ওজন স্তর ধ্বংসের জন্য NO এবং NO2 –এর ভূমিকা || ওজনস্তর ধংসের জন্য নাইট্রোজেনের অক্সাইডগুলির ভূমিকা || Role of NO and NO2 For Destroying Ozone Layer
প্রশ্নঃ ওজন স্তর ধ্বংসের জন্য NO এবং NO2 –এর ভূমিকা
বিভিন্ন গবেষণায় দেখা গেছে বায়ুমন্ডলের স্ট্র্যাটস্ফিয়ারে নাইট্রোজেনের অক্সিডসমূহ বৃদ্ধি পেলে ওজন স্তরের ব্যাপক ক্ষয়সাধন ঘটে । এই অক্সাইডসমূহের অন্যতম উৎস হল অতি দ্রুতগামী জেটপ্লেন । স্ট্র্যাটস্ফিয়ারের মধ্যে দিয়ে যাওয়ায় সময়ে জেটপ্লেন থেকে নির্গত ধোঁয়াতে প্রচুর পরিমাণ নাইট্রিক অক্সাইড (NO) গ্যাস থাকে । এই গ্যাসগুলি O3 অণুর সঙ্গে বিক্রিয়া করে O2 গ্যাস উৎপন্ন করে , এবং নিজে নাইট্রোজেন ডাই অক্সাইডে (NO2) জারিত হয় ।
NO +O3 → NO2 +O2
আবার বায়ুমন্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার অংশে থাকা দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট অতিবেগুনি রশ্মি UV-A (315 -400 nm) –এর প্রভাবে ওজন অণু বিয়োজিত হয়ে অক্সিজেন অণু ও অক্সিজেন পরমাণুর সৃষ্টি হয় ।
এই NO2 আবার UV-রশ্মি দ্বারা O3 –এর বিয়োজনের ফলে উৎপন্ন পারমাণবিক অক্সিজেনের [O] সঙ্গে বিক্রিয়া করে পুনরায় NO-তে পরিণত হয় ।
NO2 + [O] → NO +O2
উৎপন্ন NO অনুঘটকরূপে বিক্রিয়াতে অংশগ্রহণ করে । ফলে , NO –এর পরিমাণ হ্রাস না পেলেও ওজোনস্তরের অণুগুলির ক্রমাগত বিয়োজনের ফলে ওজোনস্তর ক্ষয়প্রাপ্ত হয় ।