Nije Kori 1.2 Class 7 || নিজে করি 1.2 পূর্বপাঠের পুনরালোচনা সপ্তম শ্রেণি গণিতপ্রভা সমাধান || নিজে করি ১.২ ক্লাস সেভেন সম্পূর্ণ সমাধান || WBBSE Class Seven Math Book Solution in Bengali || Ganit Prabha Class VII Chapter 1 Solution || ঐকিক নিয়মের অঙ্ক
Nije Kori 1.2 Class 7 || নিজে করি 1.2 পূর্বপাঠের পুনরালোচনা সপ্তম শ্রেণি গণিতপ্রভা সমাধান || নিজে করি ১.২ ক্লাস সেভেন সম্পূর্ণ সমাধান
1. একটি চাকা 55 বার ঘুরে 77 মিটার পথ যায় । তবে 98 মিটার পথ যেতে ওই চাকা কতবার ঘুরবে ?
2. দীপ্তার্ক প্রত্যেক সপ্তাহে একদিন সাঁতার শিখতে যায় । 364 দিনে সে মোট কতদিন সাঁতার শিখতে যায় হিসাব করি ।
3. কবিতার 120 টি কাগজের প্রয়োজন । প্রত্যেক দিস্তায় 24 টি কাগজ আছে । কবিতা কত দিস্তা কাগজ কিনবে হিসাব করে লিখি ।
4. এক ডজন ডিমের দাম 48 টাকা হলে , 32 টি ডিমের দাম কত হবে হিসাব করে দেখি ।
5. প্রতিদিন 5 ঘন্টা করে কাজ করলে 30 দিনে একটি কাজ শেষ করা যায় । প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করলে কত দিনে সেই কাজ শেষ করা যাবে হিসাব করে লিখি ।
6. কোনো সম্পত্তির মোট পরিমাণের 5/7 অংশের মূল্য 2825 টাকা । ওই সম্পত্তির মোট পরিমাণের 2/7 অংশের মূল্য কত টাকা হিসাব করি ।
7. একটি শিবিরে 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাবার মজুদ আছে । যদি ওই দলে আরও 8 জন সৈন্য যোগ দেয় , তবে ওই পরিমাণ খাবারে কত সপ্তাহ চলবে হিসাব করি ।
8. একটি জাহাজে 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুদ আছে । 10 দিন পর আরও 10 জন নাবিক তাঁদের সঙ্গে যোগ দিলেন । বাকি খাবারে সকলের আর কতদিন চলবে হিসাব করে দেখি ।
9. 20 জন লোক ঠিক করল তারা 30 দিনে একটা বাড়ি সারানোর কাজ সম্পূর্ণ করবে । কিন্তু 6 দিন পর তাঁদের মধ্যে 8 জন লোক অসুস্থ হয়ে পড়ল । হিসাব করে দেখি কত দিনে তারা বাড়ি সারানোর কাজ শেষ করবে ?
10. 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করেন । তাহলে 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবেন হিসাব করে দেখি ।
Important Links
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন,টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন এবং আমাদের YouTube Channel সাবস্ক্রাইব করুন ।