WBBSE Board -এর নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে WBBSE Class 9 Physical Science Chapter 1 Mock Test ।এই মক টেস্টটি ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, নবম শ্রেণি [WBBSE Class 9] -এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা অক্লান্ত পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি ক্লাস IX-এর সকল ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ । ক্লাস 9 -এর ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায় পরিমাপ পদ্ধতি-র MCQ Question Answer প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট । নবম শ্রেণি ভৌতবিজ্ঞান প্রথম অধ্যায়ের বাছাই করা ২০টি প্রশ্ন থেকে থেকে পরীক্ষায় MCQ প্রশ্ন -উত্তর কমন আসার চান্স 99% ।
ক্লাস নাইনের ভৌতবিজ্ঞান অধ্যায় ১ -এর গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর নিয়ে তৈরি WBBSE Class 9 Physical Science Chapter 1 Mock Test।তাই ‘পরিমাপ পদ্ধতি’ অধ্যায়ের মক টেস্ট – টি ক্লাস নাইনের (Class IX) পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) [ WB TET, WBCS, PSC, WB JEXPO, ANM GNM, JENPAS BHA, Railway Group-D, RRB NTPC,West Bengal Police, Kolkata Police , CHSL,CGL,নার্সিং ভর্তি, Etc.] জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরী না করে মক টেস্টে অংশগ্রহণ করুন এবং নিজেকে যাচাই করুন ।
ভৌতবিজ্ঞান ‘পরিমাপ পদ্ধতি’ অধ্যায়ের মক টেস্ট|WBBSE Class 9 Physical Science Chapter 1 Mock Test
Q1.চাপের c.g.s একক হলো –
- ডাইন / সেমি2
- নিউটন /মিটার2
- পাউন্ডাল / ফুট2
- পাস্কাল
ডাইন / সেমি2
Q2. আপেক্ষিক তাপের মাত্রা হলো –
- MLT-2 θ-1
- ML2T-1 θ -1
- L2T-2 θ-1
- L2T-1 θ-1
L2T-2 θ-1
Q3. কোন স্কেলার রাশিটি তিনটি মৌলিক একক দ্বারা গঠিত ?
- ক্ষেত্রফল
- ক্ষমতা
- দ্রুতি
- আয়তন
ক্ষমতা
Q4. কত ডিগ্রি সেন্টিগ্রেট উষ্ণতায় এক কেজি বিশুদ্ধ জলের আয়তন এক লিটার ?
- 1°C
- 4°C
- 2°C
- 6°C
4°C
Q5. তুলা যন্ত্রে ব্যবহৃত ওজন বাক্সে কটি ২০ গ্রামের বাটখারা থাকে ?
- একটি
- দুটি
- তিনটি
- চারটি
দুটি
Q6. কোনো মৌলের পরমাণুর আকার কোন একক দ্বারা প্রকাশ করা হয় ?
- ফার্মি
- অ্যাংস্ট্রম
- নিউটন
- টেসলা
ফার্মি
Q7. মিটারের আধুনিক সংজ্ঞায় কোনটি ব্যবহার করা হয় ?
- প্লাটিনাম
- ইরিডিয়াম
- ক্রিপটন
- রেডন
ক্রিপটন
Q8. কোন দুটি রাশির মাত্রা একই হবে ?
- বল ,কার্য
- ভরবেগ , পীড়ন
- কার্য, টর্ক
- ভ্রামক , চাপ
কার্য, টর্ক
Q9. স্টপওয়াচ কে আবিস্কার করেন ?
- বার্থোলোমিউ ম্যানফ্রডি
- স্যামুয়েল ওয়াটসন
- টরিসেলি
- হ্যারিসন
স্যামুয়েল ওয়াটসন
Q10. 12 ইঞ্চি বা এক ফুট দৈর্ঘ্য প্রায় কতটা ?
- 0.2848 মিটার
- 0.2932 মিটার
- 0.3048 মিটার
- এদের কোনোটিই নয়
0.3048 মিটার
Q11. তরলের পৃষ্ঠটান মাপক যন্ত্রের নাম –
- টেনসিমিটার
- টেনসিওমিটার
- ট্যাকোমিটার
- হাইড্রোমিটার
টেনসিওমিটার
Q12. সাধারণ ডিজিটাল ঘড়ির লঘিষ্ঠ ধ্রুবকের মান –
- 0.01 সেকেন্ড
- 1 সেকেন্ড
- 0.1 সেকেন্ড
- 0.002 সেকেন্ড
0.01 সেকেন্ড
Q13. তুলাযন্ত্রে তুলাদন্ডের বাহুদুটি যত লম্বা হয় তুলাযন্ত্রটি তত –
- দৃঢ় হয়
- সুবেদী হয়
- সুস্থিত হয়
- নির্ভুল হয়
সুবেদী হয়
Q14. একটি আংটিতে ১২ ক্যারেট সোনা আছে । গ্রাম এককে সোনার ভর –
- 12 গ্রাম
- 24 গ্রাম
- 2.4 গ্রাম
- 1.2 গ্রাম
2.4 গ্রাম
Q15. [T-1 ] যে রাশিটির মাত্রীয় সংকেত সেটি হলো –
- সময়
- তরঙ্গ দৈর্ঘ্য
- কম্পাংক
- কোনটিই নয়
কম্পাংক
Q16. ‘টেরা’ উপসর্গের অর্থ হলো –
- 1015
- 1012
- 1018
- 1010
1012
Q17. দীপন প্রাবল্যের একক হলো –
- ক্যান্ডেলা
- কেলভিন
- কিলোগ্রাম
- গ্রাম
ক্যান্ডেলা
Q18. মাত্রাবিহীন কিন্তু একক যুক্ত রাশি হল –
- আয়তন
- তাপমাত্রা
- আপেক্ষিক গুরুত্ব
- ঘনকোণ
ঘনকোণ
Q19. এদের মধ্যে কোনটি মাপক যন্ত্র নয় ?
- ব্যারোমিটার
- থার্মোমিটার
- পিকোমিটার
- হাইগ্রোমিটার
পিকোমিটার
Q20. 1 বর্গমিটার কত বর্গফুটের সমান ?
- 9.84 বর্গফুট
- 10.76 বর্গফুট
- 11.44 বর্গফুট
- এদের কোনোটিই নয়
10.76 বর্গফুট
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি দেখুনঃ
নবম শ্রেণীর সকল বিষয়ের অনলাইন মক টেস্ট