Ganit Prabha Class 7 Koshe Dekhi 10|আসন্ন মান কষে দেখি ১০, নিজে করি-১০.১, নিজে করি -১০.২

Ganit Prabha Class 7 Koshe Dekhi 10|গণিতপ্রভা সপ্তম শ্রেণি (ক্লাস -৭) অধ্যায় -১০ আসন্ন মান কষে দেখি ১০, নিজে করি-১০.১, নিজে করি -১০.২|WBBSE Class 7 (VII) Math Solution Of Chapter 10 Koshe Dekhi 10.1,Nije Kori-10.1, Nije Kori-10.2

Important Links

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন গণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন গণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধান WBBSE Official Site

Ganit Prabha Class 7 Koshe Dekhi 10|গণিতপ্রভা সপ্তম শ্রেণি (ক্লাস -৭) অধ্যায় -১০ আসন্ন মান কষে দেখি ১০, নিজে করি-১০.১, নিজে করি -১০.২|WBBSE Class 7 (VII) Math Solution Of Chapter 10 Koshe Dekhi 10.1,Nije Kori-10.1, Nije Kori-10.2

কষে দেখি -10

1.3 টাকা  7 জন ছেলে মেয়েদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিই।হিসাব করে দেখি প্রত্যেকে কত পয়সা করে পাবে । ( দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে) ।এবার 7 জনের মোট টাকা হিসাব করে দেখি মোট টাকা 3 টাকার কত কম বা কত বেশি হয় ।

সমাধান ঃ

3 টাকা = 300 পয়সা   

∴  প্রত্যেকে পাবে = 300 /7 পয়সা = 42.8571….. পয়সা

42.8571  এর দুই দশমিক স্থান পর্যন্ত আসন্নমান  42.86

∴ প্রত্যেকে 42.86 পয়সা করে পাবে ।

আবার 7 জনের মোট টাকা = 42.86 × 7 পয়সা = 300.02 পয়সা

∴  মোট টাকা 3 টাকার থেকে (300.02 – 300 ) পয়সা = 0.02 পয়সা বেশি হয় ।

2 . আমি 22 টাকা  8 জন ছেলে 7 জন মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়ার চেষ্টা  করি হিসাব করে দেখি প্রত্যেকে প্রায় কত পয়সা পাবে   ( দুই দশমিক স্থান পর্যন্ত আসন্নমানে)

আরও হিসাব করে দেখি 8  জন ছেলে মোট কত পেলো ও 7  জন মেয়ে মোট কত টাকা পেলো । 8 জন ছেলে ও 7  জন মেয়ে  মিলে মোট কত টাকা পেল হিসাব করি ও দেখি এই মোট টাকা 22  টাকার কত বেশি বা কত কম ।

সমাধান:

22  টাকা = 2200 পয়সা

মোট ছেলে এবং মেয়েদের  সংখ্যা  = ( 8+7 ) জন = 15 জন

∴ প্রত্যেকে পাবে  = (220015 ÷ 15) পয়সা  = 146.66666…… পয়সা

146.66666……  এর  দুই দশমিক স্থান পর্যন্ত আসন্নমান 146.67

∴ প্রত্যেকে প্রায় 146.67 পয়সা  করে পাবে ।

8 জন ছেলে মোট টাকা পেল  = 146.67 × 8 পয়সা = 1173.36 পয়সা = 11.73 টাকা

7 জন মেয়ে মোট টাকা পেল  = 146.67 × 7 পয়সা

                                 =1026.69 পয়সা

                                 = 10.27 টাকা

∴  8 জন ছেলে ও 7 জন মেয়ে মিলে মোট  পেল = (11.73 +10.27) টাকা = 22 টাকা

∴  এই টাকা 22 টাকার সমান ।

3 .  আলো 1 সেকেন্ডে যায় 186000  মাইল আবারমাইল = 1.6093 কিমি. আলো 1 সেকেন্ডে যতদূর যায় তা কিলোমিটারে আসন্ন মানে প্রকাশ করি  ( তিন দশমিক স্থান পর্যন্ত আসন্নমানে)

সমাধান:

1 মাইল = 1.6093 কিমি.

∴ 186000 মাইল = 1.6093 × 186000 কিমি.= 299329.8 কিমি. ≈ 299330 কিমি.

4 . 0.997  এর দুই দশমিক স্থান পর্যন্ত আসন্নমান লিখি

সমাধান:

 0.997  এর দুই দশমিক স্থান পর্যন্ত আসন্নমান 1 ।

5. শূন্যস্থানপূরণকরি–

সংখ্যাসংখ্যাটির দশমিকের আগে পূর্ণসংখ্যাসংখ্যাটির দশমিকের আগে পূর্ণসংখ্যায় আসন্নমানসংখ্যাটির এক দশমিক স্থান পর্যন্ত প্রকৃতমানসংখ্যাটির এক দশমিক স্থান পর্যন্ত আসন্নমানসংখ্যাটির দুই দশমিক স্থান পর্যন্ত প্রকৃতমানসংখ্যাটির দুই দশমিক স্থান পর্যন্ত আসন্নমানসংখ্যাটির তিন দশমিক স্থান পর্যন্ত প্রকৃতমানসংখ্যাটির তিন দশমিক স্থান পর্যন্ত আসন্নমান
54.7049545554.754.7054.7054.7054.70454.705
35.62668353635.635.635.6235.6335.62635.627
2.00065222.02.02.002.002.0002.001
0.06251000.00.10.060.060.0620.0626
0.00626000.00.00.000.010.00600.006

6.  নীচের ভগ্নাংশ গুলির দুই , তিন ও চার দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখি –

(i) 22/7

সমাধানঃ

 Ganit Prabha Class 7 Koshe Dekhi 10|গণিতপ্রভা সপ্তম শ্রেণি (ক্লাস -৭) অধ্যায় -১০ আসন্ন মান কষে দেখি ১০, নিজে করি-১০.১, নিজে করি -১০.২|WBBSE Class 7 (VII) Math Solution Of Chapter 10 Koshe Dekhi 10.1,Nije Kori-10.1, Nije Kori-10.2

3.14285…… এর  দুই দশমিক স্থান পর্যন্ত আসন্নমান  3.14

3.14285……এর তিন দশমিক স্থান পর্যন্ত আসন্নমান 3.143

3.14285. ……এর চার দশমিক স্থান পর্যন্ত আসন্নমান 3.1429

(ii) 3/14

সমাধানঃ

0.21428…… এর  দুই দশমিক স্থান পর্যন্ত আসন্নমান  0.21

0.21428 …….. এর  তিন দশমিক স্থান পর্যন্ত আসন্নমান  0.214

0.21428…….. এর  চার দশমিক স্থান পর্যন্ত আসন্নমান 0.2143 

Ganit Prabha Class 7 Koshe Dekhi 10|গণিতপ্রভা সপ্তম শ্রেণি (ক্লাস -৭) অধ্যায় -১০ আসন্ন মান কষে দেখি ১০, নিজে করি-১০.১, নিজে করি -১০.২|WBBSE Class 7 (VII) Math Solution Of Chapter 10 Koshe Dekhi 10.1,Nije Kori-10.1, Nije Kori-10.2

(iii)  1/5

সমাধান:

0.2 এর  দুই দশমিক স্থান পর্যন্ত আসন্নমান  0.20

0.2    এর  তিন দশমিক স্থান পর্যন্ত আসন্নমান  0.200

0.2    এর  দুই দশমিক স্থান পর্যন্ত আসন্নমান 0.2000

(iv)  47 / 57

সমাধান:

0.82456 ……এর  দুই দশমিক স্থান পর্যন্ত আসন্নমান  0.82

0.82456 ……এর  তিন দশমিক স্থান পর্যন্ত আসন্নমান  0.825

0.82456 ……এর  চার দশমিক স্থান পর্যন্ত আসন্নমান  0.8246

7 .  নীচের সংখ্যাগুলির লক্ষ , সহস্র শতকে আসন্নমান লিখি

মূল সংখ্যালক্ষে আসন্নমানসহস্রে আসন্নমানশতকে আসন্নমান
2678945270000026790002678900
3124487310000031240003124500
1356921140000013570001356900

8. আসন্নমানের ব্যবাহারিক প্রয়োগ

(i) 11 টা 9 মিনিট 40  সেকেন্ডকে আসন্নমানে কত বলি [ মিনিটে ] ?

সমাধান ঃ

ii) জুতোর দাম 99.99  টাকা লেখা থাকলে আসন্নমানে জুতোর দাম কত ধরি ?

সমাধান

99.99 টাকা  100 টাকা

∴  99.99  টাকা লেখা থাকলে আসন্নমানে জুতোর দাম  100 টাকা ।

(iii) একটি রেখাংশের দৈর্ঘ্য  1.59  সেমি. হলে , আসন্নমানে রেখাংশটির দৈর্ঘ্য কত ধরি ?

সমাধান ঃ

1.59 সেমি.  1.6 সেমি.

∴  আসন্নমানে রেখাংশটির দৈর্ঘ্য 1.6 সেমি. ।

(iv)  মুদির দোকানে পোস্ত কিনতে দিয়ে ওজন  মাপার  মেশিনে দেখলাম 102 গ্রাম দোকানদার আসন্নমানে  কত গ্রাম জিনিসের দাম নেয় তা লিখি

সমাধান ঃ

102 গ্রাম  = 100 গ্রাম

দোকানদার আসন্নমানে  100 গ্রাম জিনিসের দাম নেয়  ।

নিজে করি 10.1

1. নীচের ভগ্নাংশগুলির  দুই , তিন ও চার দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে প্রকাশ করিঃ

(i) 13/17

(ii) 19/29

সমাধানঃ

দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান – 0.76

তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান – 0.765

চার দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান – 0.7647

দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান- 0.66

তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান – 0.655

চার দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান – 0.6552

Ganit Prabha Class 7 Koshe Dekhi 10|গণিতপ্রভা সপ্তম শ্রেণি (ক্লাস -৭) অধ্যায় -১০ আসন্ন মান কষে দেখি ১০, নিজে করি-১০.১, নিজে করি -১০.২|WBBSE Class 7 (VII) Math Solution Of Chapter 10 Koshe Dekhi 10.1,Nije Kori-10.1, Nije Kori-10.2

নিজে করি -10.2

নীচের সংখ্যার দশক , শতক , হাজার   অযুত স্থান পর্যন্ত আসন্নমান লিখি

মূল সংখ্যা দশক স্থান পর্যন্ত শতক স্থান পর্যন্ত হাজার স্থান পর্যন্ত  অযুত স্থান পর্যন্ত
452167452170452200452000450000
784062784060784100784000780000

ধন্যবাদ । আমাদের এই POST আপনাদের ভালো লাগলে SHARE করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পেতে আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ।

Leave a Comment

error: Content is protected !!