প্রাণী হরমোন MCQ মক টেস্ট

প্রাণী হরমোন MCQ মক টেস্ট || Animal Hormone MCQ Mock Test in Bengali West Bengal Board -এর দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে প্রাণী হরমোন MCQ মক টেস্ট । এই প্রশ্ন উত্তরগুলো ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, দশম শ্রেণি [WBBSE Class 10] -এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি  হয়েছে। এই প্র্যাকটিস সেটটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা অক্লান্ত পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে প্রশ্নগুলো ক্লাস X-এর সকল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ । ক্লাস 10 -এর জীবন বিজ্ঞান পরীক্ষার প্রাণী হরমোন MCQ প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই প্র্যাকটিস সেট।ক্লাস টেনের জীবন বিজ্ঞানের হরমোন অধ্যায়ের বাছাই করা ৪০ টি MCQ প্রশ্ন উত্তর থেকে থেকে পরীক্ষায় কমন আসার চান্স 99% । জীবন বিজ্ঞান কুইজের এই প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাও ।

দশম শ্রেণি (Class X) -এর পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) [ WB TET, WBCS, PSC, WB JEXPO, ANM GNM, JENPAS BHA, Railway Group-D, RRB NTPC,West Bengal Police, Kolkata Police , CHSL,CGL,MTS , নার্সিং ভর্তি, Etc.] জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্ন উত্তরগুলো।

প্রাণী হরমোন MCQ মক টেস্ট || Animal Hormone MCQ Mock Test in Bengali

১. ভয় পেলে মানুষের কোন হরমোনের ক্ষরণ দ্রুত বৃদ্ধি পায় ?

  • GH
  • GTH
  • থাইরক্সিন
  • অ্যাড্রিনালিন

অ্যাড্রিনালিন

২. অ্যাড্রিনাল গ্রন্থির অপর নাম –

  • সুপ্রা –অপটিক গ্রন্থি
  • সুপ্রারেনাল গ্রন্থি
  • ইনফ্রা অরবিটাল গ্রন্থি
  • প্যারাভেন্ট্রিকুলার গ্রন্থি

সুপ্রারেনাল গ্রন্থি

৩. কোন হরমোনটি GTH-এর অন্তর্গত নয় ?

  • FSH
  • MSH
  • LH
  • ICSH

MSH

৪. সন্তানের জন্মদানের পর মাতৃদুগ্ধ নিঃসরণে যে হরমোনটি সাহায্য করে তার নাম –

  • ACTH
  • FSH
  • LTH
  • ICSH

LTH

৫. অ্যান্টিকিটোজেনিক হরমোন বলা হয় –

  • ইনসুলিনকে
  • গ্লুকাগনকে
  • STH –কে
  • প্রোল্যাকটিনকে

ইনসুলিনকে

৬. কোন হরমোন দ্বারা সারটেলি কোশ নিয়ন্ত্রিত হয় ?

  • LH
  • FSH
  • ADH
  • ICSH

FSH

৭. ব্যাঙ্গাচির রূপান্তরে সাহায্য করে –

  • থাইরক্সিন
  • অ্যাড্রিনালিন
  • ইনসুলিন
  • এপিনেফ্রিন

থাইরক্সিন

৮. কোন হরমোনটি টেস্টস্টেরন ক্ষরণে সাহয্য করে ?

  • FSH
  • LH
  • ICSH
  • ADH

ICSH

৯. প্রেগনেন্সি হরমোন নামে পরিচিত কোন হরমোন ?

  • ইস্ট্রোজেন
  • রিল্যাক্সিন
  • HCG
  • প্রোজেস্টেরন

প্রোজেস্টেরন

১০. কোন হরমোনকে ক্যালোরিজেনিক হরমোন বলে ?

  • থাইরক্সিন
  • অ্যাড্রিনালিন
  • ইনসুলিন
  • গ্রোথ

থাইরক্সিন

১১. কোনটি মিশ্রগ্রন্থি নয় ?

  • থাইরয়েড
  • অগ্নাশয়
  • ডিম্বাশয়
  • শুক্রাশয়

থাইরয়েড

১২. ADH –এর অপর নাম –

  • অক্সিটোসিন
  • ভেসোপ্রোসিন
  • ইনসুলিন
  • অ্যাড্রিনালিন

ভেসোপ্রোসিন

১৩. কোশ পর্দার ভেদ্যতা বাড়িয়ে কার্য সম্পাদন করে –

  • ইনসুলিন ও ADH
  • ADH ও GTH
  • LH ও ADH
  • ইনসুলিন ও অ্যাড্রিনালিন

ইনসুলিন ও ADH

১৪. অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্সের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে –

  • ACTH
  • অ্যাড্রিনালিন
  • TSH
  • STH

ACTH

১৫. মহিলাদের ক্ষেত্রে ফলিকল স্টিমুলেটিং হরমোন ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে  যে হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায় সেটি হল –

  • TSH
  • ADH
  • ইস্ট্রোজেন
  • টেস্টস্টেরন

ইস্ট্রোজেন

১৬. পশ্চাদ্‌ পিটুইটারি থেকে ক্ষরিত হরমোনটি হল-

  • STH
  • GTH
  • TSH
  • অক্সিটোসিন

অক্সিটোসিন

১৭. অন্তক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় না –

  • ইনসুলিন
  • থাইরক্সিন
  • পেপসিন
  • অ্যাড্রিনালিন

পেপসিন

১৮. একটি লোকাল হরমোন হল-

  • থাইরক্সিন
  • অ্যাড্রিনালিন
  • টেস্টোস্টেরন
  • ইনসুলিন

টেস্টোস্টেরন

১৯. টেস্টোস্টেরন হরমোনের রাসায়নিক প্রকৃতি হল-

  • পেপটাইডধর্মী
  • স্টেরয়েডধর্মী
  • অ্যামিনোধর্মী
  • প্রোটিনধর্মী

স্টেরয়েডধর্মী

প্রাণী হরমোন MCQ মক টেস্ট || Animal Hormone MCQ Mock Test in Bengali

২০. নীচের গ্রন্থিগুলির মধ্যে কোনটি আকারে ছোট অন্তক্ষরা গ্রন্থি ?

  • থাইমাস
  • পিটুইটারি
  • থাইরয়েড
  • প্যারাথাইরয়েড

পিটুইটারি

২১. গ্লুকোজের বিপাক নিয়ন্ত্রণ করে যে হরমোন , সেটি হল-

  • গ্লুকাগন
  • ইনসুলিন
  • থাইরক্সিন
  • সবকটি

সবকটি

২২. ইনসুলিন হরমোন নিঃসৃত হয় আইলেটস্‌ অফ ল্যাঙ্গারহ্যান্স –এর –

  • বিটা কোশ থেকে
  • আলফা কোশ থেকে
  • ডেল্টা কোশ থেকে
  • এফ কোশ থেকে

বিটা কোশ থেকে

২৩. বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিডাস রোগের কারণ হল –

  • ADH –এর অধিক ক্ষরণ
  • ADH-এর স্বল্প ক্ষরণ
  • ইন সুলিনের অধিক ক্ষরণ
  • ইনসুলিনে স্বল্প ক্ষরণ  

ADH-এর স্বল্প ক্ষরণ

২৪. যে হরমোনটির গঠনে আয়োডিন প্রয়োজন হয় সেটি হল-

  • ইনসুলিন
  • অ্যাড্রিনালিন
  • থাইরক্সিন
  • ইস্ট্রোজেন

থাইরক্সিন

২৫. BMR বাড়ায় যে হরমোন তার নাম –

  • ইনসুলিন
  • অক্সিন
  • থাইরক্সিন
  • ADH 

থাইরক্সিন

২৬. ‘প্রভু গ্রন্থির প্রভু’ বলা হয় যে গ্রন্থিকে তা হল-

  • থাইরয়েড
  • পিটুইটারি
  • হাইপোথ্যালামাস
  • লঘু মস্তিস্ক

হাইপোথ্যালামাস

২৭. সিস্টোলিক ও ডায়াস্টোলিক রক্তচাপ উভয়ই বৃদ্ধি করে যে হরমোন সেটি হল-

  • অ্যাড্রিনালিন
  • নর- অ্যাড্রিনালিন
  • ডোপামিন
  • ইনসুলিন

নর- অ্যাড্রিনালিন

২৮. মূত্রে জলের পরিমাণ নিয়ন্ত্রণ করে যে হরমোন তা হল-

  • LH
  • ACTH
  • TSH
  • ADH

ADH

২৯. যে  হরমোন সরীসৃপ জাতীয় প্রাণীদের খোলস নির্মোচনে সসাহয্য করে সেটি হল –

  • ইনসুলিন
  • এপিনেফ্রিন
  • রিল্যাক্সিন
  • থাইরক্সিন

থাইরক্সিন

৩০. নীচের গ্রন্থিগুলির মধ্যে যেটি অন্তঃক্ষরা গ্রন্থি নয় সেটি হল-

  • লালাগ্রন্থি
  • পিটুইটারি গ্রন্থি
  • অ্যাড্রেনাল গ্রন্থি
  • থাইরয়েড গ্রন্থি

লালাগ্রন্থি

প্রাণী হরমোন MCQ মক টেস্ট || Animal Hormone MCQ Mock Test in Bengali

৩১. হাঁপানির শ্বাসকষ্ট দূর করার জন্য কোন হরমোন প্রয়োগ করা হয় ?

  • অ্যাড্রিনালিন
  • ভ্যাসোপ্রোসিন
  • ইনসুলিন
  • প্রোল্যাক্টিন

ইনসুলিন

৩২. রাসায়নিক ভাবে ইনসুলিন হরমোন কি ?

  • ফ্যাট
  • স্টেরয়েড
  • প্রোটিন
  • কার্বোহাইড্রেট

প্রোটিন

৩৩. মাছের প্রণোদিত প্রজননের জন্য ব্যবহৃত হরমোনটি হল-

  • HCG
  • ইস্ট্রোজেন
  • টেস্টোস্টেরন
  • প্রোজেস্টেরন

HCG

৩৪. লেডিগের আন্তরকোশ থেকে নিঃসৃত হরমোনটি হল-

  • ইস্ট্রোজেন
  • প্রোজেস্টেরন
  • টেস্টোস্টেরন
  • LH

টেস্টোস্টেরন

৩৫. অ্যাড্রেনাল গ্রন্থির অবস্থান –

  • বৃক্কের ওপরে
  • মাথায়
  • অগ্ন্যাশয়ে
  • যকৃতে

বৃক্কের ওপরে

৩৬. আইলেটস্‌ অফ ল্যাঙ্গারহ্যান্সের অবস্থান –

  • বৃক্কের ওপরে
  • অগ্ন্যাশয়ে
  • ট্র্যাকিয়ায়
  • গ্রীবাদেশে

অগ্ন্যাশয়ে

৩৭. হাইপোফাইসিস বলতে যে গ্রন্থিকে বোঝায় –

  • পিটুইটারি
  • অ্যাড্রেনাল
  • থাইরয়েড
  • হাইপোথ্যালামাস

পিটুইটারি

৩৮. কোন হরমোনের অপর নাম অ্যান্ড্রোজেন ?

  • টেস্টোস্টেরন
  • প্রোজেস্টেরন
  • ইনসুলিন
  • গ্লুকাগন

টেস্টোস্টেরন

৩৯. কোন হরমোন গ্লাইকোজেনোলাইসিসে সাহায্য করে ?

  • ইনসুলিন
  • টেস্টোস্টেরন
  • গ্লুকাগন
  • STH

গ্লুকাগন

৪০. কোন হরমোন গ্লাইকোজেনেসিসে সাহায্য করে ?

  • GTH
  • প্রোজেস্টেরন
  • ইনসুলিন
  • গ্লুকাগন

ইনসুলিন

Important Links

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানWBBSE Official Site
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBJEE ANM GNM Online Mock Test Series
JENPAS (UG) Online Mock Test SeriesWB HS Class 11 Mock Test
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadMadhyamik Online Mock Test Series
RRB Group-D Mock Test in BengaliJEXPO Online Mock Test Series
ধন্যবাদ । আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন। প্রাণী হরমোন MCQ প্রশ্ন উত্তর-এর ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে বা কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেণ্টের মাধ্যমে জানান।

Leave a Comment

error: Content is protected !!