General Knowledge Mock Test Set-1 For Competitive Exam(Bengali)

General Knowledge Mock Test Set-1 For Competitive Exam(Bengali)

General Knowledge Mock Test Set-1 For Competitive Exam in Bengali| গুরুত্বপূর্ণ জিকে MCQ প্রশ্ন উত্তর | GK MCQ Practice Set in Bengali|GK Mock Test in Bengali|সাধারন জ্ঞান-এর MCQ প্রশ্ন উত্তর– এই মক টেস্টটি বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার্থীদের জন্য এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক প্রবেশিকা পরীক্ষার(Competitive Exam) জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ ।মক টেস্টটিতে 20 টি প্রশ্ন আছে ।যদি এই মক টেস্টটি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করার অনুরোধ রইল ।এই মক টেস্ট টি যে যে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে তা হলো- WBJEE ANM GNM, WBCS,Group-D, PSC Cleark,CHSL, SSC CGL, RRB Group-D, RRB NTPC,Food ইত্যাদি ।

General Knowledge Mock Test Set-1 For Competitive Exam

Q1.কে অমিত্রাঘাত উপাধি গ্রহণ করেছিলেন ?

  • বিন্দুসার
  • চন্দ্রগুপ্ত মৌর্য
  • অশোক
  • মিহিরকুল

বিন্দুসার

Q2. তহকত – ই – হিন্দ বইটির লেখক কে ?

  • কৌটিল্য
  • হিউয়েন সাং
  • ফা -হিয়েন
  • আলবিরুনী

আলবিরুনী

Q3. সলবাইয়ের সন্ধি হয়েছিল –

  • 1780 সালে
  • 1781 সালে
  • 1783 সালে
  • 1782 সালে

1782 সালে

Q4. ‘রামচরিতমানস’ গ্রন্থের লেখক কে ?

  • নামদেব
  • তুলসীদাস
  • গ্যানদেব
  • কবীর

তুলসীদাস

Q5. অনুশীলন সমিতি কে গঠন করেছিলেন ?

  • বটুকেশর দত্ত
  • প্রমথ মিত্র
  • অশ্বিনীকুমার দত্ত
  • যতীন দাস

প্রমথ মিত্র

Q6. ভারতের সর্ববৃহৎ আণবিক বিদ্যুৎ কেন্দ্রটির নাম –

  • নারোরা
  • কুড়ন –কুলম
  • কাকরাপারা
  • তারাপুর

কুড়ন –কুলম

Q7. রণথম্বোর জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত ? 

  • গুজরাট
  • অসম  
  • রাজস্থান
  • কর্ণাটক

রাজস্থান

Q8. পো নদী কোন দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে ?

  • ইতালি
  • অস্ট্রিয়া
  • যুগোস্লোভিয়া
  • ফ্রান্স

ইতালি

Q9. খাইবার পাস অবস্থিত –

  • বাংলাদেশে
  • ভুটানে
  • পাকিস্তানে
  • ভারতে

পাকিস্তানে

Q10. ভারতের কোন রাজ্যে বড় তটরেখা (Coast -line ) আছে ?

  • তামিলনাড়ু
  • গুজরাট
  • কর্ণাটক
  • অন্ধ্রপ্রদেশ

গুজরাট

Q11. ” Wings of Fire ” বইটি কার লেখা ?

  • সালমান রুশদি
  • এ. পি. জে. আবদুল কালাম
  • আর. কে. নারায়ণ
  • বিক্রম শেঠ

এ. পি. জে. আবদুল কালাম

Q12. ইন্দিরা ঠাকুরণ চরিত্রটি কোথায় পাওয়া যায় ?

  • পথের পাঁচালী
  • আরণ্যক
  • দেবযানী
  • ইচ্ছামতীতে

পথের পাঁচালী

Q13. ‘ The future of India’ কার লেখা ?

  • অমিতাভ ঘোষ
  • বিমল জালান
  • দীপক চোপড়া
  • অনুরাগ মাথুর

বিমল জালান

Q14. গিরিশ কারনাড কিসের সাথে যুক্ত ছিলেন ?

  • জাদুবিদ্যা
  • বিজ্ঞান
  • খেলা
  • নাটক

নাটক

Q15. ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য কোনটি ?

  • তামিলনাড়ু 
  • অন্ধ্রপ্রদেশ 
  • কর্ণাটক
  • কেরালা

অন্ধ্রপ্রদেশ 

Q16. ‘My Journey: Transforming Dreams into Actions’ -গ্রন্থটির লেখক কে ?

  • জে কে  রাওলিং
  • শচীন তেন্ডুলকার
  • শশী থারুর
  • ড. এ পি জে আবদুল কালাম

ড. এ পি জে আবদুল কালাম

Q17.লোক  সভায় ‘জিরো -আওয়ার’ -এর সর্বাধিক সময়কাল হল-

  • ৬০ মিনিট
  • অনির্দিষ্ট কাল
  • ৩০ মিনিট
  • ২ ঘণ্টা

৩০ মিনিট

Q18. কোন অনুচ্ছেদ অনুযায়ী ভারতের সংবিধান সংশোধন যায় ?

  • অনুচ্ছেদ ৩৭০
  • অনুচ্ছেদ ৩৬৮
  • অনুচ্ছেদ ৩৬২
  • অনুচ্ছেদ ৩৬০

অনুচ্ছেদ ৩৬৮

Q19. বিশনয়ী আন্দোলন কোথায় অনুষ্ঠিত হয় ?

  • উত্তরাখন্ড
  • আসাম
  • রাজস্থান
  • অন্ধ্রপ্রদেশ

রাজস্থান

Q20. ‘জ্যাব’ কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত ?

  • বিলিয়ার্ডস
  • লন টেনিস
  • গলফ
  • বক্সিং

বক্সিং

Q21. পশ্চিমবঙ্গের ‘Dry Port’ অবস্থিত –

  • কলকাতা
  • কলকাতা ও হলদিয়া
  • দিঘা
  • শংকরপুর

কলকাতা ও হলদিয়া

Q22. পশ্চিমবঙ্গের প্রথম বিশ্ববাংলা বিপণন কেন্দ্রটি চালু হয়েছে – 

  • মুর্শিদাবাদে
  • কলকাতা বিমানবন্দরে
  • বাগডোগরা বিমানবন্দরে
  • ডাবগ্রামে

কলকাতা বিমানবন্দরে

Q23. মকরসংক্রান্তি কত তারিখে হয় ?

  • ২১ জুন 
  • ২১ জুলাই
  • ২২ ডিসেম্বর
  • ৩ নভেম্বর

২২ ডিসেম্বর

Q24. সার্ক (SAARC) -এর সদর দপ্তর কোথায়  অবস্থিত ?

  • কাঠমান্ডু 
  • ইসলামাবাদ
  • ঢাকা 
  • ভুটান

কাঠমান্ডু 

Q25. 38 তম প্যারালাল বিভক্ত করে –

  • ভারত ও পাকিস্তান
  • ভারত ও নেপাল
  • ভিয়েতনাম ও কাম্পুচিয়া
  • উত্তর কোরিয়া ও দক্ষিন কোরিয়া

উত্তর কোরিয়া ও দক্ষিন কোরিয়া

General Knowledge Mock Test Set-1 For Competitive Exam in Bengali| গুরুত্বপূর্ণ জিকে MCQ প্রশ্ন উত্তর | GK MCQ Practice Set in Bengali|GK Mock Test in Bengali|সাধারন জ্ঞান-এর MCQ প্রশ্ন উত্তর

Q26. ভারতের প্রাচীনতম তৈল খনি কোনটি ?

  • নাহারকাটিয়া
  • ডিগবয়
  • আঙ্কেলেশ্বর
  • কোনোটাই নয়

ডিগবয়

Q27. কাবেরী জল  বিতর্ক কোন দুটি রাজ্যের মধ্যে হয়েছিল ?

  • অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা
  • কর্নাটক ও কেরল
  • তামিলনাড়ু ও কর্নাটক
  • তেলঙ্গানা ও তামিলনাড়ু

তামিলনাড়ু ও কর্নাটক

Q28. বিরসামুন্ডা নামক বিমানবন্দর কোন রাজ্যে অবস্থিত ?

  • বিহার
  • ঝাড়খণ্ড
  • ছত্তিশগড়
  • নাগাল্যান্ড

ঝাড়খণ্ড

Q29. আন্তর্জাতিক তারিখরেখা সবথেকে বেশি কোথায় বাঁকানো হয়েছে ?

  • হাওয়াই দ্বীপপুঞ্জ
  • ফিজি দ্বীপপুঞ্জ
  • অ্যালুশিয়ান দ্বীপপুঞ্জ
  • কোনোটাই নয়

অ্যালুশিয়ান দ্বীপপুঞ্জ

Q30. বসুন্ধরা সম্মেলন হয় –

  • 1989 খ্রিষ্টাব্দে
  • 1990 খ্রিষ্টাব্দে
  • 1991 খ্রিষ্টাব্দে
  • 1992 খ্রিষ্টাব্দে

1992 খ্রিষ্টাব্দে

Q31. পদে থাকাকালীন কোনো ভারতীয় রাষ্ট্রপতি মারা গেলে , উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতিরূপে কাজ চালাতে পারেন –

  • ছয় মাস
  • তিন মাস
  • এক বছর
  • দুই বছর

ছয় মাস

Q32. তথ্য জানার অধিকার আইন কত খ্রিষ্টাব্দে পাস হয় ?

  • 1952 খ্রিষ্টাব্দে
  • 1977 খ্রিষ্টাব্দে
  • 2000 খ্রিষ্টাব্দে
  • 2005 খ্রিষ্টাব্দে

2005 খ্রিষ্টাব্দে

Q33. ভারতে নাগতিকত্ব লাভের জন্য আবেদন করার পূর্বে আবেদনকারীর কমপক্ষে কত বছর ভারতে অবস্থান করা আবশ্যক ?

  • দশ বছর
  • পাঁচ বছর
  • সাত বছর
  • তিন বছর

সাত বছর

Q34. নিম্নলিখিত কোন করটি রাজ্য সরকার আদায় করে ?

  • সম্পদ কর
  • আবগারি কর
  • ভূমিরাজস্ব
  • আয়কর

ভূমিরাজস্ব

Q35. কোন সংস্থা ভারতে জাতীয় আয় সংকলন করে ?

  • ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইন্সটিটিউট
  • অর্থ কমিশন
  • সেন্ট্রাল স্ট্যাটিসটিক্যাল অর্গানাইশজেশন
  • ন্যাশনাল ডেভলপমেন্ট কাউন্সিল

সেন্ট্রাল স্ট্যাটিসটিক্যাল অর্গানাইশজেশন

Q36. গ্রিন বেঞ্চ হল –

  • পার্কে ভ্রমনকারীদের বসার স্থান
  • কলকাতা হাইকোর্টে পরিবেশ বিষয়ক বেঞ্চ
  • চা -বাগানে ব্যবহৃত নতুন প্রযুক্তি
  • পরিবেশরক্ষা বিষয়ক নতুন কমিটি

কলকাতা হাইকোর্টে পরিবেশ বিষয়ক বেঞ্চ

 Q37. বিশ্ব ম্যালেরিয়া দিবস হল –

  • ২৫ এপ্রিল
  • ২৬ মে
  • ২৭ এপ্রিল
  • ২৮ মে

২৫ এপ্রিল

Q38. ‘FIDE’ র‍্যাঙ্কিং হয় কোন খেলায় ?

  • দাবা
  • টেনিস
  • ফুটবল
  • ক্রিকেট

দাবা

 Q39. ভারতীয় শুটিং-এর সঙ্গে যুক্ত খেলোয়াড় হলেন –

  • পি . কাশ্যপ
  • গগন নারাং
  • কুলদীপ যাদব
  • বিশ্বনাথন আনন্দ

গগন নারাং

Q40. রুক্মিনি দেবী কোন ভারতীয় নৃত্যের শিক্ষায়তনের প্রতিষ্ঠাতা ?

  • কলামন্দির
  • বিশ্বভারতী
  • রবিন্দ্রভারতী
  • কলাক্ষেত্র

কলাক্ষেত্র

Q41. ALU -এর সম্পূর্ণ নাম –

  • Arithmetic Logic Unit
  • Arithmetic Logic Utility
  • Accounting Logic Unit
  • কোনোটিই নয়

Arithmetic Logic Unit

Q42. কোন দিনটি কম্পিউটার সাক্ষরতা দিবস হিসাবে পালিত হয় ?

  • 2 ডিসেম্বর
  • 13 জুন
  • 7 ডিসেম্বর
  • 16 এপ্রিল

2 ডিসেম্বর

Q43. ‘কালচক্র ‘ অনুষ্ঠান কোন ধর্মের সঙ্গে জড়িত ?

  • বাহাই
  • বৌদ্ধ
  • জৈন
  • ইহুদি

বৌদ্ধ

Q44. উট ব্যাবসাকে কেন্দ্র করে রাজস্থানে অনুষ্ঠিত বার্ষিক মেলার নাম –

  • পুস্কর মেলা
  • কুম্ভ মেলা
  • শোনপুর মেলা
  • সুরজকুন্ড মেলা

পুস্কর মেলা

Q45. ‘ To Live or Not to Live’ বইটি লিখেছেন –

  • জর্জ  বানার্ডশ
  • লুই ফিশার
  • মার্ক টুলি
  • নীরদ সি চৌধুরী

Q46. বাংলা সাহিত্যের কোন লেখকের ছদ্মনাম ‘কালকুট’ ?

  • বিমল ঘোষ
  • সমরেশ বসু
  • প্যারিচাদ মিত্র
  • বলাইচাদ মুখোপাধ্যায়

সমরেশ বসু

 Q47. ‘ চামার গিনাদ’ ভারতের কোন রাজ্যের নৃত্য ?

  • কেরল
  • মণিপুর
  • বিহার
  • রাজস্থান

রাজস্থান

Q48.টি -20 ক্রিকেট বিশ্বকাপ শুরু হয়েছিল কবে ?

  • 2007
  • 2009
  • 2013
  • 2018

2007

Q49. কুঞ্জ রানি দেবী নামটি জড়িত নিম্নলিখিত কোন খেলার সঙ্গে ?

  • বক্সিং
  • ভারোত্তোলন
  • তিরন্দাজি
  • সাঁতার

ভারোত্তোলন

Q50. ভারতের বৃহত্তম সরকারি তাপবিদ্যুৎ সংস্থা কোনটি ?

  • NTPC
  • SAARC
  • OPEC
  • ONGC

NTPC

Important Links

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন গণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন গণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধান WBJEEB
WBJEE 2022 Mock Test WBJEE ANM GNM Online Mock Test Series
WB HS CLASS 12 ONLINE MOCK TESTMadhyamik Mock Test

General Knowledge Mock Test Set-1 For Competitive Exam in Bengali| গুরুত্বপূর্ণ জিকে MCQ প্রশ্ন উত্তর | GK MCQ Practice Set in Bengali|GK Mock Test in Bengali|সাধারন জ্ঞান-এর MCQ প্রশ্ন উত্তর

ধন্যবাদ । আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন।এই General Knowledge Mock Test Set-1-এর ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে নীচে কমেন্টের মাধ্যমে জানান ।

1 thought on “General Knowledge Mock Test Set-1 For Competitive Exam(Bengali)”

Leave a Comment

error: Content is protected !!