[পুঁইমাচা] WB HS Class 11 Bengali MCQ Mock Test For Semester-1| উচ্চমাধ্যমিক একাদশ শ্রেণি বাংলা MCQ মক টেস্ট

WB HS Class 11 Bengali MCQ Mock Test For Semester-1 || উচ্চমাধ্যমিক একাদশ শ্রেণি বাংলা MCQ প্রশ্ন উত্তর || পুঁইমাচা গল্পের MCQ প্রশ্ন উত্তর || পুঁইমাচা গল্পের MCQ মক টেস্ট || Puin Macha MCQ

WB HS Class 11 Bengali MCQ Mock Test For Semester-1|| উচ্চমাধ্যমিক একাদশ শ্রেণি বাংলা MCQ প্রশ্ন উত্তর || পুঁইমাচা গল্পের MCQ প্রশ্ন উত্তর || পুঁইমাচা গল্পের MCQ মক টেস্ট || Puin Macha MCQ

১. ‘দিদি বড় ভালবাসত…..’ –বক্তা কে ?

  • খেন্তি
  • অন্নপূর্ণা
  • পুঁটি
  • রাধী

পুঁটি

২. ‘অত ঘন করে ফেললে কেন ?’ – বক্তা কে ?

  • ক্ষেন্তি
  • অন্নপূর্ণা
  • পুঁটি
  • রাধী

রাধী

৩. সহায়হরি মেয়ের বিয়ে ঠিক হয়েছিল যার ছেলের সঙ্গে –

  • শ্রীমন্ত মজুমদার
  • শ্রীমন্ত মিত্র
  • অনাদি মজুমদার
  • শ্রীমন্ত বাড়ুজ্জে

শ্রীমন্ত মজুমদার

৪. ‘পুঁই মাচা’ গল্পটি প্রথম কত বঙ্গাব্দে প্রকাশিত হ্য ?

  • ১৩৩৪
  • ১৩৩৫
  • ১৩৩১
  • ১৩৩২

১৩৩১

৫. অন্নপূর্ণার অভিযোগ অনুযায়ী, সহায়হরি সারাদিন কোথায় ঘরে বেড়ান ?

  • বামুন আর তেলি পাড়ায়
  • বামুন আর বাগদি পাড়ায়
  • দুলে আর বাগদি পাড়ায়
  • তেলি আর বাগদি পাড়ায়

দুলে আর বাগদি পাড়ায়

৬. ‘পুইমাচা’ গল্পটির একেবারে শুরুতে যে সময়কালের বর্ণনা আছে , তা –

  • গ্রীষ্মকাল
  • বর্ষাকাল
  • শীতকাল
  • বসন্তকাল

শীতকাল

৭. ‘পুঁইমাচা’ গল্পের সহায়হরি চাটুজ্যের ছোট মেয়ের নাম কি ?

  • রাধী
  • ক্ষেন্তি
  • পুঁটি
  • দুর্গা

পুঁটি

৮. ‘পুঁই মাচা’ গল্পের সহায়হরি চাটুজ্যের মেজোমেয়ের নাম কী ?

অথবা

‘পুঁই মাচা’ গল্পের অন্নপূর্ণার মেজোমেয়ের নাম কী ?

  • ক্ষেন্তি
  • পুঁটি
  • রাধী
  • দুর্গা

রাধী

৯. ‘পুঁই মাচা’ গল্পটি গল্পগ্রন্থের অন্তর্ভূক্ত হয়ে প্রকাশ হয় –

  • শ্রাবণ ১৩৩৮ বঙ্গাব্দে
  • মাঘ ১৩৩১ বঙ্গাব্দে
  • শ্রাবণ ১৩৩১ বঙ্গাব্দে
  • মাঘ ১৩৩৮ বঙ্গাব্দে

শ্রাবণ ১৩৩৮ বঙ্গাব্দে

১০. পুঁই মাচা গল্পটি গল্প গ্রন্থের অন্তর্ভূক্ত হয়ে প্রথমবার প্রকাশিত হয় যে প্রকাশনা সংস্থা থেকে –

  • কাত্যায়নী বুকস্টল
  • শ্রীগুরু লাইব্রেরি
  • বরেন্দ্র লাইব্রেরি
  • মিত্র ও ঘোষ

বরেন্দ্র লাইব্রেরি

১১. পুঁই মাচা গল্পটি প্রথম প্রকশিত হয়েছিল কোণ পত্রিকায় ?

  • সবুজপত্র
  • প্রবাসী
  • বিচিত্রা
  • ভারতী

প্রবাসী

১২. ক্ষেন্তির সম্পর্কে নীচের কোনটি শ্বশুর বাড়িতে বলা হত ?

  • বড়ো অহংকারী মেয়ে
  • গতর নাড়ায় না
  • ছোটলোকের মেয়ের মতন চলে
  • নিজেকে নবাব নন্দিনী মনে করে

ছোটলোকের মেয়ের মতন চলে

১৩. পরমেশ্বর চাটুজ্যের নামে বাঘে গোরুতে এক ঘাটে জল খেত –

  • সিরাজের আমলে
  • মহারাজ কৃষ্ণচন্দ্রের আমলে
  • নীলকুঠির আমলে
  • ক্লাইভের আমলে

নীলকুঠির আমলে

১৪. অন্নপূর্ণা চালের গুঁড়োর গোলা তৈরি করছিল –

  • পাটিসাপটার জন্য
  • সরুচাকলি পিঠের জন্য
  • রসবড়ার জন্য
  • গোকুল পিঠের জন্য

সরুচাকলি পিঠের জন্য

১৫. বসন্ত হওয়ার পর ক্ষেন্তিকে রেখে আসা হয়েছিল –

  • তার বাবার বাড়িতে
  • টালায় সহায়হরির দূর সম্পর্কের এক বোনের বাড়িতে
  • গ্রামের মন্দিরের সামনের উঠোনে
  • গঙ্গার ধারে

টালায় সহায়হরির দূর সম্পর্কের এক বোনের বাড়িতে

১৬. “ কিছুক্ষণ সেই দুজনের কোনো কথা শোনা গেল না । “ –এই দুজন হল –

  • সহায়হরি –অন্নপূর্ণা
  • সহায়হরি – বিষ্ণু সরকার
  • সহায়হরি –ক্ষেন্তি
  • ক্ষেন্তি –পুঁটি

সহায়হরি – বিষ্ণু সরকার

১৭. ক্ষেন্তির বিয়ের বরপণ বাকি ছিল –

  • একশো টাকা
  • আড়াইশো টাকা
  • তিনশো টাকা
  • হাজার টাকা

আড়াইশো টাকা

১৮. প্রথম পিঠে পুঁটি যাকে দিয়ে আসতে চেয়েছিল –

  • ষাঁড়া ষষ্ঠীকে
  • অন্নপূর্ণার মন্দিরে
  • শীতলে ষষ্ঠীর থানে
  • মানিক পীরের মাজারে

ষাঁড়া ষষ্ঠীকে

১৯. ষাঁড়া গাছের ঝোপের মাথায় ছিল –

  • তেলাকুচো লতার খোল
  • টুনটুনি পাখির বাসা
  • চিলের ডাল
  • অন্ধকারের জটা

তেলাকুচো লতার খোল

২০. পুঁটি ভয় পেয়েছিল –

  • শিয়ালের ডাকে
  • বাঁশবনের নিস্তব্ধতায়
  • রাধীর চিৎকারে
  • মেঘে ডাকার কারণে

বাঁশবনের নিস্তব্ধতায়

২১. ক্ষেন্তির পোঁতা পুঁই গাছ যেন ছিল –

  • জীবনের একচিলতে বিস্ময়
  • কৈশোরের স্বপ্নের প্রথম বেড়ে ওঠা
  • তিন বোনের মিলিত সম্পর্ক
  • ভরপুর প্রবর্ধমান জীবনের লাবণ্য

ভরপুর প্রবর্ধমান জীবনের লাবণ্য

২২. “পুঁটি অন্যমনস্ক ভাবে হটাৎ বলিয়া উঠিল” –

  • অনেকদিন দিদির বাড়ি যাওয়া হয়নি
  • বাবা ফিরলে একসঙ্গে খাবে
  • তাদের খাওয়াতে গিয়ে মা-র খাওয়া হয় না
  • দিদি পিঠে খেতে খুব ভালবাসত

দিদি পিঠে খেতে খুব ভালবাসত

২৩. জ্যোৎনার আলোয় বাড়ির পিছনের বনে আওয়াজ করছিল –‘

  • একটি শিয়াল
  • একটি কাঠঠোকরা পাখি
  • হুতোম পেঁচা
  • ময়না

একটি কাঠঠোকরা পাখি

২৪. “মার চোখের দিকে চাহিয়া জিজ্ঞাসা করিল”- ক্ষেন্তির প্রশ্ন ছিল –

  • সে দুর্গাদের বাড়ি যাবে কিনা
  • সা আর নারকেল কুরাবে কিনা
  • সে খাওয়ার জন্য একটু নারকেল কোরা নেবে কিনা
  • মা আর কতগুলো পাটিসাপটা করবে

সে খাওয়ার জন্য একটু নারকেল কোরা নেবে কিনা

২৫. ক্ষেন্তির জন্য যে পাত্র ঠিক করা হয়েছিল সে ব্যবসা করে –

  • কাঠের আসবাবপত্রের
  • কয়লা ও গুলের
  • চিংড়ি মাছের
  • সিলেট চুন ও ইটের

সিলেট চুন ও ইটের

WB HS Class 11 Bengali MCQ Mock Test For Semester-1 || উচ্চমাধ্যমিক একাদশ শ্রেণি বাংলা MCQ প্রশ্ন উত্তর || পুঁইমাচা গল্পের MCQ প্রশ্ন উত্তর || পুঁইমাচা গল্পের MCQ মক টেস্ট

২৬. “বার করে নিয়ে আয় ।“ – যা বের করে আনার কথা বলা হয়েছে –

  • জল দেওয়া ভাত
  • গরম ভাত
  • পিঠের পাত্র
  • জলের পাত্র

জল দেওয়া ভাত

২৭. “তোর বাবা তোর বাড়ি যাবে কেন রে ?” – এ কথা বলেছিলেন –

  • বিষ্ণু সরকার
  • কালীময়বাবু
  • ও পাড়ার ঠানদিদি
  • অন্নপূর্ণা

ও পাড়ার ঠানদিদি

২৮. “ডাগর চোখের উপর একটুখানি লাজুক হাসির আভা মাখাইয়া” – এই ডাগর চোখ ছিল –

  • আনন্দপূর্ণ
  • জলভরা
  • বিষাদপূর্ণ
  • দুষ্টুমিতে পূর্ণ

জলভরা

২৯. “ওমা কেমন একটা ধরাধরা গন্ধ”- ক্ষেন্তি যাতে এই গন্ধ পেয়েছিল –

  • পুঁইশাকের চচ্চড়িতে
  • মেটে আলুর তরকারিতে
  • খেঁদির মায়ের তৈরি পাটিসাপটায়
  • মুখুজ্জে বাড়ির পিঠেতে

খেঁদির মায়ের তৈরি পাটিসাপটায়

৩০. “সে অত্যন্ত মানসিক তৃপ্তি অনুভব করিতেছে” – যে কারণে ক্ষেন্তির এই মানসিক তৃপ্তি –

  • মা-র কথা শুনে
  • নারকেল কোরা খেয়ে
  • পাটিসাপটা খেয়ে
  • বাড়িতে পুঁইশাকের চারা পুঁততে পেরে

নারকেল কোরা খেয়ে

৩১. সহায়হরি চাটুজ্যের স্ত্রীর নাম –

  • অন্নপূর্ণা
  • অন্নদা
  • তারাসুন্দরী
  • আন্নাকালী

অন্নপূর্ণা

৩২. “তুমি মনে মনে কি ঠাউরেছ বলতে পার ? –কথাটি বলেছিলেন –

  • অন্নপূর্ণা সহায়হরিকে
  • সহায়হরি অন্নপূর্ণাকে
  • অন্নপূর্ণা ক্ষেন্তিকে
  • সহায়হরি ক্ষেন্তিকে

অন্নপূর্ণা সহায়হরিকে

৩৩. “এই ! আমি বলি না জানি কি ব্যাপার !” – এ কথা বলার সময়ে সহায়হরির কথায় ছিল –

  • ঔদ্ধত্য
  • অহংকার
  • তাচ্ছিল্যের ভাব
  • স্বস্তির ভাব

তাচ্ছিল্যের ভাব

৩৪. “তা এনেছে ছেলে মানুষ খাবে বলে …..” – যা আনার কথা বলা হয়েছে –

  • পুঁইশাক
  • কাঁচা আম
  • চালতা
  • খেজুরের রস

চালতা

৩৫. “…. মাটিতে পড়িয়া গেল ।” – যা মাটিতে পড়ে গিয়েছিল –

  • আমের গুটি
  • বেগুন
  • পুঁইশাকের বোঝা
  • বাতাবি লেবু

পুঁইশাকের বোঝা

WB HS Class 11 Bengali MCQ Mock Test For Semester-1 || উচ্চমাধ্যমিক একাদশ শ্রেণি বাংলা MCQ প্রশ্ন উত্তর || পুঁইমাচা গল্পের MCQ প্রশ্ন উত্তর || পুঁইমাচা গল্পের MCQ মক টেস্ট

৩৬. সহায়হরিকে একঘরে করতে উদ্যোগ নিয়েছিল –

  • কালীময় ঠাকুর
  • কালীধন ঠাকুর
  • বিষ্ণু সরকার
  • শ্রীমন্ত মজুমদার

কালীময় ঠাকুর

৩৭. অন্নপূর্ণা বিন্দু মাত্র আগ্রহ দেখায়নি যে বিষয়ে –

  • স্বামীর কথার উত্তর দিতে
  • বাড়ি থেকে বেরোতে
  • উনুনে রান্না চাপাতে
  • বাটি কিংবা ঘটি বের করে দিতে

বাটি কিংবা ঘটি বের করে দিতে

৩৮. ক্ষেন্তিরা চিংড়ি মাছ কিনেছিল যার কাছ থেকে –

  • গয়াবুড়ি
  • হাজরাবুড়ি
  • পুস্পা জেলেনি
  • সাবিত্রী

গয়াবুড়ি

৩৯. সহায়হরিকে ‘একঘরে’ করার কথা যেখানে আলোচনা করা হয়েছে  –

  • মুখুজ্জেদের চন্ডীমন্ডপে
  • সরকার বাড়িতে
  • চৌধুরীদের চন্ডীমন্ডপে
  • চাটুজ্জেদের বাড়িতে

চৌধুরীদের চন্ডীমন্ডপে

৪০. পুঁইশাকের বোঝা অন্নপূর্ণা খিড়কির পুকুরের ধারে ফেলে দিতে বলেছিলেন –

  • সহায়হরিকে
  • ক্ষেন্তিকে
  • রাধীকে
  • পুঁটিকে

রাধীকে

৪১. ক্ষিপ্ত অন্নপূর্ণার সামনে থেকে তাড়াতাড়ি চলে যাওয়ার সময় সহায়হরির লক্ষ ছিল –

  • বন্ধুর বাড়ি
  • যজমানের বাড়ি
  • খিড়কি দুয়ার
  • দোতলার ঘর  

খিড়কি দুয়ার

WB HS Class 11 Bengali MCQ Mock Test For Semester-1|| উচ্চমাধ্যমিক একাদশ শ্রেণি বাংলা MCQ প্রশ্ন উত্তর || পুঁইমাচা গল্পের MCQ প্রশ্ন উত্তর || পুঁইমাচা গল্পের MCQ মক টেস্ট

৪২. অন্নপূর্ণা সহায়হরি ও মেয়ে একসঙ্গে বলেছিলেন –

  • পাথুরে বোকা
  • বোকা
  • রামবোকা
  • অলস

পাথুরে বোকা

৪৩. “মা , অর্ধেকগুলো কিন্তু আমার একার” – এ কথা ক্ষেন্তি বলেছিল –

  • পয়লা বৈশাখের আগের দিন
  • দুর্গাপুজোর সময়
  • চরক সংক্রান্তির দিন
  • অরন্ধনের আগের দিন

অরন্ধনের আগের দিন

৪৪. “বাকিগুলা কুড়ানো যায় না,” – কুড়োতে না পারার কারণ –

  • সেগুলো নষ্ট হয়ে গিয়েছে
  • ডোবার ধারে ছাইগাদায় ফেলে দেওয়া হয়েছে
  • কাদায় অদৃশ্য হয়ে গেছে
  • কোনো খোঁজ পাওয়া যায়নি

ডোবার ধারে ছাইগাদায় ফেলে দেওয়া হয়েছে

৪৫. আমড়া গাছের দালে ডালে ঘুরে বেড়াচ্ছিল –

  • একটি লম্বা ল্যাজঝোলা ফিঙে পাখি
  • একটি ল্যাজঝোলা হলদে পাখি
  • একটি লম্বা ঠোটবিশিষ্ট কাঠঠোকরা
  • কুচকুচে কালো একটা কাক  

একটি ল্যাজঝোলা হলদে পাখি

৪৬. সহায়হরি ক্ষেন্তিকে যা আনতে বলেছিলেন –

  • কুড়ুল
  • কাটারি
  • কাস্তে
  • শাবল

শাবল

৪৭. “অন্নপূর্ণা যেখানে খানিকক্ষণ থমকিয়া দাঁড়াইলেন ,” – অন্নপূর্ণা দাঁড়িয়েছিলেন যেখানে –

  • বনের মধ্যে কিছু খোঁড়ার আওয়াজ হচ্ছিল
  • একটা সাপ চলে যাচ্ছিল
  • দুর্গা তার জন্য অপেক্ষা করছিল
  • ক্ষেন্তি আর পুঁটিকে যেতে দেখেছিল

বনের মধ্যে কিছু খোঁড়ার আওয়াজ হচ্ছিল

৪৮. “এক্ষুনি যাবো আর আসবো ।“ – ক্ষেন্তি যেখানে যাওয়ার কথা বলা হয়েছে –

  • ফুল তুলতে
  • মুখুজ্জেদের বাড়িতে
  • রায়বাবুদের বাড়িতে
  • স্নান করতে

স্নান করতে

৪৯. সহায়হরি এবং অন্নপূর্ণার ছোটমেয়ের নাম ছিল –

  • রাধী
  • ক্ষেন্তি
  • পুঁটি
  • মান্তু

রাধী

৫০. মুখুজ্জে বাড়ির ছোট মেয়ের নাম ছিল –

  • দুর্গা
  • লক্ষী
  • পুঁটি
  • কেটি

দুর্গা

Important Links

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানWBBSE Official Site
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBJEE ANM GNM Online Mock Test Series
JENPAS (UG) Online Mock Test SeriesWB HS Class 11 Mock Test
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadMadhyamik Online Mock Test Series
RRB Group-D Mock Test in BengaliJEXPO Online Mock Test Series
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।

Leave a Comment

error: Content is protected !!