যে সকল পরীক্ষার্থীরা ANM GNM পরীক্ষায় বসতে চলেছে তাদের জন্য আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ সিলেবাসের ওপর তৈরি ANM GNM Online Mock Test in Bengali Set-3। এই মক টেস্টে 50 টি MCQ Question Answer আছে । মক টেস্টটির প্রশ্ন গুলো ANM GNM পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ অনেক অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের প্রচেষ্টায় এই প্রশ্ন তৈরি করা হয়েছে । এই টেস্টে অংশগ্রহণ করলে পরীক্ষার্থীরা প্রশ্নের ধরণ বুঝতে পারবে এবং সময়ের মধ্যে পরীক্ষা শেষ করার দক্ষতাও বাড়বে ।
ANM GNM পরীক্ষার পাশাপাশি এই মক টেস্টটি যেকোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ।বিভিন্ন বিষয় যেমন সাধারণ বিজ্ঞান ,ইতিহাস,ভূগোল,ভারতীয় অর্থনীতি ,জেনারেল নলেজ, ইংরাজি , অঙ্ক , রিজনিং , জীবন বিজ্ঞান, ভৌতবিজ্ঞান, পরিবেশ বিদ্যা প্রভৃতি রয়েছে এই ANM GNM Online Mock Test in Bengali Set-3-র মধ্যে ।তাই এটি অন্যান্য নার্সিং এন্ট্রান্স পরীক্ষা,Group-D ,PSC , Railway Group-D, Kolkata Police,ICDS,WBCS, West Bengal Police,Food, CHSL, CGL,RRB NTPC ইত্যাদি বিভিন্ন কম্পিটিটিভ (Competitive) পরীক্ষার MCQ প্রশ্ন উত্তর প্র্যাকটিস করার জন্য অত্যন্ত কার্যকরী ।
সম্পূর্ণ বিনামূল্যে যখন খুশি বাংলায় ANM GNM (এ এন এম , জি এন এম )Exam -এর MCQ Question Answer Practice করুন একমাত্র Anushilan.Com -এ ।এই মক টেস্টটি আপনাদের পছন্দ হলে শেয়ার করার অনুরোধ রইল । তাহলে আর দেরি না করে মক টেস্টে অংশগ্রহণ করুন এবং নিজের আত্মবিশ্বাস অর্জন করুন । ধন্যবাদ ।
ANM GNM MCQ প্রশ্ন-উত্তর|ANM GNM MCQ Question Answer|ANM GNM Mock Test in Bengali Set-3|WBJEE ANM GNM MCQ Practice Set
1. তীব্র অ্যাসিড ও টাইট্রেশানে প্রশমণ ক্ষণ নির্দেশকারী উপযুক্ত নির্দেশক হল –
- ফেনলপথ্যালিন
- নীল লিটমাস
- মিথাইল অরেঞ্জ
- লাল লিটমাস
মিথাইল অরেঞ্জ
2. একটি কঠিন সলের উদাহরণ হল
- রুবি কাঁচ
- মাখন
- ধুলোকণা
- কুয়াশা
রুবি কাঁচ
3. একটি মাত্র কম্পাঙ্কযুক্ত শব্দকে কী বলা হয় ?
- স্বর
- সুর
- তাল
- কোনটিই নয়
সুর
4. 1 হর্সপাওয়ার = কত ওয়াট?
- 726
- 247
- 742
- 746
746
5. সিনেমার পর্দায় গঠিত প্রতিবিম্বের প্রকৃতি
- সদ্
- অসদ
- কখনও সদ কখনও অসদ
- কোনটিই নয়
সদ্
6. একটি কেলাসাকার কঠিন হ্যালোজেন হল –
- ফুরিন
- ব্রোমিন
- ক্লোরিন
- আয়োডিন
আয়োডিন
7. 3Ω ও 6Ω রোধবিশিষ্ট দুটি তারকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্যরোধ কত হবে ?
- 9Ω
- 2 Ω
- 3 Ω
- 6 Ω
2 Ω
8. 10 kg ভরের কোনো বস্তুতে 4 cms-2 ত্বরণ সৃষ্টি করতে কত মানের বল প্রয়োগ করতে হবে ?
- 10N
- 50N
- 5N
- 0.4N
0.4N
9. তিনটি মৌলিক একক দ্বারা গঠিত একটি স্কেলার রাশি হল –
- ঘনত্ব
- আয়তন
- বেগ
- কার্য
কার্য
10. বেঞ্জিন ও টলুইনকে যে পদ্ধতিতে পৃথক করা হয় তা হল –
- পাতন
- আংশিক পাতন
- উর্ধ্বপাতন
- সব কটি
আংশিক পাতন
11. 11.5g সোডিয়ামে পরমাণুর সংখ্যা কত ?
- 6.022 × 1023
- 6.022 × 1021
- 3.011 × 1023
- 12.044 × 1023
6.022 × 1021
12. নীচের কোনটি একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন ?
- C3H6
- C2H6
- C2H2
- C2H4
C2H6
13. তরলের অভ্যন্তরে একই গভীরতায় দুটি বৃত্তাকার চাকতি ভাসছে, চাকতি দুটির ব্যাসার্ধ যথাক্রমে 2cm ও 3cm । চাকতি দুটির উপর চাপ যথাক্রমে P1 ও P2 হলে P1: P2 = ?
- 2:3
- 4 : 9
- 8:7
- 1:1
1:1
14. বায়ুমণ্ডলের শীতলতম স্তর হল –
- ট্রপোস্ফিয়ার
- থার্মোস্ফিয়ার
- মেসোস্ফিয়ার
- এক্সোফ্রিয়ার
মেসোস্ফিয়ার
15. 2a = 3b = 4c হলে, a:b:c হবে—
- 3:4:6
- 3:6:4
- 4:3:6
- 6:4:3
6:4:3
16. p,q, r, s-এর প্রত্যেকটির থেকে যা বিয়োগ কালে বিয়োগফলগুলি সমানুপাতী হবে সেটি হল –
- ps -qr/ p+s-q-r
- ps+qr/ p+q+r+s
- pq-rs/p+q-r-s
- pr-qs/p+r-q-s
ps-qr/ p+s-q-r
17. একটি ঘড়ির ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত-
- 1 : 12
- 1 : 24
- 1 : 60
- 1 : 720
1 : 60
18. তামার তৈরি একটি আয়ত ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 11 সেমি, 9 সেমি এবং 6 সেমি. আয়ত ঘনকটিকে গলিয়ে 3 সেমি দৈর্ঘ্যের ব্যাসের এবং 1/4 সেমি পুরু মুদ্রা তৈরী করা যাবে –
- 112টি
- 224টি
- 336টি
- 672টি
336টি
19. একটি লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল c বর্গ একক, ভূমির ব্যাস d একক এবং আয়তন v ঘনএকক হলে, cd/v-এর মান –
- 2
- 3/2
- 1
- 4
4
20. 𝛥ABC এর পরিকেন্দ্র O । ∠BAC = 85o এবং ∠BCA = 55° হলে, ∠OAC-এর মান –
- 45°
- 65o
- 50°
- 100°
50°
21. 504 জন ছাত্র-ছাত্রী বিশিষ্ট একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত 13 : 11 । ওই বিদ্যালয় থেকে 12 জন ছাত্র-ছাত্রী অন্যত্র চলে গেলে ছাত্রছাত্রীর অনুপাত হবে –
- 91: 81
- 91:73
- 73: 81
- 73: 91
91:73
22. Choose the most effective word to fill in the blank to make the sentence meaningfully complete : Though Akbar could not read or write he was a great ________ of art and literature.
- votary
- patron
- defender
- guardian
patron
23. Fill in the blank with the most appropriate word/group of words to make the sentence meaningfully complete: I _______ the boys not to swim too far.
- told
- said to
- warned
- proposed to
warned
24. Find which part of the sentence has an error:
This time (1) / an examiner from (2)/ another school will (3) / see our answer papers (4).
- 1
- 2
- 3
- 4
4
25. Choose the word which has the same meaning as ‘Sapient’.
- strong
- upward
- wise
- intelligent
wise
26. Choose the word which is opposite in meaning to ‘Copious’?
- scarce
- savvy
- few
- plenty
scarce
27. Choose the word that can replace both the words in italics in the given sentence:
I. The government has to deal with the critical situation tactfully.
II. The holding part of the door was broken.
- lock
- knob
- handle
- manage
handle
28. Choose the word which can most appropriately replace the italicised words in the following sentence: My sister is doing her Master’s degree in the study of human mind.
- philology
- orology
- physiology
- psychology
psychology
29. Choose the most effective word to fill in the blank to make the sentence meaningfully complete : The phone ________ while I was reading.
- rings
- was ringing
- rang
- rung
rang
30. Study the two italicised words in the following sentences and choose the correct option:
I. Many pleople are persecuted during a riot.
II. The man was prosecuted for murdering another.
- Only sentence I is correct
- Only sentence II is correct
- Both sentences I and II are correct
- Neither sentence I nor sentence II is correct
Both sentences I and II are correct
31. Choose the appropriate word to fill in the blank to make the sentence meaningfully complete : Considering his qualification and experience he is the most____________ candidate we are looking for.
- eligible
- intelligible
- legible
- illegible
eligible
32. Choose the correctly-spelt word:
- maidem
- quaue
- clearence
- contrary
contrary
33. Replace the italicised words with a phrase/idiom choosing from the alternative given below: The spectators arrived at the last moment.
- at arm’s length
- at the eleventh hour
- with leaps and bounds
- at one’s wit’s end
at the eleventh hour
34. Find out the missing number :
1, 4, 27, 256, ?
- 3125
- 3025
- 625
- 1225
3125
35. What should come next in the following SERIES?
987654321987654329876543987654987
- 4
- 5
- 6
- NONE
6
36. Choose the right option which will complete the first word and begin the second word. PREPA(…)AL
- RING
- RATION
- NATION
- None
RING
37. Find the missing letters BXF, DVI, FTL, HRO, ?
- IOL
- KPM
- KPL
- JPR
JPR
38. In the following letter series some of the letters are missing. Choose the correct alternative.
___zy_______zxy____yxzx____zyx_____xy
- yxzyz
- zxyzy
- yzxyx
- xyzzy
yxzyz
39. If ‘WORLD’ is coded as ‘ASVPH’, then how will you code ‘OPTION’?
- STXMSR
- SRSTXM
- SRXMTS
- MSRSTX
STXMSR
40. Find the missing character in the following question.
11 | 12 | 13 |
14 | 15 | 16 |
2 | 3 | 4 |
39 | 57 | ? |
- 38
- 85
- 77
- None
77
41. In a certain code, MAIN is written as ‘9364’ and DEAR is written as ‘8532’. How is MEND written in that code?
- 9548
- 9528
- 9648
- 9482
9548
42. অঙ্গার আত্তীকরণের শক্তির উৎস হল –
- সূর্যালোক
- ADP
- ATP
- ATP ও NADPH2
ATP ও NADPH2
43. কোন্ হরমোনকে অ্যান্টিডায়াবেটিক হরমোন বলে ?
- অ্যাড্রিনালিন
- ADH
- গ্লুকাগন
- ইনসুলিন
ইনসুলিন
44. স্যাটেলাইট থাকে ক্রোমোজোমের –
- মুখ্য খাঁজে
- গৌণ খাঁজে
- সেন্ট্রোমিয়ারে
- ক্রোমাটিডে
গৌণ খাঁজে
45. অযৌন জনন সম্পন্নকারী একটি প্রাণী হল
- ব্যাং
- অ্যামিবা
- পাখি
- কেঁচো
অ্যামিবা
46. মাছের পটকায় অবস্থিত বিশেষ রক্তজালকটি –
- রেডগ্রন্থি
- পেকটিন
- নিউম্যাটিক নালি
- রেটিয়া মিরাবিলিয়া
রেটিয়া মিরাবিলিয়া
47. নীচের কোনটি পেশির ক্লান্তি ঘটায়?
- অ্যামাইনো অ্যাসিড
- ফ্যাটি অ্যাসিড
- ল্যাকটিক অ্যাসিড
- অ্যাসিটিক অ্যাসিড
ল্যাকটিক অ্যাসিড
48. নীচের কোনটি প্রোটিন বিপাকে উৎপন্ন হয় ?
- ইউরিয়া
- CO2
- হাইড্রোকার্বন
- ট্যানিন
ইউরিয়া
49. অ্যালার্জি প্রতিরোধ করে কোন শ্বেতকণিকা ?
- নিউট্রোফিল
- ইওসিনোফিল
- বেসোফিল
- মনোসাইট
ইওসিনোফিল
50. ভ্যাকসিনেশন / টিকাকরণ প্রদান করে
- প্রাকৃতিক অনাক্রম্যতা
- সক্রিয় অনাক্রম্যতা
- নিষ্ক্রিয় অনাক্রম্যতা
- সব কটিই
সক্রিয় অনাক্রম্যতা