ANM GNM MCQ প্রশ্ন-উত্তর|ANM GNM Mock Test in Bengali Set-3

ANM GNM MCQ প্রশ্ন-উত্তর|ANM GNM Mock Test in Bengali Set-3

যে সকল পরীক্ষার্থীরা ANM GNM পরীক্ষায় বসতে চলেছে তাদের জন্য আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ সিলেবাসের ওপর তৈরি ANM GNM Online Mock Test in Bengali Set-3। এই মক টেস্টে 50 টি MCQ Question Answer আছে । মক টেস্টটির প্রশ্ন গুলো ANM GNM পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ অনেক অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের প্রচেষ্টায় এই প্রশ্ন তৈরি করা হয়েছে । এই টেস্টে অংশগ্রহণ করলে পরীক্ষার্থীরা প্রশ্নের ধরণ বুঝতে পারবে এবং সময়ের মধ্যে পরীক্ষা শেষ করার দক্ষতাও বাড়বে ।

ANM GNM পরীক্ষার পাশাপাশি এই মক টেস্টটি যেকোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ।বিভিন্ন বিষয় যেমন সাধারণ বিজ্ঞান ,ইতিহাস,ভূগোল,ভারতীয় অর্থনীতি ,জেনারেল নলেজ, ইংরাজি , অঙ্ক , রিজনিং , জীবন বিজ্ঞান, ভৌতবিজ্ঞান, পরিবেশ বিদ্যা প্রভৃতি রয়েছে এই ANM GNM Online Mock Test in Bengali Set-3-র মধ্যে ।তাই এটি অন্যান্য নার্সিং এন্ট্রান্স পরীক্ষা,Group-D ,PSC , Railway Group-D, Kolkata Police,ICDS,WBCS, West Bengal Police,Food, CHSL, CGL,RRB NTPC ইত্যাদি বিভিন্ন কম্পিটিটিভ (Competitive) পরীক্ষার MCQ প্রশ্ন উত্তর প্র্যাকটিস করার জন্য অত্যন্ত কার্যকরী ।

সম্পূর্ণ বিনামূল্যে যখন খুশি বাংলায় ANM GNM (এ এন এম , জি এন এম )Exam -এর MCQ Question Answer Practice করুন একমাত্র Anushilan.Com -এ ।এই মক টেস্টটি আপনাদের পছন্দ হলে শেয়ার করার অনুরোধ রইল । তাহলে আর দেরি না করে মক টেস্টে অংশগ্রহণ করুন এবং নিজের আত্মবিশ্বাস অর্জন করুন । ধন্যবাদ ।

ANM GNM MCQ প্রশ্ন-উত্তর|ANM GNM MCQ Question Answer|ANM GNM Mock Test in Bengali Set-3|WBJEE ANM GNM MCQ Practice Set

1. তীব্র অ্যাসিড ও টাইট্রেশানে প্রশমণ ক্ষণ নির্দেশকারী উপযুক্ত নির্দেশক হল –

  • ফেনলপথ্যালিন  
  • নীল লিটমাস
  • মিথাইল অরেঞ্জ
  • লাল লিটমাস

মিথাইল অরেঞ্জ

2. একটি কঠিন সলের উদাহরণ হল

  • রুবি কাঁচ   
  • মাখন 
  • ধুলোকণা  
  • কুয়াশা

রুবি কাঁচ  

3. একটি মাত্র কম্পাঙ্কযুক্ত শব্দকে কী বলা হয় ?

  • স্বর
  • সুর
  • তাল
  • কোনটিই নয়

সুর

4. 1 হর্সপাওয়ার = কত ওয়াট?

  • 726
  • 247
  • 742
  • 746

746

5. সিনেমার পর্দায় গঠিত প্রতিবিম্বের প্রকৃতি

  • সদ্
  • অসদ
  • কখনও সদ কখনও অসদ
  • কোনটিই নয়

সদ্

6. একটি কেলাসাকার কঠিন হ্যালোজেন হল –

  • ফুরিন
  • ব্রোমিন
  • ক্লোরিন
  • আয়োডিন

আয়োডিন

7. 3Ω ও 6Ω রোধবিশিষ্ট দুটি তারকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্যরোধ কত হবে ?

  • 2 Ω
  • 3 Ω 
  • 6 Ω

2 Ω

8. 10 kg ভরের কোনো বস্তুতে 4 cms-2 ত্বরণ সৃষ্টি করতে কত মানের বল প্রয়োগ করতে হবে ?

  • 10N
  •  50N 
  • 5N
  • 0.4N

0.4N

9. তিনটি মৌলিক একক দ্বারা গঠিত একটি স্কেলার রাশি হল –

  • ঘনত্ব
  • আয়তন
  • বেগ
  • কার্য

কার্য

10. বেঞ্জিন ও টলুইনকে যে পদ্ধতিতে পৃথক করা হয় তা হল –

  • পাতন 
  • আংশিক পাতন 
  • উর্ধ্বপাতন  
  • সব কটি

আংশিক পাতন 

11. 11.5g সোডিয়ামে পরমাণুর সংখ্যা কত ?

  • 6.022 × 1023 
  • 6.022 × 1021  
  • 3.011 × 1023 
  • 12.044 × 1023

6.022 × 1021

 12. নীচের কোনটি একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন ?

  • C3H6
  • C2H6
  • C2H2
  • C2H4

C2H6

13. তরলের অভ্যন্তরে একই গভীরতায় দুটি বৃত্তাকার চাকতি ভাসছে, চাকতি দুটির ব্যাসার্ধ যথাক্রমে 2cm ও 3cm । চাকতি দুটির উপর চাপ যথাক্রমে P1 ও P2 হলে P1: P2 = ?

  • 2:3 
  • 4 : 9 
  • 8:7
  • 1:1

1:1

14. বায়ুমণ্ডলের শীতলতম স্তর হল –

  • ট্রপোস্ফিয়ার 
  • থার্মোস্ফিয়ার  
  • মেসোস্ফিয়ার
  • এক্সোফ্রিয়ার

মেসোস্ফিয়ার

15. 2a = 3b = 4c হলে, a:b:c হবে—

  • 3:4:6 
  • 3:6:4 
  •  4:3:6
  • 6:4:3

6:4:3

16. p,q, r, s-এর প্রত্যেকটির থেকে যা বিয়োগ কালে বিয়োগফলগুলি সমানুপাতী হবে সেটি  হল –

  • ps -qr/ p+s-q-r    
  • ps+qr/ p+q+r+s   
  • pq-rs/p+q-r-s  
  •  pr-qs/p+r-q-s

ps-qr/ p+s-q-r

17. একটি ঘড়ির ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত-

  • 1 : 12 
  • 1 : 24 
  • 1 : 60 
  • 1 : 720

1 : 60 

18. তামার তৈরি একটি আয়ত ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 11 সেমি, 9 সেমি এবং 6 সেমি. আয়ত ঘনকটিকে গলিয়ে 3 সেমি দৈর্ঘ্যের ব্যাসের এবং 1/4 সেমি পুরু মুদ্রা তৈরী করা যাবে –

  • 112টি  
  • 224টি  
  • 336টি  
  • 672টি

336টি  

19. একটি লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল c বর্গ একক, ভূমির ব্যাস d একক এবং  আয়তন v ঘনএকক হলে, cd/v-এর মান –

  • 2
  • 3/2 
  • 4

4

20. 𝛥ABC এর পরিকেন্দ্র O ।  ∠BAC = 85o এবং ∠BCA = 55° হলে,  ∠OAC-এর মান –

  • 45° 
  • 65 
  • 50°
  • 100°

50°

21. 504 জন ছাত্র-ছাত্রী বিশিষ্ট একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত 13 : 11 ।  ওই বিদ্যালয় থেকে 12 জন ছাত্র-ছাত্রী অন্যত্র চলে গেলে ছাত্রছাত্রীর অনুপাত হবে –

  • 91: 81
  • 91:73
  • 73: 81
  • 73: 91

91:73

22. Choose the most effective word to fill in the blank to make the sentence meaningfully complete : Though Akbar could not read or write he was a great ________ of art and literature.

  • votary  
  • patron 
  • defender
  • guardian

patron 

23. Fill in the blank with the most appropriate word/group of words to make the sentence meaningfully complete: I _______ the boys not to swim too far.

  • told 
  • said to 
  • warned
  • proposed to

warned

24. Find which part of the sentence has an error:

This time (1) / an examiner from (2)/ another school will (3) / see our answer papers (4).

  • 1
  • 2
  • 4

4

25. Choose the word which has the same meaning as ‘Sapient’.

  • strong
  • upward
  • wise 
  • intelligent

wise 

26. Choose the word which is opposite in meaning to ‘Copious’?

  • scarce
  • savvy  
  • few 
  • plenty

scarce

27. Choose the word that can replace both the words in italics in the given sentence:

I. The government has to deal with the critical situation tactfully.

II. The holding part of the door was broken.

  • lock 
  • knob
  • handle
  • manage

handle

28. Choose the word which can most appropriately replace the italicised words in the following sentence: My sister is doing her Master’s degree in the study of human mind.

  • philology
  • orology 
  • physiology
  • psychology

psychology

29. Choose the most effective word to fill in the blank to make the sentence meaningfully complete : The phone ________ while I was reading.

  • rings
  • was ringing
  • rang
  • rung

rang

30. Study the two italicised words in the following sentences and choose the correct option:

I. Many pleople are persecuted during a riot.

II. The man was prosecuted for murdering another.

  • Only sentence I is correct
  • Only sentence II is correct
  • Both sentences I and II are correct
  • Neither sentence I nor sentence II is correct

Both sentences I and II are correct

31. Choose the appropriate word to fill in the blank to make the sentence meaningfully complete : Considering his qualification and experience he is the most____________ candidate we are looking for.

  • eligible
  • intelligible
  • legible
  • illegible

eligible

32. Choose the correctly-spelt word:

  • maidem
  • quaue
  • clearence
  • contrary

contrary

33. Replace the italicised words with a phrase/idiom choosing from the alternative given below: The spectators arrived at the last moment.

  • at arm’s length 
  • at the eleventh hour  
  • with leaps and bounds
  • at one’s wit’s end

at the eleventh hour  

34. Find out the missing number :

1, 4, 27, 256, ?

  • 3125  
  • 3025
  • 625
  • 1225

3125  

35. What should come next in the following SERIES?

987654321987654329876543987654987

  • 4  
  • 5  
  • 6
  • NONE

6

36. Choose the right option which will complete the first word and begin the second word. PREPA(…)AL

  • RING
  • RATION
  • NATION
  • None

RING

37. Find the missing letters BXF, DVI, FTL, HRO, ?

  • IOL
  • KPM 
  • KPL
  • JPR

JPR

38. In the following letter series some of the letters are missing. Choose the correct alternative.

___zy_______zxy____yxzx____zyx_____xy

  • yxzyz 
  • zxyzy 
  • yzxyx 
  • xyzzy

yxzyz 

39. If ‘WORLD’ is coded as ‘ASVPH’, then how will you code ‘OPTION’?

  • STXMSR
  • SRSTXM 
  • SRXMTS
  • MSRSTX

STXMSR

40. Find the missing character in the following question.

111213
141516
234
3957?
  • 38
  • 85
  • 77
  • None

77

41. In a certain code, MAIN is written as ‘9364’ and DEAR is written as ‘8532’. How is MEND written in that code?

  • 9548
  • 9528
  • 9648
  • 9482

9548

 42. অঙ্গার আত্তীকরণের শক্তির উৎস হল –

  • সূর্যালোক  
  • ADP 
  • ATP  
  • ATP ও NADPH2

ATP ও NADPH2

43. কোন্ হরমোনকে অ্যান্টিডায়াবেটিক হরমোন বলে ?

  • অ্যাড্রিনালিন
  • ADH  
  • গ্লুকাগন  
  • ইনসুলিন

ইনসুলিন

44. স্যাটেলাইট থাকে ক্রোমোজোমের –

  • মুখ্য খাঁজে   
  • গৌণ খাঁজে
  • সেন্ট্রোমিয়ারে  
  • ক্রোমাটিডে

গৌণ খাঁজে

45. অযৌন জনন সম্পন্নকারী একটি প্রাণী হল

  • ব্যাং  
  • অ্যামিবা
  • পাখি
  • কেঁচো

অ্যামিবা

46. মাছের পটকায় অবস্থিত বিশেষ রক্তজালকটি –

  • রেডগ্রন্থি 
  • পেকটিন
  • নিউম্যাটিক নালি
  • রেটিয়া মিরাবিলিয়া

রেটিয়া মিরাবিলিয়া

47. নীচের কোনটি পেশির ক্লান্তি ঘটায়?

  • অ্যামাইনো অ্যাসিড 
  • ফ্যাটি অ্যাসিড   
  • ল্যাকটিক অ্যাসিড 
  • অ্যাসিটিক অ্যাসিড

ল্যাকটিক অ্যাসিড 

48. নীচের কোনটি প্রোটিন বিপাকে উৎপন্ন হয় ?

  • ইউরিয়া
  • CO
  • হাইড্রোকার্বন
  • ট্যানিন

ইউরিয়া

49. অ্যালার্জি প্রতিরোধ করে কোন শ্বেতকণিকা ?

  • নিউট্রোফিল
  • ইওসিনোফিল
  • বেসোফিল 
  • মনোসাইট

ইওসিনোফিল

50. ভ্যাকসিনেশন / টিকাকরণ প্রদান করে

  • প্রাকৃতিক অনাক্রম্যতা 
  • সক্রিয় অনাক্রম্যতা 
  • নিষ্ক্রিয় অনাক্রম্যতা 
  • সব কটিই

সক্রিয় অনাক্রম্যতা 

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন গণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন গণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধান WBJEEB Official Site
WB HS CLASS 12 ONLINE MOCK TEST WBJEE ANM GNM Online Mock Test Series
JENPAS (UG) Online Mock Test Series WBJEE Online Mock Test Series
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadMadhyamik Online Mock Test Series
RRB Group-D Mock Test in BengaliJEXPO Online Mock Test Series
ধন্যবাদ । আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন ।এই মক টেস্টের ব্যাপারে আপনাদের কোনো মতামত থাকলে নীচে কমেন্টের মাধ্যমে জানান ।

Leave a Comment

error: Content is protected !!