Ganit Prabha Class 7 Koshe Dekhi 2.1|অনুপাত কষে দেখি ২.১

Ganit Prabha Class 7 Koshe Dekhi 2.1|অনুপাত কষে দেখি ২.১| গণিতপ্রভা সপ্তম শ্রেণি (ক্লাস ৭) কষে দেখি ২.১ অনুপাত সমাধান|WBBSE Class 7 Math Solution Of Chapter 2 Ratio Exercise 2.1|West Bengal Board Class 7 (Seven) Math Koshe Dekhi 2.1

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ ্নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন

WBBSE OFFICIAL SITE

CLICK HERE TO DOWNLOAD WBBSE AND WBCHSE e-BOOKS PDF

Ganit Prabha Class 7 Koshe Dekhi 2.1|অনুপাত কষে দেখি ২.১| গণিতপ্রভা সপ্তম শ্রেণি (ক্লাস ৭) কষে দেখি ২.১ অনুপাত সমাধান|WBBSE Class 7(VII)Math Solution Of Chapter 2 Ratio Exercise 2.1|West Bengal Board Class 7(Seven) Math Koshe Dekhi 2.1

কষে দেখি -2.1

1. 1কিগ্রা. চালের দাম 40 টাকা ও 1 কিগ্রা ডালের দাম 100 টাকা । চাল ও ডালের দামের অনুপাত কত হিসাব করি ।

সমাধানঃ চাল ও ডালের দামের অনুপাত = 40:100 = 2:5

2.∠BAC: ∠ABC: ∠ACB= কত ?

Ganit Prabha Class 7 Koshe Dekhi 2.1|অনুপাত কষে দেখি ২.১| গণিতপ্রভা সপ্তম শ্রেণি (ক্লাস ৭) কষে দেখি ২.১ অনুপাত সমাধান|WBBSE Class 7(VII)Math Solution Of Chapter 2 Ratio Exercise 2.1|West Bengal Board Class 7(Seven) Math Koshe Dekhi 2.1

সমাধানঃ ∠BAC: ∠ABC: ∠ACB = 60:50:70  =6:5:7

3. 1টি পেন্সিলের দাম 3টাকা ও 1টি লজেন্সের দাম 50  পয়সা । 1টি পেনসিল ও 1টি লজেন্সের দামের অনুপাত করে লিখি ।

সমাধানঃ 1টি পেন্সিলের দাম = 3 টাকা = 3×100 পয়সা = 300 পয়সা এবং 1টি লজেন্সের দাম = 50 পয়সা

∴ 1টি পেনসিল ও 1টি লজেন্সের দামের অনুপাত = 300:50 = 6:1

4. একটি আধুলি, একটি এক টাকা ও একটি দু-টাকার মুদ্রার মূল্যের  অনুপাত লিখি ।

সমাধানঃ 1 টি আধুলি = 50 পয়সা , 1টাকা = 100 পয়সা , 2টাকা = 2×100 পয়সা = 200 পয়সা

∴ একটি আধুলি, একটি এক টাকা ও একটি দু-টাকার মুদ্রার মুল্যের অনুপাত = 50:100:200= 1:2:4

5. উমার বয়স 12 বছর 6 মাস, রাতুলের বয়স 12 বছর 4 মাস ও নুরজাহানের বয়স 12 বছর হলে, ওদের তিনজনের বয়েসের অনুপাত কত লিখি ।

সমাধানঃ উমার বয়স = 12 বছর 6 মাস= (12×12+6) মাস = (144+6) মাস = 150 মাস

রাতুলের বয়স = 12 বছর 4 মাস= (12×12+4) মাস = (144+4) মাস = 148 মাস      

নুরজাহানের বয়স = 12 বছর= 12×12 মাস = 144 মাস

∴ ওদের তিনজনের বয়েসের অনুপাত 150:148:144 =75:74:72

6. সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত লিখি ।

সমাধানঃ ধরি, ABC একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ

যার ∠BAC=90, AB=AC

এবং ∠ABC=∠ACB=450

∴ সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত

=∠ABC : ∠BAC : ∠ACB

= 90 : 45 : 45

=2 : 1 : 1

অথবা , সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত

= ∠ACB : ∠ABC : ∠BAC

= 45 : 90 : 45

= 1:2:1

অথবা , সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত

= ∠ACB : ∠BAC : ∠ABC

= 45 :45 :90

= 1:1:2

Ganit Prabha Class 7 Koshe Dekhi 2.1|অনুপাত কষে দেখি ২.১

7.সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত লিখি ।

সমাধানঃ ধরি, ABC একটি সমবাহু ত্রিভুজ

∴ AB=BC=CA

∴ সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর অনুপাত =AB : BC : CA = AB : AB : AB = 1 : 1 : 1

8.পুলকবাবু ও মানিকবাবুর বয়সের অনুপাত 7:9; মানিকবাবুর বয়স 72 বছর হলে, পুলকবাবুর বয়স হিসাব করে লিখি ।

সমাধানঃ  পুলকবাবু ও মানিকবাবুর বয়সের অনুপাত 7:9

9. দুটি বইয়ের দামের অনুপাত 2:5; প্রথম বইটির দাম 32.20 টাকা হলে, দ্বিতীয় বইটির দাম হিসাব করে লিখি।

সমাধানঃ  দুটি বইয়ের দামের অনুপাত 2:5

∴ প্রথম বইটির দাম : দ্বিতীয় বইটির দাম = 2:5

10 . বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত 22:7; যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 2 মিটার 1 ডেসিমিটার, সেই বৃত্তের পরিধি হিসাব করে লিখি ।

সমাধানঃ  বৃত্তের ব্যাস = 2 মিটার 1 ডেসিমিটার = (2✕10+1) ডেসিমিটার = (20+1) ডেসিমিটার = 21 ডেসিমিটার

বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত 22:7

11. আমাদের সপ্তম শ্রেণিতে 150  জনের মধ্যে 90 জন ও ষষ্ঠ শ্রেণিতে 140 জনের মধ্যে 80 জন অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে ।অনুপাতে প্রকাশ করে দেখি কোন শ্রেণিতে প্রতিযোগী বেশি ।

12. দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং সংখ্যাদুটির গ. সা. গু. 13 হলে সংখ্যাদুটি কি কি ?

সমাধানঃ দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং সংখ্যাদুটির গ. সা. গু. 13

∴ প্রথম সংখ্যাটি হল 5✕13=65 এবং দ্বিতীয় সংখ্যাটি হল 7✕13=91

ধন্যবাদ । এই POST টি ভালো লাগলে SHARE করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন।

Leave a Comment

error: Content is protected !!