[PDF]Madhyamik 2020 Geography Question Paper with Answer Download

[PDF]Madhyamik 2020 Geography Question Paper with Answer Download || মাধ্যমিক ২০২০ ভূগোল প্রশ্ন উত্তর পিডিএফ ডাউনলোড

[PDF]Madhyamik 2020 Geography Question Paper with Answer Download || মাধ্যমিক ২০২০ ভূগোল প্রশ্ন উত্তর পিডিএফ ডাউনলোড

সময় ৩ ঘন্টা ১৫ মিনিট

(প্রথম ১৫ মিনিট প্রশ্নপত্র পড়ার জন্য)

পূর্ণমান৯০ (নিয়মিত ও দৃষ্টিহীন নিয়মিত পরীক্ষার্থীদের জন্য)

পূর্ণমান-100 (বহিরাগত পরীক্ষার্থীদের জন্য)

[‘ক’ বিভাগ থেকে ‘চ’বিভাগ পর্যন্ত প্রদত্ত প্রশ্ন নিয়মিত ও বহিরাগত সব পরীক্ষার্থীদের জন্য এবং ছ’ বিভাগে প্রদত্ত প্রশ্ন শুধুমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য]

[‘ক’ বিভাগে সকল প্রশ্ন আবশ্যিক, অন্য বিভাগে বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। ‘চ’ বিভাগে কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীরা বিকল্প প্রশ্নের নির্দেশ অনুযায়ী উত্তর লিখবে। অন্য সকলে মানচিত্র চিহ্নিত করবে।]

বিভাগ ‘ক’

১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। ১×১৪=১৪  

১.১ যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে বলে—

(ক) আবহবিকার

(খ) পর্যায়ন প্রক্রিয়া

(গ) অন্তর্জাত প্রক্রিয়া

(ঘ) পুঞ্জক্ষয় প্রক্রিয়া  

উত্তরঃ পুঞ্জক্ষয় প্রক্রিয়া

১.২ মরু সমপ্ৰায়ভূমিতে কঠিন শিলাগঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসাবে থেকে যায়—

(ক) ইয়ার্দাঙ

 (খ) জুইগেন

 (গ) বালিয়াড়ি

(ঘ) ইনসেলবার্জ

উত্তরঃ () ইনসেলবার্জ

১.৩ অশ্ব অক্ষাংশ অবস্থিত—

(ক) নিরক্ষীয় নিম্নচাপ বলয়

(খ) উপক্ৰান্তীয় উচ্চচাপ বলয়

(গ) মেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয়

(ঘ) মেরু উচ্চচাপ বলয়

উত্তরঃ () উপক্ৰান্তীয় উচ্চচাপ বলয়

১.৪ দিনরাতের তাপমাত্রার পার্থক্য সবচেয়ে বেশি দেখা যায়-

(ক) নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে

(খ) উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে

(গ) ক্রান্তীয় মৌসুমি জলবায়ু অঞ্চলে

(ঘ) ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে

উত্তরঃ () উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে

১.৫ সমুদ্রস্রোত সৃষ্টি নির্ভর করে—

(ক) বায়ুপ্রবাহ

(খ) পৃথিবীর পরিক্রমণ

(গ) মগ্নচড়া

(ঘ) সব কটিই প্রযোজ্য

উত্তরঃ () সব কটিই প্রযোজ্য

১.৬ কোনো স্থানের জোয়ার ও ভাটার প্রকৃত ব্যবধান প্রায়-

 (ক) দু-ঘণ্টার বেশি

(খ) ছয় ঘণ্টার বেশি

(গ) চার ঘণ্টার বেশি

(ঘ) আট ঘণ্টার বেশি

উত্তরঃ () ছয় ঘণ্টার বেশি

১.৭ যানবাহনের কার্বনকণা নির্গমন রোধের জন্য ব্যবহার করা হয়-

(ক) পরিস্রাবক ঘূর্ণায়ণ

(খ) তাড়িতিক অধঃক্ষেপক

(গ) স্ক্রাবার

(ঘ) আস্তরণযুক্ত অ্যালুমিনা

উত্তরঃ () স্ক্রাবার

১.৮ ভারতের প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখা বিস্তৃত রয়েছে তা  হল—

(ক) নিরক্ষরেখা

(খ) মকরক্রান্তিরেখা

(গ) মূল মধ্যরেখা

(ঘ) কর্কটক্রান্তিরেখা

উত্তরঃ () কর্কটক্রান্তিরেখা

১.৯ গোদাবরী ও কৃষা নদীর বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদের নাম হল –  

(ক) কোলেরু

(খ) পুলিকট

(গ) চিল্কা

(ঘ) ভেম্বনাদ

উত্তরঃ () কোলেরু

১.১০ ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে, সেটি হল—

(ক) কূপ ও নলকূপ

(খ) জলাশয়

(গ) খাল

(ঘ) ফোয়ারা

উত্তরঃ (ক) কূপ ও নলকূপ

মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্ন এবং উত্তর (Click Here)

১.১১ ভারতে পশ্চিমীঝঞ্জা দেখা যায়—

(ক) গ্রীষ্মকালে

(খ) শরৎকালে

(গ) বর্ষাকালে

 (ঘ) শীতকালে

উত্তরঃ () শীতকালে

১.১২ সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয়— 

(ক) ইক্ষু চাষে

 (খ) চা চাষে

 (গ) পাট চাষে

(ঘ) কফি চাষে

উত্তরঃ () ইক্ষু চাষে

১.১৩ পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র অবস্থিত—

(ক) জুনপুটে

(খ) কোলকাতায়

(গ) শঙ্করপুরে

(ঘ) হলদিয়ায়

উত্তরঃ () হলদিয়ায়

১.১৪ ট্রপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে তা হল— 

(ক) বাদামি

(খ) কালো

(গ) লাল

(ঘ) নীল

উত্তরঃ (ক) বাদামি

[PDF]Madhyamik 2020 Geography Question Paper with Answer Download || মাধ্যমিক ২০২০ ভূগোল প্রশ্ন উত্তর পিডিএফ ডাউনলোড

বিভাগ ‘খ’

২। ২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ হলে পাশে ‘অ’ লেখো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) : ১x৬=৬

২.১.১ ভাগিরথী এবং অলকানন্দা নদীর মিলনস্থল হল দেবপ্রয়াগ।

উত্তরঃ শু

২.১.২ মিস্ট্রাল একটি উষ্ম স্থানীয় বায়ু যা ফ্রান্সের রােন নদী উপত্যকায় প্রবাহিত হয়।

উত্তরঃ অ

২.১.৩ এল নিনোর বছরগুলিতে ভারতে বন্যার সৃষ্টি হয়।

উত্তরঃ শু

২.১.৪ সূর্য, চাঁদ এবং পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে সিজিগি বলে।

উত্তরঃ শু

২.১.৫ পুনর্নবীকরণের ফলে পুরানো খবরের কাগজকে কাঁচামাল হিসাবে ব্যবহার করে কাগজ উৎপাদন করা যায়। 

উত্তরঃ  শু

২.১.৬ শিবালিক পর্বতের পাদদেশে নুড়ি, পলি ও বালি গঠিত মৃত্তিকাকে বেট বলে।

উত্তরঃ অ

২.১.৭ উপগ্রহ চিত্র ব্যাখার জন্য কম্পিউটার ব্যবহার আবশ্যিক।

উত্তরঃ  শু

২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো  (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) : ১x৬=৬

২.২.১ আবহবিকার ও ক্ষয়কার্যের যৌথ কার্যের ফলে সৃষ্ট ভূমিভাগের পরিবর্তন করার প্রক্রিয়াকে ________ বলা হয়।

উত্তরঃ নগ্নীভবন।

২.২.২ মরুঅঞ্চলে বায়ুর ________ কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয়।

উত্তরঃ অপসারণ।

বায়ুচাপের ঢাল বৃদ্ধি পেলে, বায়ুর গতিবেগ _________ পায়।

উত্তরঃ বৃদ্ধি।

২.২.৪ সমুদ্রের শীতল জল মেরু অঞ্চল থেকে ________ স্রোত রূপে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়।

উত্তরঃ অন্তঃ।

<p>২.২.৫ ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ হল NH ______

উত্তরঃ 7

২.২.৬ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ________এ অবস্থিত।

উত্তরঃ ব্যাঙ্গালুরু।

২.২.৭ বৈদ্যুতিন বর্জকে সংক্ষেপে বলা হয় _________ বর্জ্য।

উত্তরঃ E

[PDF]Madhyamik 2020 Geography Question Paper with Answer Download || মাধ্যমিক ২০২০ ভূগোল প্রশ্ন উত্তর পিডিএফ ডাউনলোড

২.৩. একটি বা দুটি শব্দে উত্তর দাও (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) : ১×৬=৬  

২.৩.১ পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কী ?

উত্তরঃ আলাস্কার হুবার্ড।

২.৩.২ ভূপৃষ্ঠের কোন অঞ্চলের উপর বায়ুমণ্ডলে প্রথম ওজোন গহ্বর আবিষ্কৃত হয়েছে ?

উত্তরঃ আন্টার্টিকায়।

২.৩.৩ পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপথটির নাম কী ?

উত্তরঃ পলঘাট।

২.৩.৪ কেরালার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কি বলে ?

উত্তরঃ কয়াল।

২.৩.৫ ভারতের উচ্চতম জলপ্রপাতটির নাম লেখো ।

উত্তরঃ যোগ।

২.৩.৬ ভারতের কোন শহরে প্রথম পাতাল রেলের যাত্রা শুরু হয় ?

উত্তরঃ কলকাতা।

২.৩.৭ ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি ?

উত্তরঃ উত্তরপ্রদেশ।

২.৩.৮ উপগ্রহ চিত্র কোন রূপে প্রকাশ করা হয় ?

উত্তরঃ সেন্সর ব্যান্ড, পিক্সেল, অ্যানোটেশন লাইন, ছদ্ম রঙ বা FCC (False Colour Composite).

মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্ন এবং উত্তর (Click Here)

২.৪ বামদিকের সাথে ডানদিকের গুলি মিলিয়ে লেখো :  ১x৪=৪

বামদিকডানদিক  
২.৪.১ রত্না   ১. পাইন  
২.৪.২ সরলবর্গীয় অরণ্য২. মার্মাগাঁও  
২.৪.৩ রেলের বগি নির্মাণ কেন্দ্র ৩. উচ্চ ফলনশীল ধান বীজ  
২.৪.৪ লৌহ আকরিক রপ্তানীকারক বন্দর ৪. পেরাম্বুর

উত্তরঃ

২.৪.১ — ৩ , ২.৪.২ — ১, ২.৪.৩ — ৪ , ২.৪.৪ — ২

[PDF]Madhyamik 2020 Geography Question Paper with Answer Download || মাধ্যমিক ২০২০ ভূগোল প্রশ্ন উত্তর পিডিএফ ডাউনলোড

বিভাগ – ‘গ’

৩। নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : ২x৩=১২

৩.১ প্রপাতকুপ কাকে বলে ?

অথবা

লোয়েশের সংজ্ঞা দাও।

৩.২ আপেক্ষিক আর্দ্রতা কী ?

অথবা

পেরিগি জোয়ার বলতে কি বোঝো ? 

৩.৩ বর্জ্য ব্যবস্থাপনায় ভরাটকরণ কাকে বলে ?

অথবা

পৌরসভার বর্জ্যের সংজ্ঞা দাও।

৩.৪ ভারতের মরু উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখো

অথবা

দুন বলতে কি বোঝো ? 

৩.৫ অনুসারী শিল্প কাকে বলে ?

অথবা

ভারতের প্রধান আভ্যন্তরীণ জলপথের যুক্তকারী কেন্দ্রদুটির নাম লেখো ।

৩.৬ সেন্সর বলতে কি বোঝো ?

অথবা

ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের দুটি ব্যবহার লেখো ।

[PDF]Madhyamik 2020 Geography Question Paper with Answer Download || মাধ্যমিক ২০২০ ভূগোল প্রশ্ন উত্তর পিডিএফ ডাউনলোড

বিভাগ – ‘ঘ’

৪। সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : ৩x৪=১২

৪.১ নদীর বহন কার্যের তিনটি প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করো। 

অথবা

জেট বায়ুপ্রবাহের সঙ্গে ভারতীয় মৌসুমিবায়ুর সম্পর্ক উল্লেখ করো।

৪.২ প্রকৃতি অনুসারে বর্জ্যের উদাহরণসহ শ্রেণিবিভাগ করো।

অথবা

বর্জ্য ব্যবস্থাপনার তিনটি প্রয়োয়োজনীয়তা উল্লেখ করো। 

৪.৩ ভারতের সড়কপথ ও রেলপথের প্রতিটির তিনটি করে সুবিধাগুলি আলোচনা করো।

অথবা

পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের কৃষি বিপ্লবের সুফলগুলি উল্লেখ করো।

৪.৪ ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের উল্লেখ ছকের মাধ্যমে করো।

অথবা

জিওষ্টেশনারী ও সানসিনক্রোনাশ উপগ্রহের মধ্যে পার্থক্য করো ।

বিভাগ – ‘ঙ’

৫। ৫.১ নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :৫x২=১০

৫.১.১ হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও ।

৫.১.২ বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার স্তরগুলি আলোচনা করো ৷

৫.১.৩ ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অবস্থান এবং এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো।

৫.১.৪ পৃথিবীর জলবায়ুর উপর সমুদ্রস্রোতের প্রভাবগুলি আলোচনা করো ।

৫.২ নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : ৫×২=১০

৫.২.১ ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণগুলি ব্যাখ্যা করো ।

৫.২.২ ভারতের চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো।

৫.২.৩ পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের অধিক উন্নতির কারণগুলি ব্যাখ্যা করো।

৫.২.৪ ভারতের নগরায়ণের প্রধান সমস্যাগুলি আলোচনা করো। 

মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্ন এবং উত্তর (Click Here)

[PDF]Madhyamik 2020 Geography Question Paper with Answer Download || মাধ্যমিক ২০২০ ভূগোল প্রশ্ন উত্তর পিডিএফ ডাউনলোড

বিভাগ – ‘চ’

৬। প্রশ্নপত্রের সাথে প্রদত্ত ভারতের রেখা-মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও ? ১×১০=১০

৬.১ আরাবল্লি পর্বত

৬.২ নর্মদা নদী

৬.৩ উত্তর-পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাত কেন্দ্র

৬.৪ ভারতের অরণ্য গবেষণাগার

৬.৫ পূর্ব ভারতের একটি লবণাক্ত মৃত্তিকাযুক্ত অঞ্চল

৬.৬ একটি কফি উৎপাদক অঞ্চল

৬.৭ ভারতের রূঢ় অঞ্চল

৬.৮ ভারতের বৃহত্তম তথ্যপ্রযুক্তি শিল্পকেন্দ্র

৬.৯ পশ্চিম ভারতের একটি স্বাভাবিক বন্দর।

৬.১০ উত্তর ভারতের বৃহত্তম মহানগর।

Click Here to Download This PDF

Important Links

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানWBBSE Official Site
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBJEE ANM GNM Online Mock Test Series
JENPAS (UG) Online Mock Test SeriesWBJEE Online Mock Test Series
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadMadhyamik Online Mock Test Series
RRB Group-D Mock Test in BengaliJEXPO Online Mock Test Series
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন।

Leave a Comment

error: Content is protected !!