সালোকসংশ্লেষ অধ্যায়ের মক টেস্ট(MCQ প্রশ্ন উত্তর)|Photosynthesis MCQ Mock Test in Bengali

সালোকসংশ্লেষ অধ্যায়ের মক টেস্ট (MCQ প্রশ্ন-উত্তর) 

Photosynthesis MCQ Mock Test in Bengali
সালোকসংশ্লেষ অধ্যায়ের মক টেস্ট|Photosynthesis MCQ Mock Test in Bengali

WBBSE Board -এর নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে Photosynthesis MCQ Mock Test in Bengali ।এই মক টেস্টটি ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, নবম শ্রেণি [WBBSE Class 9] -এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি  হয়েছে। এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা অক্লান্ত পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি ক্লাস IX-এর সকল ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ । ক্লাস 9 -এর জীবন বিজ্ঞান পরীক্ষার জন্য সালোকসংশ্লেষ -এর MCQ Question Answer প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট সিরিজ ।নবম শ্রেণি জীবন বিজ্ঞান সালোকসংশ্লেষ অধ্যায়ের মক টেস্ট এর বাছাই করা ৩৫ টি প্রশ্ন থেকে থেকে পরীক্ষায় MCQ কমন আসার চান্স 99% ।সালোকসংশ্লেষ কুইজের প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাও ।

সালোকসংশ্লেষ-এর গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর নিয়ে তৈরি Photosynthesis MCQ Mock Test in Bengali।সালোকসংশ্লেষ Mock Test ক্লাস নাইনের (Class IX) -এর পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) [ WB TET, WBCS, PSC, WB JEXPO, ANM GNM, JENPAS BHA, Railway Group-D, RRB NTPC,West Bengal Police, Kolkata Police , CHSL,CGL,নার্সিং ভর্তি, Etc.] জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরি না করে মক টেস্টে অংশগ্রহণ করুন এবং নিজেকে যাচাই করুন ।

সালোকসংশ্লেষ অধ্যায়ের মক টেস্ট(MCQ প্রশ্ন উত্তর)|Photosynthesis MCQ Mock Test in Bengali

Q1. সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি ভালো ভাবে সম্পন্ন হয় দৃশ্যমান আলোক রশ্মির –

  • 450 -600 nm
  • 450 -700 nm
  • 420 – 670nm
  • 460 -710nm

450 -700 nm

Q2. সালোকসংশ্লেষের আলোক বিক্রিয়া ঘটে মাটোকন্ড্রিয়ার –

  • গ্রানায় 
  • স্ট্রোমায়
  • অন্তঃপর্দায় 
  • বহিঃপর্দায়

গ্রানায় 

Q3. এক অণু গ্লুকোজে সঞ্চিত শক্তির পরিমাণ –

  • 686 cal
  • 686 kcal
  • 7.3 kcal
  • 7.3 cal  

686 kcal

Q4. সালোকসংশ্লেষে  অন্ধকার দশায় উৎপন্ন প্রথম কার্বনযুক্ত স্থায়ী যৌগটি  হল –

  • PGA
  • গ্লুকোজ
  • PGAld
  • প্রোটিন

PGA

Q5. সালোকসংশ্লেষে সক্ষম প্রাণীটি হল –

  • প্লাসমোডিয়াম
  • প্যারামোসিয়াম
  • এন্টামিবা
  • ক্রাইস্যামিবা

ক্রাইস্যামিবা

Q6. সালোকসংশ্লেষ প্রক্রিয়াটি ভালো ভাবে হয় বর্ণালীর কোন রঙে ?

  • বেগুনী ও নীল
  • সবুজ ও লাল
  • লাল ও নীল 
  • সবুজ ও নীল

লাল ও নীল 

Q7. সালোকসংশ্লেষের অনুকূল উষ্ণতা হল –

  • 18˚C -23 ˚C
  • 25 ˚C – 37 ˚C
  • 28 ˚C – 40 ˚C
  • 30 ˚C – 45 ˚C

25 ˚C – 37 ˚C

Q8. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় জারণ ঘটে –

  • CO2 এর
  • O2 –এর
  • NO2 – এর
  • H2O –এর  

H2O –এর  

Q9. সালোকসংশ্লেষে অক্ষম উদ্ভিদটি হল –

  • পাইনাস
  • পেনিসিলিয়াম
  • ফার্ণ
  • স্পাইরোগাইরা

পেনিসিলিয়াম

Q10. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায়  উৎপন্ন গ্লুকোজ অণুর অক্সিজেনের উৎস হল –

  • CO2
  • SO2
  • NO2
  • H2O

H2O

সালোকসংশ্লেষ অধ্যায়ের মক টেস্ট(MCQ প্রশ্ন উত্তর)|Photosynthesis MCQ Mock Test in Bengali

Q11. সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় এক অণু  গ্লুকোজ উৎপাদনের জন্য প্রয়োজনীয় জলের পরিমাণ –

  • 8 অণু
  • 10 অণু
  • 12 অণু
  • 14 অণু  

12 অণু

Q12. কোন মৌলটি উদ্ভিদের ক্লোরোফিল  উৎপাদনের জন্য প্রয়োজন হয় ?

  • ক্যালসিয়াম
  • সোডিয়াম
  • ম্যাগনেসিয়াম
  • পটাসিয়াম

ম্যাগনেসিয়াম

Q13. কোনটি সালোকসংশ্লেষের উপাদান  নয় ?

  • O2
  • CO2
  • H2O
  • ক্লোরোফিল

O2

Q14. CO2 বিজারিত হয় সালোকসংশ্লেষের –

  • আলোক দশায় 
  • অন্ধকার দশায়
  • আলোক এবং অন্ধকার দশায়
  • কোনো দশাতেই নয়

অন্ধকার দশায়

Q15. কেলভিন চক্রকে বলে –

  • C2 চক্র
  • C4 চক্র
  • CAM পথ
  • C3 চক্র

C3 চক্র

Q16. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায়  উত্তেজিত ক্লোরোফিল দ্বারা জল বিশ্লিষ্ট হয়ে H+ ও OHআয়নে পরিণত হওয়ার পদ্ধতিকে বলে –

  • গ্লাইকোলাইসিস
  • ক্রেবস চক্র
  • হাইড্রোলাইসিস
  • ফটোলাইসিস

ফটোলাইসিস

Q17. পৃথিবীতে মূল শক্তির উৎস হল –

  • সূর্য
  • ATP
  • জল
  • বাতাস

সূর্য

Q18. সালোকসংশ্লেষীয় একক হল –

  • অক্সিজোম
  • রাইবোজোম
  • কোয়ান্টোজোম
  • স্ফেরোজোম

কোয়ান্টোজোম

Q19. ক্লোরোফিল অণু গঠনে প্রয়োজনীয় মৌলটি হল –

  • ম্যাঙ্গানীজ
  • ম্যাগনেসিয়াম
  • বোরন
  • ক্যালসিয়াম

ম্যাগনেসিয়াম

 Q20. শর্করা অণুর মৌলিক উপাদানগুলি হল –

  • C,H,O
  • H,O,N
  • C,H,N
  • H,N,O

C,H,O

Q21. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন অক্সিজেনের উৎস হল –

  • CO2
  • SO2
  • NO2
  • H2O

H2O

 Q22. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় হিল বিকারক হল –

  • ATP
  • NADP
  • পটাশিয়াম ফেরিক অক্সালেট 
  • PGA

NADP

Q23. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন দুটি কাঁচা মাল হল –

  • H2O2 ও CO2
  • সূর্যালোক ও জল
  • জল ও CO2
  • সূর্যালোক ও CO2

জল ও CO2

Q24. সালোকসংশ্লেষের আলোক দশায় উচ্চ শক্তিসম্পন্ন ATP প্রস্তুতিকরণকে বলে –

  • অঙ্গার আত্তীকরণ
  • অক্সিডেটিভ ফস্ফোরাইলেশন
  • ফটোলাসিস
  • ফটোসিন্থেসিস

অক্সিডেটিভ ফস্ফোরাইলেশন

Q25. সালোকসংশ্লেষ ঘটে সবুজ পাতার –

  • স্থায়ী কলায়
  • জাইলেম কলায়
  • মেসোফিল কলায়
  • ফ্লোয়েম কলায়

মেসোফিল কলায়

Q26. এক অণু গ্লুকোজ তৈরির জন্য PGAld প্রয়োজন –

  • 2 অণু
  • 4 অণু
  • 6 অণু
  • 12 অণু  

2 অণু

সালোকসংশ্লেষ অধ্যায়ের মক টেস্ট(MCQ প্রশ্ন উত্তর)|Photosynthesis MCQ Mock Test in Bengali

Q27. সালোকসংশ্লেষের অন্ধকার দশায় CO2 –এর সংবন্ধন ঘটে –

  • ADP দ্বারা
  • FAD দ্বারা
  • NADP দ্বারা
  • RuBP দ্বারা

RuBP দ্বারা

Q28. উদ্ভিদে ক্লোরোসিস হয় –

  • ক্যালসিয়ামের অভাবে
  • ম্যাগনেসিয়ামের অভাবে
  • সোডিয়ামের অভাবে
  • পটাশিয়ামের অভাবে  

ম্যাগনেসিয়ামের অভাবে

Q29. সালোকসংশ্লেষের অন্ধকার দশাটি সম্পন্ন হয় ক্লোরোপ্লাস্টিডের –

  • বহিঃপর্দায়
  • অন্তঃপর্দায়
  • গ্রাণা অঞ্চলে
  • স্ট্রোমা অঞ্চলে

স্ট্রোমা অঞ্চলে

Q30. সালোকসংশ্লেষের প্রধান কার্যকর রঞ্জক হল –

  • ক্লোরোফিল a
  • ক্লোরোফিল b
  • ক্লোরোফিল c
  • ক্লোরোফিল d

ক্লোরোফিল a

Q31. CO2 বিজারিত হয় সালোকসংশ্লেষের –

  • আলোক দশায়
  • অন্ধকার দশায়
  • উভয় দশায়
  • কোনো দশাতেই নয়

অন্ধকার দশায়

Q32. উদ্ভিদের পাতায় আপাতিত সূর্যালোকের শোষন ঘটে –

  • 4%
  • 75%
  • 83%
  • 15%

83%

Q33. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় আয়নযুক্ত ইলেকট্রন বাহকটি হল –

  • প্লাস্টোকুইনন
  • প্লাস্টোসায়ানিন
  • ফ্ল্যাভোপ্রোটিন
  • সাইটোক্রোম

সাইটোক্রোম

Q34. RuBP একপ্রকার-

  • এনজাইম
  • কো – এনজাইম
  • শর্করা
  • ইলেকট্রন বাহক

শর্করা

Q35. 1 অণু গ্লুকোজ সংশ্লেষে ব্যবহৃত হয় –

  • 6 অণু CO2
  • 12 অণু CO2
  • 4 অণু CO2
  • 1 অণু CO2

6 অণু CO2

গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি দেখুনঃ

নবম শ্রেণীর সকল বিষয়ের অনলাইন মক টেস্ট

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানWBBSE Official Site
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBJEE ANM GNM Online Mock Test Series
JENPAS (UG) Online Mock Test SeriesWBJEE Online Mock Test Series
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadMadhyamik Online Mock Test Series
RRB Group D Online Mock Test in BengaliJEXPO Online Mock Test Series
ধন্যবাদ । আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে শেয়ার করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন।Photosynthesis MCQ Mock Test in Bengali -এর ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে নীচে কমেন্টের মাধ্যমে জানান ।

Leave a Comment

error: Content is protected !!