Koshe Dekhi 1.2 Class 6 || পূর্বপাঠের পুনরালোচনা কষে দেখি 1.2 ক্লাস 6 || WBBSE Class VI Math Chapter 1 Solution in Bengali || West bengal Board Class Six Math Solution || Ganit Prabha Class 6 Math Solution || গণিত প্রভা ষষ্ঠ শ্রেণি সমাধান
Koshe Dekhi 1.2 Class 6 || পূর্বপাঠের পুনরালোচনা কষে দেখি 1.2 ক্লাস 6 || WBBSE Class VI Math Chapter 1 Solution in Bengali || West bengal Board Class Six Math Solution
1. মনে মনে করিঃ
(a) শূন্য ছাড়া 5 –এর 6 টি গুণিতক খুঁজি ।
(b) 7 –এর 3 টি গুণিতক খুঁজি যারা 50 –এর চেয়ে বড়ো ।
(c ) দুটি 2 অঙ্কের সংখ্যা ভাবি যারা 4 – এর গুণিতক ।
(d) 4 কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক হতে পারে এমন তিনটি সংখ্যা লিখি ।
(e) এমন দুটি সংখ্যা খুঁজি যাদের ল. সা. গু 12 এবং যাদের যোগফল 10 ।
2. (a) 14 –এর মৌলিক উৎপাদক কী কী ?
(b) সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কী ?
(c ) কোন সংখ্যা মৌলিকও নয় আবার যৌগিকও নয় ?
3(A) 42 কোন কোন সংখ্যার গুণিতক ?
(a) 7 (b) 13 (c ) 5 (d) 6
(B) 11 কোন সংখ্যার গুণনীয়ক – (a) 101 (b) 111 (c ) 121 (d) 112
4. সংখ্যাজোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক দেখিঃ
(a) 5, 7 (b) 10, 21 (c ) 10, 15 (d) 16, 15
5. এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজি যারা পরস্পর মৌলিক ।
6. (a) পরস্পর মৌলিক সংখ্যার গ.সা.গু কত লিখি ?
(b) পরস্পর মৌলিক সংখ্যার ল.সা.গু কত লিখি ?
7. নীচের সংখ্যাগুলি 1 এবং মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে গ. সা. গু খুঁজি –
(a) 22,44 (b) 54, 72 (c ) 27, 64 (d) 36, 30 (e ) 28,35,49 (f) 30, 72, 96
8. সংখ্যাগুলির ভাগ পদ্ধতিতে গ.সা.গু খুঁজি ।
(a) 28,35 (b) 54,72 (c) 27,63 (d) 25,35,45 (e) 48,72,96
9. নীচের সংখ্যাগুলি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে ল.সা.গু খুঁজি ।
(a) 25 , 80 (b) 36,39 (c ) 32,56 (d) 36, 48 এবং 72 (e) 25, 35 এবং 45 (f) 32 ,40 এবং 84
10. সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক খুঁজি –
(a) 47,23 (b) 25, 9 (c ) 49, 35 (d) 36, 54
11. সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে নীচের সংখ্যাগুলির গ.সা.গু ও ল. সা.গু নির্ণয় করো ।
(a) 33 এবং 132 (b) 90,144 (c ) 32, 40, 72
12. সবচেয়ে ছোটো সংখ্যা খুঁজি যা 18 ,24 এবং 42 দিয়ে বিভাজ্য ।
13. সবচেয়ে বড়ো সংখ্যা খুঁজি যা দিয়ে 45 ও 60 কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না ।
14. দুটি সংখ্যার ল.সা.গু ও গ.সা.গু যথাক্রমে 252 ও 6 ; সংখ্যাদুটির গুনফল কত হিসাব করে লিখি ।
15. দুটি সংখ্যার গ.সা.গু ও ল.সা.গু যথাক্রমে 8 ও 280 ; একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি কত হিসাব করি ।
16. দুটি সংখ্যার গ.সা.গু 1 হলে সংখ্যাদুটি লিখি ।
17. 48 টি রসোগোল্লা ও 64 টি সন্দেশ কোনোটি না ভেঙ্গে সবচেয়ে বেশি কতজনকে সমান সংখ্যায় দেওয়া যাবে দেখি ।
18. বিভাস ও তার বন্ধুরা মিলে 8 জন অথবা 10 জন করে সদস্য নিয়ে নাটকের একটি দল তৈরি করার কথা ভাবল । কমপক্ষে কত জন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবে হিসাব করে দেখি ।
19. যদুনাথ বিদ্যামন্দির স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের ,স্কুলের বাগানে গাছ লাগানোর জন্য পঞ্চায়েত থেকে ফুলগাছের চারা পাঠিয়েছে । হিসাব করে দেখা গেল চারাগুলিকে 20 টি , 24 টি ও 30 টি সারিতে লাগালে প্রতিক্ষেত্রে প্রতিসারিতে সমান চারা থাকে । পঞ্চায়েত থেকে কমপক্ষে কতগুলি চারা পাঠিয়েছিল হিসাব করে দেখি ।
20. একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 14 ডেসিমি. এবং পিছনের চাকার পরিধি 35 ডেসিমি. । কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণসংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে হিসাব করি ।
21. আমি প্রতিক্ষেত্রে দুটি করে সংখ্যা লিখি যাদের
(a) গ.সা.গু 7
(b) ল.সা.গু 12
Important Links
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন,টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন এবং আমাদের YouTube Channel সাবস্ক্রাইব করুন ।