[বিড়াল]WB HS Class 11 Bengali MCQ Mock Test For 1st Semester

[বিড়াল]WB HS Class 11 Bengali MCQ Mock Test For 1st Semester || উচ্চমাধ্যমিক একাদশ শ্রেণীর বিড়াল গল্পের MCQ প্রশ্ন উত্তর || উচ্চমাধ্যমিক ক্লাস XI এর বিড়াল গল্পের MCQ || Biral MCQ Question Answer – West Bengal Board এর ক্লাস 11 এর ছাত্রছাত্রীদের জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তের দপ্তর -এর ত্রয়োদশ সংখ্যক প্রবন্ধ ‘বিড়াল‘ এর বহুবিকল্পধর্মী প্রশ্ন উত্তর । প্রথম সেমিস্টারের জন্য এই MCQ প্রশ্ন উত্তরগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ।

[বিড়াল]WB HS Class 11 Bengali MCQ Mock Test For 1st Semester || উচ্চমাধ্যমিক একাদশ শ্রেণীর বিড়াল গল্পের MCQ প্রশ্ন উত্তর || উচ্চমাধ্যমিক ক্লাস XI এর বিড়াল গল্পের MCQ

১। দেখ যদি অমুক ___________, কি অমুক ___________ আসিয়া তোমার দুধটুকু খাইয়া যাইতেন…

(ক) বিচারক, জমিদার

(খ) মহাশয়, মহাশয়া

(গ) চূড়ামণি, শিরোমণি

(ঘ) শিরোমণি, ন্যায়ালঙ্কার

(ঘ) শিরোমণি, ন্যায়ালঙ্কার

২।’বিড়াল’ প্রবন্ধটি মূল গ্রন্থের কত নম্বর প্রবন্ধ ?

(ক) ১৩

(খ) ১৪

(গ) ১১

(ঘ) ৯

(ক) ১৩

৩। ‘বিড়াল’ প্রবন্ধটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল ?

(ক) দিগদর্শন

(খ) বঙ্গদর্শন

(গ) নবপর্যায় বঙ্গদর্শন

(ঘ) তত্ত্ববোধিনী।

(খ) বঙ্গদর্শন

৪। ‘বিড়াল’ প্রবন্ধটি কবে প্রথম প্রকাশিত হয়েছিল ?

(ক) চৈত্র, ১২৮১

(খ) কার্তিক, ১২৮১

(গ) চৈত্র, ১২৮০

(ঘ) বৈশাখ, ১২৮২

(ক) চৈত্র, ১২৮১

৫। কমলাকান্তের দপ্তর গ্রন্থটিতে কোন্ তত্ত্বটি পরিস্ফুট হয়ে উঠেছে ?

(ক) সাম্যবাদী তত্ত্ব

(খ) মিথস্ক্রিয়াবাদ তত্ত্ব

(গ) নারীবাদী তত্ত্ব

(ঘ) কোনোটিই নয়।

(ক) সাম্যবাদী তত্ত্ব

৬। দেওয়ালের ওপর চঞ্চল ছায়া টি-কেমন করে নাচছে?

(ক) পাষাণবৎ

(খ) জলবৎ

(গ) প্রেতবৎ

(ঘ) মনুষ্যবৎ।

(গ) প্রেতবৎ

৭। কমলাকান্ত কীরূপভাবে ভাবনায় মগ্ন ছিল ?

(ক) নিমীলিতলোচনে

(গ) শায়িতাবস্থায়

(খ) উন্মীলিত লোচনে

(ঘ) স্বপ্নমধ্যে।

(ক) নিমীলিতলোচনে

৮। বিড়াল’ প্রবন্ধে নেপোলিয়ন বলতে কাকে বোঝানো হয়েছে ?

(ক) নেপোলিয়ন বোনাপার্ট (1)

(খ) নেপোলিয়ন বোনাপার্ট (II)

(গ) চার্লস লুই নেপোলিয়ন (III)

(ঘ) কমলাকান্ত।

(ক) নেপোলিয়ন বোনাপার্ট (1)

৯। ওয়াটার্লর যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল ?

(ক) ১৭১৫ খ্রিস্টাব্দে

(খ) ১৭১৬ খ্রিস্টাব্দে

(গ) ১৮১৬ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮১৫ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮১৫ খ্রিস্টাব্দে

১০। ওয়াটার্লর যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?

(ক) নেপোলিয়ন বোনাপার্ট (I), ডিউক অব ওয়েলিংটন এবং গাবার্ড ভন ব্লুচারের মধ্যে।

(খ) নেপোলিয়ন বোনাপার্ট (1) ও ডিউক অব ওয়েলিংটনের মধ্যে

(গ) নেপোলিয়ন বোনাপার্ট (1) ও প্রুশিয়ান সেনাবাহিনীর মধ্যে

(ঘ) এদের কারোর মধ্যেই নয়।

(ক) নেপোলিয়ন বোনাপার্ট (I), ডিউক অব ওয়েলিংটন এবং গাবার্ড ভন ব্লুচারের মধ্যে।

১১। ওয়েলিংটন, কমলাকান্তের নিকট কী করতে এসেছিলেন বলে তার মনে হয়েছিল ?

(ক) দুগ্ধ ভিক্ষা করতে

(খ) জ্ঞান ভিক্ষা করতে

(গ) মৎস্য ভিক্ষা করতে

(ঘ) আফিং ভিক্ষা করতে

(ঘ) আফিং ভিক্ষা করতে

১২। ডিউক কী বলল ?

(ক) ঘেউ!

(খ) মেও!

(গ) কুউ!

(ঘ) চুপ্!

(খ) মেও!

১৩। কে, “মেও!” বলেছিল?

(ক) বিড়াল

(খ) কমলাকান্ত

(গ) ওয়েলিংটন

(ঘ) ডিউক

(ঘ) ডিউক

১৪। কমলাকান্ত চোখ মেলে, ভালো করে চেয়ে কী দেখল ?

(ক) বিড়াল নয়, ওয়েলিংটন কমলাকান্তের জন্য রাখা দুধ খেয়ে ফেলেছে

(খ) বিড়াল মৎস্য নিঃশেষ করে, উদরসাৎ করে ফেলেছে

(গ) ওয়েলিংটন নয়, বিড়াল কমলাকান্তের জন্য রাখা দুধ নিঃশেষ করে উদরসাৎ করেছে

(ঘ) বিড়াল দুধের বাটি ফেলে দিয়েছে

(গ) ওয়েলিংটন নয়, বিড়াল কমলাকান্তের জন্য রাখা দুধ নিঃশেষ করে উদরসাৎ করেছে

১৫। তোমার দুধ ত খাইয়া বসিয়া আছি এখন বল। কি?”-কার মনের ভাব ফুটে উঠেছে ?

(ক) বিড়ালের

(খ) কমলাকান্তের

(গ) প্রসন্নর

(ঘ) লেখকের

(ক) বিড়ালের

[বিড়াল]WB HS Class 11 Bengali MCQ Mock Test For 1st Semester || উচ্চমাধ্যমিক একাদশ শ্রেণীর বিড়াল গল্পের MCQ প্রশ্ন উত্তর || উচ্চমাধ্যমিক ক্লাস XI এর বিড়াল গল্পের MCQ || Biral MCQ Question Answer

১৬। চিরাগত প্রথাটি কী ?

(ক) বিড়ালকে নির্বিঘ্নে দুগ্ধ পান করতে দেওয়া

(খ) বিড়াল দুধ খেলে তাকে মেরে তাড়িয়ে দিতে হয়

(গ) বিড়াল দুধ খেতে এলে, তা বসে দেখতে হয়

(ঘ) বিড়াল দুধ খেতে এলে দুধের পাত্রটি সরিয়ে নিতে হয়।

(খ) বিড়াল দুধ খেলে তাকে মেরে তাড়িয়ে দিতে হয়

১৭। কমলাকান্তের কাছে কোল্টিন্ট বাঞ্ছনীয় নয়?

(ক) চিরাগত প্রথার অবমাননা করা

(খ) বিড়ালের উপহাস সহ্য করে নেওয়া

(গ) চিরাগত প্রথার অবমাননা করে, মনুষ্যকুলে কুলাঙ্গারস্বরূপ পরিচিত হওয়া

(ঘ) বিড়ালকে অতিরিক্ত পুরস্কার দেওয়া।

(গ) চিরাগত প্রথার অবমাননা করে, মনুষ্যকুলে কুলাঙ্গারস্বরূপ পরিচিত হওয়া

১৮। অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয়।”-এর কারণ কী?

(ক) নাহলে, বিড়াল “মেও।” বলে ব্যঙ্গ করবে

(খ) এটিই চিরাগত প্রথা

গ) নতুবা, মনুষ্যকুলে কুলাঙ্গারস্বরূপ পরিচিত হবে

(ঘ) নতুবা, বিড়াল তার স্বজাতিমণ্ডলে, কমলাকান্তকে কাপুরুষ বলে পরিহাস করবে

(ঘ) নতুবা, বিড়াল তার স্বজাতিমণ্ডলে, কমলাকান্তকে কাপুরুষ বলে পরিহাস করবে

১৯। এক ভগ্ন যষ্টি আবিষ্কার করে-কমলাকান্ত-

(ক) বিড়ালটিকে প্রহার করতে উদ্যত হলেন

(খ) যষ্টিটি বলপূর্বক ভেঙে ফেললেন

(গ) বিড়ালটির দিকে যষ্টিটি ছুঁড়লেন

(ঘ) সগর্ব্বে, বিড়ালটির দিকে ধাবমান হলেন

(ঘ) সগর্ব্বে, বিড়ালটির দিকে ধাবমান হলেন

২০। কমলাকান্ত কী প্রাপ্ত হওয়ার কারণে, বিড়ালের বক্তবাসকল বুঝতে পারলেন ?

(ক) দিব্যচক্ষু

(খ) দৈববাণী

(গ) দৈব আদেশ

(ঘ) দিব্যকর্ণ

(ঘ) দিব্যকর্ণ

২১। “তাহা আমি বহু অনুসন্ধানে পাইলাম না।”-মনুষ্যের কোন্ কার্যের কারণ বিড়াল খুঁজে পায়নি ?

(ক) মনুষ্যদের বিড়ালকে ভালো না বাসার কারণ

(খ) মনুষ্যদের বিড়াল দেখে ভয় পাওয়ার কারণ

(গ) বিড়ালরা খেলেই, মনুষ্যরা কোন্ শাস্ত্রানুসারে লাঠি নিয়ে তাদের মারতে আসে তা

(ঘ) মনুষ্যদের চিরাগত প্রথাটি কী তা

(গ) বিড়ালরা খেলেই, মনুষ্যরা কোন্ শাস্ত্রানুসারে লাঠি নিয়ে তাদের মারতে আসে তা

২২। তোমরা আমার কাছে কিছু উপদেশ গ্রহণ কর।”-কোন্ উপদেশ?

(ক) পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয়

(খ) পরোপকারই পরম ধর্ম

(গ) বিড়ালই কমলাকান্তের ধর্মসঞ্চয়ের কারণ

(ঘ) বিজ্ঞ চতুষ্পদ তথা বিড়ালের কাছে শিক্ষালাভ ছাড়া মানুষের জ্ঞানোন্নতির আর কোনো উপায়ান্তর নেই

(ঘ) বিজ্ঞ চতুষ্পদ তথা বিড়ালের কাছে শিক্ষালাভ ছাড়া মানুষের জ্ঞানোন্নতির আর কোনো উপায়ান্তর নেই

২৩। দেখ, আমি চোর বটে,”-বিড়াল কেন চোর হয়েছে ?

(ক) সাধ করে

(খ) ভুল করে

(গ) সাধ করে নয়, খেতে পায়নি বলে

(ঘ) কমলাকান্ত নেশায় আচ্ছন্ন ছিল বলে

(গ) সাধ করে নয়, খেতে পায়নি বলে

২৪। যাঁহারা বড় বড় সাধু, চোরের নামে শিহরিয়া উঠেন, তাঁহারা অনেকে চোর অপেক্ষাও অধার্ম্মিক! এরূপ বলার কারণ কী?

(ক) সাধুদের প্রয়োজনের বেশি ধন থাকলেও তারা চোরকে তা দান করে না, তাই চোরেরা চুরি করতে বাধা হয়

খ) সাধুরা, বিড়ালকে দুগ্ধদান করে না, ‘তাই

(গ) সাধুরা কৃপণ হয় তাই

(ঘ) কোনোটিই নয়

(ক) সাধুদের প্রয়োজনের বেশি ধন থাকলেও তারা চোরকে তা দান করে না, তাই চোরেরা চুরি করতে বাধা হয়

২৫। কি “চোরের দন্ড হয়” – কাদের দন্ড হয় না ?

(ক) চুরির মূলে যে কৃপণ তার

(খ) কমলাকান্তের

(গ) প্রসন্নর

(ঘ) নেপোলিয়নের

(ক) চুরির মূলে যে কৃপণ তার

[বিড়াল]WB HS Class 11 Bengali MCQ Mock Test For 1st Semester || উচ্চমাধ্যমিক একাদশ শ্রেণীর বিড়াল গল্পের MCQ প্রশ্ন উত্তর || উচ্চমাধ্যমিক ক্লাস XI এর বিড়াল গল্পের MCQ || Biral MCQ Question Answer

২৬। “তথাপি আমাকে ডাকিয়া দেয় চয়েছে? না কী না দেওয়ায় কথা বলা হয়েছে ?

(ক) দুধ

(খ) ক্ষীর, সর, দুগ্ধ, দধি, মৎস্য, মাংস

(গ) মাছের কাঁটা, পাতের ভাত

(ঘ) আফিঙ্গ

(গ) মাছের কাঁটা, পাতের ভাত

২৭। …. তোমাদের কী কিছু অগৌরব আছে? কীসে অগৌরব থাকার কথা নয় ?

(ক) বিড়ালের দুগ্ধপানে

(খ) কমলাকান্তের আফিং খাওয়ায়

(গ) সাধুদের প্রয়োজনের বেশি ধনসঞ্চয়ে

(ঘ) দরিদ্রের জন্য ব্যথিত হওয়ায়

(ঘ) দরিদ্রের জন্য ব্যথিত হওয়ায়

২৮। একটা বড় রাজা ফাঁপরে পড়লে, কে রাত্রে ঘুমোয় না ?

(ক) যে দরিদ্রের ব্যথায় ব্যথিত হয় সে

(খ) যে চিরাগত প্রথার অবমাননা করে সে

(গ) যে চোরের নামে শিউরে ওঠে সে

(ঘ) যে কখনও অন্ধকে মুষ্টি-ভিক্ষা দেয় না সে

(ঘ) যে কখনও অন্ধকে মুষ্টি-ভিক্ষা দেয় না সে

২৯। “তবে তুমি কি তাঁহাকে ঠেঙ্গা লইয়া মারিতে আসিতে?”-কাদের কথা উল্লেখ করা হয়েছে?

(ক) বৈয়াকরণিকদের

(খ) বিড়ালদের

(গ) মনুষ্যদের

(ঘ) শিরোমণি ও ন্যায়ালঙ্কারদের

ঘ) শিরোমণি ও ন্যায়ালঙ্কারদের

৩০। শিরোমণি-ন্যায়ালঙ্কাররা, দুধ খেয়ে গেলে, কমলাকান্ত কী করত?

(ক) তাদেরকে ঠেঙ্গা নিয়ে মারতে যেত

(খ) তাদেরকে মুষ্টি ভিক্ষা দিত

(গ) তাদের সামনে জোর হাত করে দাঁড়িয়ে জিজ্ঞাসা করত, আর একটু দুধ এনে দেবে কি না

(ঘ) তাদের ব্যাথায় ব্যাথিত হত

(গ) তাদের সামনে জোর হাত করে দাঁড়িয়ে জিজ্ঞাসা করত, আর একটু দুধ এনে দেবে কি না

৩১। মনুষ্যজাতি তার জন্য ভোজের আয়োজন করে, যে-

(ক) খেতে বললে বিরক্ত হয়

(খ) তেলা মাথায় তেল দেয়

(গ) বিড়ালকে মেরে তাড়ায়

(ঘ) শয্যাশায়ী হয়ে হুঁকা টানে

(ক) খেতে বললে বিরক্ত হয়

৩২। “তবেই তাহার পুষ্টি।”- কাদের পুষ্টি ?

(ক) মার্জারদের

(খ) মনুষ্যদের

(গ) সাধুদের

(ঘ) গৃহমার্জারদের

(ঘ) গৃহমার্জারদের

৩৩। ‘সতরণ্য’ কোন্ খেলা?

(ক) দাবা

(খ) পাশা

(গ) তাস

(ঘ) লুডো

(ক) দাবা

৩৪। লেজ ফোলা গৃহমার্জারদের রূপের ছটা দেখে অন্যান্য অনেক মার্জার –

(ক) মূর্ছা যায়

(খ) কবি হয়ে যায়

(গ) নিদ্রা যায়

(ঘ) হাই তোলে।

(খ) কবি হয়ে যায়

৩৫। “আর আমাদিগের দশা দেখ”-বিড়ালদিগের দশা কীরূপ ?

(ক) আহারাভাবে উদর কৃশ, অস্থি পরিদৃশ্যমান, লাঙ্গুল বিনত, দাঁত বাহির হইয়াছে – জিহ্বা ঝুলিয়া পড়িয়াছে

(খ) লেজ ফুলে, গায়ে লোম হইয়াছে

(গ) নির্জ্জল দুগ্ধপানে পরিতৃপ্ত

(ঘ) কমলাকান্তের নিকট আফিঙ্গ ভিক্ষা করিতে আসিয়াছে।

(ক) আহারাভাবে উদর কৃশ, অস্থি পরিদৃশ্যমান, লাঙ্গুল বিনত, দাঁত বাহির হইয়াছে – জিহ্বা ঝুলিয়া পড়িয়াছে

৩৬। “নহিলে চুরি করিব”- কী করতে দেওয়ার কথা বিড়াল বলেছে ?

(ক) প্রাচীরে প্রাচীরে ঘুরতে দিতে

(খ) মেও মেও করে চারিদিকে দেখতে দিতে

(গ) এ পৃথিবীতে তাদের অধিকারোর কিছু মৎস্য-মাংস তাদের খেতে দিতে

(ঘ) পরোপকার করতে দিতে।

(গ) এ পৃথিবীতে তাদের অধিকারোর কিছু মৎস্য-মাংস তাদের খেতে দিতে

[বিড়াল]WB HS Class 11 Bengali MCQ Mock Test For 1st Semester || উচ্চমাধ্যমিক একাদশ শ্রেণীর বিড়াল গল্পের MCQ প্রশ্ন উত্তর || উচ্চমাধ্যমিক ক্লাস XI এর বিড়াল গল্পের MCQ || Biral MCQ Question Answer

৩৭। তোমাদিগের কী দ্যুঃখ হয় না?”-কী দেখে বা শুনে মনুষ্যজাতির দুঃখ না হওয়ার কথা বিড়াল বলেছে ?

(ক) তাদের কৃষ্ণ চর্ম্ম, শুষ্ক মুখ দেখে ও ক্ষীণ সকরুণ মেও মেও শুনে

(খ) তাদের আহার করা দেখে

(গ) তাদের দুগ্ধপান দেখে

(ঘ) তাদের গায়ের লোম দেখে ও মেও মেও শুনে।

(ক) তাদের কৃষ্ণ চর্ম্ম, শুষ্ক মুখ দেখে ও ক্ষীণ সকরুণ মেও মেও শুনে

৩৮। ‘ধনীর কার্পণ্যের দণ্ড নাই কেন?” তাহলে কীসের দণ্ড আছে ?

(ক) কমলাকান্তের আফিঙ্গ খাওয়ায়

(খ) দরিদ্রের আহার সংগ্রহে

(গ) সাধুদের অতিরিক্ত ধন সংগ্রহে

(ঘ) মঙ্গলার দুধ দেওয়ার।

(খ) দরিদ্রের আহার সংগ্রহে

৩৯। …যদি করিল,” কী করার কথা বলা হয়েছে ?

(ক) পাঁচ শত দরিদ্রকে বঞ্চিত করে, তাদের আহার্য্য, একজনেরই দ্বারা সংগ্রহ করা

(খ) বিড়ালের দুগ্ধ চুরি করা

(গ) বিড়ালকে যষ্টি নিয়ে তাড়া করা

(ঘ) পরম ধর্ম্মের ফলভোগ করা।

(ক) পাঁচ শত দরিদ্রকে বঞ্চিত করে, তাদের আহার্য্য, একজনেরই দ্বারা সংগ্রহ করা

৪০। মাশিয়ালিস্টিক কারা ?

(ক) সমাজতান্ত্রিকরা

(খ) বাস্তববাদীরা

(গ) কল্পনাপ্রবণরা

(ঘ) আশাবাদীরা।

(ক) সমাজতান্ত্রিকরা

৪১। “আমি বুঝাইয়া বলিলাম যে,”-কমলাকান্ত, মার্জারকে বুঝিয়ে। বলল যে-

(ক) পরোপকারই পরম ধর্ম

(খ) সামাজিক ধনবৃদ্ধি ব্যতীত সমাজের উন্নতি নাই

(গ) বিশেষ অপরিমিত লোভ ভালো

(ঘ) কেহ মরে বিল ছেঁচে, কেহ খায় কই।

(খ) সামাজিক ধনবৃদ্ধি ব্যতীত সমাজের উন্নতি নাই

৪২। সুতরাং, না বুঝিবার পক্ষে ইহার অধিকার আছে।”-কারণ-

(ক) এ মার্জার চোর

(খ) এ মার্জার নির্বোধ

(গ) কমলাকান্ত বোঝাতে অক্ষম

(ঘ) এ মার্জার সুবিচারক ও সুতার্কিক

(ঘ) এ মার্জার সুবিচারক ও সুতার্কিক

৪৩। “সমাজের উন্নতিতে দরিদ্রের প্রয়োজন না থাকিলে না থাকিতে পারে” কিন্তু-কাদের বিশেষ প্রয়োজন আছে ?

(ক) চোরদিগের

(খ) ধনীদিগের

(গ) মূর্খদের

(ঘ) কৃপণদের।

(খ) ধনীদিগের

৪৪। অতএব চোরের দন্ডবিধান কর্তব্য” কমলাকান্তের এমন বিবেচনার কারণ

(ক) বিড়াল, অন্যের জন্য বরাদ্দ দুগ্ধ চুরি করে পান করে

(খ) চোরেরা সমাজবিশৃঙ্খলার মূল

(গ) সমাজের উন্নতিতে দরিদ্রের প্রয়োজন না থাকলেও, ধনীর বিশেষ প্রয়োজন আছে

(ঘ) চোর, চুরি করে।

(গ) সমাজের উন্নতিতে দরিদ্রের প্রয়োজন না থাকলেও, ধনীর বিশেষ প্রয়োজন আছে

৪৫। চোরকে ফাঁসি দেওয়ার সঙ্গে আর কোন্ নিয়মটি চালু করার প্রস্তাব বিড়াল দিয়েছিল ?

(ক) চোরকে ফাঁসি দেওয়ার আগে ভোজন করানোর প্রস্তাব।

(খ) চোরকে কখনও প্রহার না করার প্রস্তাব

(গ) চোরকে ফাঁসি দেওয়ার আগে আফিং সেবন করতে দেওয়ার প্রস্তাব

(ঘ) চোরকে ফাঁসি দেওয়ার আগে, যে বিচারক তাকে সাজা দেবেন, তাকে আগে তিন দিন উপবাস করানোর প্রস্তাব

(ঘ) চোরকে ফাঁসি দেওয়ার আগে, যে বিচারক তাকে সাজা দেবেন, তাকে আগে তিন দিন উপবাস করানোর প্রস্তাব

৪৬। কিছু কমলাকান্ত উপবাস করলে সে কোথায় ধরা পড়বে ?

(ক) কমলাকান্তর ভাণ্ডারঘরে

(খ) প্রসন্নর ভাণ্ডারঘরে

(গ) মঙ্গলার গোয়ালঘরে

(ঘ) নসীরামবাবুর ভাণ্ডারঘরে

(ঘ) নসীরামবাবুর ভাণ্ডারঘরে

৪৭। কমলাকান্ত, বিড়ালকে যে গ্রন্থগুলি পাঠের জন্য দিতে চেয়েছিল, সেগুলি হল-

(ক) রামায়ণ ও মহাভারত

(খ) বেদ ও উপনিষদ

(গ) নিউমান ও পার্করের গ্রন্থ

(ঘ) ভাগবতপুরাণ

(গ) নিউমান ও পার্করের গ্রন্থ

৪৮। সরিষাভোর’ কথাটির অর্থ কী?

(ক) একটি সরিষা সমান ক্ষুদ্র মাপের

(খ) সরিষার চেয়ে অধিক মাপের

(গ) সরিষার মতো রঙের

(ঘ) সরিষার মতো ঝাঁজালো।

(ক) একটি সরিষা সমান ক্ষুদ্র মাপের

৪৯। কমলাকান্তের বড় আনন্দ হইল”-আনন্দ হওয়ার কারণ কী?

(ক) পরোপকার করে পরম ধর্ম্মের ফলভাগী হতে পারা

(খ) মার্জারকে শিক্ষাদান করতে পারা

(গ) মার্জারের ন্যায় পতিত আত্মাকে অন্ধকার থেকেআলোর দিকে আনতে পারা

(ঘ) কোনোটিই নয়।

(গ) মার্জারের ন্যায় পতিত আত্মাকে অন্ধকার থেকেআলোর দিকে আনতে পারা

৫০। যাহারা বড় বড় সাধু, চোরের নামে শিহরিয়া উঠেন, তাছারা অনেকে চোর অপেক্ষাও ___________। 

(ক) ঘড় চোর

(খ) অসৎ

(গ) চতুর

(ঘ) অধার্ম্মিক

(ঘ) অধার্ম্মিক

Important Links

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানWBBSE Official Site
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBJEE ANM GNM Online Mock Test Series
JENPAS (UG) Online Mock Test SeriesWB HS Class 11 Mock Test
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadMadhyamik Online Mock Test Series
RRB Group-D Mock Test in BengaliJEXPO Online Mock Test Series
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।

Leave a Comment

error: Content is protected !!