Madhyamik History Chapter 4 Mock Test: আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায়ের মক টেস্ট। এই মক টেস্টটি মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, দশম শ্রেণি [WBBSE Class 10] -এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা তাদের অক্লান্ত পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ।মাধ্যমিক পরীক্ষার History Chapter 4 MCQ Question Answer প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট । ‘সংঘবদ্ধতার গোড়ার কথাঃ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ’ অধ্যায়ের বাছাই করা 25 টি প্রশ্ন রয়েছে Madhyamik History Chapter 4 Mock Test -এ তাই এই মক টেস্টটি থেকে মাধ্যমিক ইতিহাস পরীক্ষায় MCQ প্রশ্ন উত্তর কমন আসার চান্স 99% । এই কুইজের প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাও ।
ক্লাস টেনের ইতিহাস অধ্যায় ৪ -এর অসংখ্য গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর নিয়ে তৈরি Madhyamik History Chapter 4 Mock Test। তাই এই অধ্যায়ের মক টেস্ট , দশম শ্রেণি (Class X) -এর পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) [ WB TET, WBCS, PSC, WB JEXPO, ANM GNM, JENPAS BHA, Railway Group-D, RRB NTPC,West Bengal Police, Kolkata Police ,Etc.] জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরি না করে মক টেস্টে অংশগ্রহণ করুন আর নিজেকে যাচাই করুন ।
মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায়ের মক টেস্ট(MCQ প্রশ্ন উত্তর)|Madhyamik History Chapter 4 Mock Test
Q1. সিপাহি বিদ্রোহ’ কবিতাটি রচনা করেন –
- সুকান্ত ভট্টাচার্য
- নরহরি কবিরাজ
- ভি ডি সাভারকর
- রমেশচন্দ্র মজুমদার
সুকান্ত ভট্টাচার্য
Q2. ১৮৫৭ সালের বিদ্রোহকে ‘ভারতের প্রথম স্বাধিনতার যুদ্ধ’ বলেছিলেন –
- রমেশচন্দ্র মজুমদার
- সুরেন্দ্রনাথ সেন
- বিনায়ক দামোদর সাভারকর
- দাদাভাই নৌরজি
বিনায়ক দামোদর সাভারকর
Q3. ‘Eighteen Fifty Seven’ – গ্রন্থটির রচয়িতা –
- রমেশ চন্দ্র মজুমদার
- তারাচাঁদ
- সুরেন্দ্রনাথ সেন
- শশীভুষণ চৌধুরী
সুরেন্দ্রনাথ সেন
Q4. ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল –
- ভারতসভা
- ভারতীয় জাতীয় কংগ্রেস
- বঙ্গভাষা প্রকাশিকা সভা
- ল্যান্ড হোল্ডারস সোসাইটি
বঙ্গভাষা প্রকাশিকা সভা
Q5. দ্য বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়ান সোসাইটি প্রতিষ্ঠিত হয় –
- ১৮৩৬ সালে
- ১৮৩৮ সালে
- ১৮৪৩ সালে
- ১৮৫১ সালে
১৮৪৩ সালে
Q6. ভারতসভার প্রথম সভাপতি ছিলেন –
- সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
- আনন্দমোহন বসু
- রেভা. কৃষনমোহন বন্দ্যোপাধ্যায়
- শিবনাথ শাস্ত্রী
রেভা. কৃষনমোহন বন্দ্যোপাধ্যায়
Q7. ‘বেঙ্গলি পত্রিকার’ সম্পাদক ছিলেন –
- সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
- রাজা রাধাকান্ত দেব
- বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়
- রবীন্দ্রনাথ ঠাকুর
সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
Q8. ‘জাতীয়তাবাদের গীতা’ বলে হয় –
- নীলদর্পণ নাটককে
- আনন্দমঠ উপন্যাসকে
- গোরা উপন্যাসকে
- বর্তমান ভারত গ্রন্থকে
আনন্দমঠ উপন্যাসকে
Q9. ‘বন্দোমাতরম’ সঙ্গীতটি রচিত হয় –
- ১৮৭০ সালে
- ১৮৭২ সালে
- ১৮৭৫ সালে
- ১৮৭৬ সালে
১৮৭৫ সালে
Q10. হিন্দুমেলার প্রতিষ্ঠাতা ছিলেন –
- সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
- নবগোপাল মিত্র
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- স্বামী বিবেকানন্দ
নবগোপাল মিত্র
Q11. ভারতের Uncle Tom’s Cabin বলা হয় –
- গোরা উপন্যাসকে
- বর্তমান ভারতকে
- নীলদর্পণ নাটককে
- আনন্দমঠ উপন্যাসকে
নীলদর্পণ নাটককে
Q12. মহারানির ঘোষোনাপত্র (1858 খ্রিষ্টাব্দ ) অনুযায়ী ভারতের রাজপ্রতিনিধি হিসাবে বিযুক্ত হন –
- লর্ড ডালহৌসি
- লর্ড ক্যানিং
- লর্ড বেন্টিং
- লর্ড মাউন্টব্যাটেন
লর্ড ক্যানিং
Q13. ভারতে সংগঠিত রাজনৈতিক আন্দোলনের জনক বলা হয় –
- রাজা রামমোহন রায়কে
- ডিরোজিওকে
- দেবেন্দ্রনাথ ঠাকুরকে
- সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে
সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে
Q14. ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে –
- 1857 খ্রিষ্টাব্দে
- 1858 খ্রিষ্টাব্দে
- 1919 খ্রিষ্টাব্দে
- 1947 খ্রিষ্টাব্দে
1858 খ্রিষ্টাব্দে
Q15. গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন –
- সঙ্গীত শিল্পী
- নাট্যকার
- কবি
- ব্যাঙ্গ চিত্রশিল্পী
ব্যাঙ্গ চিত্রশিল্পী
Q16. ‘1857 in Our History’ -প্রবন্ধটি লেখেন –
- পি সি যোশি
- ভি ডি সাভারকর
- সুকুমার মিত্র
- রজনীপাম দত্ত
ভি ডি সাভারকর
Q17. গোবিন্দ ধুন্দুপন্থ পরিচিত ছিলেন যে নামে সেটি হল –
- বিপানচন্দ্র
- সুরেন্দ্রনাথ সেন
- লর্ড রিপন
- নানা সাহেব
নানা সাহেব
Q18. ইলবার্ট বিল পাশ হয় –
- ১৮৭৪ খ্রিষ্টাব্দে
- ১৮৯৩ খ্রিষ্টাব্দে
- ১৮৮৩ খ্রিষ্টাব্দে
- ১৮৬৭ খ্রিষ্টাব্দে
১৮৮৩ খ্রিষ্টাব্দে
Q19. হিন্দুমেলার অপর নাম ছিল –
- ফাল্গুন মেলা
- পৌষ মেলা
- নবজাগরণ মেলা
- চৈত্র মেলা
চৈত্র মেলা
Q20. অস্ত্র আইন পাস হয় কার আমলে ?
- লর্ড ক্যানিং
- লর্ড ডালহৌসি
- লর্ড লিটন
- লর্ড বেন্টিং
লর্ড লিটন
Q21. ‘বন্দোমাতরম ‘ গানটিতে সুরারোপ করেছেন –
- রবীন্দ্রনাথ ঠাকুর
- অরবিন্দ
- যদুভট্ট
- সুরেন্দ্রনাথ ববন্দ্যোপাধ্যায়
যদুভট্ট
Q22. ‘সত্যানন্দ’ চরিত্রটি আছে _______ উপন্যাসে ?
- গোরা
- পথের দাবী
- আনন্দমঠ
- দেবী চৌধুরানি
আনন্দমঠ
Q23. ‘ভারতসভার’ মুখপত্র ছিল কোন পত্রিকা ?
- দ্য বেঙ্গলি
- অমৃতবাজার
- হিন্দু প্যাট্রিয়ট
- সংবাদ প্রভাকর
দ্য বেঙ্গলি
Q24. ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা ?
- স্বামী বিবেকানন্দ
- লাল বাহাদুর শাস্ত্রী
- জওহরলাল নেহেরু
- বল্লভভাই প্যাটেল
জওহরলাল নেহেরু
Q25. উনিশ শতককে ‘সভা সমিতির যুগ’ বলেছেন ঐতিহাসিক
- রজনীপাম দত্ত
- রমেশচন্দ্র মজুমদার
- পি সি যোশি
- অনিল শীল
অনিল শীল