answer) |
Q8. একটি ইউরেনিয়ামোত্তর মৌলের উদাহরণ দাও –
- Np
- Ce
- Lu
- La
Np
Q9. কোনো পর্যায়ে বামদিক থেকে ডানদিকে অগ্রসর হলে মৌলের পারমাণবিক ব্যাসার্ধ ক্রমশ –
- কমে
- বাড়ে
- একই থাকে
- প্রথমে বাড়ে তারপর কমে
কমে
Q10. একই পর্যায়ে পরমানুর আকার যত ছোট হয় আয়নাইজেশন শক্তি তত –
- কমে
- একই থাকে
- কখন বাড়ে কখন কমে
- বাড়ে
বাড়ে
Q11. কোনো পর্যায়ে যে শ্রেণির মৌলগুলির তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি সেটি হল –
- 16
- 17
- 18
- 14
17
Q12. কোন পর্যায়ে মৌলগুলির আকার যত ছোট হবে তাদের তড়িৎ ঋণাত্মকতা তত –
- বাড়বে
- কমবে
- বাড়বে বা কমবে
- পরিবর্তিত হবে না
বাড়বে
Q 13.পর্যায় – সারণির দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে পারমাণবিক ব্যাসার্ধের সঠিক ক্রম কোনটি –
- B >C > N > O
- B > N > C > O
- B > O > N > C
- N > O > B > C
B >C > N > O
Q14. নিচের কোনটি ক্ষার ধাতুসমূহের ক্ষেত্রে পারমাণবিক ব্যাসার্ধের সঠিক ক্রম –
- Na < Rb < K < Cs
- Na < K < Rb < Cs
- K< Na > Cs > Rb
- Na < Cs < K < Rb
Na < K < Rb < Cs
মাধ্যমিক ভৌতবিজ্ঞান পর্যায়সারণি ও মৌলের ধর্মের পর্যায়বৃত্ততা অধ্যায়ের মক টেস্ট(প্রশ্ন-উত্তর) | Madhyamik Physical Science Periodic Table and Periodic Properties Of Elements Mock Test(Question-Answer) |
Q15. নিচের কোন ধর্মটি মৌলদের পর্যায়গত ধর্ম নয় ?
- ঘনত্ব
- গলনাঙ্ক
- স্ফুটনাঙ্ক
- তেজস্ক্রিয়তা
তেজস্ক্রিয়তা
Q16. নিচের কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক ?
- K
- H
- Li
- Na
K
Q17. নিচের মৌলগুলির মধ্যে কোনটির তড়িৎ ঋণাত্মকতা সর্বনিন্ম ?
- B
- C
- F
- Be
Be
Q18.কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম ?
- F
- N
- O
- C
F
Q19. পর্যায় সারণির কোনো একটি পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে বিজারণ ধর্মের কী পরিবর্তন লক্ষ্য করা যায় ?
- বৃদ্ধি পায়
- হ্রাস পায়
- সঠিক ভাবে বলা যায় না
- কখনও বৃদ্ধি পায় কখনও হ্রাস পায়
হ্রাস পায়
মাধ্যমিক ভৌতবিজ্ঞান পর্যায়সারণি ও মৌলের ধর্মের পর্যায়বৃত্ততা অধ্যায়ের মক টেস্ট(প্রশ্ন-উত্তর) | Madhyamik Physical Science Periodic Table and Periodic Properties Of Elements Mock Test(Question-Answer) |
Q20. নিচের কোনটি হ্যালোজেন মৌলগুলির ক্ষেত্রে জারণ ধর্মের সঠিক ক্রম –
- F> br > Cl > I
- Cl > F > Br > I
- Cl < F < Br < I
- F > Cl > Br > I
F > Cl > Br > I