![Madhyamik 2025 Math Question Paper with Detailed Solution [PDF]
মাধ্যমিক ২০২৫ অঙ্ক প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান পিডিএফ সহ](https://anushilan.com/wp-content/uploads/2025/03/Madhyamik-2025-Math-Question-Paper-Solved-Anushilan.Com-1.jpg)
Madhyamik 2025 Math Question Paper with Detailed Solution [PDF] || মাধ্যমিক ২০২৫ অঙ্ক প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান পিডিএফ সহ -এখানে MCQ টাইপের প্রশ্ন , শূন্যস্থান পূরণ , সত্য মিথ্যা এই সমস্ত ছোট প্রশ্নগুলির সমাধান-ও করে দেখানো হয়েছে । এই সমাধান গুলি পরীক্ষার খাতায় করা বাধ্যতামূলক নয় । তোমরা ছাত্রছাত্রীরা রাফে সমাধান করে শুধু উত্তর গুলি লিখবে (1 নম্বরের প্রশ্ন উত্তরের ক্ষেত্রে ) । এখানে তোমাদের ভালোকরে বোঝানোর জন্য সব প্রশ্নের দীর্ঘ সমাধান করে দেখানো হয়েছে । এই সমাধান তোমাদের ভালো লাগলে সবার সাথে শেয়ার করবে অবশ্যই ।
Madhyamik 2025 Math Question Paper with Detailed Solution [PDF] || মাধ্যমিক ২০২৫ অঙ্ক প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান পিডিএফ সহ
File Name– Madhyamik 2025 Math Question Paper with Solution
Type of File– PDF
Number of Pages- 49
File Size- 1.76 Mb
2025
MATHEMATICS
Time-3 Hours 15 Minutes
(First 15 minutes for reading question paper only)
Full Marks- {90 -For Regular Candidates , 100 – For External Candidates
Special credit will be given for answers which are breif and to the point. Marks will be deducted for spelling mistakes,untidiness and bad handwriting.
[1,2,3,4 প্রশ্নগুলির উত্তর প্রশ্নসংখ্যা লিখে অবশ্যই ক্রমানুযায়ী উত্তরপত্রের প্রথম দিকে লিখতে হবে । এর জন্যে প্রয়োজনবোধে গণনা ও চিত্র অঙ্কন উত্তরপত্রের ডান্দিকে মার্জিন টেনে করতে হবে । কোনো প্রকার সারণি বা গণনা যন্ত্র ব্যবহার করা যাবে না । গণনার প্রয়োজনে π -এর আসন্ন মান 22/7 ধরে নিতে হবে । গ্রাফ পেপার প্রশ্নপত্রের সাথেই দেওয়া হবে । পাটীগণিতের অঙ্ক বীজগাণিতিক পদ্ধতিতে করা যেতে পারে ।]
1.নিম্নলিখিত প্রশ্নগুলির সঠিক উত্তরটি নির্বাচন করোঃ 1×6 = 6
(i) a:2=b:5 হলে , a,b –এর কত % এর সমান হবে ?
(a)20
(b)30
(c) 40
(d) 50
(ii) একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য secθ , 1 এবং tanθ (θ≠90° ) হলে ত্রিভুজটির বৃহত্তম কোণের মান কত ?
(a) 30°
(b) 45°
(c) 60°
(d) 90°
iii) উর্ধ্বক্রমে সাজানো 27,31,46,52,x , y+2 , 71, 79, 85,90 রাশি তথ্যের মধ্যমা 64 হলে x+y –এর মান –
(a) 125
(b) 126
(c) 127
(d) 128
(iv) বার্ষিক x% হার সরল সুদের হারে Y টাকার Z মাসের সুদ হবে –
(a) XYZ/1200
(b) XYZ/100
(c) XYZ/200
(d) XYZ/120
(v) O কেন্দ্রীয় বৃত্তে AB একটি ব্যাস । AC জ্যা কেন্দ্রে 60◦ কোণ উৎপন্ন করেছে কোণ OCB –এর মান কত ?
(a) 20°
(b) 30°
(c) 40°
(d) 50°
(vi) একটি লম্ব বৃত্তাকার চোং ও একটি অর্ধগোলকের ব্যাসার্ধ সমান এবং তাদের আয়তনও সমান । চোংটির উচ্চতা অপেক্ষা অর্ধগোলকটির উচ্চতা শতকরা কত বেশী ?
(a) 25%
(b) 50%
(c) 100%
(d)200%
Madhyamik 2025 Math Question Paper with Detailed Solution [PDF] || মাধ্যমিক ২০২৫ অঙ্ক প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান
2. শূন্যস্থান পূরণ করো (যেকোনো পাঁচটি ): 1×5 = 5
(i) যদি x(4-√3 ) =y(4+√3 ) =1 হয় , তাহলে x2+y2 –এর মান হবে ___________ ।
(ii) যদি sin2θ + 2x cos2θ = 1 হয় , তবে x এর মান হবে _____________ ।
(iii) (p+q) সংখ্যক সংখ্যার গড় x , এর মধ্যে p সংখ্যক সংখ্যার গড় y হলে , অবশিষ্ট q সংখ্যক সংখ্যার গড় হবে _____________ ।
(iv) একটি ব্যবসায়ে পিন্টু , আমনের 1 ½ গুণ টাকা দিয়েছিল এবং ডেভিড , আমনের 2 ½ গুণ টাকা দিয়েছিল । আমন, পিন্টু ও মূল্ধনের অনুপাত হবে ______________ ।
(v) একই তলে অবস্থিত দুটি বৃত্তের 3 টি সাধারণ স্পর্শক হলে বৃত্ত দুটি পরস্পরকে _____________ করবে ।
(vi) r একক দৈর্ঘ্যের ব্যসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন __________ ।
3. সত্য বা মিথ্যা লেখো (যে কোনো পাঁচটি ) : 1 ×5 = 5
(i) 6x2+x+k=0 সমীকরণের বীজদ্বয়ের বর্গের সমষ্টি 25/36 হলে , k –এর মান হবে 12
(ii) 0° < θ <90° হলে sinθ<sin2 θ হবে ।
(iii) সংখ্যাগুরু মান = 2× মধ্যমা – 3× যৌগিক গড়
(iv) একটি যৌথ ব্যবসায় দুই বন্ধুর মধ্যে একজন xyz টাকা y মাসের জন্য এবং অপরজন y2z টাকা x মাসের জন্য নিয়োজিত করে । চুক্তির শেষে তাদের লভ্যাংশের অনুপাত হবে x :y
(v) ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ । কোণ ADB = x° কোণ ABD = y° হলে , কোণ BCD এর মান হবে (x+y) °
(vi) শঙ্কুর আয়তন x , ভূমির ক্ষেত্রফল y এবং উচ্চতা z হলে $\frac{x}{yz}$ –এর মান 3 হবে ।
Madhyamik 2025 Math Question Paper with Detailed Solution [PDF] || মাধ্যমিক ২০২৫ অঙ্ক প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান পিডিএফ সহ
4. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যেকোনো দশটি): 2×10 = 20
(i) দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা যথাক্রমে 27 সেমি. ও 16 সেমি. , প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 9 সেমি. হলে , দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য কতো হবে তা নির্ণয় করো ।
(ii) O কেন্দ্রীয় বৃত্তের একটি বহিঃস্থ বিন্দু P থেকে PS ও PT দুটি স্পর্শক টানা হল । QS বৃত্তের একটি জ্যা যেটি PT –এর সমান্তরাল । কোণ SPT = 80° হলে QST এর মান কত ?
(iii) ABCD আয়তক্ষেত্রের অভ্যন্তরে O বিন্দু এমন ভাবে অবস্থিত যে OB = 6 সেমি. , OD = 8 সেমি. এবং OA = 5 সেমি. । OC –এর দৈর্ঘ্য নির্ণয় করো ।
(iv) sin(θ+30°) = cos15° হলে, cos θ –এর মান নির্ণয় করো ।
(v) cos4 θ – sin4 θ = $\frac{2}{3}$ হলে , 1-2sin2 θ – এর মান নির্ণয় করো ।
(vi) একটি আয়তঘনের ধারগুলির সংখ্যা x , তল গুলির সংখ্যা y হলে , ‘a’ –এর সর্বনিম্ন মান কত হলে (x+y+a) –একটি পূর্ণবর্গ সংখ্যা হবে ?
(vii) দুটি লম্ব বৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 এবং উচ্চতার অনুপাত 5 : 3 হলে , তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কতো ?
(viii) প্রথম (2n+1) সংখ্যক স্বাভাবিক সংখ্যার মধ্যমা হলো $\frac{n + 103}{3}$ , n –এর মান নির্ণয় করো ।
(ix) বার্ষিক সরল সুদের হার 5.5% থেকে কমে 4.5% হলে এক ব্যাক্তির প্রাপ্য বার্ষিক সুদ 250 টাকা কম হয় । মূল্ধন কত ?
(x) কোনো ব্যবসায়ে A ও B এর মূলধনের অনুপাত 3 : 2 , লাভের 5% দান করার পর B এর লাভ 798 টাকা হলে , মোট লাভ কত ?
(xi) $\frac{x}{2}$ = $\frac{y}{3}$ = $\frac{z}{4}$ হলে , $\frac{3x + 4y + 8z}{x + 3y}$ –এর মান কত ?
(xii) x ∝ √y এবং y =a2 , যদি x =2a হয় তাহলে x2:y –এর মান নির্ণয় করো ।
Madhyamik 2025 Math Question Paper with Detailed Solution [PDF] || মাধ্যমিক ২০২৫ অঙ্ক প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান
5. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 5
(i) কোনো যৌথ ব্যবসায়ে সমর ও মহিমের প্রত্যেকের মূল্ধন 20000 টাকা । 6 মাস পরে সমর আরও 5000 টাকা দিল কিন্তু মহিম 5000 টাকা তুলে নিল । যদি বৎসরান্তে 32000 টাকা লাভ হয়ে থাকে , তবে তাদের প্রত্যেকের লভ্যাংশ নির্ণয় করো ।
(ii) 21866 টাকাকে এমন দুটি অংশে ভাগ করো , যাতে প্রথম অংশের 3 বছরের সমূল চক্রবৃদ্ধি , দ্বিতীয় অংশের 5 বছরের সমূল চক্রবৃদ্ধির সমান হয় , যেখানে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 5% ।
6. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 3
(i) 16 কে এরূপ দুটি অংশে ভাগ করো যেন বৃহত্তর অংশের বর্গের দ্বিগুণ ক্ষুদ্রতর অংশের বর্গের চেয়ে 164 বেশী ।
(ii) সমাধান করোঃ
$\frac{x – 3}{x + 3}$ + $\frac{x + 3}{x – 3}$ = $2\frac{1}{2}$
7. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 3
(i) যদি , $\left(x^3 – \frac{1}{y^3}\right)$ ∝ $\left(x^3 + \frac{1}{y^3}\right)$ হয় তাহলে দেখাও যে x ∝$\frac{1}{y}$
(ii) যদি x = $\frac{4\sqrt{15}}{\sqrt{5} + \sqrt{3}}$ তবে $\frac{x + \sqrt{20}}{x – \sqrt{20}}$ + $\frac{x + \sqrt{12}}{x – \sqrt{12}}$ -এর মান নির্ণয় করো ।
8. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 3
(i) যদি (b+c-a)x=(c+a-b)y =(a+b-c)z = 2 হয় , তবে প্রমাণ করো যে $\left(\frac{1}{x} + \frac{1}{y}\right)\left(\frac{1}{y} + \frac{1}{z}\right)\left(\frac{1}{z} + \frac{1}{x}\right)$=abc
(ii) $\frac{x}{y}$ = $\frac{a + 2}{a – 2}$ হলে , $\frac{x^2 – y^2}{x^2 + y^2}$ এর মান কত ?
9. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 5
(i) বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক ।
(ii) পিথাগোরাসের উপপাদ্য বিবৃত করো ও প্রমাণ করো ।
Madhyamik 2025 Math Question Paper with Detailed Solution [PDF] || মাধ্যমিক ২০২৫ অঙ্ক প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান
10. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 3
(i) O কেন্দ্রীয় বৃত্তে AB ব্যাস , বৃত্তের উপরিস্থিত কোনো বিন্দু P থেকে PN, AB এর উপর একটা লম্ব টানা হল । জ্যামিতিক যুক্তি দিয়ে প্রমাণ করো যে PB2 = AB.BN
(ii) ABC ত্রিভুজের পরিকেন্দ্র ‘O’ এবং OD ⟂ BC হলে প্রমাণ করো যে কোণ BOD = কোণ BAC
11. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 5.
(i) জ্যামিতিক পদ্ধতিতে 2√3 এর মান নির্ণয় করো ।
(ii) 6 সেমি. , 8 সেমি. ও 10 সেমি. বাহুবিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করো । ওই ত্রিভুজটির অন্তর্বৃত্ত অঙ্কন করো ।
12. যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ 3 ×2 = 6
(i) যদি sinx = m siny এবং tanx = ntany হয় তবে দেখাও যে cos2x =$\frac{m^2 – 1}{n^2 – 1}$
(ii) $\tan \theta$ = $\frac{5}{7}$ হলে , $\frac{5sin\theta + 7cos\theta }{7sin\theta + 5cos\theta }$ -এর মান কত ?
(iii) একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপের অনুপাত 5 : 2 । চাপ দুটি কেন্দ্রে যে কোণ ধারণ করে আছে তার দ্বিতীয় কোণটির মান 30° হলে , প্রথম কোণটির বৃত্তীয় মান কত ?
Madhyamik 2025 Math Question Paper with Detailed Solution [PDF] || মাধ্যমিক ২০২৫ অঙ্ক প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান
13. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 5
(i) মাঠের মাঝখানে দাঁড়িয়ে হাবু একটি উড়ন্ত পাখিকে প্রথমে উত্তরদিকে 30° উন্নতি কোণে এবং 2 মিনিট পর দক্ষিণ দিকে 60° উন্নতি কোণে দেখতে পেল । পাখিটি যদি বরাবর 50√3 মিটার উঁচুতে একই সরল রেখায় উড়ে থাকে তবে তার গতিবেগ কত ?
(ii) দুটি স্তম্ভের দূরত্ব 150 মিটার , একটির উচ্চতা অন্যটির তিনগুণ । স্তম্ভদ্বয়ের পাদদেশ সংযোগকারী রেখাংশের মধ্যবিন্দু থেকে তাদের শীর্ষের উন্নতি কোণদ্বয় পরস্পর পূরক । ছোট স্তম্ভটির উচ্চতা কত ?
14. যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ 4×2 = 8
(i) একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল 154√2 বর্গ সেমি. এবং ভূমির ব্যাসার্ধ 7 সেমি. হলে উহার শীর্ষকোণ নির্ণয় করো ।
(ii) একটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ । যদি উচ্চতা ব্যাসার্ধের 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমি বেশী হতো , চোংটির উচ্চতা নির্ণয় করো ।
(iii) 12 সেমি. ব্যাস বিশিষ্ট একটি নিরেট সীসার গোলক গলিয়ে তিনটি ছোট ছোট নিরেট সীসার গোলক তৈরি করা হল । যদি ছোট গোলকগুলির ব্যাসের অনুপাত 3: 4 : 5 হয় , তবে ছোট গোলকগুলির প্রত্যেকটির ব্যাসার্ধ নির্ণয় করো ।
15. যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ 4 ×2 = 8 সেমি.
(i) একটি কর্মসূচীতে উপস্থিত 100 জনের বয়স নীচের ছকে দেওয়া হল । ঐ 100 জন লোকের গড় বয়স নির্ণয় করো । (যে কোনো পদ্ধতি অবলম্বন করে )
বয়স (বছরে) | 10-20 | 20-30 | 30-40 | 40-50 | 50-60 | 60-70 |
লোক সংখ্যা | 08 | 12 | 20 | 22 | 18 | 20 |
Madhyamik 2025 Math Question Paper with Detailed Solution [PDF] || মাধ্যমিক ২০২৫ অঙ্ক প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান
(ii) নীচের তথ্যের মধ্যমা 32 হলে x ও y এর মান নির্ণয় করো যখন x+y = 100
শ্রেণী-সীমা | 0-10 | 10-20 | 20-30 | 30-40 | 40-50 | 50-60 |
পরিসংখ্যা | 10 | x | 25 | 30 | y | 10 |
(iii) প্রদত্ত তথ্যের ক্রমযৌগিক পরিসংখ্যা (ক্ষুদ্রতর সূচক) তৈরী করে ছক কাগজে ওজাইভ অঙ্কন করোঃ
শ্রেণী -সীমা | 0-10 | 10-20 | 20-30 | 30-40 | 40-50 | 50-60 | 60-70 |
পরিসংখ্যা | 1 | 6 | 15 | 20 | 15 | 6 | 1 |