WBBSE Class 7 Koshe Dekhi 21|চতুর্ভুজ অঙ্কন কষে দেখি 21 ক্লাস 7|নিজে করি 21.1,21.2,21.3,21.4 এবং 21.5| সপ্তম শ্রেণি গণিতপ্রভা বইয়ের অধ্যায় 21 সমাধান | চতুর্ভুজ অঙ্কনের শর্ত – সামান্তরিক অঙ্কন, আয়তক্ষেত্র অঙ্কন,রম্বস অঙ্কন , বর্গক্ষেত্র অঙ্কন
চতুর্ভুজ অঙ্কন করার জন্য প্রয়োজনীয় শর্ত
(i) চারটি বাহুর দৈর্ঘ্য ও একটি কর্ণের দৈর্ঘ্য জানা
(ii) চারটি বাহুর দৈর্ঘ্য ও একটি কোণের মাপ জানা
(iii) তিনটি বাহুর দৈর্ঘ্য ও দুটি অন্তর্ভূক্ত কোণের মাপ জানা
(iv) দুটি সন্নিহিত বাহু ও তিনটি কোণের মাপ জানা ।
(v) যখন কোনো বিশেষ ধর্ম জানা আছে । [যেমন- বর্গক্ষেত্রের একটি কর্ণের দৈর্ঘ্য , রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য , আয়তক্ষেত্রের সন্নিহিত বাহুর দৈর্ঘ্য ইত্যাদি ]
WBBSE Class 7 Koshe Dekhi 21|চতুর্ভুজ অঙ্কন কষে দেখি 21 ক্লাস 7|নিজে করি 21.1,21.2,21.3,21.4 এবং 21.5| সপ্তম শ্রেণি গণিতপ্রভা বইয়ের অধ্যায় 21 সমাধান | চতুর্ভুজ অঙ্কনের শর্ত – সামান্তরিক অঙ্কন, আয়তক্ষেত্র অঙ্কন,রম্বস অঙ্কন , বর্গক্ষেত্র অঙ্কন
নিজে করি-21.1
1. আমি একটি চতুর্ভুজ REST আঁকি যার RE= 6 সেমি. ES =4.5 সেমি. , ST = 5 সেমি. , TR=5.5 সেমি. এবং ET= 7.5 সেমি. ।
2. আমি একটি সামান্তরিক অঙ্কন করি যার সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 5 সেমি. ও 8 সেমি. এবং কর্ণের দৈর্ঘ্য 10 সেমি.
3. আমি একটি খসড়া ছবি করে দেখি LAND চতুর্ভুজটি আঁকা সম্ভব কিনা , যেখানে LA = 4 সেমি. , AN =5 সেমি. , ND = 4 সেমি. , DL = 6.5 সেমি. এবং AD =10 সেমি. ।
4. আমি একটি রম্বস আঁকি যার একটি বাহুর দৈর্ঘ্য 10 সেমি. । [ সংকেত- রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান ]
WBBSE Class 7 Koshe Dekhi 21|চতুর্ভুজ অঙ্কন কষে দেখি 21 ক্লাস 7
নিজে করি-21.2
1. একটি চতুর্ভুজ GOLD আঁকি যার দুটি কর্ণ GL = 8 সেমি. ও DO =10 সেমি. এবং অপর তিনটি বাহু GO = 6 সেমি. , OL=5 সেমি. ও DL = 5.6 সেমি. । GD –এর দৈর্ঘ্য স্কেল দিয়ে মেপে লিখি ।
2. একটি রম্বস REST আঁকি যার RS = 6.8 সেমি. এবং ET = 7.2 সেমি.
নিজে করি-21.3
1. একটি চতুর্ভুজ LAND আঁকি যার LA =6.5 সেমি. , AN =4.5 সেমি. , ND = 4 সেমি. , DL =3.5 সেমি. , ∠LAN = 45˚
2. একটি সামান্তরিক GATE আঁকি যার সন্নিহিত বাহু দুটি GA = 7 সেমি. ও AT = 5 সেমি. এবং ∠GAT =45˚
3. আমি একটি আয়তক্ষেত্র RICH আঁকি যার RI = 4 সেমি. এবং CI = 4.5 সেমি. ।
4. একটি রম্বস আঁকি যার একটি কোণ 60˚ এবং প্রতিটি কোণ 6.5 সেমি. ।
5. একটি বর্গক্ষেত্র PATH আঁকি যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 8 সেমি. ।
নিজে করি-21.4
একটি চতুর্ভুজ PLAN আঁকি যার PL = 4.6 সেমি. , LA = 5.5 সেমি. , AN =5 সেমি. এবং ∠PLA =60˚ ও ∠LAN =90˚
নিজে করি- 21.5
একটি চতুর্ভুজ HEAR আঁকি যার HE =5 সেমি. , RH =6.8 সেমি. ∠HEA =120˚ ও ∠HRA = 70˚
WBBSE Class 7 Koshe Dekhi 21|চতুর্ভুজ অঙ্কন কষে দেখি 21 ক্লাস 7
কষে দেখি – 21
মনে মনে ভেবে লিখি
1. (a) একটি চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য জানা থাকলে চতুর্ভুজটি আঁকতে পারব কিনা দেখি ।
(b) একটি নির্দিষ্ট সামান্তরিক আঁকতে কমপক্ষে কি কি তথ্য দরকার ?
(c ) একটি নির্দিষ্ট বর্গক্ষেত্র আঁকতে কমপক্ষে কী তথ্য দরকার ?
(d) একটি নির্দিষ্ট আয়তক্ষেত্র আঁকতে কমপক্ষে কী কী তথ্য দরকার ?
(e) একটি রম্বসের দুটি কর্ণ জানা থাকলে রম্বস আঁকতে পারব কিনা লিখি ।
2. (a) একটি চতুর্ভুজ ABCD আঁকি যার AB =5.2 সেমি. , BC = 6 সেমি. , CD = 4.4 সেমি. , AD = 7 সেমি. এবং AC = 10 সেমি. ।
(b) একটি সামান্তরিক JUMP আঁকি যার JU = 5.2 সেমি. , UM =4.8 সেমি. এবং JM =7 সেমি. ।
(c ) একটি রম্বস PQRS আঁকি যার PQ = 5.4 সেমি. এবং PR = 8 সেমি.
(d) একটি চতুর্ভুজ PQRS আঁকি যার PQ = 7সেমি. , QR = 6.5 সেমি. , RS = 5.2 সেমি. , SP =4.4 সেমি. এবং ∠PQR = 60˚
WBBSE Class 7 Koshe Dekhi 21|চতুর্ভুজ অঙ্কন কষে দেখি 21 ক্লাস 7
(e ) একটি রম্বস BEST আঁকি যার BS =6.8 সেমি. এবং ET = 5.8 সেমি. ।
(f) একটি বর্গক্ষেত্র DEAR আঁকি যার DE = 5.2 সেমি.
(g) একটি আয়তক্ষেত্র READ আঁকি যার RE = 6 সেমি. এবং EA = 5 সেমি.
(h) একটি চতুর্ভুজ SAND আঁকি যার SA = 5.6 সেমি. , AN = 4.5 সেমি. , ∠ASD =45˚ ,∠SAN =75˚ , ∠AND = 110˚
3. (a) একটি সামান্তরিক LAND আঁকি যার LA = 6.6 সেমি. , AN = 5.4 সেমি. ও ∠LAN = 45˚
(b) একটি রম্বস HOME আঁকি যার ∠HOM = 60˚ এবং HO = 6 সেমি. ।
(c) একটি রম্বস ROAD আঁকি যার RO = 8 সেমি. এবং OD = 6 সেমি.
(d) একটি বর্গক্ষেত্র TRAM আঁকি যার TA = 6 সেমি. ।
(e) একটি আয়তক্ষেত্র ABCD আঁকি যার AC = 5 সেমি. এবং ∠BAC = 30˚
WBBSE Class 7 Koshe Dekhi 21|চতুর্ভুজ অঙ্কন কষে দেখি 21 ক্লাস 7