Mathematics Mock Test For Competitive Exams Set 11 : মিশ্রণ | মিশ্রণ অধ্যায়ের MCQ অঙ্ক কম্পিটিটিভ পরীক্ষার জন্য – এই মক টেস্টটি WBBSE Class 8(VIII), Class 9(IX), Class 10(X) -এর ছাত্রছাত্রীদের জন্য , বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার্থীদের জন্য এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক প্রবেশিকা পরীক্ষার(Competitive Entrance Exam) জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ।মক টেস্টটিতে 10 টি প্রশ্ন আছে ।পরীক্ষার্থীরা যদি এই মক টেস্টে অংশগ্রহণ করার পূর্বে মিশ্রণ অধ্যায়ের অঙ্ক এবং প্রয়োজনীয় সূত্র ভালো করে অভ্যাস করে নেয় তাহলে তারা আত্মবিশ্বাসের সঙ্গে এই মক টেস্টে অংশগ্রহণ করতে পারবে এবং ভালো ফল করতে পারবে। যদি এই মক টেস্টটি আপনাদের ভালো লাগে তাহলে Share করার অনুরোধ রইল ।এই মক টেস্টটি যে যে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে তা হল- WBJEE ANM GNM,WBJEE JENPAS, WBCS,Group-D,WBSCTE JEXPO, PSC Cleark,CHSL, SSC CGL, RRB Group-D,WBP SI, WBP Constable RRB NTPC, PSC (Food),WB Primary TET ইত্যাদি ।
Mathematics Mock Test For Competitive Exams Set 11 : মিশ্রণ
Q1. এক দুধ বিক্রেতার কাছে 100 টাকা / লিটার – এর কিছু পরিমাণ দুধ আছে । ওই দুধে কী অনুপাতে জল মিশিয়ে ঐ জলমিশ্রিত দুধ 80 টাকা / লিটার বিক্রয় করলে তার শতকরা লাভ হবে 50% ।
- 7:8
- 7:9
- 9:7
- 7 : 5
7:8
Q2. এক চাষির কাছে 50 কেজি দানাশষ্য আছে , যার কিছু পরিমাণ 8% লাভে এবং বাকি পরিমাণ 18% লাভে বিক্রয় করল । সব দানাশষ্য বিক্রয় করে সে মোটের ওপর 14% লাভ করল । 18% লাভে সে কতটা দানাশষ্য বিক্রয় করেছিল ?
- 30kg
- 35kg
- 40kg
- 60kg
30kg
Q3. দুই ধরনের স্টেনলেস স্টীলে ক্রোমিয়াম ও স্টীলের অনুপাত যথাক্রমে 2 : 11 এবং 5 : 21 ।কী অনুপাতে দুই প্রকার স্টেনলেস স্টীলকে মিশ্রিত করলে নতুন মিশ্রনে ক্রোমিয়াম ও স্টীলের অনুপাত হবে 7 : 32 ?
- 1:2
- 1:3
- 2:3
- 3:4
1:2
Q4. 60 লিটার অ্যাসিড মিশ্রিত জলে অ্যাসিড ও জলের অনুপাত 2 : 1 ।অ্যাসিড ও জলের অনুপাতকে 1:2 করতে হলে কত পরিমাণ জল ঐ মিশ্রণে যোগ করতে হবে ?
- 55 লিটার
- 60 লিটার
- 50 লিটার
- 45 লিটার
60 লিটার
Q5. একটি দুধপূর্ণ পাত্র থেকে 4 লিটার দুধ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢালা হল । এই প্রক্রিয়াটি আরও 3 বার করা হলে পাত্রের মধ্যে অবশিষ্ট দুধের পরিমাণের সাথে জলের পরিমাণের অনুপাত হবে 16 : 65 । তাহলে ঐ পাত্রে প্রথমে কতটা দুধ ছিল ?
- 24 লিটার
- 12 লিটার
- 15 লিটার
- 25 লিটার
12 লিটার
Q6. একটি পাত্রে দুধ ও জলের অনুপাত 7:5 । এখন ঐ মিশ্রণে 15 লিটার জল মেশালে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত 7 : 8 । নতু মিশ্রণে জলের পরিমাণ হবে –
- 40 লিটার
- 35 লিটার
- 45 লিটার
- 22 লিটার
40 লিটার
Q7. চারটি পাত্রে জল মিশ্রিত দুধে , দুধ ও জলের অনুপাত যথাক্রমে 5 : 3 , 2:1 , 3:2 এবং 7 : 4 । কোন পাত্রে জলের তুলনায় দুধের পরিমাণ কম আছে ?
- প্রথম পাত্রে
- দ্বিতীয় পাত্রে
- তৃতীয় পাত্রে
- চতুর্থ পাত্রে
তৃতীয় পাত্রে
কম্পিটিটিভ পরীক্ষার জন্য গণিতের আরও অনেক মক টেস্টে অংশগ্রহণ করতে এই লিঙ্কে ক্লিক করুন
Q8. এক ব্যাবসায়ীর কাছে কিছু পরিমাণ দুধ আছে বিক্রয় করার জন্য । ঐ দুধের সাথে কী অনুপাতে জল মিশিয়ে সেই জল মিশ্রিত দুধ ক্রয়মূল্যে বিক্রয় করলে ওই ব্যাবসায়ীর 5% লাভ হবে ?
- 1:10
- 1:5
- 1:20
- 1:15
1:20
Q9. দুটি পাত্রে জল ও দুধের অনুপাত যথাক্রমে 2: 1 এবং 3 : 1 । যদি , এই দুটি পাত্রের সমগ্র মিশ্রণকে একটি বড় পাত্রে ঢালা হয় তবে সেটিতে দুধ ও জলের অনুপাত হবে –
- 17:7
- 5:2
- 3:2
- 7:9
17:7
Q10. 25 টাকা কিলো দরের কত কেজি চায়ের সঙ্গে 30 টাকা কেজি দরের 30 কেজি চা মেশানো হল । এখন সেই মিশ্রিত চা 30 টাকা প্রতি কেজি দরে বিক্রয় করলে মোটের ওপর তার 10 % লাভ হবে ।
- 36 কেজি
- 40 কেজি
- 32 কেজি
- 42 কেজি
36 কেজি
Important Links
Mathematics Mock Test For Competitive Exams Set 11 : মিশ্রণ