Mathematics Mock Test Set-8 For Competitive Exams In Bengali: ত্রিভুজের পরিসীমা ও ক্ষেত্রফল|ত্রিভুজের পরিসীমা ও ক্ষেত্রফল অধ্যায়ের MCQ প্রশ্ন-উত্তর- এই মক টেস্টটি WBBSE Class Class 9(IX) -এর ছাত্রছাত্রীদের জন্য , বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার্থীদের জন্য এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক প্রবেশিকা পরীক্ষার(Competitive Entrance Exam) জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ।মক টেস্টটিতে 15 টি প্রশ্ন আছে।পরীক্ষার্থীরা যদি এই মক টেস্টে অংশগ্রহণ করার পূর্বে ত্রিভুজের পরিসীমা ও ক্ষেত্রফল অধ্যায়ের অঙ্ক এবং প্রয়োজনীয় সূত্র ভালো করে অভ্যাস করে নেয় তাহলে তারা আত্মবিশ্বাসের সঙ্গে এই মক টেস্টে অংশগ্রহণ করতে পারবে এবং ভালো ফল করতে পারবে।যদি এই মক টেস্টটি আপনাদের ভালো লাগে তাহলে Share করার অনুরোধ রইল ।এই মক টেস্ট টি যে যে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে তা হল- WBJEE ANM GNM,WBJEE JENPAS, WBCS,Group-D,WBSCTE JEXPO, WBSCTE VOCLET, PSC Cleark,CHSL, SSC CGL, RRB Group-D, RRB NTPC, PSC (Food),WB Primary TET ইত্যাদি ।
Mathematics Mock Test Set-8 For Competitive Exams: ত্রিভুজের পরিসীমা ও ক্ষেত্রফল
Q1.একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল x বর্গ একক এবং পরিসীমা y একক হলে নীচের কোনটি সত্য ?
- y4 = 432x2
- y4 = 216x2
- y2 = 432x2
- কোনোটিই নয়
y4 = 432x2
Q2. একটি ত্রিভুজাকার জমির তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 15 মিটার , 20মিটার এবং 25 মিটার । প্রতি বর্গমিটার 5 টাকা হিসাবে ঐ জমিতে ধানের বীজ ছড়াতে কত খরচ পড়বে ?
- 750 টাকা
- 150 টাকা
- 300 টাকা
- 600 টাকা
750 টাকা
Q3. একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 15 একক , 25 একক এবং x একক হলে নীচের কোনটি সত্য ?
- 10 < x <40
- 10≤ x ≤ 40
- 10 ≤ x < 40
- 10 < x ≤ 40
10 < x <40
Q4. একটি সমবাহু ত্রিভুজের অন্তঃস্থ কোনো বিন্দু থেকে উহার বাহুত্রয়ের লম্ব দূরত্ব যথাক্রমে 6 সেমি. , 9 সেমি. এবং 12 সেমি. । ত্রিভুজটির পরিসীমা –
- 47√2 সেমি.
- 65√3 সেমি.
- 54√3 সেমি.
- 125 সেমি.
54√3 সেমি.
Q5. একটি মইয়ের ওপরের প্রান্ত মাটি থেকে 12 মিটার উচ্চে দেওয়ালে এবং নীচের প্রান্ত দেওয়াল থেকে 9 মিটার দূরে মাটিতে সংলগ্ন আছে । যদি মই – এর নিম্নপ্রান্ত দেওয়াল থেকে 3 মিটার দূরে সরানো যায় , তাহলে মইয়ের ওপরের প্রান্তটি কত নীচে নেমে যাবে ?
- 10 মিটার
- 7 মিটার
- 4 মিটার
- 3 মিটার
3 মিটার
Q6. কোনো সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি পেলে তার ক্ষেত্রফল 7√3 বর্গ মিটার বৃদ্ধি পায় । ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত ?
- 15 মিটার
- 9 মিটার
- 6 মিটার
- 2 মিটার
6 মিটার
Q7. একটি ত্রিভুজের বাহু তিনটির মধ্য বিন্দু গুলির দুটি করে যুক্ত করে যে তিনটি রেখাংশ পাওয়া যায় তাদের দৈর্ঘ্য 4.8 সেমি. ,6.4 সেমি. এবং 8 সেমি. । ত্রিভুজটির ক্ষেত্রফল কত ?
- 61.44 বর্গ সেমি.
- 58.20 বর্গ সেমি.
- 37.56 বর্গ সেমি.
- 98.60 বর্গ সেমি.
61.44 বর্গ সেমি.
Q8. একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষ থেকে ভূমির ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 9 সেমি. । ঐ লম্বের পাদবিন্দু থেকে সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 7.2 সেমি. । ত্রিভুজটির পরিসীমা 54 সেমি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফল হবে –
- 96 বর্গ সেমি.
- 105 বর্গ সেমি.
- 108 বর্গ সেমি.
- 74 বর্গ সেমি.
108 বর্গ সেমি.
Q9. একটি শালুক ফুলের অগ্রভাগ জলতল হতে 1 সেমি. উপরে ছিল । বাতাসে চালিত হয়ে ক্রমশ সরে গিয়ে ফুলটি জলতলের পূর্বস্থান থেকে 4 সেমি দূরে জলের সঙ্গে মিশে গেল । জলের গভীরতা কত ছিল ?
- 15 সেমি.
- 6 সেমি.
- 7.5 সেমি.
- 13 সেমি.
7.5 সেমি.
Q10. একটি সমকোণী ত্রিভুজের পরিসীমা 126 সেমি. এবং উহার বাহুগুলির বর্গের সমষ্টি 5618 বর্গ সেমি. । ত্রিভুজটির ক্ষেত্রফল হবে –
- 630 বর্গ সেমি.
- 527 বর্গ সেমি.
- 719 বর্গ সেমি.
- 416 বর্গ সেমি.
630 বর্গ সেমি.
কম্পিটিটিভ পরীক্ষার জন্য গণিতের আরও অনেক মক টেস্টে অংশগ্রহণ করতে এই লিঙ্কে ক্লিক করুন
Q11. একটি সমবাহু ত্রিভুজ ও একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত √3 : 2 । বর্গক্ষেত্রের একটি কর্ণের দৈর্ঘ্য 60 সেমি. হলে ত্রিভুজের পরিসীমা কত ?
- 170 সেমি.
- 180 সেমি.
- 95 সেমি.
- 108 সেমি.
180 সেমি.
Q12. একটি সমকোণী ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 15 মিটার এবং অতিভুজ ও অপর বাহুর দৈর্ঘ্যের অন্তর 9 মিটার । অতিভুজের দৈর্ঘ্য হবে –
- 9 মিটার
- 14 মিটার
- 20 মিটার
- 17 মিটার
17 মিটার
Q13. একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 15% হ্রাস করা হলে , ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে ?
- 27.75%
- 13.25%
- 15%
- 25%
27.75%
Q14. একটি ত্রিভুজের মধ্যমা তিনটির দৈর্ঘ্য যথাক্রমে 15 সেমি. , 18 সেমি. এবং 21 সেমি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফল হবে –
- 88 বর্গ সেমি.
- 90√2 বর্গ সেমি.
- 72√6 বর্গ সেমি.
- 102 বর্গ সেমি.
72√6 বর্গ সেমি.
Q15. একটি সমকোণী ত্রিভুজের অর্ধপরিসীমা s এবং অতিভুজ x সেমি. হলে , ত্রিভুজটির ক্ষেত্রফল হবে –
- ½ sx বর্গ সেমি.
- s(s-x) বর্গ সেমি.
- ½ (s+x) বর্গ সেমি.
- sx বর্গ সেমি.
s(s-x) বর্গ সেমি.
Important Links
Mathematics Mock Test Set-8 For Competitive Exams: ত্রিভুজের পরিসীমা ও ক্ষেত্রফল