Koshe Dekhi 9 Class 6 || কষে দেখি 9 ক্লাস 7 শতকরা সমাধান – West Bengal Board (WBBSE) -এর ক্লাস VI অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীর জন্য গণিতপ্রভা বইয়ের (Ganit Prabha) শতকরা (নবম অধ্যায়) কষে দেখি 9 -এর অঙ্কগুলো খুব সহজ উপায়ে সমাধান করে দেওয়া হল । প্রত্যেক ছাত্রছাত্রী এই সমাধান মন দিয়ে দেখলে খুব সহজেই তারা Percentage -এর অঙ্কগুলো নিজেরাই করতে পারবে । তোমরা কোনো অঙ্ক বুঝতে না পারলে কমেন্টের মাধ্যমে আমাদের জানাবে ।
Koshe Dekhi 9 Class 6 || কষে দেখি 9 ক্লাস 7 শতকরা সমাধান
1. নীচের চিহ্নিত অংশের পরিমাণকে শতকরায় প্রকাশ করার চেষ্টা করি –
(i)
(ii)
(iii)
(iv)
(v)
(vi)
Koshe Dekhi 9 Class 6|কষে দেখি 9 ক্লাস 6 শতকরা সমাধান
2. নীচের সামান্য ভগ্নাংশগুলিকে শতকরায় প্রকাশ করি-
(i) 45 /50
(ii) 9/10
(iii) 33/300
(iv) 1 2/5
(v) 4 3/8
3. নীচের দশমিক ভগ্নাংশগুলিকে শতকরায় প্রকাশ করোঃ
(i) 0.6
(ii) 0.02
(iii) 0.57
(iv) 1.21
(v) 0.003
4. নীচের শতকরাগুলি সামান্য ভগ্নাংশে প্রকাশ করিঃ
(i) 10%
(ii) 70%
(iii) 15%
(iv) 257%
(v) 33 1/3%
5. নীচের শতকরা গুলি দশমিক ভগ্নাংশে প্রকাশ করিঃ –
(i) 61%
(ii) 3%
(iii) 105%
(iv) 1.26%
(v) 0.07%
6. নীচের ভগ্নাংশগুলি শতকরায় প্রকাশ করে মানের উর্ধ্বক্রমে সাজাওঃ
(i) 1/2 , 1/4 , 3/5
(ii) 2/5 , 13/25 , 7/10
(iii) 1 2/5 , 1 1/2 , 1 9/10
(iv) 0.02 , 0.15 , 0.6
7(i) 15 টি লজেন্সের মধ্যে 3 টি লজেন্স নিলাম । মোট লজেন্সের শতকরা কত লজেন্স নিলাম দেখি ।
7(ii) 24 টি কুলের মধ্যে 6 টি কুল পচে গেছে । মোট কুলের শতকরা কত কুল পচে গেছে দেখি ।
7(iii) আজ আমাদের ক্লাসে 7 জন ছাত্রছাত্রী অনুপস্থিত । ক্লাসে মোট ছাত্রছাত্রী 35 জন । আজ মোট ছাত্রছাত্রীর শতকরা কতজন স্কুলে এসেছে হিসাব করি ।
7(iv) 55 মিটার লম্বা বাঁশের 11 মিটার কাদা ও জলের নীচে আছে । বাঁশটির শতকরা কত কাদা ও জলের উপরে আছে হিসাব করি ।
8. আমাদের চ্যাটার্জি পাড়ার লাইব্রেরিতে 2100 টি গল্পের বই আছে । যত গল্পের বই আছে তাঁর 30% গল্পের বই আরও কেনা হলো । হিসাব করে দেখি আরও কতগুলি বই কেনা হলো ও এখন লাইব্রেরিতে মোট গল্পের বই কতগুলি হল ।
9. আজ সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে । তাই আলমদের স্কুলে মোট ছাত্রছাত্রীর মাত্র 20% ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে । আলমদের স্কুলের মোট ছাত্রছাত্রী 1230 জন হলে আজ কত জন স্কুলে উপস্থিত হয়েছে হিসাব করে দেখি ।
Koshe Dekhi 9 Class 6|কষে দেখি 9 ক্লাস 6 শতকরা সমাধান
10. আজ আমি নিজে কমলালেবু সরবত তৈরি করব । 300 মিলিলিটার কমলালেবু সরবত তৈরি করতে সরবতের 18% কমলালেবু রস দিতে হলো । কত মিলিলিটার কমলালেবু রস দিলাম হিসাব করে লিখি ।
11. শোভন এবছরে জমিতে জৈবসার ব্যবহার করায় ধানের ফলন গত বছরের তুলনায় 25% বেড়েছে । গতবছরে 12 কুইন্টাল ধান ফললে এবছর কত কুইন্ট্যাল ধান ফলেছে হিসাব করে লিখি ।
12. রসুল্পুর গ্রামের জনসংখ্যা গতবছরের তুলনায় 12% বেড়েছে । আগে ঐ গ্রামের জনসংখ্যা 775 জন হলে , এখন জনসংখ্যা কত হয়েছে হিসাব করি ।
13. এবছর আমাদের স্কুলের 80 জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে । যদি 65% ছাত্রছাত্রী পাশ করে তবে হিসাব করে দেখি কতজন ছাত্রছাত্রী এবছরে মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে ।
14. এক বিশেষ ধরনের পিতলে 70% তামা ও বাকিটা দস্তা আছে । 20 কিগ্রা এইরকম পিতল তৈরি করতে কত কিগ্রা দস্তা লাগবে হিসাব করে লিখি ।
15. চিনির দাম বেড়ে যাওয়ায় আমরা ঠিক করেছি এখনকার থেকে 4% চিনি ব্যবহার কমাব । এখন প্রতিদিন আমরা 625 গ্রাম চিনি ব্যবহার করি । কমানোর পর প্রতিদিন চিনি কত গ্রাম কম ব্যবহার করব এবং প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করব হিসাব করি ।
16. অনিলবাবু তার মাসিক আয়ের 22% বাড়িভাড়া দেন । যদি অনিলবাবু প্রতি মাসে 1870 টাকা বাড়িভাড়া দেন তবে অনিলবাবুর মাসিক আয় কত হিসাব করি ।
Koshe Dekhi 9 Class 6|কষে দেখি 9 ক্লাস 6 শতকরা সমাধান
17. ইয়াসমীনা খাতুন তাঁর মোট চাষের জমির 55% জমিতে পাট চাষ করেন । তিনি যদি 11 বিঘা জমিতে পাট চাষ করেন , তবে ইয়াসমীনা খাতুনের মোট চাষের জমি কত আছে হিসাব করি ।
18. আমাদের পরিবারে মোট মাসিক খরচের 4750 টাকা খাওয়ার জন্য ব্যয় হয় এবং অন্যান্য খরচ হয় 5900 টাকা । যদি খাওয়ার খরচ 10% বাড়িয়ে অন্যান্য খরচ 16% কমান হয় , তাহলে মোট মাসিক খরচ বাড়বে না কমবে হিসাব করি ।
19. একটি বর্তমান শহরে জনসংখ্যা 26250 জন । যদি বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে , তবে পরের বছরের জনসংখ্যা কত হবে হিসাব করে করি । দুই বছর পরে জনসংখ্যা কত হবে হিসাব করি ।
Koshe Dekhi 9 Class 6|কষে দেখি 9 ক্লাস 6 শতকরা সমাধান
20. ফসল ওঠার মুখে ধানের দাম ছিল কুইন্ট্যাল প্রতি 1080 টাকা । বর্ষাকালে ধানের দাম 15% বৃদ্ধি পেয়েছে । যে কৃষক ফসল ওঠার মুখে 12 কুইন্ট্যাল ধান বিক্রি করেছেন , তিনি বর্ষাকালে সেই পরিমাণ ধান বিক্রি করলে কত টাকা বেশি পেতেন হিসাব করি ।
Important Links
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন,টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন এবং আমাদের YouTube Channel সাবস্ক্রাইব করুন ।