Madhyamik Life Science Chapter 2 Question Answer(জীবনের প্রবহমানতা)|দশম শ্রেণীর জীবন বিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর

Madhyamik Life Science Chapter 2 Question Answer 

দশম শ্রেণীর বিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর

জীবনের প্রবহমানতা
দশম শ্রেণীর বিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর ( জীবনের প্রবহমানতা )|Madhyamik Life Science Chapter 2 Question Answer

আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য Anushilan.Com –এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে Madhyamik Life Science Chapter 2 Question Answer । দশম শ্রেণীর জীবন বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ  জীবনের প্রবহমানতা মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় ,এই অধ্যায় থেকে মাধ্যমিকে প্রায় ১১ টি প্রশ্ন আসে  তার মধ্যে থাকে বড় প্রশ্ন 5 নম্বরের (LA) , 2 নম্বরের প্রশ্ন (SA) , 1 নম্বরের প্রশ্ন  (VSA) এবং MCQ প্রশ্ন । সব মিলিয়ে মাধ্যমিক জীবনবিজ্ঞান পরীক্ষায় মোট ১৭ নম্বর থাকে এই অধ্যায় থেকে । দশম  শ্রেণির  জীবন বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় প্রশ্ন উত্তর –এ রয়েছে  5 নম্বরের প্রশ্ন , 2 নম্বরের প্রশ্ন , 1 নম্বরের প্রশ্ন উত্তর এবং  MCQ প্রশ্ন উত্তর । জীবন বিজ্ঞানে ভালো রেজাল্ট করতে হলে সমগ্র পাঠ্যক্রম  শেষ করার পরে মাধ্যমিক জীবন বিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর ভালো করে  তৈরি করে নিতে হবে তাহলে মাধমিকে জীবন বিজ্ঞানে খুব ভালো রেজাল্ট করা যাবে ।    

অনেক অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকারা অক্লান্ত পরিশ্রম ও অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন অধ্যায়-২-এর প্রশ্ন উত্তর । তাই এই প্রশ্ন উত্তর গুলো ক্লাস টেন (Class  10 ) –এর ছাত্রছাত্রীদের কাছে মাধ্যমিক জীবন বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের সিওর কমন সাজেশন (Sure Common Suggestion 99%) হয়ে উঠবে সে বিষয়ে আমরা নিশ্চিত  ।  

এই পোস্টে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের পাশাপশি জীবনের প্রবহমানতা অধ্যায় ২ এবং অন্যান্য অধ্যায়ের মক টেস্টের লিঙ্ক দেওয়া আছে । মক টেস্ট গুলোতে তোমরা অংশগ্রহণ করে মাধ্যমিক জীবন বিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর প্র্যাকটিস করে নিতে পারবে এবং নিজেকে যাচাই করে নিতে পারবে । এই পোস্টটি তোমাদের ভালো লাগলে শেয়ার করার আবেদন রইল  ।      

দশম শ্রেণীর বিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর ( জীবনের প্রবহমানতা )|Madhyamik Life Science Chapter 2 Question Answer|Madhyamik Life Science Chapter 2 Question Answer

বিভাগ (ক)

MCQ প্রশ্ন উত্তর 1 নম্বরের

1.সঠিক উত্তরটি বেছে নাও : [মান – 1]

1.1 মাইটোসিস কোশ বিভাজনের ক্যারিয়োকাইনেসিসে নিম্নলিখিত ঘটনা দুটি কোন্ কোন্ দশায় ঘটে তা নীচের উত্তরগুলো থেকে নির্বাচন করো—

(A) অপত্য ক্রোমোজোম দুটি পরস্পরের থেকে তাদের নিজস্ব মেরুর দিকে সরতে থাকে

(B) নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়োলাস অবলুপ্ত হয়—

(ক) (A) প্রোফেজ (B) অ্যানাফেজ

(খ) (A) অ্যানাফেজ (B) প্রোফেজ

(গ) (A) টেলোফেজ (B) মেটাফেজ

(ঘ) (A) মেটাফেজ (B) টেলোফেজ

উত্তরঃ (খ) (A) অ্যানাফেজ (B) প্রোফেজ

1.2. নীচের কোন জোড়টি সঠিক তা নির্বাচন করো—

(ক) আম— পক্ষীপরাগী পুষ্প

(খ) শিমুল – বায়ুপরাগী পুষ্প

(গ) পাতাশ্যাওলা-পতঙ্গ পরাগী পুষ্প

(ঘ) ভুট্টা—বায়ুপরাগী পুষ্প

উত্তরঃ (ঘ) ভুট্টা—বায়ুপরাগী পুষ্প

1.3. কোন্ জোড়টি সঠিক নয় তা নির্ণয় করো –

(ক) স্পাইরোগাইরা-খণ্ডীভবন

(খ) প্ল্যানেরিয়া—রেণু উৎপাদন

(গ) হাইড্রা–কোরকোদগম

(ঘ) অ্যামিবা -বিভাজন

উত্তরঃ (খ) প্ল্যানেরিয়া—রেণু উৎপাদন

1.4. মানবদেহের মাইটোসিস কোশবিভাজনে সদ্য সৃষ্ট অপত্য কোশের প্রতিটি ক্রোমোজোম ক-টি DNA অণু কুণ্ডলীকৃত হয়ে গঠিত হয় তা স্থির করো—

(ক) 46

(খ) 1

(গ) 23

(ঘ) অসংখ্য

উত্তরঃ (খ) 1

1.5. মিয়োসিস কোশ বিভাজনে মাতৃকোশ কতবার বিভাজিত হয় তা নির্ণয় করো—

(ক) একবার

(খ) দু-বার

(গ) তিনবার

(ঘ) চারবার

উত্তরঃ (খ) দু-বার

Madhyamik Life Science Chapter 2 Question Answer(জীবনের প্রবহমানতা)|দশম শ্রেণীর জীবন বিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর

1.6. মাইটোসিসের দীর্ঘস্থায়ী ও স্বল্পস্থায়ী দশা শনাক্ত করো—

(ক) মেটাফেজ, টেলোফেজ

(খ) অ্যানাফেজ, প্রোফেজ

(গ) প্রোফেজ, টেলোফেজ

(ঘ) প্রোফেজ, অ্যানাফেজ

উত্তরঃ (ঘ) প্রোফেজ, অ্যানাফেজ

1.7. নীচের কোনটি মাইটোসিস বিভাজনের স্থান নয় তা নির্ণয় করো—

(ক) উদ্ভিদ ও প্রাণীর রেণু মাতৃকোশ ও জনন মাতৃকোশ

(খ) জাইগোট

(গ) উদ্ভিদের বর্ধনশীল অঙ্গের ভাজক কলা

(ঘ) উদ্ভিদ ও প্রাণীর প্রায় সমস্ত দেহকোশ

উত্তরঃ (ক) উদ্ভিদ ও প্রাণীর রেণু মাতৃকোশ ও জনন মাতৃকোশ

1.8.  কোটি প্রাণী মাইটোসিসের বৈশিষ্ট্য তা শনাক্ত করো—

(ক) বেমতন্তু সাইটোপ্লাজমীয় কোশীয় কঙ্কাল থেকে গঠিত হয়

(খ) অ্যাস্ট্রাল রশ্মি তৈরি হয়

(গ) সেন্ট্রোজোম থাকে না

(ঘ) কোশপাত গঠনের মাধ্যমে সাইটোকাইনেসিস ঘটে

উত্তরঃ (খ) অ্যাস্ট্রাল রশ্মি তৈরি হয়

1.9. মিয়োসিস কোশবিভাজন সংক্রান্ত নীচের কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো—

(ক) মিয়োসিসে দু-বার মাতৃকোশ বিভাজিত হয় এবং চারটি হ্যাপ্লয়েড জননকোশ গঠিত হয়।

(খ) মিয়োসিসে সমসংস্থ ক্রোমোজোমের ননসিস্টার ক্রোমাটিডদ্বয়ের মধ্যে খণ্ডাংশের বিনিময় ঘটে

(গ) মিয়োসিস প্রজাতিগত ক্রোমোজোম সংখ্যা পরিবর্তন করে

(ঘ) মিয়োসিস I-এ ক্রোমোজোমের ও মিয়োসিস II-তে ক্রোমাটিডের পৃথককরণ ঘটে

উত্তরঃ  (গ) মিয়োসিস প্রজাতিগত ক্রোমোজোম সংখ্যা পরিবর্তন করে

1.10. কোশচক্রের সঠিক পর্যায়ক্রমটি শনাক্ত করো—

(ক) M→G2→S→G1

(খ) G1→S→G2→M

(গ) G2→S→M→G1

(ঘ) G1→G2→S→M

উত্তরঃ (খ) G1→S→G2→M

1.11 DNA-এর গঠনগত একক হল –  

(ক) নিউক্লিওসাইড

(খ) নিউক্লিওটাইড

(গ) নাইট্রোজেনঘটিত ক্ষার

(ঘ)পেন্টোজ শর্করা।

উত্তরঃ (খ) নিউক্লিওটাইড

1.12. উক্লিওটাইড হল–

(ক) N2 বেস + ফসফেট

(খ) N2 বেস + শর্করা

(গ) শর্করা + ফসফেট + N2 বেস

(ঘ) শর্করা + হাইড্রোজেন + N2 বেস

উত্তরঃ (গ) শর্করা + ফসফেট + N2 বেস

1.13. DNA অণুর গুয়ানিন-এর পরিপূরক ক্ষার মূলকটি হল –

(ক) অ্যাডেনিন

(খ) সাইটোসিন

(গ) থাইমিন

(ঘ) ইউরাসিল

উত্তরঃ(খ) সাইটোসিন

1.14. DNA-তে যে নাইট্রোজেনযুক্ত ক্ষারটি অনুপস্থিত থাকে সেটি শনাক্ত করো।

(ক) গুয়ানিন

(খ) সাইটোসিন

(গ) ইউরাসিল

(ঘ) অ্যাডিনিন

উত্তরঃ (গ) ইউরাসিল

1.15. ইউক্যারিওটিক কোশের জিনের প্রকৃতি স্থির করো –

(ক) প্রোটিন

(খ) DNA

(গ) RNA

(ঘ) ফ্যাট

উত্তরঃ (খ) DNA

1.16. মানুষের প্রতিটি দেহকোশে অটোজোমের সংখ্যা –

(ক) 46

(খ) 44

(গ) 23

(ঘ) 221

উত্তরঃ (খ) 44

1.17. মানুষের জনন কোশে অটোজোম ও অ্যালোজোমের সংখ্যা যথাক্রমে-  

(ক) 44, 1

(খ) 22, 2

(গ) 22, 1

(ঘ) 44,21

উত্তরঃ(গ) 22, 1

1.18. ক্রোমোজোমের প্রাস্তদ্বয়ের নাম হল –

(ক) সেন্ট্রোমিয়ার

(খ) টেলোমিয়ার

(গ) নিউক্লিওলার অর্গানাইজার

(ঘ) স্যাটেলাইট

উত্তরঃ (খ) টেলোমিয়ার

1.19. যে ক্রোমোজোমের শেষপ্রান্তে সেন্ট্রোমিয়ার থাকে তাকে বলে –

(ক) মেটাসেন্ট্রিক

(খ) সাবমেটাসেন্ট্রিক

(গ) অ্যাক্রোসেন্ট্রিক

(ঘ) টেলোসেন্ট্রিক ক্রোমোজোম

উত্তরঃ (ঘ) টেলোসেন্ট্রিক ক্রোমোজোম                     

1.20. ইউক্রোমাটিনের বৈশিষ্ট্য নয়?

(ক) স্থির দশায় হালকা রং ও বিভাজন দশায় গাঢ় রং ধারণ করে,

(খ) ক্রোমাটিনের নিষ্ক্রিয় অংশ

(গ) ক্রোমাটিনের সক্রিয় অংশ

(ঘ) RNA সংশ্লেষের মাধ্যমে প্রোটিন গঠনে সাহায্য করে

উত্তরঃ (খ) ক্রোমাটিনের নিষ্ক্রিয় অংশ

1.21. অযৌন জনন সম্পর্কিত নীচের কোন্ বক্তব্যটি সঠিক নয় তা চিহ্নিত করো—

(ক) বিপরীত লিঙ্গের দুটি জনিতৃ জীবের প্রয়োজন হয়

(খ) গ্যামেট উৎপাদন ব্যতিরেকে রেণু উৎপাদন বা কোশ বিভাজনের মাধ্যমে এই জনন সম্পন্ন হয়
(গ) এই জনন মাইটোসিস নির্ভর

(ঘ) এই জননে উৎপন্ন অপত্য জীব হুবহু জনিতৃ জীবের মতো হয়

উত্তরঃ (ক) বিপরীত লিঙ্গের দুটি জনিতৃ জীবের প্রয়োজন হয়

1.22. কোশবিভাজন সংক্রান্ত নীচের কোন বাক্যটি সঠিক নয় তা স্থির করো—

(ক)প্রাণীকোশের মেটাফেজে ছোটো ক্রোমোজোমগুলি বেমের পরিধিতে থাকে

(খ) অ্যামাইটোসিসে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে দুটি অপত্য কোশ গঠন করে

(গ) উদ্ভিদ সাইটোকাইনেসিসে ফ্রাগমোপ্লাস্ট গলগি ভেসিকলের সঙ্গে মিলিত হয়ে, কোশপাত গঠন করে

(ঘ) মিয়োসিস-II-তে সমসংস্থ ক্রোমোজোম পাশাপাশি আসে ও জোড় বাঁধে

উত্তরঃ (ক)প্রাণীকোশের মেটাফেজে ছোটো ক্রোমোজোমগুলি বেমের পরিধিতে থাকে

1.23. তুমি মাইটোসিস কোশ বিভাজনের একটি দশায় সিস্টার ক্রোমাটিডদ্বয়কে আলাদা হতে দেখলে। দশাটি হল –

(ক) প্রোফেজ

(গ) অ্যানাফেজ

(খ) টেলোফেজ

(ঘ) মেটাফেজ

উত্তরঃ (গ) অ্যানাফেজ

1.24. জননাঙ্গ ও জননগ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফুরণের –

(ক)শৈশব দশায়

(খ) বয়ঃসন্ধি দশায়

(গ) বার্ধক্য দশায়

(ঘ) সদ্যোজাত দশায়

উত্তরঃ (খ) বয়ঃসন্ধি দশায়

1.25. মাইটোসিস কোশ বিভাজনের কোন দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়োলাসকে অবলুপ্ত হতে দেখা যায়?

(ক) অ্যানাফেজ

(খ) প্রোফেজ

(গ) মেটাফেজ

(ঘ) টেলোফেজ

উত্তরঃ (খ) প্রোফেজ

1.26. কোনটি DNA-এর গঠনগত উপাদান নয়?

(ক) ডি-অক্সিরাইবোজ শর্করা

(খ) ইউরাসিল ক্ষারক

(গ) থাইমিন ক্ষারক

(ঘ) ফসফরিক অ্যাসিড

উত্তরঃ (খ) ইউরাসিল ক্ষারক

1.27. যৌন জনন সম্পর্কিত নীচের কোন বক্তব্যটি সঠিক?।

(ক)যৌন জননে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন অপরিহার্য

(খ) যৌন জনন কেবলমাত্র মাইটোসিস নির্ভর

(গ) যৌন জননে একটিমাত্র জনিতৃ জীব থেকেই অপত্য জীব সৃষ্টি হতে পারে।

(ঘ) যৌন জননের ফলে উৎপন্ন অপত্য জীব জিনগতভাবে হুবহু জনিতৃ জীবের মতো হয়

উত্তরঃ (ক)যৌন জননে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন অপরিহার্য

1.28. অ্যামাইটোসিস কোশ বিভাজনের সঠিক বৈশিষ্ট্যটি শনাক্ত করো—

(ক)যৌন জননকারী জীবের জনন মাতৃকোশে ঘটে

(খ) এটিকে পরোক্ষ বিভাজন বলা হয়

(গ) ক্রোমোজোম ও বেমতত্ত্ব গঠিত হয়

(ঘ) ক্রোমোজোম ও বেমতত্ত্ব গঠিত হয় না

উত্তরঃ (ঘ) ক্রোমোজোম ও বেমতত্ত্ব গঠিত হয় না

Madhyamik Life Science Chapter 2 Question Answer(জীবনের প্রবহমানতা)|দশম শ্রেণীর জীবন বিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর

1.29. ক্রোমোজোমের ক্রোমাটিড দুটি যুক্ত থাকে—

(ক) ক্রোমোমিয়ার দ্বারা

(খ) ক্রোমোনিমা দ্বারা

 (গ) টেলোমিয়ার দ্বারা

 (ঘ) সেন্ট্রোমিয়ার দ্বারা

উত্তরঃ  (ঘ) সেন্ট্রোমিয়ার দ্বারা

1.30. কোশ বিভাজনকালে পিতা-মাতার ক্রোমোজোমীয় বস্তু  বিনিময়কে বলা হয়—

(ক) বাইভ্যালেন্ট

(খ) সাইন্যাপসিস

(গ) ক্রসিং ওভার

(ঘ) ডায়াড গঠন

উত্তরঃ (গ) ক্রসিং ওভার

1.31. কোশের প্রোটিন সংশ্লেষের সঙ্গে যুক্ত কোশ অঙ্গাণুটি হল –

(ক) রাইবোজোম

(খ) সেন্ট্রোজোম

(গ) মাইটোকনড্রিয়া

(ঘ) মাইক্রোটিউবিউল

উত্তরঃ (ক) রাইবোজোম

1.32.  প্রাণীকোশে মাইটোসিস বিভাজনের সময় বেম গঠিত হয় যে কোশ অঙ্গাণু থেকে সেটি হল –

(ক) মাইটোকনড্রিয়া

(খ) গলগি বডি

(গ) লাইসোজোম

(ঘ) সেন্ট্রিওল

উত্তরঃ (ঘ) সেন্ট্রিওল

1.33. তুমি একটি কোশ বিভাজনের সময় কোনো বেমতন্তু তৈরি হতে দেখলে না, এই ধরনের কোশ বিভাজনকে বলা হয় –  

(ক) অ্যামাইটোসিস

(খ) প্রথম মিয়োটিক বিভাজন

(গ) দ্বিতীয় মিয়োটিক বিভাজন

(ঘ) মাইটোসিস

উত্তরঃ (ক) অ্যামাইটোসিস

1.34. কোশচক্রের যে দশায় DNA সংশ্লেষ ঘটে, সেই দশাটির নাম হল –

(ক) G0

(খ) G1

(গ) G2

(ঘ) S

উত্তরঃ (ঘ) S

1.35. সুপ্তদশা বা বন্দীদশা বলা হয় –

(ক) G0

(খ) G1

(গ) G2

(ঘ) ১ দশাকে

উত্তরঃ (ক) G0

1.36. মাইটোসিস কোশ বিভাজনের কোন দশায় বেম গঠিত হয়? –

(ক) প্রোফেজ

(খ) মেটাফেজ

(গ) অ্যানাফেজ

(ঘ) টেলোফেজ

উত্তরঃ (খ) মেটাফেজ

1.37. মাইটোসিসের যে দশায় ক্রোমোজোমগুলি সুস্পষ্ট হয় ও গণনা করা যায় তা হল –

(ক) প্রোফেজ

(খ) মেটাফেজ

(গ) অ্যানাফেজ

(ঘ) টেলোফেজ।

উত্তরঃ (খ) মেটাফেজ

1.38. মাইটোসিসের যে দশায় সিস্টার ক্রোমাটিড বা অপত্য ক্রোমোজোম দুটি আলাদা হয়ে মেরুর দিকে সরে যায় তা হল –

(ক) প্রোফেজ

(খ) মেটাফেজ

(গ) অ্যানাফেজ

(ঘ) টেলোফেজ।

উত্তরঃ (গ) অ্যানাফেজ

1.39. মাইক্রোস্কোপে মাইটোসিস পর্যবেক্ষণের সময় একটি কোশে একক ক্রোমাটিডযুক্ত দুই সারি ক্রোমোজোম দেখা গেল সেটি হল মাইটোসিসের –

(ক) প্রোফেজ দশা

(খ) অ্যানাফেজ দশা

(গ) ইন্টারফেজ দশা

(ঘ) মেটাফেজ দশা

উত্তরঃ (খ) অ্যানাফেজ দশা

1.40. মাইটোসিসের যে দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে তা হল –

(ক) প্রোফেজ

(খ) মেটাফেজ

(গ) অ্যানাফেজ

(ঘ) টেলোফেজ

উত্তরঃ (ঘ) টেলোফেজ

1.41. সঠিক জোড়টি নির্বাচন করো। –

(ক) টেলোফেজ অপত্য ক্রোমোজোমের মেরু-অভিমুখে গমন

(খ) টেলোফেজ নিউক্লিয়পর্দা ও নিউক্লিওলাসের অবলুপ্তি

(গ) টেলোফেজ – বেমতত্ত্ব গঠন

(ঘ) টেলোফেজ – নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের পুনরাবির্ভাব

উত্তরঃ (ঘ) টেলোফেজ – নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের পুনরাবির্ভাব

1.42. কোনটি টেলোফেজের বৈশিষ্ট্য নয় ? –

(ক) বেমের অবলুপ্তি

(খ) নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব

(গ) ইন্টারজোনাল তন্তু গঠন

(ঘ) ডিস্পাইরিলাইজেশন

উত্তরঃ (গ) ইন্টারজোনাল তন্তু গঠন

1.43. মানবদেহের মাইটোসিস কোশ বিভাজনে সদ্য সৃষ্ট অপত্য কোশের প্রতিটি ক্রোমোজোম কটি DNA অণু কুণ্ডলীকৃত হয়ে গঠিত হয় তা স্থির করো-

(ক) 46

(খ) 1

(গ) 23

(ঘ) অসংখ্য

উত্তরঃ  (খ) 1

1.44. প্রদত্ত কোটি মিয়োসিসের শনাক্তকারী বৈশিষ্ট ? –

(ক) বেমতন্তু গঠিত হয় না

(খ) সামগ্রিকভাবে জীবদেহের বৃদ্ধি ও পরিস্ফুটন ঘটে

(গ) রিকম্বিনেশনের ফলে জিনের আদানপ্রদান ঘটে

(ঘ) নিউক্লিয়াস ও ক্রোমোজোমের একবারমাত্র বিভাজন ঘটে

উত্তরঃ (গ) রিকম্বিনেশনের ফলে জিনের আদানপ্রদান ঘটে

Madhyamik Life Science Chapter 2 Question Answer(জীবনের প্রবহমানতা)|দশম শ্রেণীর জীবন বিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর

1.45.  দুটি সমসংস্থ ক্রোমোজোমের খণ্ড বিনিময়ের ঘটনাকে বলে –

(ক) ক্রসিংওভার

(খ) কায়াজমা

(গ) সাইন্যাপসিস্

(ঘ) মেটাস্ট্যাসিস

উত্তরঃ (ক) ক্রসিংওভার

1.46.প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি হয়।

(ক) মাইটোসিস

(খ) অ্যামাইটোসিস

(গ) ট্রান্সক্রিপশন

(ঘ) মিয়োসিস কোশ বিভাজন দ্বারা

উত্তরঃ  (ঘ) মিয়োসিস কোশ বিভাজন দ্বারা

1.47.  মিয়োসিসের তাৎপর্য সংক্রান্ত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক তা নিরুপণ করো। –

(ক) দেহের সার্বিক বৃদ্ধি ও পরিস্ফুরণ ঘটায়

(খ) জীবের – জনন অঙ্গের ও ভ্রূণের বৃদ্ধি ঘটায়

(গ) বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন করে

(ঘ) কোনো কোনো প্রাণীর দেহে কোনো অঙ্গহানি ঘটলে সেটি পুনরুৎপাদন করে

উত্তরঃ (গ) বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন করে

1.48. অযৌন জনন সম্পন্নকারী একটি প্রাণী হল:

(ক) ব্যাং

(খ) পাখি

(গ) অ্যামিবা

(ঘ) কেঁচো

উত্তরঃ  (গ) অ্যামিবা

1.49. বহুবিভাজন দেখা যায় –

(ক) হাইড্রায়

(খ) প্লাসমোডিয়ামে

(গ) মসে

(ঘ) ফার্নে

উত্তরঃ (খ) প্লাসমোডিয়ামে

1.50. গেমিউল গঠনের মাধ্যমে বংশবিস্তার করে –

(ক) স্পঞ্জ

(খ) হাইড্রা

(গ) প্ল্যানেরিয়া

(ঘ) মস

উত্তরঃ (ক) স্পঞ্জ

1.51. প্রথম বৃদ্ধিদশা হিসেবে পরিচিত কোশচক্রের দশাটি  হল

(ক) S

(খ) G0

(গ) G1

(ঘ) G₂

উত্তরঃ (গ) G1

1.52. সুস্পষ্ট জনুক্রম দেখা যায়—

(ক) পাইন গাছে

(খ) মসে

(গ) আম গাছে

(ঘ) জবা গাছে

উত্তরঃ (খ) মসে

1.53. সপুষ্পক উদ্ভিদের সস্য নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা—

(ক) 4n

(খ) 3n

(গ) 2n

(ঘ) n

উত্তরঃ (খ) 3n

1.54. বৃদ্ধির কোন্ দশায় অতি দ্রুত বৃদ্ধি ঘটে?

(ক) লগ

(খ) ল্যাগ

(গ) স্থির

(ঘ) হ্রাস

উত্তরঃ (ক) লগ

1.55. কোন্ বাহ্যিক প্রভাবক দ্বারা মানব বৃদ্ধি প্রভাবিত হয় না?

(ক) আলো

(খ) উৎসেচক

(গ) হরমোন

(ঘ) ভিটামিন

উত্তরঃ (ক) আলো

Madhyamik Life Science Chapter 2 Question Answer(জীবনের প্রবহমানতা)|দশম শ্রেণীর জীবন বিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর

1.56. সঠিক জোড়টি খুঁজে বার করো—

(ক) হাইড্রা—কোরকোম

(খ) স্পাইরোগাইরা—রেণু উৎপাদন

(গ) প্ল্যানেরিয়া—দ্বিবিভাজন

(ঘ) অ্যামিবা পুনরুৎপাদন

উত্তরঃ (ক) হাইড্রা—কোরকোম

1.57. ডিম্বাশয় : ফল : : ______________বীজ।

দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে নীচের কোন্ শব্দটি বসবে ?

(ক) দলমণ্ডল

(খ) পরাগধানী

(গ) ডিম্বক

(ঘ) বৃতি

উত্তরঃ (গ) ডিম্বক

1.58. RNA-তে যে নাইট্রোজেনযুক্ত ক্ষারটি অনুপস্থিত থাকে,সেটি শনাক্ত করো—

(ক) অ্যাডিনিন

(খ) গুয়ানিন

(গ) থাইমিন

(ঘ) ইউরাসিল

উত্তরঃ (গ) থাইমিন

1.59. ফুলের যে অংশটি ফলে পরিণত হয় সেটি চিহ্নিত করো—

(ক) বৃতি

(খ) দলমণ্ডল

(গ) গর্ভাশয়

(ঘ) গর্ভমুণ্ড

উত্তরঃ (গ) গর্ভাশয়

1.60. বৃতির প্রতিটি অংশকে যা বলা হয় সেটি নির্বাচন করো—

(ক) বৃত্যংশ

(খ) দলাংশ

 (গ) পুংকেশর

 (ঘ) গর্ভদণ্ড

উত্তরঃ (ক) বৃত্যংশ

1.61. একটি জীবের দেহকোশে ক্রোমোজোম সংখ্যা 64। ওই জীবের জননকোশের ক্রোমোজোম সংখ্যা নির্ধারণ করো

(ক)8

(খ) 16

(গ) 32

(ঘ) 128

উত্তরঃ  (গ) 32

1.62. কোরকোদ্‌গম দ্বারা জনন সম্পন্ন করে যে জীব তা হল :

(ক) হাইড্রা

(খ) প্ল্যানেরিয়া

(গ) স্পাইরোগাইরা

(ঘ) প্লাসমোডিয়াম

উত্তরঃ (ক) হাইড্রা

1.63. সঠিক জোড়টি নির্বাচন করো ও লেখো –

(ক) বহুবিভাজন-হাইড্রা

(খ) খন্ডীভবন-স্পাইরোগাইরা

(গ) পুনরুৎপাদন-ফার্ন

(ঘ) কোরকোদ্‌গম প্ল্যানেরিয়া

উত্তরঃ  (খ) খন্ডীভবন-স্পাইরোগাইরা

1.64.  নীচের যে জোড়টি সঠিক নয় তা নির্বাচন করো:

(ক) ইস্ট – কোরকোদগম

(খ) মস – রেণু উৎপাদন

(গ) প্লাসমোডিয়াম – পুনরুৎপাদন

(ঘ) অ্যামিবা — দ্বিবিভাজন

উত্তরঃ (গ) প্লাসমোডিয়াম – পুনরুৎপাদন

Madhyamik Life Science Chapter 2 Question Answer(জীবনের প্রবহমানতা)|দশম শ্রেণীর জীবন বিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর

1.65. প্রকরণ সৃষ্টির মাধ্যমে জৈব অভিব্যক্তির পথ সুগম করে –

(ক) অঙ্গজ জনন

(খ) অযৌন জনন

(গ) যৌন জনন

(ঘ) অপুংজনি

উত্তরঃ (গ) যৌন জনন

1.66. প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে না যে প্রকার জননে, তা হল –

(ক) অযৌন জনন

(খ) যৌন জনন

(গ) অঙ্গজ জনন

(ঘ) মাইক্রোপ্রোপাগেশন

উত্তরঃ(খ) যৌন জনন

1.67. যৌন জনন সম্পর্কিত প্রদত্ত কোন্ বক্তব্যটি সঠিক?

(ক) যৌন জননে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন অপরিহার্য

(খ) যৌন জনন – কেবলমাত্র মাইটোসিস নির্ভর

(গ) যৌন জননে একটিমাত্র জনিত জীব থেকেই অপত্য জীব সৃষ্টি হতে পারে

(ঘ) যৌন জননের ফলে উৎপন্ন অপত্য জীব জিনগতভাবে হুবহু জনিতৃ জীবের মতো হয়

উত্তরঃ (ক) যৌন জননে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন অপরিহার্য

1.68. দুটি গ্যামেটের মিলনকে বলে –

(ক) সংশ্লেষ

(খ) নিষেক

(গ) অপুংজনি

(ঘ) অযৌন জনন

উত্তরঃ (খ) নিষেক

1.69. অযৌন ও যৌন জননের মধ্যে নীচের পার্থক্যগুলো বিবেচনা করো এবং কোনগুলো সঠিক তা বেছে নাও-

(I) অযৌন জননযৌন জনন
(II) একই প্রজাতির বিপরীত লিঙ্গের দুটি জনিতৃ জীবের প্রয়োজন।একটি জনিতৃ জীব থেকেই অপত্য জীব সৃষ্টি হতে পারে।
(III) কোশ বিভাজন বা রেণু উৎপাদনের মাধ্যমে এই ধরনের জনন সম্পন্ন হয়।গ্যামেট উৎপাদন ও মিলনের মাধ্যমে এই ধরনের জনন সম্পন্ন হয়।
(IV) অ্যামাইটোসিস, মাইটোসিস ও মিয়োসিস নির্ভর।মিয়োসিস নির্ভর।
(V) অপত্য জীবের মধ্যে প্রকরণ দেখা যায়।অপত্য জীব হুবহু জনিতৃ জীবের মতো দেখতে হয়।

(ক) I, IV,

(খ) II, III

(গ) III, IV,

(ঘ) I, III

উত্তরঃ (খ) II, III

1.70.  খবধাবকের মাধ্যমে অঙ্গজ বংশবিস্তার করে যে উদ্ভিদ সেটি হল –

(ক) কচুরিপানা

(খ) মিষ্টি আলু

(গ) আদা

(ঘ) পাথরকুচি

উত্তরঃ (ক) কচুরিপানা

1.71. জোড়কলম একবীজপত্রী উদ্ভিদে হয় না। কারণ –

(ক) নালিকা বান্ডিলগুলি বিক্ষিপ্তভাবে থাকে

(খ) কাণ্ড খুব নরম

(গ) আঘাত সহ্য করতে পারে না

(ঘ) ক্যাম্বিয়াম থাকে না

উত্তরঃ (ঘ) ক্যাম্বিয়াম থাকে না

1.72. দীর্ঘ সুপ্তদশায় আছে এমন বীজযুক্ত উদ্ভিদের কম সময়ে বংশবিস্তার করতে তুমি প্রদত্ত কোন্ পদ্ধতির সাহায্য নেবে?

(ক) যৌন জনন

(খ) খন্ডীভবন

(গ) পুনরুৎপাদন

(ঘ) মাইক্রোপ্রোপাগেশন

উত্তরঃ (ঘ) মাইক্রোপ্রোপাগেশন

1.73.  দ্রুত রোগমুক্ত অসংখ্য উদ্ভিদ উৎপাদনে তুমি কোন্ পদ্ধতি অবলম্বন করে উদ্ভিদ সংখ্যা বৃদ্ধি করবে? –

(ক) খণ্ডীভবন

(খ) যৌন জনন

(গ) পুনরুৎপাদন

(ঘ) মাইক্রোপ্রোপাগেশন

উত্তরঃ (ঘ) মাইক্রোপ্রোপাগেশন

1.74. অর্ধবায়ব কাণ্ডের দ্বারা অঙ্গজ জনন করে এমন একটি উদ্ভিদ হল-

(ক) আলু

(খ) কচুরিপানা

(গ) আদা

(ঘ) পেঁয়াজ

উত্তরঃ (খ) কচুরিপানা

Madhyamik Life Science Chapter 2 Question Answer(জীবনের প্রবহমানতা)|দশম শ্রেণীর জীবন বিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর

1.75. পাতার মাধ্যমে প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তার করে যে উদ্ভিদ সেটি নির্বাচন করো –

(ক) মিষ্টি আলু

(খ) কচুরিপানা

(গ) আদা

(ঘ) পাথরকুচি

উত্তরঃ  (ঘ) পাথরকুচি

1.76. সুস্পষ্ট জনুক্রম দেখা যায় যে উদ্ভিদটিতে তা হল –

(ক) মস (পোগোনেটাম)

(খ) আম

(গ) জবা

(ঘ) পাইন

উত্তরঃ (ক) মস (পোগোনেটাম)

1.77. বৃত্তির প্রতিটি অংশকে যা বলা হয় সেটি নির্বাচন করো –

(ক) বৃত্যাংশ

(খ) দলাংশ

(গ) পুংকেশর

(ঘ) গর্ভদণ্ড

উত্তরঃ (ক) বৃত্যাংশ

 1.78. স্বপরাগযোগের ক্ষেত্রে নীচের যে বাক্যটি সঠিক নয় সেটি হল –

(ক) বাহকের প্রয়োজন হয় না

(খ) অপত্য উদ্ভিদে নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে না

(গ) একই প্রজাতির দুটি উদ্ভিদের ফুলের মধ্যে পরাগযোগ ঘটে

(ঘ) ফুলগুলি সাধারণত অনুজ্জ্বল বর্ণের ও গন্ধহীন হয়

উত্তরঃ (গ) একই প্রজাতির দুটি উদ্ভিদের ফুলের মধ্যে পরাগযোগ ঘটে

1.79. প্রদত্ত কোটি ইতর পরাগযোগের বৈশিষ্ট্য তা নির্বাচন করো

(ক) একই গাছের একটি ফুলের মধ্যেই ঘটে

(খ) বাহকের প্রয়োজন হয় না

(গ) নতুন বৈশিষ্ট্য সঞ্চার হওয়ার সম্ভাবনা কম থাকে

(ঘ) পরাগরেণুর অপচয় বেশি হয়

উত্তরঃ (ঘ) পরাগরেণুর অপচয় বেশি হয়

1.80. ইতর পরাগযোগ সম্পর্কিত, নীচের কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো –

(ক) বাহকের প্রয়োজন হয়

(খ) বংশধারায় নতুন বৈশিষ্ট্যের উদ্ভব হয়

(গ) প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে

(ঘ) বীজের অঙ্কুরণ হার বেশি হয়

উত্তরঃ (গ) প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে

1.81. অ্যানিমোফিলিতে বাহক হল –

(ক) জল

(খ) বায়ু

(গ) শামুক

(ঘ) মানুষ

উত্তরঃ (খ) বায়ু

1.82. পতঙ্গের সাহায্যে পরাগযোগ হয় যে উদ্ভিদে তা নির্বাচন করো –

(ক) পাতাঝাঝি

(খ) আম

(গ) ধান

(ঘ) শিমুল

উত্তরঃ (খ) আম

1.83. একটি পক্ষীপরাগী ফুল হল –

(ক) ধান

(খ) সূর্যমুখী

(গ) শিমুল

(ঘ) আম

উত্তরঃ (গ) শিমুল

1.84. প্রদত্ত কোনটি দ্বিনিষেক প্রক্রিয়ায় উৎপন্ন হয়? –

(ক) ফুল

(খ) বীজ

(গ) মেগাস্পোর

(ঘ) সস্য

উত্তরঃ (ঘ) সস্য

Madhyamik Life Science Chapter 2 Question Answer(জীবনের প্রবহমানতা)|দশম শ্রেণীর জীবন বিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর

1.85. ফুলের যে অংশটি ফলে পরিণত হয়, সেটি চিহ্নিত করো –

(ক) বৃতি

(খ) দলমণ্ডল

(গ) গর্ভাশয়

 (ঘ) গর্ভমুণ্ড

উত্তরঃ (গ) গর্ভাশয়

1.86. যে প্রাণীটি নিয়েক ব্যতীত স্ত্রীজননকোশ থেকে অপুংজনি বা পার্থেনোজেনেসিস প্রক্রিয়ায় উৎপন্ন হয় তা হল – (ক) রানি মৌমাছি

(খ) শ্রমিক মৌমাছি

(গ) পুরুষ মৌমাছি বা ড্রোন

(ঘ) সকল প্রকার মৌমাছি

উত্তরঃ (গ) পুরুষ মৌমাছি বা ড্রোন

1.87. মানুষের মুখ্য বৃদ্ধিকাল বলা হয় –

(ক) শৈশবকালকে

(খ) পরিণত দশাকে

(গ) সদ্যোজাত দশাকে

(ঘ) বয়ঃসন্ধিকে

উত্তরঃ (ঘ) বয়ঃসন্ধিকে

1.88. কোন্ বয়সকালকে ‘ঝঞ্ঝাবিক্ষুব্ধকাল’ বলে ? –

(ক) শৈশবকাল

(খ) বয়ঃসন্ধিকাল

(গ) যৌবনকাল

(ঘ) বার্ধক্যকাল

উত্তরঃ (খ) বয়ঃসন্ধিকাল

1.89. মানব পরিস্ফুরণের যে দশায় স্বাভাবিকভাবেই স্মৃতিশক্তি ও দৃষ্টিশক্তি দুর্বল হতে থাকে ও মস্তিষ্কের আয়তন কমে, তা হল –

(ক) শৈশব

(খ) বয়ঃসন্ধি

(গ) বার্ধক্য

(ঘ) সদ্যোজাত

উত্তরঃ (গ) বার্ধক্য

1.90. জনন অঙ্গ ও জনন গ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফুরণের –

(ক) শৈশব দশায়

(খ) বয়ঃসন্ধি দশায়

(গ) বার্ধক্য দশায়

(ঘ) সদ্যোজাত দশায়

উত্তরঃ (খ) বয়ঃসন্ধি দশায়

1.91. মানব বিকাশের যে দশায় হরমোনের প্রভাবে গৌণ যৌন লক্ষণ প্রকাশিত হয় সেটি হল –

(ক) শৈশব

(খ) বয়ঃসন্ধি

(গ) পরিণত

(ঘ) বার্ধক্য

উত্তরঃ (খ) বয়ঃসন্ধি

1.92. কোন গ্রন্থিকে ‘বার্ধক্যের জৈব ঘড়ি’ (Late Biological Clock) বলে? –

(ক) পিটুইটারি

(খ) পিনিয়াল

(গ) থাইমাস

(ঘ) থাইরয়েড

উত্তরঃ (গ) থাইমাস

অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 1 নম্বরের (VSA)

বিভাগ (খ)

2. নীচের প্রশ্নগুলির উত্তর দাও:  [মান-১]

2.1. নিউক্লিওটাইড কী?

উত্তরঃ DNA অণুতে একটি নাইট্রোজেন ঘটিত ক্ষারক , একটি ফসফেট ও একটি ডি –অক্সিরাইবোজ শর্করা দ্বারা গঠিত গঠনগত একককে নিউক্লিওটাইড বলে ।

2.2. DNA-এর সম্পূর্ণ নাম কী ?

উত্তরঃ ডি –অক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড

2.3. DNA ও RNA-এর পিরিমিডিন বেসগুলি কী কী?

উত্তরঃ DNA –এর পিরিমিডিন বেসগুলি হল- থাইমিন ও সাইটোসিন এবং RNA –এর পিরিমিডিন বেসগুলি হল- ইউরাসিল ও সাইটোসিন ।

2.4. কাইনেটোকোরের কাজ কী?

উত্তরঃ ক্রোমােজোমের মুখ্য খাঁজে সেন্ট্রোমিয়ারের উভয় পাশে প্রােটিন নির্মিত যে চাকতির মতাে অংশ থাকে, তাকে কাইনেটোকোর বলে । কাজ—কোশ বিভাজনের মেটাফেজ দশায় ক্রোমােজোম কাইনেটোকোরের সাহায্যে বেমতন্তুর সঙ্গে যুক্ত হয়।

2.5. মানুষের শুক্রাণুতে অবস্থিত অটোজোমের সংখ্যা কত ?

উত্তরঃ 22

2.6. কোন্ জাতীয় কোশ বিভাজনে দেহকোশের সংখ্যা বৃদ্ধি পায় ?

উত্তরঃ মাইটোসিস

2.7. কোশ বিভাজনে মাইটোকনড্রিয়ার ভূমিকা উল্লেখ করো ।

উত্তরঃ মাইটোকন্ড্রিয়া কোশীয় শ্বসনের দ্বারা শক্তি উৎপাদন করে ও কোশ বিভাজনের জন্য প্রয়োজনীয় শক্তি উৎপাদন করে । এছাড়া মাইটোকন্ড্রিয়া কোশচক্রের নিয়ন্ত্রক বলে বর্তমানে প্রমাণিত হয়েছে ।

2.8. ইন্টারফেজের যে-কোনো দুটি দশার নাম লেখো ।

উত্তরঃ G1 এবং G2

2.9. কোশচক্রের ‘S’ দশার গুরুত্বপূর্ণ ঘটনাটি কী ?

উত্তরঃ DNA প্রতিলিপিকরণ ও হিস্টোন প্রোটিন সংশ্লেষ ।

2.10. উদ্ভিদের বর্ধনশীল অংশে অথবা মূলের অগ্নাংশে কী ধরনের কোশ বিভাজন ঘটে?

উত্তরঃ মাইটোসিস

2.11. কোন প্রকার কোশ বিভাজনে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভাজিত হয়।

উত্তরঃ মাইটোসিস

2.12. কোন সাইটোপ্লাজমীয় কোশ অঙ্গাণু বিভাজনরত উদ্ভিদকোশে ‘কোশপাত’ বা ‘সেলপ্লেট’ গঠনে সহায়তা করে?

উত্তরঃ অণুনালিকা বা মাইক্রোটিউবিউল

2.13. মাইটোসিস কোশ বিভাজন কোথায় সংঘটিত হয়?

উত্তরঃ উদ্ভিদের বর্ধনশীল অঙ্গে ও প্রাণীদের দেহকোশে মাইটোসিস হয় ।

2.13. মাইটোসিস কোশ বিভাজনের কোন দশায় অপত্য ক্রোমোজোম গঠিত হয় ?

উত্তরঃ অ্যানাফেজ দশায় ।

2.14. কোশ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমগুলি কোশের বিষুব অঞ্চল বরাবর অবস্থান করে ও নির্দিষ্ট নিয়মে সজ্জিত থাকে?

উত্তরঃ মেটাফেজ দশায়

Madhyamik Life Science Chapter 2 Question Answer(জীবনের প্রবহমানতা)|দশম শ্রেণীর জীবন বিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর

2.15. ক্যারিওকাইনেসিসের সবচেয়ে ছোটো দশা কোনটি ?

উত্তরঃ অ্যানাফেজ দশা । 

2.16. বেমতন্তুর বিলুপ্তি ঘটে মাইটোসিস কোশ বিভাজনের কোন দশায় ?

উত্তরঃ টেলোফেজ দশায় ।

2.17. কোশপাত কখন গঠিত হয় ।

উত্তরঃ উদ্ভিদ কোশের সাইটোকাইনেসিসের সময় কোশপাত গঠিত হয় ।

2.18. মিয়োসিস কোশ বিভাজন কোথায় ঘটে?

উত্তরঃ মিয়োসিস বিভাজন জনন মাতৃকোষে ঘটে ।

2.19. দুটি পরিণত প্রাণীকোশের নাম লেখো যাদের বিভাজন হয় না ।

উত্তরঃ স্নায়ুকোশ এবং লোহিত রক্ত কণিকা ।

2.20. কোন প্রকার জননে অপত্যের দেহে নতুন বৈশিষ্ট্য প্রকাশের সম্ভাবনা থাকে ?

উত্তরঃ মিয়সিস কোশ বিভাজনে ।

2.21. ইস্ট ও হাইড্রার সাধারণ জনন পদ্ধতি কী ?

উত্তরঃ কোরকোদ্‌গম  

2.22. যৌন জননের একক কী?

উত্তরঃ যৌন জননের একক হল গ্যামেট ।

2.23. রেণু কোন্ প্রকার জননের একক? উদ্ভিদের অযৌন জননের এককের নাম কী ?

উত্তরঃ রেণু

2.24. একটি বহিঃনিষেককারী মেরুদণ্ডী প্রাণীর উদাহরণ দাও।

উত্তরঃ ব্যাং

2.25. যে প্রক্রিয়ায় রানি মৌমাছির অনিষিক্ত ডিম্বাণু থেকে পুরুষ মৌমাছি সৃষ্টি হয়, তাকে কী বলে ?

উত্তরঃ অপুংজনি বা পার্থেনোজেনেসিস ।

2.26. পাথরকুচি গাছের পাতার কিনারায় অপত্য উদ্ভিদ জন্মানো কী ধরনের জনন ?

উত্তরঃ অঙ্গজ জনন ।

2.27. বুলবিলের মাধ্যমে জনন সম্পন্ন করে এমন একটি উদাহরণ দাও।

উত্তরঃ চুপড়ি আলু ।

2.28. স্টকও সিয়ন কোন্ ধরনের কৃত্রিম অঙ্গজ জননে ব্যবহৃত হয় ?

উত্তরঃ কৃত্রিম অঙ্গজ জনন ।

2.29. গ্রাফটিং-এ স্টক ও সিয়নের মধ্যে কোনটি উন্নতমানের হয় ?

উত্তরঃ সিয়ন উন্নতমানের  হয় ।

Madhyamik Life Science Chapter 2 Question Answer(জীবনের প্রবহমানতা)|দশম শ্রেণীর জীবন বিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর

2.30. গেইটোনোগ্যামি কী ?

উত্তরঃ একই প্রজাতির উদ্ভিদের দুটি উভলিঙ্গ বা একলিঙ্গ ফুলের স্ত্রী এবং পুরুষ ফুলের মধ্যে যে-পরাগযোগ ঘটে, তাকে গেইটোনোগ্যামি বলে ।

2.31. বায়ুর সাহায্যে পরাগযোগ ঘটে এমন একটি উদ্ভিদের নাম লেখো ।

উত্তরঃ ধান

2.32. জলের সাহায্যে পরাগযোগ ঘটে এমন একটি উদ্ভিদের নাম লেখো ।

উত্তরঃ পাতাঝাঁঝি

2.33. ডিম্বাণু নিষেকের পরে কীসে পরিণত হয় ?

উত্তরঃ ভ্রূণে পরিণত হয় ।

2.34. বৃদ্ধির দশাগুলির নাম লেখো ।

উত্তরঃ কোশ বিভাজন দশা , কোশীয় আকার বৃদ্ধি দশা , কোশীয় বিভেদন দশা

শূন্যস্থান পূরণঃ

2.35. মানুষের মধ্যে যদি মিয়োসিসের পরিবর্তে মাইটোসিস দ্বারা। গ্যামেট উৎপন্ন হত, তবে অপত্য সস্তানের একটি দেহকোশে অটোজোম সংখ্যা হত _____________________ ।

উত্তরঃ ৮৮

2.36. অ্যাডেনিন একটি _______________ জাতীয় নাইট্রোজেনযুক্ত ক্ষারক ।

উত্তরঃ পিউরিন

2.37. মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের পরিস্ফুরণ ও বৃদ্ধির সময় ______________ কোশ বিভাজন ঘটে।

উত্তরঃ মাইটোসিস

2.38. _____________ অণুর ঘন কুণ্ডলীকৃত গঠনই হল ক্রোমোজোম।

উত্তরঃ DNA

2.39. _____________ উদ্ভিদে স্বপরাগযোগ দেখা যায়।

উত্তরঃ নয়নতারা / সন্ধ্যামালতি / মটর

2.40.______________ I-কে হেটেরোটাইপিক বিভাজন বলে।

উত্তরঃ মিয়োসিস

2.41. পুনরুৎপাদন ও ক্ষয়পূরণ _____________ কোশবিভাজনের তাৎপর্য। উত্তরঃ

উত্তরঃ মাইটোসিস

2.42. __________________-এ জল বিয়োজন ও ক্রোমোজোমের স্পাইরালাইজেশন ঘটে।

উত্তরঃ প্রোফেজ

2.43.  ইনটারফেজের ______________দশায় DNA-এর পরিমাণ দ্বিগুণিত হয়।

উত্তরঃ S

2.44. ______________উপদশায় নন-হিস্টোন প্রোটিন সংশ্লেষিত হয়।

উত্তরঃ G2

Madhyamik Life Science Chapter 2 Question Answer(জীবনের প্রবহমানতা)|দশম শ্রেণীর জীবন বিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর

2.45. প্রোটিন সংশ্লেষে অংশ নেয় _______________________ ।

উত্তরঃ RNA

2.46. ক্রোমোজোম প্রধানত _________________ ও নিউক্লিক অ্যাসিড দিয়ে গঠিত।

উত্তরঃ প্রোটিন

2.47. __________অণুর ঘন কুণ্ডলীকৃত গঠনই হল ক্রোমোজোম ।

উত্তরঃ DNA

2.48. কোমোজোম প্রধানত ________ও নিউক্লিক অ্যাসিড দিয়ে গঠিত ।

উত্তরঃ প্রোটিন

2.49. মানুষের দেহকোশে ক্রোমোজোম সংখ্যা ______________।

উত্তরঃ ৪৬ টি

2.50. ইউক্যারিওটিক ক্রোমোজোমের উপাদানগুলি হল – DNA, RNA __________________  ।

উত্তরঃ প্রোটিন ।

2.51. NOR ক্রোমোজোমের ___________অংশে থাকে।

উত্তরঃ গৌণ খাঁজ ।

2.52. পিরিমিডিন জাতীয় নাইট্রোজেনযুক্ত ক্ষারকের উদাহরণ হল __________ ।

উত্তরঃ থাইমিন ও সাইটোসিন

2.53. অ্যাডেনিন ও গুয়ানিন একটি ___________ জাতীয় নাইট্রোজেনযুক্ত ক্ষারক ।

উত্তরঃ পিউরিন ।

2.54. RNA-তে অ্যাডেনিনের পরিপুরক বেসরূপে ____________থাকে।

উত্তরঃ থাইমিন

2.55. RNA তে থাইমিনের পরিবর্তে ___________ থাকে।

উত্তরঃ ইউরাসিল ।

2.56. প্রোটিন সংশ্লেষে অংশ নেয় _____________।

উত্তরঃ রাইবোজোম ।

2.57. ______________কোশ বিভাজনে বেমতন্তু বা স্পিন্ডিল গঠিত হয় না ।  

উত্তরঃ  অ্যামাইটোসিস ।

2.58. ____________কোশে মাইটোসিস কোশ বিভাজন হয় না ।

উত্তরঃ জনন মাতৃকোশে ।

2.59. মাইটোসিস কোশ বিভাজনের __________ দশায় অপত্য ক্রোমোজোম গুলি সমসংখ্যায় উভয় মেরুর দিকে গমন করে ।

উত্তরঃ অ্যানাফেজ

2.60. মিয়োসিস-I-এ__________ ক্রোমোজোমের পৃথকীকরণ ঘটে ।

উত্তরঃ সমসংস্থ

2.61. মানুষের মধ্যে যদি মিয়োসিসের পরিবর্তে মাইটোসিস  দ্বারা গ্যামেট উৎপন্ন হতো, তবে অপত্য সন্তানের একটি দেহকোশে অটোজোম সংখ্যা হত _______________ ।  

উত্তরঃ ৮৮ টি

2.62. অ্যামিবা _____________ পদ্ধতিতে অযৌন জনন সম্পন্ন করে ।

উত্তরঃ বিভাজন

2.63. কচুরিপানা _______________ -এর সাহায্যে বংশবিস্তার করে ।

উত্তরঃ খর্বধ্রাবক ।

2.64. তারামাছের বাহুতে ___________ পদ্ধতিতে পুনরুৎপাদন ঘটে ।

উত্তরঃ মাইটোসিস

2.65. একই প্রজাতিভুক্ত কিন্তু জিনগতভাবে ভিন্ন দুটি জীবের মধ্যে যৌন জনন পদ্ধতিকে___________বলে ।

উত্তরঃ সিনগ্যামি ।

2.66. জীবনচক্রে হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড জনুর আবর্তনকে __________বলে ।

উত্তরঃ জনুক্রম

2.67. কোনো ফুলের পরাগরেণু যখন ওই ফুলের গর্ভমুণ্ডে পড়ে তখন _________ তাকে বলে ।

উত্তরঃ অটোগ্যামি বা স্বপরাগযোগ

2.68. পরাগযোগের ফলে ____________ বীজে পরিণত হয় ।

উত্তরঃ ডিম্বক ।

Madhyamik Life Science Chapter 2 Question Answer(জীবনের প্রবহমানতা)|দশম শ্রেণীর জীবন বিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর

2.69. মেরুদন্ডী প্রাণীদের ভ্রুনের পরিস্ফুরণ ও বৃদ্ধির সময় _____________ কোশ বিভাজন ঘটে ।

উত্তরঃ মাইটোসিস

2.70. মানুষের 2-11 বছর পর্যন্ত বয়সকালকে _____________ বলে ।

উত্তরঃ শৈশব

2.71. মানুষের 12-20 বছর পর্যন্ত বয়সকালকে _____________ বলে ।

উত্তরঃ বয়ঃসন্ধিকাল বা কৈশোর 

2.72.  পরাগরেণু ডিম্বকের সঙ্গে মিলিত হলে ______________ফলে পরিণত হয়।

উত্তরঃ ডিম্বাশয়

2.73. কোনো ফুলের পরাগরেণু যখন ওই ফুলের গর্ভমুণ্ডে পড়ে তখন তাকে _____________ বলে।

উত্তরঃ স্বপরাগযোগ

2.74. ইউক্যারিয়োটিক কোশের ক্রোমোজোম DNA ________________ ও প্রোটিনযুক্ত হয়।

উত্তরঃ হিস্টোন

2.75. DNA-র কার্যকরী এবং প্রোটিন সংশ্লেষের মাধ্যমে বংশগত বৈশিষ্ট্যাবলি বহনকারী অংশকে___________ বলে।

উত্তরঃ জিন

2.76. প্রাণীদেহে________________ ও _______________-এর মাধ্যমে যৌন জনন সংঘটিত হয়।

উত্তরঃ নিষেক, সংযুক্তি

2.77. জনুক্রমের _____________ দশাটি যৌন দশা হিসেবে পরিচিত।

উত্তরঃ  হ্যাপ্লয়েড

2.78. ইমাসকুলেশন করা হয় ____________  প্রতিরোধ করার জন্য।

উত্তরঃ স্বপরাগযোগ

2.79. উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রটি হল _____________  ।  

উত্তরঃ অক্সানোমিটার

2.80. নীচে সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টি দেখে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও:

(i) মাইটোসিস : জাইগোট ::____________  – জননমাতৃকোশ ।

উত্তরঃ মিয়োসিস

(ii) কাটিং : জবা ::__________ পেয়ারা।

উত্তরঃ গ্রাফটিং

(iii) প্রোফেজ : নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়োলাসের অবলুপ্তি ::

________________:  নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়োলাসের পুনরাবির্ভাব।

উত্তরঃ টেলোফেজ

(iv) প্লাসমোডিয়াম : বহুবিভাজন :: ইস্ট : ______________

উত্তরঃ কোরকোদ্গম

(v) টেলোমিয়ার দুটি ক্রোমোজোমকে প্রান্ত বরাবর জুড়ে যেতে বাধা দেয় :: _______________বেমতন্তুর সঙ্গে যুক্ত করে।

উত্তরঃ সেন্ট্রোমিয়ার

(vi) পাথরকুচি : পত্রজমুকুল : কচুরিপানা : : ____________________

উত্তরঃ খর্বধাবক

(vii) জলপরাগী ফুল : পাতাশ্যাওলা : বায়ুপরাগী ফুল : ___________________

উত্তরঃ ধান / ভুট্টা / গম

(vii) রেণু উৎপাদন: ছত্রাক:: _______________________________ : স্পাইরোগাইরা।

উত্তরঃ খণ্ডীভবন

(Viii) অ্যাডেনিন ও থাইমিন : 2টি হাইড্রোজেন বন্ড :: গুয়নিন  ও সাইটোসিন : __________।

উত্তরঃ 3 টি হাইড্রোজেন বন্ড

Madhyamik Life Science Chapter 2 Question Answer(জীবনের প্রবহমানতা)|দশম শ্রেণীর জীবন বিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর

(ix) পিউরিন : অ্যাডেনিন : পিরিমিডিন _______________ ।

উত্তরঃ থাইমিন

(x) প্রোফেজ নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের অবলুপ্তি :: __________ নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ।

উত্তরঃ টেলোফেজ

(xi) উদ্ভিদ সাইটোকাইনেসিস : কোশপাত গঠন : প্রাণী সাইটোকাইনেসিস : _____________

উত্তরঃ ক্লিভেজ বা ফারোয়িং

(xii) পাথরকুচি : পত্রজমূল :: কচুরিপানা _____________

উত্তরঃ বক্রধাবক বা স্টোলন ।

(xiii) জোড়কলম : আম ::___________ : জবা ।

উত্তরঃ শাখাকলম

(xiv) “হাইড্রা : ____________ :: প্ল্যানেরিয়া : পুনরুৎপাদন ।

উত্তরঃ কোরোকদ্‌গম

(xv) যৌন জনন : গ্যামেট :: অযৌন জনন : ____________

উত্তরঃ রেণু

(xvi) ডিম্বাশয় : ফল :: __________________ : বীজ ।

উত্তরঃ ডিম্বক

সত্য-মিথ্যাঃ

2.80. মাইটোসিস কোশ বিভাজনে ক্রসিং ওভার ঘটে।

উত্তরঃ মিথ্যা

2.81. সেন্ট্রোমিয়ারের সঙ্গে যুক্ত প্রোটিননির্মিত চাকতির ন্যায়  অংশটি হল কাইনেটোকোর।

উত্তরঃ সত্য

2.82. মিয়োসিসে ক্রোমোজোম একবার, কিন্তু নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম দুবার বিভাজিত হয়।

উত্তরঃ সত্য

2.83. ডিম্বাণু শুধুমাত্র মাইটোসিসের ফলে উৎপন্ন হয়।

উত্তরঃ মিথ্যা

2.84. DNA-তে অ্যাডেনিন হাইড্রোজেন বন্ধনী দিয়ে গুয়ানিনের সঙ্গে যুক্ত থাকে।

উত্তরঃ মিথ্যা

Madhyamik Life Science Chapter 2 Question Answer(জীবনের প্রবহমানতা)|দশম শ্রেণীর জীবন বিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর

2.85. সপুষ্পক উদ্ভিদের স্ত্রীস্তবক রোমশ ও আঠালো গর্ভদণ্ডের সাহায্যে পরাগরেণু সংগ্রহ করে।

উত্তরঃ মিথ্যা

2.86. ক্রসিংওভার মিয়োসিস কোশবিভাজনে ঘটে।

উত্তরঃ সত্য

2.87. হাইড্রা-র দেহের এক বা একাধিক স্থানে উপবৃদ্ধি সৃষ্টি হয় ।

উত্তরঃ সত্য

2.88. কোশচক্রে মোট তিনটি চেকপয়েন্ট থাকে।

উত্তরঃ সত্য

2.89.  হিস্টোন একধরনের ক্ষারীয় প্রকৃতির প্রোটিন।

উত্তরঃ সত্য

2.90. কচুরিপানা পত্রজ মুকুলের দ্বারা জননকার্য সম্পন্ন করে।

উত্তরঃ মিথ্যা

2.91. একই ফুলের মধ্যে পরাগযোগকে গেইটোনোগ্যামি বলে ।

উত্তরঃ মিথ্যা

2.92. বৃদ্ধির মাধ্যমে প্রোটোপ্লাজমের শুষ্ক ওজন হ্রাস পায়।

উত্তরঃ মিথ্যা

2.94. নিউক্লিওটাইডে ডিঅক্সিরাইবোজ শর্করা ও ‘নাইট্রোজেনঘটিত বেস থাকে ।

উত্তরঃ মিথ্যা

2.95. সেন্ট্রোজোম নিষ্ক্রিয় থাকায় স্নায়ুকোশ বিভাজিত হতে পারে না।

উত্তরঃ সত্য

2.96. মিয়োসিস কোশ বিভাজনে অপত্য কোশের ক্রোমোজোম সংখ্যা জনিতৃ কোশের অর্ধেক হয় ।

উত্তরঃ সত্য  

Madhyamik Life Science Chapter 2 Question Answer(জীবনের প্রবহমানতা)|দশম শ্রেণীর জীবন বিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর

2.97. ডিম্বাণু শুধুমাত্র মাইটোসিসের ফলে উৎপন্ন হয়।

উত্তরঃ মিথ্যা

2.98. মাইটোসিস কোশ বিভাজনে ক্রসিংওভার ঘটে।

উত্তরঃ মিথ্যা

2.99. প্রাণীকোশের কোশ বিভাজনের সময় অ্যাস্ট্রাল রশ্মি থেকে বেমতন্তু গঠিত হয় ।

উত্তরঃ সত্য

2.100. উদ্ভিদকোশের বিভাজনের সময় অ্যাস্ট্রাল রশ্মি থেকে বেমতন্তু বা স্পিন্ডিল ফাইবার গঠিত হয় ।

উত্তরঃ মিথ্যা

2.101. অযৌন জননে দুটি জনিতৃ জীবের প্রয়োজন হয়।

উত্তরঃ মিথ্যা

2.102. যৌন জননের একক রেণু ।

উত্তরঃ মিথ্যা

2.103. জোড়কলমে স্টক ও সিয়ন দেখা যায় ।

উত্তরঃ সত্য

2.104. বিগোনিয়া পত্রজ মুকুলের সাহায্যে বংশবিস্তার করে ।

উত্তরঃ সত্য

2.105. সপুষ্পক উদ্ভিদে নিষেকের পর ডিম্বকটি ফলে পরিণত হয় ।

উত্তরঃ সত্য

2.106. সপুষ্পক উদ্ভিদের সস্য নিউক্লিয়াস ট্রিপ্লয়েড ।

উত্তরঃ সত্য ।

2.107. একই উদ্ভিদের দুটি পৃথক ফুলের মধ্যে পরাগযোগকে অটোগ্যামি বলে ।

উত্তরঃ মিথ্যা

2.108. সপুষ্পক উদ্ভিদের স্ত্রীস্তবক রোমশ ও আঠালো গর্ভদণ্ডের সাহায্যে পরাগরেণু সংগ্রহ করে ।

উত্তরঃ মিথ্যা

2.109. পুংজননকোশ ভ্রুণস্থলীর ডিম্বাণুকে নিষিক্ত করে জাইগোট উৎপন্ন করে ।

উত্তরঃ সত্য

বিভাগ (গ)

সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 2 নম্বরের

3.নীচের প্রশ্নগুলির উত্তর দু-তিনটি বাক্যে লেখো:   [মান-২]

3.1. কোশচক্রের দুটি গুরুত্ব লেখো ।

3.2. কোন্ কোন্ বাহক নীচের উদ্ভিদগুলিতে পরাগযোগ সম্পন্ন করে: ধান , পাতাঝাঁজি , শিমুল , আম।

3.3. বৈশিষ্ট্যের ভিত্তিতে মানুষের অটোজোম ও সেক্স ক্রোমোজোম এর মধ্যে পার্থক্য লেখো: প্রকৃতি , সংখ্যা।

3.4. স্পাইরোগাইরা ও প্ল্যানেরিয়া-র অযৌন জনন কোন্ কোন্ পদ্ধতিতে সম্পন্ন হয়?

3.5. মানববিকাশের অন্তিম পরিণতি বা বার্ধক্য দশায় দৃষ্টিশক্তি এবং অস্থি সংক্রান্ত দুটি পরিবর্তন উল্লেখ করো।

3.6. মিয়োসিস কোশ বিভাজনের সময় ক্রোমোজোম সংখ্যার হ্রাস ও ক্রোমাটিডের মধ্যে খণ্ড বিনিময় ঘটে—এই ঘটনাদুটির তাৎপর্য কী তা বিশ্লেষণ করো।

3.7. অযৌন ও যৌন জননের মধ্যে নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে পার্থক্য নিরূপণ করো: জনিতৃ জীবের সংখ্যা , অপত্য জনুর প্রকৃতি।

3.8. ক্রোমোজোম কাকে বলে?

3.9. RNA কয় প্রকার ও কী কী?

3.10. DNA-এর দুটি পিউরিন ও পিরিমিডিন বেসের নাম লেখো

3.11. কোশ বিভাজনের দুটি তাৎপর্য লেখো।

3.12. অ্যামাইটোসিস কাকে বলে ?

3.13. মাইটোসিসকে ‘সমবিভাজন’ বলে কেন?

3.14.‘পাইরিলাইজেশন’ বলতে কী বোঝো ?

3.15.  সাইটোকাইনেসিস কাকে বলে?

3.16. মিয়োসিস কোশ বিভাজনকে ‘হ্রাস বিভাজন’ বলে কেন?

3.17. মিয়োসিস কোশ বিভাজনের সময় ক্রোমোজোম সংখ্যার হ্রাস ও ক্রোমাটিডের মধ্যে খণ্ড বিনিময় ঘটে – এই ঘটনা – দুটির তাৎপর্য কী কী তা বিশ্লেষণ করো।

3.18. বাইভ্যালেন্ট বা ডায়াড কাকে বলে?

3.19. মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশায় নিউক্লিয়াসের কী কী পরিবর্তন ঘটে তা বর্ণনা করো।

3.20. ক্রসিংওভার কী ?

3.21. কায়াজমা কখন এবং কীভাবে ঘটে?

Madhyamik Life Science Chapter 2 Question Answer(জীবনের প্রবহমানতা)|দশম শ্রেণীর জীবন বিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর

3.22. কোশচক্রের দশাগুলি একটি সারণি বা পর্যায় চিত্রের সাহায্যে দেখাও। অথবা, কোশচক্রের বিভিন্ন দশা ও উপদশাগুলির নাম কী কী?

3.23. ‘কোশচক্রের S-দশাকে সংশ্লেষ দশা বলা হয়- বাক্যটির যথার্থতা বিচার করো।

3.24. ইন্টারফেজ কাকে বলে ?

3.25. কেশিচক্রের G0 দশা কী? উদাহরণ দাও।

3.26. কোনো জীবের জন্য জনন গুরুত্বপূর্ণ কেন? অথবা, জননের গুরুত্ব বা প্রয়োজনীয়তা কী?

3.27. উদ্ভিদের দুটি প্রাকৃতিক অঙ্গজ জনন পদ্ধতির উদাহরণ দাও।

3.28. স্পাইরোগাইরা ও প্ল্যানেরিয়ার অযৌন জনন কোন্ কোন্ পদ্ধতিতে সম্পন্ন হয়?

3.29. পথিরকুচি অস্থানিক মুকুলের সাহায্যে কীভাবে প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তার করে তা ব্যাখ্যা করো।

3.30. অঙ্গজ জনন কাকে বলে?

3.31. স্টক ও সিয়ন বলতে কী বোঝো?

3.32. যৌন জননের সুবিধাগুলি লেখো।

3.33. যৌন জননের অসুবিধাগুলি লেখো।

3.34. অযৌন জননের সুবিধাগুলি লেখো।

3.35. অযৌন জননের অসুবিধাগুলি লেখো ।।

3.36.  মাইক্রোপ্রোপাগেশনের সুবিধা লেখো।

3.37. মাইক্রোপ্রোপাগেশন পদ্ধতিতে কীভাবে প্লান্টলেট সৃষ্টি করা হয় তা একটি রেখাচিত্রের সাহায্যে দেখাও।

3.38. অপুংজনি বলতে কী বোঝো? এর উদাহরণ দাও।

3.39. পরাগযোগ বলতে কী বোঝো?

3.40. বায়ুপরাগী ফুল কাকে বলে? উদাহরণ দাও।

3.41. বায়ুপরাগী ফুলের বৈশিষ্ট্য লেখো।

3.42. কোন্ কোন্ বাহক প্রদত্ত উদ্ভিদগুলিতে পরাগযোগ সম্পন্ন হয়?– (ক) ধান, (খ) পাতাঝাঝি, (গ) শিমুল, (ঘ) আম।

Madhyamik Life Science Chapter 2 Question Answer(জীবনের প্রবহমানতা)|দশম শ্রেণীর জীবন বিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর

3.43. ইতরপরাগযোগ দেখা যায় এমন দুটি ফুলের নাম লেখো।

3.44. বৃদ্ধি কাকে বলে?

3.45. বিকাশ বা পরিস্ফুরণ বলতে কী বোঝো?

3.46.  উদ্ভিদ ও প্রাণীর বৃদ্ধির পার্থক্য লেখো।

3.47. নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে মাইটোসিস কোশ বিভাজনের ক্যারিয়োকাইনেসিসের দশাগুলি শনাক্ত করো: ক্রোমোজোমগুলির কোশের বিষুব অঞ্চল বরাবর অবস্থান ও নির্দিষ্ট নিয়মে সজ্জা বেমতন্তুর বিলুপ্তি – নিউক্লীয় পর্দা ও নিউক্লিয়োলাসের বিলুপ্তি – অপত্য ক্রোমোজোমের কোশের বিপরীত মেরুতে গমন।

3.48. স্টক ও সিয়ন বলতে কী বোঝো?

3.49. শাখাকলমের সাহায্যে কীভাবে নতুন গাছ সৃষ্টি করা  হয়?

3.50. কৃত্রিম অঙ্গজ বংশবিস্তারের গুরুত্ব উল্লেখ করো।

3.51. নিউক্লিওয়েড কী?

3.52. স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের মধ্যে নিম্নলিখিত দুটি বিষয়ে পার্থক্য লেখো: – বাহক নির্ভরতা • নতুন বৈশিষ্ট্যের উদ্ভব।

3.53. কোশ বিভাজনে রাইবোজোম, মাইক্রোটিউবিউল, মাইটোকন্ডিয়া ও সেন্ট্রোজোমের ভূমিকা ব্যাখ্যা করো।

3.54. LH ও ICSH মানবদেহে জননগ্রন্থির হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে’—বক্তব্যটির যথার্থতা বিচার করো।

3.55. নিম্নলিখিত বিষয়ে জননের গুরুত্ব ব্যাখ্যা করো: • ধারাবাহিকতা বজায় রাখা জীবজগতের ভারসাম্য রক্ষা করা • প্রকরণ ও অভিব্যক্তি অস্তিত্ব বজায় রাখা।

3.56. উদ্ভিদের অযৌন বংশবিস্তার কীভাবে ঘটে তা ছকের সাহায্যে দেখাও।

3.57. RNA কী? এটি কোথায় অবস্থিত?

3.58. কোশ বিভাজনে গলগি বডি এবং মাইটোকন্ড্রিয়ার ভূমিকা উল্লেখ করো ।

3.59. অঙ্গজ জননের গুরুত্ব লেখো।

3.60. নিম্নলিখিত বিষয়গুলির ওপর ভিত্তি করে নিষেক এবং সংযুক্তির মধ্যে পার্থক্য লেখো। (a) প্রক্রিয়ার প্রকৃতি, (b) জীবদেহে অবস্থান, (c) গ্যামেটের প্রকৃতি, (d) উদাহরণ।

3.61. উদ্ভিদদেহে দ্বিনিষেকের গুরুত্ব উল্লেখ করো।

3.62. জীবদেহে বৃদ্ধির গুরুত্বগুলি উল্লেখ করো।

3.63. বৃদ্ধি ও বিকাশের মধ্যে সম্পর্ক কী?

বিভাগ (ঘ)  

বড় প্রশ্ন 5 নম্বরের

4.নীচের প্রশ্নগুলির উত্তর দাও: [মান-৫]

4.1. একটি উদ্ভিদকোশের মাইটোসিসের অ্যানাফেজ দশার পরিষ্কার চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো: (ক) ক্রোমাটিড, (খ) সেন্ট্রোমিয়ার, (গ) মেরু অঞ্চল, (ঘ) বেমতত্ত্ব ।

অথবা, একটি প্রাণীকোশের মাইটোসিস কোশবিভাজনের মেটাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো—(ক) ক্রোমাটিড (খ) সেন্ট্রোমিয়ার (গ) মেরু অঞ্চল (ঘ) বেমতন্তু।

4.2. মানববিকাশের বিভিন্ন দশায় যে-যে প্রধান পরিবর্তন হয় তা তালিকাবদ্ধ করো।

4.3. মাইক্রোপ্রোপাগেশন কীভাবে সম্পন্ন করা হয়? সপুষ্পক উদ্ভিদের যৌন জননের নিম্নলিখিত তিনটি পর্যায়ের . ঘটনাগুলি বিবৃত করো : জননকোশ বা গ্যামেট উৎপাদন • নিষেক • ভ্রুণ সৃষ্টি ও নতুন উদ্ভিদ গঠন। 2+3

4.4. একটি কোশচক্রের ইন্টারফেজের বিভিন্ন দশায় কী কী ধরনের রাসায়নিক উপাদান সংশ্লেষিত হয়? একটি কোশচক্রের বিভিন্ন বিন্দুতে স্বাভাবিক নিয়ন্ত্রণ নষ্ট হলে কী ঘটতে পারে?

4.5. DNA ও RNA-এর গঠনগত ও কার্যগত পার্থক্য লেখো। (শর্করার প্রকৃতি, N, যুক্ত ক্ষার / পিরিমিডিন ক্ষারকের প্রকৃতি, কাজ) কোশচক্রের গুরুত্ব উল্লেখ করো।

4.6. দ্বিতীয় DNA-এর মডেল চিত্রসহ বর্ণনা করো।

4.7. কোশচক্রের সংজ্ঞা লেখো। ‘ক্রোমোজোম, DNA, জিনের মধ্যে আন্তঃসম্পর্ক ব্যাখ্যা করো।

4.8. একটি ইউক্যারিওটিক ক্রোমোজোমের উল্লিখিত অংশগুলির গুরুত্ব ব্যাখ্যা করো (ক) সেন্ট্রোমিয়ার, (খ) টেলোমিয়ার। জীবের বৃদ্ধি, প্রজনন ও ক্ষয়পূরণ কীভাবে কোশ বিভাজন দ্বারা নিয়ন্ত্রিত হয় তা বিশ্লেষণ করো।

4.9 জীবদেহে কোশ বিভাজনের উদ্দেশ্য কী? ক্রোমাটিন জালিকা কী ? বংশগতিতে এর গুরুত্ব লেখো । 

4.10. মাইটোসিস কোশ বিভাজনের মেটাফেজ দশার বৈশিষ্ট্য লেখো। উদ্ভিদকোশ ও প্রাণীকোশের মধ্যে সাইটোকাইনেসিসের পার্থক্য লেখো । (বিষয় : পদ্ধতি, সূচনার সময়কাল, গলগি বস্তুর ভূমিকা)

4.11. মিয়োসিস বৈশিষ্ট্যগতভাবে মাইটোসিস থেকে পৃথক” — তুমি কীভাবে বক্তব্যটির যথার্থতা প্রমাণ করবে। অথবা, মাইটোসিস ও মিয়োসিস কোশ বিভাজনের মধ্যে পার্থক্য নিরূপণ করো। – (ক) ক্রোমোজোম বিভাজনের প্রকৃতি, (খ) উৎপন্ন অপত কোশের সংখ্যা, (গ) সম্পাদনের স্থান, (ঘ) অপত্য কোশে ক্রোমোজোম সংখ্যার উপর ভিত্তি করে।

ক্রোমোজোমের রাসায়নিক উপাদান একটি সারণির সাহায্যে দেখাও।

4.12. উদ্ভিদকোশ ও প্রাণীকোশের মাইটোসিসের পার্থক্য লেখো। (ক) বেমের গঠন, (খ) মেটাফেজ প্লেটে ক্রোমোজোমের বিন্যাস, (গ) সাইটোকাইনেসিস পদ্ধতির নাম (কী গঠনের (ঘ) সাইটোকাইনেসিস সূচনার সময়। মাইটোসিস কোশ বিভাজনের টেলোফেজ দশার বৈশিষ্ট্য লেখো।

4.13. অ্যামাইটোসিস কোশ বিভাজনকে প্রত্যক্ষ কোশ বিভাজন এবং মাইটোসিস কোশ বিভাজনকে পরোক্ষ কোশ বিভাজন বলা হয় মাধ্যমে), কেন? ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিনের মধ্যে দুটি পার্থক্য লেখো।

4.14. অ্যামাইটোসিস কোশ বিভাজন কোথায় দেখা যায় ? অ্যামাইটোসিস কোশ বিভাজন কীভাবে ঘটে?

4.15. মাইটোসিস ও অ্যামাইটোসিসের পার্থক্য লেখো । ইন্টারফেজ দশার গুরুত্ব লেখো।

সেন্ট্রোমিয়ারের সংজ্ঞা লেখো।

Madhyamik Life Science Chapter 2 Question Answer(জীবনের প্রবহমানতা)|দশম শ্রেণীর জীবন বিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর

4.16. প্রাণীকোশের সাইটোকাইনেসিস কীভাবে ঘটে তা ব্যাখ্যা করো। ক্রোমাটিডের সংজ্ঞা দাও।

4.17. মিয়োসিস কোশ বিভাজনের তাৎপর্য লেখো।

4.18. মাইটোসিসের ক্ষেত্রে প্রাণী ও উদ্ভিদদেহে প্রোফেজ ও টেলোফেজ দশায় কী কী ঘটনা ঘটে?

4.19. চিত্রসহ ক্রোমোজোমের অঙ্গসংস্থানগত গঠন বর্ণনা করো।

4.20. একটি উদ্ভিদকোশের মাইটোসিস কোশ বিভাজনের মেটাফেজ দশার চিত্র অঙ্কন করো ও নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো (ক) ক্রোমোজোম, (খ) বেমতত্ত্ব, (গ) মেরু অঞ্চল, (ঘ) সেন্ট্রোমিয়ার।

4.21. একটি প্রাণীকোশের মাইটোসিস কোশ বিভাজনের ক্যারিওকাইনেসিসের দ্বিতীয় দশার অর্থাৎ, মেটাফেজের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো ও নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো- (ক) ক্রোমোজোম, (খ) বেমতত্ত্ব, (গ) মেরু অঞ্চল, (ঘ) সেন্ট্রোমিয়ার, (ঙ) অবিচ্ছিন্ন তত্ত্ব, (চ) ক্রোমোজোমীয় তত্ত্ব, (ছ) ক্রোমাটিড, (জ) মেটাফেজ প্লেট, (ঝ) সেন্ট্রিওল।

4.22. মাইটোসিস কোশ বিভাজনের অন্তর্গত উদ্ভিদকোশের সাইটোকাইনেসিস প্রক্রিয়ার চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো (ক) অপত্য নিউক্লিয়াস, (খ) কোশপাত, (গ) ফ্র্যাগমোজোম, (ঘ) অপত্য কোশ।

4.23. কোনো জীবের জন্য প্রজনন গুরুত্বপূর্ণ কেন? “মিয়োসিস বৈশিষ্ট্যগতভাবে মাইটোসিস থেকে পৃথক”—তুমি কীভাবে বক্তব্যটির যথার্থতা প্রমাণ করবে?

4.24. উপযুক্ত উদাহরণ-সহ অযৌন জননের পাঁচটি পদ্ধতি বর্ণনা করো।

4.25. নিউক্লিক অ্যাসিডের ভূমিকা উল্লেখ করো। কোশ বিভাজনে সেন্ট্রোজোমের ভূমিকা ব্যাখ্যা করো।

4.26. নিউক্লিক অ্যাসিডের গঠনগত উপাদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।

4.27. কোশচক্রের ইনটারফেজ দশা সম্পর্কে যা জানো লেখো।

4.28. একটি আদর্শ ফুলের বিভিন্ন অংশের গঠন চিত্র-সহ ব্যাখ্যা করো।

4.29. সপুষ্পক উদ্ভিদের নিষেক পদ্ধতি সংক্ষেপে ব্যাখ্যা করো।

4.30. বৃদ্ধির হার কী? বৃদ্ধির হারের পর্যায়ক্রমিক লেখচিত্র সম্পর্কে লেখো।

4.31. একটি প্রাণীকোশের মাইটোসিস কোশ বিভাজনের ক্যারিওকাইনেসিসের প্রথম দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে যে কোনো চারটি অংশ চিহ্নিত করো।

Madhyamik Life Science Chapter 2 Question Answer(জীবনের প্রবহমানতা)|দশম শ্রেণীর জীবন বিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর

4.32. প্রাণীকোশে মাইটোসিস বিভাজনের সাইটোকাইনেসিসের চিত্র আঁকো ও উল্লিখিত অংশগুলি চিহ্নিত করো— কোশপাত, সেন্ট্রোজোম, সাইটোপ্লাজম, কোশপর্দার খাজ, অপত্য নিউক্লিয়াস।

4.33. উদ্ভিদকোশের মাইটোসিস বিভাজনের ক্যারিওকাইনেসিসের শেষ দুটি দশার চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো – ক্রোমোজোমীয় তত্ত্ব, ক্রোমাটিড, সেন্ট্রোমিয়ার, কোশপাত।

4.34. প্রাণীকোশে মাইটোসিস কোশ বিভাজনের অ্যানাফেজ দশার চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো : (ক) মেরু অঞ্চল, (খ) বেমতন্তু, (গ) ক্রোমাটিড, (ঘ) সেন্ট্রোমিয়ার, (ঙ) অবিচ্ছিন্ন তন্তু, (চ) ক্রোমোজোমীয় তন্তু, (ছ) মোনাড, (জ)-স্টেমবডি, (ঝ) ইন্টারজোনাল তত্ত্ব, (ঞ) সেন্ট্রিওল চিহ্নিত করো।

4.35. ক্রসিংওভারের ফলে কীভাবে জীবে নতুন বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে ব্যাখ্যা করো। কোশের আকার বৃদ্ধি ও কোশীয়

বিভেদন – বৃদ্ধির এই দুটি দশায় জীব কীভাবে বৃদ্ধি পায় সেটি উল্লেখ করো।

4.36. যৌন জননের গুরুত্ব লেখো। টীকা লেখো: খণ্ডীভবন।

4.37. টীকা লেখো: বুলবিল ও অস্থানিক মুকুল। অঙ্গজ জননের দুটি গুরুত্ব লেখো।

4.38. অযৌন জনন ও যৌন জননের পার্থক্য লেখো। ” (বিষয় : জনিতৃ জীবের সংখ্যা, গ্যামেট উৎপাদন, মাইটোসিস বা মিয়োসিসের ওপর নির্ভরতা) উদাহরণসহ অযৌন জননের দুটি পদ্ধতির নাম লেখো।

4.39. মাইক্রোপ্রোপাগেশন কাকে বলে? জনুক্রম কাকে বলে? একটি উদাহরণের দ্বারা বুঝিয়ে দাও।

4.40. উদ্ভিদের অঙ্গজ ও অযৌন জননের দুটি পার্থক্য লেখো । উদ্ভিদের তিনপ্রকার কৃত্রিম অঙ্গজ জননের পরিচয় দাও ।

4.41. স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের পার্থক্য লেখো। নিষেক কাকে বলে?

4.42. ইতর পরাগযোগের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। দ্বিনিষেক কাকে বলে?

4.43. স্বপরাগযোগের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। ইমাসকুলেশন কাকে বলে ?

4.44. নিম্নলিখিত অযৌন জনন পদ্ধতি কোথায় দেখা যায়? খণ্ডীভবন, কোরকোম, পুনরুৎপাদন। হোমোলোগাস ক্রোমোজোম বলতে কী বোঝো?

4.45. জীবের বৃদ্ধির পর্যায়গুলি সম্বন্ধে লেখো।

Madhyamik Life Science Chapter 2 Question Answer(জীবনের প্রবহমানতা)|দশম শ্রেণীর জীবন বিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর

4.46.  বৃদ্ধি ও বিকাশের মধ্যে দুটি পার্থক্য লেখো। কোশ বিভাজন ও বৃদ্ধির সম্পর্ক লেখো।

4.47. জীবের বৃদ্ধির পক্ষে প্রয়োজনীয় যে-কোনো দুটি শর্তের নাম ও ভূমিকা উল্লেখ করো। মানব বিকাশের বয়ঃসন্ধি দশার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট  উল্লেখ করো।

গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি দেখুনঃ

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানWBBSE Official Site
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBJEE ANM GNM Online Mock Test Series
JENPAS (UG) Online Mock Test SeriesWBJEE Online Mock Test Series
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadMadhyamik Online Mock Test Series
RRB group-D Mock Test in BengaliJEXPO Online Mock Test Series
বিশেষ দ্রষ্টব্যঃ প্রতিদিন মাধ্যমিকের বিভিন্ন বিষয়ের মক টেস্ট দেওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন । এই সাজেশন থেকে আপনারা উপকৃত হলে পেজটিকে শেয়ার করুন।ধন্যবাদ।

Leave a Comment

error: Content is protected !!