GK Mock Test Set-2 For Competitive Exam (Bengali)

GK Mock Test Set-2 For Competitive Exam (Bengali)

GK Mock Test Set-2 For Competitive Exam (Bengali)|General Knowledge MCQ Question Answer in Bengali|GK MCQ Practice Set in Bengali|কম্পিটিটিভ পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান MCQ প্রশ্ন উত্তর|সাধারণ জ্ঞান মক টেস্ট : এই মক টেস্টটি বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার্থীদের জন্য এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক প্রবেশিকা পরীক্ষার(Competitive Entrance Exam) জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ।মক টেস্টটিতে 20 টি প্রশ্ন আছে।যদি এই মক টেস্টটি আপনাদের ভালো লাগে তাহলে Share করার অনুরোধ রইল ।এই মক টেস্টটি যে যে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে তা হল- WBJEE ANM GNM,WBJEE JENPAS, WBCS,Group-D, PSC Cleark,CHSL, SSC CGL, RRB Group-D, RRB NTPC, PSC (Food),WB Primary TET ইত্যাদি ।

GK Mock Test Set-2 For Competitive Exam (Bengali)|General Knowledge MCQ Question Answer in Bengali|GK MCQ Practice Set in Bengali|কম্পিটিটিভ পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান MCQ প্রশ্ন উত্তর|সাধারণ জ্ঞান মক টেস্ট

Q1. ভারতীয় জীব বৈচিত্রের হটস্পট বলা হয় –

  • পশ্চিমঘাট বনাঞ্চলকে
  • উত্তরবঙ্গের তরাই অঞ্চলকে
  • কেরলের উপকূল অঞ্চলকে
  • কর্ণাটকের বনাঞ্চলকে

পশ্চিমঘাট বনাঞ্চলকে

Q2. ‘জনগণের পরিকল্পনা ‘ বলা হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে ?

  • প্রথম
  • দ্বিতীয়
  • পঞ্চম
  • ষষ্ঠ

পঞ্চম

Q3. অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল –

  • বেকারত্ব ও দারিদ্র দূরীকরণ
  • বেকারত্ব দূরীকরণ
  • ভারী শিল্পোন্নয়ন
  • দারিদ্র দূরীকরণ

বেকারত্ব দূরীকরণ

Q4. ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কোন প্রনালী অবস্থিত ?

  • বেরিং প্রনালী
  • হরমুজ প্রনালী
  • পক প্রনালী
  • মালাক্কা প্রনালী

পক প্রনালী

Q5. জোজি লা পাস কোন পর্বতশ্রেণিতে দেখা যায় ?

  • জাসকর পর্বতশ্রেণি
  • লাদাখ পর্বত শ্রেণি
  • পূর্ব কারাকোরাম পর্বত শ্রেণি
  • ধৌলধর পর্বত শ্রেণি

জাসকর পর্বতশ্রেণি

Q6. ভারতের সর্ববৃহৎ বাঁধ সর্দার সরোবর বাঁধ যে নদীর ওপর , তা হল –

  • কংসাবতী
  • নর্মদা
  • মহানন্দা
  • শতদ্রু

নর্মদা

Q7. কোন লিপিতে সম্রাঠ অশোকের শিলা রচিত হয়েছিল ?

  • ব্রাম্ভী
  • পালি
  • মাগধী
  • দেবনাগরী

মাগধী

Q8. মহাবীরের প্রথম শিষ্য ছিলেন –

  • ভদ্রবাহু
  • স্থুলভদ্র
  • চার্বাক
  • জামালি

জামালি

Q9. তেলেক্ত সাহিত্য ‘ আমুক্তমাল্যদা’-এর লেখক কে ?

  • হরিহর
  • দেবার্য্য
  • কৃষ্ণদেবার্য্য
  • বুক্কা

কৃষ্ণদেবার্য্য

Q10. অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে ?

  • অরবিন্দ ঘোষ
  • বিপিন চন্দ্র পাল
  • সতীশচন্দ্র বসু
  • প্রমথ নাথ মিত্র

সতীশচন্দ্র বসু

Q11. ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে হত্যা করেছিলেন ?

  • রামদাস 
  • তেগ বাহাদুর 
  • অর্জুন দেব
  • গোবিন্দ সিং

তেগ বাহাদুর 

Q12. কীসের জন্য গান্ধীজী চম্পারন আন্দোলন করেছিলেন ?

  • হরিজনদের অধিকার সুরক্ষা 
  • আইন অমান্য আন্দোলন
  • হিন্দু সমাজের ঐক্যরক্ষা
  • নীল চাষিদের সমস্যার সমাধান

নীল চাষিদের সমস্যার সমাধান

Q13. যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন ?

  • বারীন্দ্র ঘোষ
  • বিপিন চন্দ্র পাল
  • যতীন্দ্র নাথ মুখোপাধ্যায়
  • উল্লাসকর দত্ত

বারীন্দ্র ঘোষ

Q14. ‘মারাঠা রাজনীতির চাণক্য বলা হয় কাকে ?

  • দ্বিতীয় বাজিরাও
  • বালাজি বিশ্বনাথ
  • নানা ফড়নবিস
  • মহাদজি সিন্ধিয়া

নানা ফড়নবিস

 Q15.  জাপানের পার্লামেন্টকে বলা হয় –

  • স্টোরটিনগেট
  • দ্য ন্যাশনাল ডায়েট 
  • পার্লামেন্ট
  • ফোকেটিং

দ্য ন্যাশনাল ডায়েট 

 Q16. ভারতীয় সংবিধানের কোন ধারায় রাজ্যপালের হাতে রাজ্যপরিচালনার প্রশাসনিক ক্ষমতা উল্লেখ আছে ?

  • 154 [ I ] ধারায় 
  • 155 ধারা 
  • 14 ধারা 
  • 356 ধারা

154 [ I ] ধারায় 

Q17. কোন অনুচ্ছেদ অনুযায়ী  ভারতীয় সংবিধান সংশোধন করা যায় ?

  • অনুচ্ছেদ -৩৭০
  • অনুচ্ছেদ -৩৬৮
  • অনুচ্ছেদ -৩৬২
  • অনুচ্ছেদ-৩৬০

অনুচ্ছেদ -৩৬৮

Q18. ‘মিশন রাফতার’ প্রকল্প কোন বিষয়ের সঙ্গে জড়িত ?

  • রেল পরিবহন
  • আকাশপথ পরিবহন
  • জলপথ পরিবহন
  • সড়ক পরিবহন

রেল পরিবহন

Q19. AGMARK -নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কযুক্ত ?

  • শিল্প 
  • ভারতীয় রেল
  • কৃষি দ্রব্য
  • কৃষি সংক্রান্ত অর্থ

কৃষি দ্রব্য

Q20. FDI -এর পুরো নাম কি ?

  • Federal Department of Investigation
  • Federal Department of Investment
  • Foreign Direct Investment
  • Forest Development Index

Foreign Direct Investment

Q21. সারাবতী জলবিদ্যুৎ প্রকল্প নীচের কোন রাজ্যে অবস্থিত ?

  • তামিলনাড় ু
  • কর্ণাটক
  • ওড়িশা
  • অন্ধ্রপ্রদেশ

কর্ণাটক

Q22. পশ্চিম উপকূলের কোন বন্দরে কৃত্রিম পোতাশ্রয় আছে ?

  • কোচিন
  • কান্ডালা
  • মার্মাগাও
  • নিউ ম্যাঙ্গালোর

নিউ ম্যাঙ্গালোর

Q23. পশ্চিমবঙ্গের সুন্দরবনকে ‘ওয়ার্ল্ড হেরিটেজ সাইট’ নামে কোন সালে ঘোষণা করা হয়েছে ?

  • 1999
  • 1987
  • 1979
  • 1969

1987

Q24. দুর্গাপুর কোন নদীর তিরে অবস্থিত ?

  • অজয়
  • কংসাবতী
  • ময়ুরাক্ষী
  • দামোদর

দামোদর

Q25. লজ্জাবতীর পত্রকের চলন হল –

  • আলোকব্যাপ্তি চলন
  • তাপব্যাপ্তি চলন
  • স্পর্শব্যাপ্তি চলন
  • রসায়নব্যাপ্তি চলন

স্পর্শব্যাপ্তি চলন

GK Mock Test Set-2 For Competitive Exam (Bengali)|General Knowledge MCQ Question Answer in Bengali|GK MCQ Practice Set in Bengali|কম্পিটিটিভ পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান MCQ প্রশ্ন উত্তর|সাধারণ জ্ঞান মক টেস্ট

Q26. ‘Fire Ice’ বলতে নিম্নোক্ত কোনটিকে বোঝানো হয় ?

  • মিথিলেট হাইড্রেট
  • মিথেন হাইড্রেট
  • প্রোপেন হাইড্রেট
  • ইথেন হাইড্রেট

মিথেন হাইড্রেট

Q27. ‘ জুরাসিক পার্ক’ বইটি কে লিখেছেন ?

  • মাইকেল ক্রিকটন
  • ওয়ালটার স্কট
  • রবার্ট লুইস
  • ডি. এইচ. লরেন্স

মাইকেল ক্রিকটন

Q28. প্রখ্যাত গীতিকার ও  কবি গুলজারের আসল নাম –

  • সম্পূরণ সিং কালরা
  • সদানন্দ সিং কালিয়া
  • সুর্জিত সিং কোহলি
  • প্রবোধ চন্দ্র ভাটিয়া

সম্পূরণ সিং কালরা

Q29. Republic Day Parad -এ অংশগ্রহণকারী প্রথম মহিলা যোদ্ধা পাইলট কে ?

  • মোহনা সিং জিতারওয়াল
  • অবনী চতুর্বেদী
  • ভাবনা কান্ত
  • অ্যানি দিব্যা

অবনী চতুর্বেদী

 Q30. ‘চাইনাম্যান’ শব্দটি কোন খেলার সঙ্গে সম্পর্কিত ?

  • পোলো
  • টেবিল টেনিস
  • ক্রিকেট
  • সুইমিং

ক্রিকেট

Q31. বক্সারের যুদ্ধে পরাজিত হন –

  • আলিবর্দী খান
  • মিরজাফর
  • মিরকাশিম 
  • সিরাজ -উদ-দৌলা

মিরকাশিম 

Q32. কে ‘অমিত্রাঘাত’ নামে পরিচিত ছিলেন ?

  • বিম্বিসার
  • বিন্দুসার
  • অশোক
  • কালাশোক

বিন্দুসার

Q33. কোন সুলতানের রাজত্বকালে চিঙ্গিজ খান ভারতে আক্রমণ করেছিলেন ?

  • ইলতুৎমিস
  • আলাউদ্দিন খিলজি
  • গিয়াসুদ্দিন বলবন
  • মহম্মদ বিন তুঘলক

ইলতুৎমিস

Q34. ভারতীয় টাকায় যে সিংহের মুর্তি থাকে তা কোথায় আবিষ্কৃত হয়েছে ?

  • সাঁচি
  • বুদ্ধগয়া
  • সারনাথ
  • নালন্দা

সারনাথ

Q35. নিম্নের কোন কমিশন OBC প্রার্থীদের জন্য সরকারী চাকরিতে 27% সংরক্ষণের সুপারিশ করে ?

  • সরকারি কমিশন
  • মন্ডল কমিশন
  • বলবন্ত কমিশন
  • কোঠারী কমিশন

মন্ডল কমিশন

Q36. রাজ্য সভার প্রথম সভাপতি কে ?

  • গনেশ বাসুদেব
  • এস. ভি. কৃষ্ণমুর্তি রাও
  • শ্রীমতি ভায়োলেট আল্ভা
  • ড. সর্বোপল্লি রাধাকৃষ্ণান

ড. সর্বোপল্লি রাধাকৃষ্ণান

Q37. নিম্নের কে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন না ?

  • ভারতের প্রধান বিচারপতি
  • রাজ্যের মুখ্যমন্ত্রী
  • রাজ্যের রাজ্যপাল
  • হাইকোর্টের বিচারপতি

রাজ্যের মুখ্যমন্ত্রী

Q38. ভারতীয় সংবিধানের কোন অংশে সংবিধান সংশোধনের ব্যাখ্যা রয়েছে ?

  • 18
  • 13
  • 20
  • 10

20

Q39. জওহর রোজগার যোজনা কবে থেকে শুরু হয়েছিল ?

  • ১ এপ্রিল, ১৯৭৭
  • ১ এপ্রিল ,১৯৯৮
  • ১ এপ্রিল , ২০১২
  • ১ এপ্রিল , ১৯৮৯

১ এপ্রিল , ১৯৮৯

Q40. তপশিলি জাতি এবং উপজাতি ছাত্র -ছাত্রীদের উন্নতমানের শিক্ষা প্রদানের জন্য ভারতবর্ষের কোন রাজ্য অন্বেষা প্রকল্প চালু করে ?

  • উত্তরপ্রদেশ
  • উড়িষ্যা
  • মহারাষ্ট্র
  • বিহার

উড়িষ্যা

Q41. ভারতবর্ষ কতগুলি দেশের সঙ্গে জল সীমানা ভাগ করে ?

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

চারটি

Q42. কোন পরিকল্পনার সময় ভারত পরপর দুটি যুদ্ধে লিপ্ত হয় ?

  • দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা
  • তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা
  • চতুর্থ অঞ্চবার্ষিকী পরিকল্পনা
  • পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা

তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা

Q43. চম্বল নদীর তিরে চুনিয়া জলপ্রপাতটি কোন রাজ্যে অবস্থিত ?

  • রাজস্থান
  • গুজরাত
  • মধ্যপ্রদেশ
  • উত্তরপ্রদেশ

রাজস্থান

Q44. ভারতের কোন রাজ্য থেকে দামোদর , ব্রাম্ভণী এবং খরকায় নদ/নদীগুলির উৎপত্তি হয়েছে ?

  • মধ্যপ্রদেশ
  • হরিয়ানা
  • ছত্তিশগড়
  • ঝাড়খন্ড

ঝাড়খন্ড

Q45. দুধ হল একপ্রকারের দ্রবণ যাকে বলা যায় –

  • ইমালসন
  • জেল
  • ফেনা
  • সল

ইমালসন

Q46. ক্ষারীয় দ্রবণে ফেনপলথ্যালিনের বর্ণ –

  • নীল
  • গোলাপী
  • বেগুনী
  • সবুজ

গোলাপী

Q47. নর্মদা বাঁচাও আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন –

  • আন্না হাজারে
  • মেধা পাটকর
  • রামদেব
  • বিনায়ক সেন

মেধা পাটকর

Q48. সাওকার আর্দ্রভূমিটি ২০২০ সালে ডিসেম্বর মাসে রামসার ক্ষেত্রের স্বীকৃতি পায় । এটি কোন রাজ্য  / কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত ?

  • লাক্ষাদ্বীপ
  • কেরালা
  • লাদাখ
  • গোয়া

লাদাখ

Q49. ‘ ফ্লাড অফ ফায়ার’ বইটি কার লেখা ?

  • অমিত মির
  • অমিত চৌধুরী
  • অমিতাভ  ঘোষ
  • অতুল কে ঠাকুর

অমিতাভ  ঘোষ

Q50. ‘আই ফলো দি মহাত্মা’ বইটি লিখেছেন –

  • প্রভাত কুমার
  • কে. এম. মুনসি
  • রাজেন্দ্র প্রসাদ
  • শোভা দে

কে. এম. মুনসি

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন গণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন গণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধান WBJEEB Official Site
WB HS CLASS 12 ONLINE MOCK TEST WBJEE ANM GNM Online Mock Test Series
JENPAS (UG) Online Mock Test Series WBJEE Online Mock Test Series
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadMadhyamik Online Mock Test Series

GK Mock Test Set-2 For Competitive Exam (Bengali)|General Knowledge MCQ Question Answer in Bengali|GK MCQ Practice Set in Bengali|কম্পিটিটিভ পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান MCQ প্রশ্ন উত্তর|সাধারণ জ্ঞান মক টেস্ট

ধন্যবাদ । আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন ।এই GK Mock Test Set-2 -এর ব্যাপারে আপনাদের কোনো মতামত থাকলে নীচে কমেন্টের মাধ্যমে জানান ।

Leave a Comment

error: Content is protected !!