WBBSE Board –এর নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে Separation of Components of Mixtures Mock Test in Bengali।এই মক টেস্টটি ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, নবম শ্রেণি [WBBSE Class 9] -এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা অক্লান্ত পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি ক্লাস IX-এর ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ । ক্লাস 9 -এর ভৌতবিজ্ঞান মিশ্রণের উপাদানের পৃথকীকরণ অধ্যায়ের MCQ Question Answer প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট।নবম শ্রেণি ভৌতবিজ্ঞানের মিশ্রণের উপাদানের পৃথকীকরণ অধ্যায়ের মক টেস্ট -এর বাছাই করা ১৫ টি প্রশ্ন থেকে থেকে পরীক্ষায় MCQ প্রশ্ন -উত্তর কমন আসার চান্স 99% ।WBBSE Class 9 Physical Science Chapter 4 (চতুর্থ অধ্যায়)-এর MCQ প্রশ্ন উত্তরগুলো তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্টের মাধ্যমে জানাও ।এই কুইজের প্রস্নগুলো তোমাদের ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাও ।
ক্লাস নাইন ভৌতবিজ্ঞান অধ্যায়-৪ (পরমাণুর গঠন ও পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ) -এর গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর নিয়ে তৈরি Separation of Components of Mixtures Mock Test in Bengali।তাই এই মক টেস্টটি নবম শ্রেণি (Class IX) -এর পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) [ WB TET, WBCS, PSC, WB JEXPO, ANM GNM, JENPAS BHA, Railway Group-D, RRB NTPC,West Bengal Police, Kolkata Police , CHSL,CGL,নার্সিং ভর্তি, Etc.] জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরি না করে মক টেস্টে অংশগ্রহণ করুন এবং নিজেকে যাচাই করুন ।
Separation of Components of Mixtures Mock Test in Bengali| মিশ্রণের উপাদানের পৃথকীকরণ অধ্যায়ের মক টেস্ট(MCQ প্রশ্ন-উত্তর)
Q1. কালির মিশ্রণের উপাদানগুলিকে পৃথক করা যায় –
- আস্রাবণ প্রক্রিয়ায়
- পরিস্রাবণ প্রক্রিয়ায়
- আংশিক পাতন প্রক্রিয়ায়
- পেপার ক্রোমাটোগ্রাফির সাহায্যে
পেপার ক্রোমাটোগ্রাফির সাহায্যে
Q2. দুটি অমিশ্রণীয় তরলকে পৃথক করা যায় যে প্রক্রিয়ার সাহায্যে তা হল –
- পাতন
- সেপারেটরি ফানেল
- পরিস্রাবণ
- আংশিক পাতন
সেপারেটরি ফানেল
Q3. পেট্রোলিয়াম পরিশোধনে পাওয়া যায় না –
- কেরোসিন
- ন্যাপথা
- আলকাতরা
- বিটুমিন
আলকাতরা
Q4. পেট্রোলিয়াম শোধনে ব্যবহৃত হয় –
- NaOH
- HCl
- Ca(OH)2
- HNO3
NaOH
Q5. তরলের উপরিতলের চাপ কমালে –
- স্ফুটনাঙ্ক কমে
- স্ফুটনাঙ্ক বাড়ে
- স্ফুটনাঙ্ক একই থাকে
- কোনোটিই নয়
স্ফুটনাঙ্ক কমে
Q6. কোন মিশ্রণটিকে আংশিক পাতন প্রক্রিয়ায় পৃথক করা যায় ?
- জল + ইথাইল অ্যালকোহল
- জল + কেরোসিন
- জল + ক্লোরোফর্ম
- জল + বেঞ্জিন
জল + ইথাইল অ্যালকোহল
Q7. মিথাইল অ্যালকোহল এবং ইথাইল অ্যালকোহলের স্ফুটনাঙ্ক যথাক্রমে 64.5°C এবং 78°C হলে , এদের মিশ্রণকে পৃথক করা যায় –
- উর্ধ্বপাতন পদ্ধতিতে
- পাতন পদ্ধতিতে
- সেপারেটরি ফানেলের সাহায্যে
- আংশিক পাতন পদ্ধতিতে
আংশিক পাতন পদ্ধতিতে
Q8. বালি ও নিশাদল পৃথক করা যায় যে পদ্ধতিতে সেটি হল –
- আস্রাবণ
- উর্ধ্বপাতন
- সেন্ট্রিফিউগেশন
- কোমাটোগ্রাফি
উর্ধ্বপাতন
Q9. দুধ থেকে সর পৃথক করা হয় –
- অধক্ষেপন দ্বারা
- উর্ধ্বপাতন -এর দ্বারা
- সেন্ট্রিফিউজ যন্ত্রের দ্বারা
- পাতন -এর দ্বারা
সেন্ট্রিফিউজ যন্ত্রের দ্বারা
Q10. আংশিক পাতনে তরল দুটির স্ফুটনাঙ্কের পার্থক্য হয় –
- 10°C
- 50°C
- 25°C
- 100°C
25°C
Q11. পেট্রোলিয়াম মূলত –
- C1 – C40 -এর মিশ্রণ
- C1 – C15-এর মিশ্রণ
- শুধুমাত্র C40
- কোনোটিই নয়
C1 – C40 -এর মিশ্রণ
Q12. সর্বজনীন বা বহুমুখী দ্রাবক –
- অ্যাসিড
- অ্যালকোহল
- ইথার
- জল
জল
Q13. PPM -এর পুরো নাম –
- Parts Per Million
- Parts Per Meters
- Particle Million
- Percent Million
Parts Per Million
Q14. পেট্রোলিয়াম গ্যাসে C সংখ্যার পাল্লা
- C5-C7
- C20-C30
- C15-C18
- C1-C4
C1-C4
Q15.কাদা ও জলের পৃথকীকরণ পদ্ধতি হল –
- পাতন
- আংশিক পাতন
- বিয়োজী ফানেল
- পরিস্রাবন
পরিস্রাবন
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি দেখুনঃ
নবম শ্রেণীর সকল বিষয়ের অনলাইন মক টেস্ট