Madhyamik Physical Science MCQ Online Mock Test Set-5| মাধ্যমিক ভৌতবিজ্ঞান MCQ অনলাইন মক টেস্ট সেট -৫ঃ ভৌতবিজ্ঞানের এই মক টেস্টটি মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান একটি টেস্ট যা ,দশম শ্রেণি WBBSE Class 10- এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে । প্রত্যেক ছাত্রছাত্রীর উচিত মাধ্যমিক ভৌতবিজ্ঞানের সমগ্র সিলেবাস শেষ করে এই মক টেস্টে অংশগ্রহণ করা ।এর ফলে তাদের আত্মবিশ্বাস বাড়বে এবং রেজাল্টও ভালো হবে ।মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা দ্বারা তৈরি করা হয়েছে এর ফলে এই মক টেস্টটির প্রশ্নগুলি মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ।এই মক টেস্টে 30 টি প্রশ্ন আছে । এই মক টেস্টটি তোমাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল ,ধন্যবাদ ।
Madhyamik Physical Science MCQ Online Mock test Set-5| মাধ্যমিক ভৌতবিজ্ঞান MCQ অনলাইন মক টেস্ট সেট -৫
1.রেকটিফায়েড স্পিরিটের মূল উপাদান –
- মিথাইল অ্যালকোহল
- ইথাইল অ্যালকোহল
- ফরম্যালডিহাইড
- ইথানল
ইথাইল অ্যালকোহল
Q 2.অ্যালকেন শ্রেণির যৌগ সাধারণত যে প্রকারের রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তা হল –
- পুনর্বিন্যাস বিক্রিয়া
- বিয়োজন বিক্রিয়া
- প্রতিস্থাপন বিক্রিয়া
- যুত বিক্রিয়া
প্রতিস্থাপন বিক্রিয়া
Q 3. কোনটির গঠন ত্রিমাত্রিক ?
- C2 H6
- C2 H4
- C2 H2
- কোনোটাই নয়
C2 H6
Madhyamik Physical Science MCQ Online Mock test Set-5| মাধ্যমিক ভৌতবিজ্ঞান MCQ অনলাইন মক টেস্ট সেট -৫
Q 4. কৃত্রিম উপায় তৈরি প্রথম জৈব যৌগ হল
- বেঞ্জিন
- ইউরিয়া
- মিথেন
- ল্যাকটিক অ্যাসিড
ইউরিয়া
Q 5.মরচের রাসায়নিক সংকেত –
- FeO . xH2O
- Fe3O4
- Fe2O3
- Fe2O3 . xH2O
Fe2O3 . xH2O
Q 6. ধাতুর সক্রিয়তা সম্পর্কিত কোন ক্রমটি সঠিক ?
- Pb< Fe< Mg
- Mg< Ca< Zn
- Ag< Zn< Pb
- Al >Cu>Fe
Pb< Fe< Mg
Q 7. প্রদত্ত কোন পরিবর্তনটি জারণ ক্রিয়া নির্দেশ করে ?
- Fe → Fe2+
- Mg2+ → Mg
- Fe3+ → Fe2+
- Sn4+ → Sn2+
Fe → Fe2+
Q 8. কোনটি লোহার খনিজ হলেও আকরিক নয় ?
- লাল হিমাটাইট
- ম্যাগনেটাইট
- আয়রন পাইরাইটিস
- সিডারাইট
আয়রন পাইরাইটিস
Q 9. অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিডের শিল্পোৎপাদন পদ্ধতিতে প্রস্তুতিতে অনুঘটক রূপে ব্যবহার করা হয় –
- Ni
- Pt
- Fe
- Cu
Pt
Madhyamik Physical Science MCQ Online Mock test Set-5| মাধ্যমিক ভৌতবিজ্ঞান MCQ অনলাইন মক টেস্ট সেট -৫
Q 10. তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে Cu ধাতুর পরিশোধনের সময় তরিদবিশ্লেষ্যরূপে নেওয়া হয় –
- বিশুদ্ধ CuSO4
- বিশুদ্ধ CuSO4 -এর জলীয় দ্রবণ
- CuSO4 -এর জলীয় দ্রবণ ও সামান্য পরিমাণ H2SO4 -এর মিশ্রণ
- কোনোটাই নয়
CuSO4 -এর জলীয় দ্রবণ ও সামান্য পরিমাণ H2SO4 -এর মিশ্রণ
Q 11. প্ল্যাটিনাম তরিদ্দ্বার ব্যবহার করে CuSO4 দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে পাওয়া যাবে –
- Cu
- Cu2+
- O2
- H2
O2
Q 12. কপার বা প্ল্যাটিনাম তরিদ্দ্বার ব্যবহার করে CuSO4 -এর তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে পাওয়া যাবে –
- H2
- Cu
- O2
- Cu2+
Cu
Q 13. কঠিন অবস্থায় কোনটি তড়িৎ পরিবহণ করে না ?
- NaCl
- PbBr2
- বরফ
- সবকটিই
সবকটিই
Q 14. উষ্ণতা বৃদ্ধি করলে তরিদবিশ্লেষ্য পদার্থের জলীয় দ্রবণের তড়িৎ পরিবাহিতা –
- বৃদ্ধি পায়
- হ্রাস পায়
- বৃদ্ধি পায় বা হ্রাস পায়
- অপরিবর্তিত থাকে
বৃদ্ধি পায়
Q 15. উষ্ণতা বৃদ্ধি করলে ধাতুর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের মাত্রা –
- বৃদ্ধি পায়
- বৃদ্ধি পায় অথবা হ্রাস পায়
- কোনোটাই নয়
- হ্রাস পায়
হ্রাস পায়
Q 16. জলের স্ফুটনাঙ্কের মান পরম স্কেলে হবে –
- 0 K
- 273 K
- 100 K
- 373 K
373 K
Q 17. একটি অবতল দর্পনের বক্রতা কন্দ্র ও ফোকাসের মধ্যে রাখা বস্তুর প্রতিবিম্ব –
- খর্বাকার ও অবশীর্ষ
- বিবর্ধিত ও অবশীর্ষ
- খর্বাকার ও সমশীর্ষ
- বিবর্ধিত ও সমশীর্ষ
বিবর্ধিত ও অবশীর্ষ
Q 18. কোন বন্ধনের নির্দিষ্ট অভিমুখ আছে ?
- আয়নীয় বন্ধন
- অসমযোজী বন্ধন
- সমযোজী বন্ধন
- কোনোটাই নয়
সমযোজী বন্ধন
Q 19. কোন যৌগটিতে সমযোজী দ্বি – বন্ধন আছে ?
- H2O
- NH3
- CO2
- CH4
CO2
Q 20. নীচের কোন যৌগটিতে সমযোজী এবং আয়নীয় উভয় প্রকার বন্ধন উপস্থিত –
- NH3
- CCl4
- CO2
- CaCO3
CaCO3
Q 21. তড়িৎ ঋণাত্মকতার একক হল –
- eV
- আর্গ
- ডাইন
- এটি এককবিহীন
এটি এককবিহীন
Q 22. কোনো পর্যায়ের বাম দিক থেকে ডানদিকে অগ্রসর হলে মৌলের পারমানিবিক ব্যাসার্ধ ক্রমশ –
- কমে
- বাড়ে
- একই থাকে
- প্রথমে বাড়ে তারপর কমে
কমে
Q 23. নিম্নলিখিত আইসোটোপ গুলির মধ্য কোনটি তেজস্ক্রিয় ?
- 12C
- 14C
- 16O
- 23Na
14C
Q 24. শূন্যস্থানে গামা রশ্মির বেগ –
- 2× 108 m/s
- 3× 108 m/s
- 1.5× 108 m/s
- 2.5× 108 m/s
3× 108 m/s
Q 25. ধাতব পরিবাহীতে তড়িতের বাহক –
- মুক্ত ইলেকট্রন
- কক্ষীয় ইলেকট্রন
- নিউট্রন
- আয়ন
মুক্ত ইলেকট্রন
Q 26. রোধের শ্রেণি সমবায়ে প্রতিটি রোধের ক্ষেত্রে অপরিবর্তিত থাকে –
- বিভবপ্রভেদ
- ব্যায়িত ক্ষমতা
- তড়িৎ প্রবাহ
- কোনোটাই নয়
তড়িৎ প্রবাহ
Q 27. 220V -100W বাতির রোধ –
- 968 ohm
- 1936 ohm
- 484 ohm
- 242 ohm
484 ohm
Q 28. কোন বর্ণের আলোর জন্য প্রিজমের চ্যুতি সর্বনিম্ন ?
- হলুদ
- সবুজ
- লাল
- বেগুন
লাল
Q 29. উত্তল লেন্স কোনো বস্তু খর্বকায় সদবিম্ব গঠন করে , যখন বস্তু দূরত্ব –
- f -এর বেশি
- 2f -এর কম
- f -এর কম
- 2f -এর সমান
- 2f -এর বেশি
2f -এর বেশি