WBCHSE 3rd Semester 2025 Geography Question Paper with Answer || উচ্চমাধ্যমিক ক্লাস 12 সেমিস্টার 3 2025 ভূগোল প্রশ্ন উত্তর – Anushilan.Com এর তরফ থেকে নিয়ে আসা হল 2025 এর উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ভূগোল প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ । তোমরা প্রত্যেকে যারা যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছো তারা এখন মিলিয়ে নিতে পারো তোমাদের কতগুলো প্রশ্ন সঠিক হয়েছে এবং কতগুলো ভুল হয়েছে । এই আর্টিকেল তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাও ।
WBCHSE 3rd Semester 2025 Geography Question Paper with Answer || উচ্চমাধ্যমিক ক্লাস 12 সেমিস্টার 3 2025 ভূগোল প্রশ্ন উত্তর
১. জনসংখ্যা বৃদ্ধির হার _________ মহাদেশে সর্বাধিক ।
(ক) আফ্রিকা
(খ) এশিয়া
(গ) দক্ষিন আমেরিকা
(ঘ) ইউরোপ
উত্তরঃ (ক) আফ্রিকা
২. ভারতের যে বন্দর মারফত জাপানে লৌহ আকরিক রপ্তানি করা হয় তা হলো –
(ক) বিশাখাপত্তনম
(খ) মুম্বাই
(গ) ম্যাঙ্গালোর
(ঘ) কোচিন
উত্তরঃ (ক) বিশাখাপত্তনম
৩. জলবিভাজিকা অঞ্চল হল একটি –
(ক) প্রাকৃতিক অঞ্চল
(খ) সাংস্কৃতিক অঞ্চল
(গ) ভৌগলিক অঞ্চল
(ঘ) রাজনৈতিক অঞ্চল
উত্তরঃ (ক) প্রাকৃতিক অঞ্চল
৪. ন্যাশনাল ডেয়ারী ডেভলপমেন্ট বোর্ড গঠিত হয় ________ সালে ।
(ক) 1975 সালে
(খ) 1965 সালে
(গ) 1980 সালে
(ঘ) 1966 সালে
উত্তরঃ (খ) 1965 সালে
৫. ভাকরা – নাঙ্গাল পরিকল্পনার মাধ্যমে _________ রাজ্যে জলসেচ করা হয় ।
(ক) ত্রিপুরা
(খ) ওড়িশা
(গ) পাঞ্জাব
(ঘ) উত্তর প্রদেশ
উত্তরঃ (গ) পাঞ্জাব
উচ্চমাধ্যমিক সকল বিষয়ের MCQ প্রশ্ন উত্তর (সেমিস্টার-3)
WBCHSE 3rd Semester 2025 Geography Question Paper with Answer || উচ্চমাধ্যমিক ক্লাস 12 সেমিস্টার 3 2025 ভূগোল প্রশ্ন উত্তর
৬. যখন দুটি সন্নিহিত হিমবাহের পার্শ্ব –গ্রাবরেখা একত্রিত হয় তখন তা ______________ গঠন করে ।
(ক) মধ্য গ্রাবরেখা
(খ) প্রান্ত গ্রাবরেখা
(গ) হিমবাহ গ্রাবরেখা
(ঘ) ভূমি গ্রাবরেখা
উত্তরঃ (ক) মধ্য গ্রাবরেখা
৭. হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট অ্যাম্ফিথিয়েটার রূপী ভূমিরূপটি জার্মানীতে ____________ নামে পরিচিত ।
(ক) কাম
(খ) কার
(গ) বন
(ঘ) হেযো
উত্তরঃ (খ) কার
৮. বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করোঃ
বামস্তম্ভ | ডানস্তম্ভ |
i. অবিরাম বৃষ্টি | (a) স্ট্র্যাটাস মেঘ |
ii. ঝিরিঝিরি বৃষ্টি | (b) নিম্বস্ট্র্যাটাস মেঘ |
iii. বজ্রবিদ্যুৎ সহ ঝঞ্ঝা | (c ) সিরোকিউমুলাস মেঘ |
(iv) পরিস্কার আওহাওয়া | (d) কিউমুলোনিম্বাস মেঘ |
(ক) (i) – b , (ii) – d, (iii) – c , (iv) – a
(খ) (i) – a , (ii) – b , (iii) – d , (iv) – c
(গ) (i) – a , (ii) – c, (iii) – d, (iv)- b
(ঘ) (i) – b , (ii) – a , (iii) – d , (iv) – c
উত্তরঃ (ঘ) (i) – b , (ii) – a , (iii) – d , (iv) – c
৯. নিম্নে অঙ্কিত চিত্রটির চিহ্নিত অংশের প্রেক্ষিতে সঠিক বিকল্প নির্বাচন করোঃ

(ক) (i) শীতল বায়ু (ii) উষ্ণ বায়ু (iii) শৈলোৎক্ষেপ বৃষ্টি
(খ) (i) উষ্ণ বায়ু (ii) শীতল বায়ু (iii) পরিচলন বৃষ্টি
(গ) (i) শীতল বায়ু (ii) উষ্ণ বায়ু (iii) নাতিশীতোষ্ণ – ঘূর্ণবাতজনিত বৃষ্টি
(ঘ) (i) শীতল বায়ু (ii) উষ্ণ বায়ু (iii) ক্রান্তীয় ঘূর্ণবাতজনিত বৃষ্টি
উত্তরঃ (খ) (i) উষ্ণ বায়ু (ii) শীতল বায়ু (iii) পরিচলন বৃষ্টি
১০. নিম্নলিখিত কোন খনিজ সম্পদটি মহীসোপান অঞ্চল থেকে আহরিত করা হয় ?
(ক) ফসফেটিক নডিউলস
(খ) ফেরোম্যাঙ্গানিজ নডিউলস
(গ) মোনাজাইট
(ঘ) ম্যাসিভ সালফাইড
উত্তরঃ (গ) মোনাজাইট
উচ্চমাধ্যমিক সকল বিষয়ের MCQ প্রশ্ন উত্তর (সেমিস্টার-3)
WBCHSE 3rd Semester 2025 Geography Question Paper with Answer || উচ্চমাধ্যমিক ক্লাস 12 সেমিস্টার 3 2025 ভূগোল প্রশ্ন উত্তর
১১. নিম্নের স্তম্ভ দুটি মিলিয়ে সঠিক সঠিক বিকল্প নির্বাচন করোঃ
স্তম্ভ -১ | স্তম্ভ-২ |
(i) পচাপাতা – লার্ভা – ছোটমাছ – বড়মাছ | (a ) পরজীবী |
(ii) ঘাস – ঘাসফড়িঙ – ব্যাং – সাপ – বাজপাখি | (b) গ্রেজিং বা চারণভূমি |
(iii) কুকুর –কৃমি – বিয়োজক | (c ) জলাভূমি |
(iv) উদ্ভিদ –হরিণ | (d) শিকারি |
(ক ) (i) –(c) , (ii)-(d) , (iii) –(b) , (iv)-(a)
(খ) (i) – (c) , (ii) – (d) , (iii) – (a) , (iv)- (b)
(গ) (i) – (b) , (ii) – (a) , (iii) – (d) , (iv) -(c)
(ঘ) (i) – (d) , (ii) -(c ) ,(iii) – (b) , (iv)- (a)
উত্তরঃ (খ) (i) – (c) , (ii) – (d) , (iii) – (a) , (iv)- (b)
১২. কার্স্ট অঞ্চলে চুনাপাথরের অদ্রাব্য দ্রবণ কার্যে গঠিত লাল বর্ণের কর্দম নিম্নলিখিত যে নামে পরিচিত তা হল –
(ক) টেরা রোসা
(খ) লোহিত মৃত্তিকা
(গ) ল্যাটেরাইট
(ঘ) ল্যাপিস
উত্তরঃ (ক) টেরা রোসা
১৩. বিবৃতিগুলি পড়ে সত্য / মিথ্যা উল্লেখ করোঃ
বিবৃতিসমূহঃ (i) প্রশান্ত মহাসাগর পৃথিবীপৃষ্ঠের 3 ভাগের মধ্যে 1 ভাগ অপেক্ষা বেশি স্থান জুড়ে অবস্থান করেছে ।
(ii) সমুদ্রস্রোত , সমুদ্রতলের ভূপ্রকৃতির আলোচনা করা হয় সমুদ্র বিজ্ঞানে ।
(iii) ফার্দিনান্দ ম্যাগেলানকে সমুদ্র বিজ্ঞানের প্রতিষ্ঠাতা বলে হয় ।
(iv) দক্ষিণ গোলার্ধ অপেক্ষা উত্তর গোলার্ধে জলভাগের পরিমাণ বেশি ।
বিকল্পসমূহঃ
(ক) (i) –সত্য , (ii) –মিথ্যা , ( iii) –সত্য , (iv)-মিথ্যা
(খ) (i) – মিথ্যা , (ii) -সত্য , (iii)- মিথ্যা , (iv) – সত্য
(গ) (i)- সত্য , (ii) – সত্য , (iii) – মিথ্যা , (iv) – মিথ্যা
(ঘ) (i) – মিথ্যা , (ii) – মিথ্যা , (iii) – সত্য , (iv) – সত্য
উত্তরঃ (গ) (i)- সত্য , (ii) – সত্য , (iii) – মিথ্যা , (iv) – মিথ্যা
১৪. নিরক্ষীয় বৃষ্টি অরণ্য অঞ্চলের অত্যাধিক উষ্ণ ও আর্দ্র পরিবেশে বসবাসকারী অধিবাসী হল –
(ক) বান্টু
(খ) বেদুইন
(গ) ল্যাপ
(ঘ) মঙ্গোল
উত্তরঃ (ক) বান্টু
১৫. স্থূল জন্মহার (CBR) হল –
(ক) এক বছরে জন্মগ্রহণকারী মোট শিশুর সংখ্যা × 100 / বছরের মধ্যবর্তী সময়ের জনসংখ্যা
(খ) এক বছরে জন্মগ্রহণকারী মোট শিশুর সংখ্যা × 1000 / বছরের মধ্যবর্তী সময়ের জনসংখ্যা
(গ ) এক বছরে জন্মগ্রহণকারী মোট শিশুর সংখ্যা × 100 / মোট জনসংখ্যার অর্ধেক
(ঘ) এক বছরে জন্মগ্রহণকারী মোট শিশুর সংখ্যা / মোট জনসংখ্যা
উত্তরঃ (খ) এক বছরে জন্মগ্রহণকারী মোট শিশুর সংখ্যা × 1000 / বছরের মধ্যবর্তী সময়ের জনসংখ্যা
WBCHSE 3rd Semester 2025 Geography Question Paper with Answer || উচ্চমাধ্যমিক ক্লাস 12 সেমিস্টার 3 2025 ভূগোল প্রশ্ন উত্তর
১৬. বন্যা প্রবণ অঞ্চলে উচ্চ স্থানে গড়ে ওঠা বসতিকে বলে –
(ক) আর্দ্র বিন্দু বসতি
(খ) শুস্ক বিন্দু বসতি
(গ) রৈখিক বসতি
(ঘ) গোষ্টীবদ্ধ বসতি
উত্তরঃ (খ) শুস্ক বিন্দু বসতি
১৭. নিম্নে অঙ্কিত বসতিটি কোন ধরনের বসতি উল্লেখ করো ।

(ক) গোষ্ঠীবদ্ধ বসতি
(খ) বিক্ষিপ্ত বসতি
(গ) তারকাকৃতি বসতি
(ঘ) রৈখিক বসতি
উত্তরঃ (ঘ) রৈখিক বসতি
১৮. ভারতে বৃহত্তম তৈল শোধনাগারটি অবস্থিত হলো –
(ক) ডিগবয় আসাম
(খ) হলদিয়া , পশ্চিমবঙ্গ
(গ) জামনগর , গুজরাট
(ঘ) ট্রম্বে , মহারাষ্ট্র
উত্তরঃ (গ) জামনগর , গুজরাট
১৯. অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল হল –
(ক) ক্ষয়ীভবন
(খ) পর্যায়ন
(গ) আবহবিকার
(ঘ) পুঞ্জিত ক্ষয়
উত্তরঃ (খ) পর্যায়ন
২০. নিম্নোক্ত প্লার্টফর্মগুলি নিম্নের কোন মাধ্যমটির সাথে সম্পর্কিত ?

(ক) ইন্সট্যান্ট ম্যাসেজিং
(খ) ভিডিও কনফারেন্সিং
(গ) টেলি কনফারেন্সিং
(ঘ) উপগ্রহ যোগাযোগ
উত্তরঃ (খ) ভিডিও কনফারেন্সিং
উচ্চমাধ্যমিক সকল বিষয়ের MCQ প্রশ্ন উত্তর (সেমিস্টার-3)
WBCHSE 3rd Semester 2025 Geography Question Paper with Answer || উচ্চমাধ্যমিক ক্লাস 12 সেমিস্টার 3 2025 ভূগোল প্রশ্ন উত্তর
২১. নিম্নলিখিত কোন্ বিবৃতিটি খাদ্যশৃঙ্খলের ক্ষেত্রে প্রযোজ্য নয় ?
(ক) খাদ্যশৃঙ্খলে শক্তির প্রবাহ সর্বদা চক্রাকার
(খ) খাদ্যশৃঙ্খলে শক্তিপ্রবাহের দশ শতাংশের নীতি অনুসরণ করে শক্তির স্থানান্তরণ হয়
(গ) খাদ্য শৃঙ্খলে সর্বনিম্ন স্তর থেকে সর্বোচ্চ স্তরগুলিতে জীবের সংখ্যা ও শক্তির পরিমাণ ক্রমশ হ্রাস পেতে থাকে ।
(ঘ) খাদ্যশৃঙ্খলে প্রজাতির সংখ্যা তুলনামূলক ভাবে কম থাকে ।
উত্তরঃ (ক) খাদ্যশৃঙ্খলে শক্তির প্রবাহ সর্বদা চক্রাকার
২২. দক্ষিন ভারতের তুলনায় উত্তর ভারতের সমভুমি অঞ্চলে নিত্যবহ খালের সংখ্যা বেশি হওয়ার কারণ হিসাবে নিম্নলিখিত কোনটি প্রযোজ্য নয় ?
(ক) উত্তর ভারতের নদীগুলিতে সারাবছর জল থাকে
(খ) উত্তর ভারতের সমভূমির বেশিরভাগ জায়গার ভূমিভাগ অপেক্ষাকৃত নরম শিলা দ্বারা গঠিত ।
(গ) উত্তর ভারতের সমভূমিতে বহুমুখী নদী পরিকল্পনার অধীনে অনেক নদীতে সেচখাল খনন করা হয়েছে ।
(ঘ) উত্তর ভারতের সমভূমি অঞ্চলে কূপ , নলকূপ ও জলাশয় পদ্ধতিতে সেচ ব্যবস্থা গরে তোলা ব্যায়সাপেক্ষ ও কষ্টসাধ্য ।
উত্তরঃ (ঘ) উত্তর ভারতের সমভূমি অঞ্চলে কূপ , নলকূপ ও জলাশয় পদ্ধতিতে সেচ ব্যবস্থা গরে তোলা ব্যায়সাপেক্ষ ও কষ্টসাধ্য ।
২৩. নদী মোহনায় নিম্নলিখিত কোন ধরনের বাস্তুতন্ত্র লক্ষ্য করা যায় ?
(ক) খাঁড়ি / Estuarine বাস্তুতন্ত্র
(খ) নদী বাস্তুতন্ত্র
(গ) সামুদ্রিক বাস্তুতন্ত্র
(ঘ) হ্রদ বাস্তুতন্ত্র
উত্তরঃ (ক) খাঁড়ি / Estuarine বাস্তুতন্ত্র
২৪. পৃথিবীর সর্বাধিক লবণাক্ত হ্রদ হল –
(ক) কাস্পিয়ান সাগর
(খ) ভ্যান হ্রদ
(গ ) চিল্কা হ্রদ
(ঘ) ওনেগা হ্রদ
উত্তরঃ (খ) ভ্যান হ্রদ
২৫. পরিব্রাজণের আকর্ষণ শক্তি বা Pull factor নয় কোনটি ?
(ক) লাভজনক পেশা ও উচ্চ আয়
(খ) স্বাছ্যন্দ্যপূর্ণ জীবন ও সামাজিক নিরাপত্তা
(গ ) সুচিকিৎসা ও স্বাস্থ্য পরিষেবা
(ঘ) ধর্ম ও জাতিগত ভেদাভেদ
উত্তরঃ (ঘ) ধর্ম ও জাতিগত ভেদাভেদ
উচ্চমাধ্যমিক সকল বিষয়ের MCQ প্রশ্ন উত্তর (সেমিস্টার-3)
WBCHSE 3rd Semester 2025 Geography Question Paper with Answer || উচ্চমাধ্যমিক ক্লাস 12 সেমিস্টার 3 2025 ভূগোল প্রশ্ন উত্তর
২৬. বামস্তম্ভের সঙ্গে ডান্সতম্ভ মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করোঃ
বামস্তম্ভ | ডানস্তম্ভ |
(i) নিবিড় ঘনবসতি যুক্ত অঞ্চল | (a) ভেল্ড তৃণভূমি , দক্ষিণ আফ্রিকা |
(ii) মধ্যম ঘনবসতি যুক্ত অঞ্চল | (b) কালাহারি মরুভূমি , মঙ্গোলিয়া |
(iii) বিরল বসতিযুক্ত অঞ্চল | (c ) কান্টো সমভূমি , জাপান |
(iv) অতিবিরল বসতিযুক্ত অঞ্চল | (d) মারেডার্লিং অববাহিকা , অস্ট্রেলিয়া |
(ক) (i) – (c ) , (ii) – (d) ,(iii)- ( b) , (iv) – (a)
(খ ) (i)-(c ) , (ii) – (d) , (iii) – (a) , (iv)- (b )
(গ ) (i)-(d) , (ii) -(c) , (iii) – (a) , (iv)-(b )
(ঘ ) (i) -(b ) , (ii) – (a) , (iii) – (d) , (iv)- (c )
উত্তরঃ (খ ) (i)-(c ) , (ii) – (d) , (iii) – (a) , (iv)- (b )
২৭. তিনদিক থেকে তিনটি রাস্তা এসে একটি বিন্দুতে এসে মিলিত হলে উক্ত স্থানে রাস্তা বরাবর ___________ আকৃতির গ্রামীন জীবন গড়ে ওঠে ।
(ক) H
(খ) V
(গ ) T
(ঘ) Y
উত্তরঃ (ঘ) Y
২৮. জলবিভাজিকা ব্যবস্থাপণার মূল লক্ষ্য হল –
(ক) জলসম্পদের অতিরিক্ত আরোহণ
(খ) জলাশয় , মৃত্তিকা এবং উদ্ভিদের সমন্বিত সংরক্ষণ
(গ ) শহরাঞ্চলের সপ্রসারণ
(ঘ) এক ফসলি চাষের উপর গুরুত্ব প্রদান
উত্তরঃ (খ) জলাশয় , মৃত্তিকা এবং উদ্ভিদের সমন্বিত সংরক্ষণ
২৯. বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করোঃ
বামস্তম্ভ | ডানস্তম্ভ |
(i) কৃষি পরিকল্পনা | (a) শষ্য প্রগাঢ়তা |
(ii) কৃষি জমির উর্বরতা বৃদ্ধি | (b) শষ্য সমন্বয় |
(iii) কৃষিকাজের পৌনঃপুনিকতা | (c ) শস্য পঞ্জিকা |
(iv) শস্যের প্রাধান্য | (d) শস্যাবর্তন |
(ক) (i) – b , (ii) -d, (iii)-a, (iv)- c
(খ) (i) – b , (ii) -d, (iii) -c , (iv)- a
(গ ) (i) – d , (ii) -c, (iii) – b , (iv) – a
(ঘ ) (i) – c , (ii) – d, (iii) – a, (iv) – b
উত্তরঃ (ঘ ) (i) – c , (ii) – d, (iii) – a, (iv) – b
৩০. ভৌম জলের ভান্ডার সৃষ্টির জন্য ভূগর্ভে _____________ শিলাস্তরের নীচে ___________ শিলাস্তর থাকা আবশ্যক ।
(ক ) সছিদ্র , প্রবেশ্য
(খ) অপ্রবেশ্য , প্রবেশ্য
(গ) প্রবেশ্য , অপ্রবেশ্য
(ঘ ) প্রবেশ্য , সছিদ্র
উত্তরঃ (গ) প্রবেশ্য , অপ্রবেশ্য
WBCHSE 3rd Semester 2025 Geography Question Paper with Answer || উচ্চমাধ্যমিক ক্লাস 12 সেমিস্টার 3 2025 ভূগোল প্রশ্ন উত্তর
৩১. ভবিষ্যৎ জনসংখ্যা বৃধি নির্ধারণের পদ্ধতিকে বলা হয় –
(ক) জনসংখ্যা গঠন
(খ ) অর্থনীতি
(গ ) জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধি
(ঘ) জন অভিক্ষেপ
উত্তরঃ (ঘ) জন অভিক্ষেপ
৩২. ২০১১ সালের আদমশুমারি অনুসারে , নিম্নলিখিত রাজ্যগুলিকে জনঘনত্বের ক্রমহ্রাসমান বিচারে সাজাও ।
(a ) কেরালা
(b ) পশ্চিমবঙ্গ
(c ) বিহার
(d) উত্তর প্রদেশ
(ক ) c , b , a, d
(খ) c ,a , b , d
(গ ) c , b , d, a
(ঘ ) c , d , b , a
উত্তরঃ (ক ) c , b , a, d
৩৩. সঠিক বিকল্পটি প্রশ্নসূচক স্থানে বসাওঃ

(ক) আভ্যন্তরীন বাণিজ্য
(খ ) আন্তর্জাতিক বাণিজ্য
(গ ) পুনঃরপ্তানি বাণিজ্য
(ঘ ) আমদানি বাণিজ্য
উত্তরঃ (খ ) আন্তর্জাতিক বাণিজ্য
৩৪. মহীসঞ্চরণ মতবাদের প্রবক্তা কে ?
(ক ) হ্যারি হেস
(খ ) আলফ্রেড ওয়েগনার
(গ ) পিঁচো ‘
(ঘ) আলফ্রেড ওয়েবার
উত্তরঃ (খ ) আলফ্রেড ওয়েগনার
উচ্চমাধ্যমিক সকল বিষয়ের MCQ প্রশ্ন উত্তর (সেমিস্টার-3)
WBCHSE 3rd Semester 2025 Geography Question Paper with Answer || উচ্চমাধ্যমিক ক্লাস 12 সেমিস্টার 3 2025 ভূগোল প্রশ্ন উত্তর
৩৫. উন্নয়নশীল দেশে বয়স লিঙ্গ পিরামিডের আকৃতি হয় –
(ক ) সমবাহু ত্রিভুজের মতো
(খ) নাসপাতির মতো
(গ ) ঘন্টা আকৃতির মতো
(ঘ) পটলের মতো
উত্তরঃ (ক ) সমবাহু ত্রিভুজের মতো
Important Links
উচ্চমাধ্যমিক সকল বিষয়ের MCQ প্রশ্ন উত্তর (সেমিস্টার-3)
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,WhatsApp চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।