মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায়ের মক টেস্ট(MCQ প্রশ্ন উত্তর)|Madhyamik History Chapter 4 Mock Test

Madhyamik History Chapter 4 Mock Test

মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায়ের মক টেস্ট

Madhyamik History Chapter 4 Mock Test: আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায়ের মক টেস্ট। এই মক টেস্টটি মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, দশম শ্রেণি [WBBSE Class 10] -এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা তাদের অক্লান্ত পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ।মাধ্যমিক পরীক্ষার History Chapter 4 MCQ Question Answer প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট । ‘সংঘবদ্ধতার গোড়ার কথাঃ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ’ অধ্যায়ের বাছাই করা 25 টি প্রশ্ন রয়েছে Madhyamik History Chapter 4 Mock Test -এ তাই এই মক টেস্টটি থেকে মাধ্যমিক ইতিহাস পরীক্ষায় MCQ প্রশ্ন উত্তর কমন আসার চান্স 99% । এই কুইজের প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাও ।

ক্লাস টেনের ইতিহাস অধ্যায় ৪ -এর অসংখ্য গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর নিয়ে তৈরি Madhyamik History Chapter 4 Mock Test। তাই এই অধ্যায়ের মক টেস্ট , দশম শ্রেণি (Class X) -এর পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) [ WB TET, WBCS, PSC, WB JEXPO, ANM GNM, JENPAS BHA, Railway Group-D, RRB NTPC,West Bengal Police, Kolkata Police ,Etc.] জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরি না করে মক টেস্টে অংশগ্রহণ করুন আর নিজেকে যাচাই করুন ।

মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায়ের মক টেস্ট(MCQ প্রশ্ন উত্তর)|Madhyamik History Chapter 4 Mock Test

Q1. সিপাহি বিদ্রোহ’ কবিতাটি রচনা করেন –

  • সুকান্ত ভট্টাচার্য
  • নরহরি কবিরাজ
  • ভি ডি সাভারকর
  • রমেশচন্দ্র মজুমদার

সুকান্ত ভট্টাচার্য

Q2. ১৮৫৭ সালের বিদ্রোহকে ‘ভারতের প্রথম স্বাধিনতার যুদ্ধ’ বলেছিলেন –

  • রমেশচন্দ্র মজুমদার
  • সুরেন্দ্রনাথ সেন
  • বিনায়ক  দামোদর সাভারকর
  • দাদাভাই নৌরজি

বিনায়ক  দামোদর সাভারকর

Q3. ‘Eighteen Fifty Seven’ – গ্রন্থটির রচয়িতা –

  • রমেশ চন্দ্র মজুমদার
  • তারাচাঁদ
  • সুরেন্দ্রনাথ সেন
  • শশীভুষণ চৌধুরী

সুরেন্দ্রনাথ সেন

Q4. ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল –

  • ভারতসভা
  • ভারতীয় জাতীয় কংগ্রেস
  • বঙ্গভাষা প্রকাশিকা সভা
  • ল্যান্ড হোল্ডারস সোসাইটি

বঙ্গভাষা প্রকাশিকা সভা

Q5. দ্য বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়ান সোসাইটি প্রতিষ্ঠিত হয় –

  • ১৮৩৬ সালে
  • ১৮৩৮ সালে
  • ১৮৪৩ সালে
  • ১৮৫১ সালে

১৮৪৩ সালে

Q6. ভারতসভার প্রথম সভাপতি ছিলেন –

  • সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
  • আনন্দমোহন বসু
  • রেভা. কৃষনমোহন বন্দ্যোপাধ্যায়
  • শিবনাথ শাস্ত্রী

রেভা. কৃষনমোহন বন্দ্যোপাধ্যায়

Q7. ‘বেঙ্গলি পত্রিকার’ সম্পাদক ছিলেন –

  • সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
  • রাজা রাধাকান্ত দেব
  • বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়
  • রবীন্দ্রনাথ ঠাকুর

সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

Q8. ‘জাতীয়তাবাদের গীতা’ বলে হয় –

  • নীলদর্পণ নাটককে
  • আনন্দমঠ উপন্যাসকে
  • গোরা উপন্যাসকে
  • বর্তমান ভারত গ্রন্থকে

আনন্দমঠ উপন্যাসকে

 Q9. ‘বন্দোমাতরম’ সঙ্গীতটি রচিত হয় –

  • ১৮৭০ সালে
  • ১৮৭২ সালে
  • ১৮৭৫ সালে
  • ১৮৭৬ সালে

১৮৭৫ সালে

Q10. হিন্দুমেলার প্রতিষ্ঠাতা ছিলেন –

  • সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
  • নবগোপাল মিত্র
  • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • স্বামী বিবেকানন্দ

নবগোপাল মিত্র

 Q11. ভারতের Uncle Tom’s Cabin বলা হয় –

  • গোরা উপন্যাসকে
  • বর্তমান ভারতকে
  • নীলদর্পণ নাটককে
  • আনন্দমঠ উপন্যাসকে

নীলদর্পণ নাটককে

Q12. মহারানির ঘোষোনাপত্র (1858 খ্রিষ্টাব্দ ) অনুযায়ী ভারতের রাজপ্রতিনিধি হিসাবে বিযুক্ত হন –

  • লর্ড ডালহৌসি
  • লর্ড ক্যানিং
  • লর্ড বেন্টিং
  • লর্ড মাউন্টব্যাটেন

লর্ড ক্যানিং

Q13. ভারতে সংগঠিত রাজনৈতিক আন্দোলনের জনক বলা হয় –

  • রাজা রামমোহন রায়কে
  • ডিরোজিওকে
  • দেবেন্দ্রনাথ ঠাকুরকে
  • সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে

সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে

Q14. ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে –

  • 1857 খ্রিষ্টাব্দে
  • 1858 খ্রিষ্টাব্দে
  • 1919 খ্রিষ্টাব্দে
  • 1947 খ্রিষ্টাব্দে

1858 খ্রিষ্টাব্দে

Q15. গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন –

  • সঙ্গীত শিল্পী
  • নাট্যকার
  • কবি
  • ব্যাঙ্গ চিত্রশিল্পী

ব্যাঙ্গ চিত্রশিল্পী

Q16. ‘1857 in Our History’ -প্রবন্ধটি  লেখেন –

  • পি সি যোশি 
  • ভি ডি সাভারকর
  • সুকুমার মিত্র
  • রজনীপাম দত্ত

ভি ডি সাভারকর

Q17. গোবিন্দ ধুন্দুপন্থ পরিচিত ছিলেন যে নামে সেটি হল –

  • বিপানচন্দ্র
  • সুরেন্দ্রনাথ সেন
  • লর্ড রিপন
  • নানা সাহেব

নানা সাহেব

Q18. ইলবার্ট বিল পাশ হয় –

  • ১৮৭৪ খ্রিষ্টাব্দে
  • ১৮৯৩ খ্রিষ্টাব্দে
  • ১৮৮৩ খ্রিষ্টাব্দে
  • ১৮৬৭ খ্রিষ্টাব্দে

১৮৮৩ খ্রিষ্টাব্দে

Q19. হিন্দুমেলার অপর নাম ছিল –

  • ফাল্গুন মেলা
  • পৌষ মেলা
  • নবজাগরণ মেলা
  • চৈত্র মেলা

চৈত্র মেলা

 Q20. অস্ত্র আইন পাস হয় কার আমলে ?

  • লর্ড ক্যানিং
  • লর্ড ডালহৌসি
  • লর্ড লিটন
  • লর্ড বেন্টিং

লর্ড লিটন

 Q21. ‘বন্দোমাতরম ‘ গানটিতে সুরারোপ করেছেন –

  • রবীন্দ্রনাথ ঠাকুর
  • অরবিন্দ
  • যদুভট্ট
  • সুরেন্দ্রনাথ ববন্দ্যোপাধ্যায়

যদুভট্ট

Q22. ‘সত্যানন্দ’ চরিত্রটি আছে _______ উপন্যাসে ?

  • গোরা
  • পথের দাবী
  • আনন্দমঠ
  • দেবী চৌধুরানি

আনন্দমঠ

 Q23. ‘ভারতসভার’ মুখপত্র ছিল কোন পত্রিকা ?

  • দ্য বেঙ্গলি
  • অমৃতবাজার
  • হিন্দু প্যাট্রিয়ট
  • সংবাদ প্রভাকর

দ্য বেঙ্গলি

Q24. ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা ?

  • স্বামী বিবেকানন্দ
  • লাল বাহাদুর শাস্ত্রী
  • জওহরলাল নেহেরু
  • বল্লভভাই প্যাটেল

জওহরলাল নেহেরু

Q25. উনিশ শতককে ‘সভা সমিতির যুগ’ বলেছেন  ঐতিহাসিক

  • রজনীপাম দত্ত
  • রমেশচন্দ্র মজুমদার
  • পি সি যোশি
  • অনিল শীল

অনিল শীল

Important Links

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানWBBSE Official Site
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBJEE ANM GNM Online Mock Test Series
JENPAS (UG) Online Mock Test SeriesWBJEE Online Mock Test Series
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadMadhyamik Online Mock Test Series
WBP Constable Main Mock TestJEXPO Online Mock Test Series
ধন্যবাদ । আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন।Madhyamik History Chapter 4 Mock Test -এর ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে বা কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেণ্টের মাধ্যমে জানান।

Leave a Comment

error: Content is protected !!