Current Electricity MCQ Mock Test in Bengali: আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে মাধ্যমিক ভৌতবিজ্ঞান ‘চলতড়িৎ’ অধ্যায়ের গাণিতিক প্রশ্নের মক টেস্ট। এই মক টেস্টটি মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, দশম শ্রেণি [WBBSE Class 10] -এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা তাদের অক্লান্ত পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ।মাধ্যমিক পরীক্ষার Physical Science ‘Current Electricity’ Chapter MCQ Question Answer প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট ।এই মক টেস্টটি থেকে মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষায় কমন আসার চান্স 99% ।
ক্লাস টেনের ভৌতবিজ্ঞনের চলতড়িৎ-এর গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর নিয়ে তৈরি Madhyamik Physical Science Current Electricity MCQ Mock Test in Bengali। তাই এই অধ্যায়ের মক টেস্ট , দশম শ্রেণি (Class X) -এর পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) [ WB TET, WBCS, PSC, WB JEXPO, ANM GNM, JENPAS BHA, Railway Group-D, RRB NTPC,West Bengal Police, Kolkata Police ,Etc.] জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরি না করে মক টেস্টে অংশগ্রহণ করুন আর নিজেদের যাচাই করুন ।
মাধ্যমিক ভৌতবিজ্ঞান ‘চলতড়িৎ’ অধ্যায়ের গাণিতিক প্রশ্নের মক টেস্ট|Current Electricity MCQ Mock Test in Bengali
Q1.কোনো পরিবাহীর মধ্য দিয়ে কত সময়ে 1200C আধান প্রবাহিত হলে প্রবাহমাত্রা 4A হবে ?
- 4min.
- 3min.
- 5min.
- 6min.
5min.
Q2. কোনো পরিবাহীর মধ্য দিয়ে 3.2 A প্রবাহমাত্রা চলছে । 10s সময়ে কত আধান প্রবাহিত হয় ? পরিবাহীতে আধানের বাহক যদি ইলেকট্রন হয়, তবে ওই সময়ে পরিবাহীর কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে কতগুলি ইলেকট্রন পরিবাহিত হয় ?
- 16C ,2 × 1110
- 32C , 2 × 1020
- 64C , 2 × 3020
- 17C , 3 × 1021
32C , 2 × 1020
Q3. 6 A প্রবাহমাত্রা 10 মিনিট ধরে প্রবাহিত হলে, মোট আধানের পরিমাণ কত হবে ?
- 3500 C
- 3602 C
- 3600 C
- 3700 C
3600 C
Q4. A এবং B বিন্দুর বিভব পার্থক্য 10 Volt। কিছু পরিমাণ আধানকে A থেকে B বিন্দুতে নিয়ে যেতে 50J কার্য করতে হলে, আধানের পরিমাণ কত ?
- 5 C
- 6 C
- 6.6 C
- 7 C
5 C
Q5. একটি তড়িৎক্ষেত্রের দুটি বিন্দুর বিভব যথাক্রমে 1.5 এবং 2 esu। বিন্দু দুটির একটি থেকে অন্যটিতে 3 × 10-18 C ধনাত্মক আধান বহন করে নিয়ে যেতে কী পরিমাণ কার্য করতে হবে ?
- 4.5 × 10-6 J
- 2.5 × 120-6 J
- 4.5 × 17-10 J
- 4 × 10-6 J
4.5 × 10-6 J
Q6. 1 C আধানে ইলেকট্রনের সংখ্যা কত ?
- 6.25 × 10 19
- 62.5 × 1016
- 2.6 × 1019
- 6.25 × 1018
6.25 × 1018
Q7. 60 V বিভব প্রভেদ লাগানো একটি ইলেকট্রিক হিটারে 4A তড়িৎপ্রবাহ চলে। যদি বিভব প্রভেদকে বাড়িয়ে 120V করা হয়, তাহলে হিটারটিতে কত প্রবাহমাত্রা চলবে?
- 8 A
- 6 A
- 7 A
- 8.8 A
8 A
Q8. প্রথম পরিবাহীর রোধ দ্বিতীয়টির দ্বিগুণ। পরিবাহী দুটির দুই প্রান্তের বিভবপার্থক্য একই হলে, এদের মধ্য দিয়ে তড়িৎপ্রবাহের অনুপাত কত হবে?
- 2 : 2
- 1 : 2
- 1 : 3
- 4 : 2
1 : 2
Q9. দুটি পরিবাহীর প্রথমটির রোধ দ্বিতীয়টির চারগুণ । প্রথমটির মধ্য দিয়ে তড়িৎপ্রবাহ দ্বিতীয়টির দ্বিগুণ, পরিবাহী দুটির বিভব প্রভেদের অনুপাত কত ?
- 6 : 1
- 3 : 2
- 8 : 1
- 9 : 2
8 : 1
মাধ্যমিক ভৌতবিজ্ঞান ‘চলতড়িৎ’ অধ্যায়ের গাণিতিক প্রশ্নের মক টেস্ট|Current Electricity MCQ Mock Test in Bengali
Q10. 1.08 V তড়িৎচালক বলের একটি কোশকে কোনো বর্তনীর সঙ্গে যুক্ত করলে 0.5 A প্রবাহমাত্রা চলে ও বহিবর্তনীর প্রান্তীয় বিভব প্রভেদ হয় 0.7 V কোশটির অভ্যন্তরীণ রোধ কত ?
- 0.77 Ω
- 2.76 Ω
- 3.70 Ω
- 0.76 Ω
0.76 Ω
Q11. 5Ω মানের একটি রোধকে 15 V তড়িৎচালক বল ও 2.5Ω অভ্যন্তরীণ রোধবিশিষ্ট ব্যাটারির সঙ্গে শ্রেণি সমবায়ে যুক্ত করলে বর্তনীর তড়িৎপ্রবাহ ও নষ্ট ভোল্টের মান নির্ণয় করো ।
- 3C, 6V
- 4A, 5V
- 2A, 5V
- 3A, 5V
2A, 5V
Q12. একটি পরিবাহী তারকে টেনে দৈর্ঘ্য দ্বিগুণ করা হল । তারটির রোধের মান কী হবে যদি, তারটির আয়তন ও রোধাঙ্ক অপরিবর্তিত থাকে ?
- দ্বিগুন হবে
- চারগুন হবে
- অর্ধেক হবে
- বলা সম্ভব নয়
চারগুন হবে
Q13. একই উপাদানের দুটি সমান দৈর্ঘ্যবশিষ্ট তার আছে। প্রথমটির ব্যাসার্ধ দ্বিতীয়টির ব্যাসার্ধের দ্বিগুণ। এদের রোধের অনুপাত কত?
- 3 : 5
- 2 : 4
- 1 : 4
- 3 : 2
1 : 4
Q14. একটি 25Ω রোধের সমান্তরাল সমবায়ে কত রোধ যুক্ত করলে সমবায়টির তুল্যরোধ 20Ω হবে ?
- 1000Ω
- 250Ω
- 100Ω
- 140Ω
100Ω
Q15. দুটি রোধকুণ্ডলীর শ্রেণি ও সমান্তরাল সমবায়ে তুল্যরোধ যথাক্রমে 12 Ω ও 5⁄3Ω। রোধ দুটির মান নির্ণয় করো ।
- 12Ω ও 5Ω
- 10Ω ও 7Ω
- 13Ω ও 1Ω
- 10Ω ও 2Ω
10Ω ও 2Ω
Q16. 100Ω রোধের একটি তার কুণ্ডলীর মধ্য দিয়ে 30 min ধরে 2A তড়িৎপ্রবাহ পাঠানো হল। প্রবাহিত তড়িদাধানের পরিমাণ, কৃতকার্য ও উৎপন্ন তাপের পরিমাণ নির্ণয় করো ।
- 1.31 × 102 Cal
- 1.71 × 10 5 Cal
- 2.71 × 103Cal
- 2.00 × 107Cal
1.71 × 105Cal
Q17. 5Ω রোধবিশিষ্ট একটি তারের মধ্য দিয়ে 1A তড়িৎ প্রবাহমাত্রা 35 min সময় ধরে চালনা করা হলে উৎপন্ন তাপের পরিমাণ ক্যালোরি ও জুল এককে নির্ণয় করো ।
- 10500 J
- 20500 J
- 2500 J
- 10520 J
10500 J
Q18.তড়িৎপ্রবাহের ফলে কোনো ধাতব পরিবাহীতে 800J তাপ উৎপন্ন হয়। প্রবাহমাত্রা 1A ও পরিবাহীর রোধ 20Ω হলে, কত সময় ধরে তড়িৎ প্রবাহিত হয়েছিল নির্ণয় করো।
- 32 S
- 45 S
- 40 S
- 25 S
40 S
Q19.দুটি তড়িৎবর্তনীতে প্রবাহের অনুপাত 1:2 এবং রোধের অনুপাত 2:1 । সমান সময়ে দুটি বর্তনীতে উৎপন্ন তাপের অনুপাত কত?
- 3 : 2
- 1 : 2
- 3 : 1
- 1 : 3
1 : 2
Q20. 10Ω রোধের একটি তারের মধ্য দিয়ে 2 min ধরে 5A প্রবাহমাত্রা গেল । উৎপন্ন তাপ সম্পূর্ণ 100g জলে সরবরাহ করা হলে জলের উষ্ণতা বৃদ্ধি কত হবে ?
- 61.43 K (প্রায়)
- 71.43 K (প্রায়)
- 63.43 K (প্রায়)
- 91.43 K (প্রায়)
71.43 K (প্রায়)
Q21. 220v – 60W ও 110v – 60W বৈদ্যুতিক বাতি দুটির রোধের অনুপাত নির্ণয় করো ।
- 2: 2
- 5: 2
- 4: 1
- 2: 1
4: 1
Q22. 220V-100W চিহ্নিত একটি বৈদ্যুতিক বাতি সর্বোচ্চ 150W পর্যন্ত ক্ষমতা ব্যয় করতে পারে। সর্বোচ্চ কত মানের সরবরাহ ভোল্টেজ পর্যন্ত বাতিটি নিরাপদেব্যবহার করা যাবে ?
- 246.5 volt
- 269.4 volt
- 369.52 volt
- 369.2 volt
269.4 volt
Q23. একটি বাড়িতে 10টি 40W বাতি, 5টি 80W পাখা এবং একটি ৪0W টিভি দৈনিক 6hr করে চলে। 30 দিনের মাসে ওই বাড়ির মাসিক শক্তি ব্যয় BOT এককে নির্ণয় করো ।
- 152.4 BOT একক
- 228.4 BOT একক
- 458.4 BOT একক
- 158.4 BOT একক
158.4 BOT একক
Q24. 6Ω ও 3Ω রোধের সমান্তরাল সমবায়কে 10V বিভব প্রভেদের তড়িৎকোশের দুই প্রান্তের সঙ্গে যুক্ত করলে প্রতি মিনিটে সমবায়টিতে কী পরিমাণ তড়িৎশক্তির অপচয় হবে ?
- 1200 J
- 1600 J
- 3000 J
- 4500 J
3000 J
Q25. 50Ω রোধের একটি বাল্ব 250V লাইনের সঙ্গে যুক্ত আছে। বাল্বটি প্রতিদিন 6 hr করে জ্বললে 30 দিনে বাতিটির জন্য কত খরচ হবে? প্রতি ইউনিট বিদ্যুতের খরচ 4 টাকা ।
- 750 টাকা
- 250 টাকা
- 900 টাকা
- 950 টাকা
900 টাকা