ভাষাঃ বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ–WB HS Class 11 Bengali MCQ Online Test for 1st Semester || উচ্চমাধ্যমিক একাদশ শ্রেণি বাংলা MCQ প্রশ্ন উত্তর || ভাষা বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ MCQ- উচ্চমাধ্যমিক একাদশ শ্রেণি বাংলার ভাষা অধ্যায়ের বহুবিকল্পধর্মী প্রশ্ন উত্তর- WBCHSE উচ্চমাধ্যমিক Class 11 -এর ছাত্রছাত্রীদের জন্য Anushilan.Com-এর পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে বাংলার ‘ভাষাঃ বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ ‘ অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর । এই প্রশ্ন উত্তরগুলো উচ্চমাধ্যমিক ক্লাস XI এর ছাত্রছাত্রীদের প্রথম সেমিস্টার- এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ Suggestion । তাই আর দেরী না করে চটপট Question Answer গুলো তৈরি করে নাও ।
ভাষাঃ বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ-WB HS Class 11 Bengali MCQ Online Test for 1st Semester || উচ্চমাধ্যমিক একাদশ শ্রেণি বাংলা MCQ প্রশ্ন উত্তর || ভাষা বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ MCQ
১. ‘ছান্দস্’ হল –
(A) কথ্য প্রাচীন ভারতীয় আর্য ভাষা
(B) লেখ্য প্রাচীন ভারতীয় আর্য ভাষা
(C ) আদি মধ্য ভারতীয় আর্য ভাষা
(D) বৌদ্ধদের ধর্মগ্রন্থে ব্যবহৃত ভাষা
(B) লেখ্য প্রাচীন ভারতীয় আর্য ভাষা
২. পাণিনি রচিত ব্যকরণ গ্রন্থটির নাম-
(A) কাতন্ত্র ব্যকরণ
(B) অষ্টাধ্যয়ী ব্যকরণ
(C ) চান্দ্র ব্যকরণ
(D) বাক্যপদীয়
(B) অষ্টাধ্যয়ী ব্যকরণ
৩. ‘প্রাকৃত’ শব্দটির জন্ম হয়েছে যে শব্দ থেকে –
(A) প্রীত
(B) প্রকৃত
(C ) কৃত
(D) প্রকৃষ্ট
(B) প্রকৃত
৪. মধ্য ভারতীয় আর্য ভাষার প্রধান ভাষা হল-
(A) প্রাকৃত
(B) সংস্কৃত
(C )হিন্দি
(D) পালি
(A) প্রাকৃত
৫. বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন –
(A) চর্যাপদ
(B) গীতগোবিন্দ
(C ) শ্রীকৃষ্ণকীর্তন
(D) মঙ্গলকাব্য
(A) চর্যাপদ
৬. সুকুমার সেনের মত অনুযায়ী , বাংলা ভাষার পূর্বাভাষ প্রথম দেখা গিয়েছিল –
(A) বৌদ্ধ বজ্রযানী সিদ্ধাচার্যদের ছড়ায়
(B) চর্যাপদে
(C ) বাংলা প্রবাদে
(D) সেক শুভোদয়ার ছড়ায়
(A) বৌদ্ধ বজ্রযানী সিদ্ধাচার্যদের ছড়ায়
৭. মধ্য ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম নিদর্শন-
(A) বানগড় লিপি
(B) ভীম বেট কার গুহাচিত্র
(C ) সিন্ধু লিপি
(D) অশোকের শিলালিপি
(D) অশোকের শিলালিপি
৮. বাংলা ভাষার উৎপত্তি নিয়ে দুটি উল্লেখযোগ্য প্রবন্ধ ‘বাংলা ভাষার কুলজী’ এবং ‘দ্রাবিড়’ , – এগুলির রচয়িতা কে ?
(A) হরপ্রসাদ শাস্ত্রী
(B) বিমানবিহারী মুখোপাধ্যায়
(C )সুকুমার সেন
(D) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
(D) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
৯. বাংলাকে “ অনার্য ভাষার ছাঁচে ঢালা আর্য ভাষা” বলেছিলেন-
(A) বিধুশেখর শাস্ত্রী
(B) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
(C ) রাহুল সংকৃত্যায়ন
(D) সুকুমার সেন
(B) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
১০. বৈষ্ণব পদাবলিকে আমরা কোন্ পর্যায়ের বাংলা ভাষার উদাহরণ বলতে পারি ?
(A) প্রাচীন বাংলা
(B) আদি – মধ্য বাংলা
(C ) অন্ত্য –মধ্য বাংলা
(D) আধুনিক বাংলা
(C ) অন্ত্য –মধ্য বাংলা
ভাষাঃ বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ-WB HS Class 11 Bengali MCQ Online Test for 1st Semester || উচ্চমাধ্যমিক একাদশ শ্রেণি বাংলা MCQ প্রশ্ন উত্তর || ভাষা বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ MCQ
১১. আধুনিক বাংলা ভাষার সূচনা হয়েছে –
(A) ১৫০০ খ্রিষ্টাব্দে
(B) ১৭৬০ খ্রিষ্টাব্দে
(C ) ১৮০৩ খ্রিষ্টাব্দে
(D) ১৮৫৭ খ্রিষ্টাব্দে
(B) ১৭৬০ খ্রিষ্টাব্দে
১২. চর্যাপদ গুলি মূলত ছিল –
(A) রোমান্টিক কবিতা
(B) সাধন সংগীত
(C) লীলা কীর্তন
(D) চারণ কবিতা
(B) সাধন সংগীত
১৩. আদি মধ্য বাংলা ভাষার সময়কাল –
(A) আনুমানিক ১২৫০ খ্রিষ্টাব্দ থেকে ১৫০০ খ্রিষ্টাব্দ
(B) আনুমানিক ১২৫০ খ্রিষ্টাব্দ থেকে ১৪৫০ খ্রিষ্টাব্দ
(C ) আনুমানিক ১০০০ খ্রিষ্টাব্দ থেকে ১২০০ খ্রিষ্টাব্দ
(D) আনুমানিক ১৬০০ খ্রিষ্টাব্দ থেকে ১৮০১ খ্রিষ্টাব্দ
(A) আনুমানিক ১২৫০ খ্রিষ্টাব্দ থেকে ১৫০০ খ্রিষ্টাব্দ
১৪. অন্ত্য মধ্য বাংলা ভাষার সময়কাল-
(A) আনুমানিক ১০০০ খ্রিষ্টাব্দ থেকে ১২০০ খ্রিষ্টাব্দ
(B) আনুমানিক ১৫০০ খ্রিষ্টাব্দ থেকে ১৭৬০ খ্রিষ্টাব্দ
(C ) আনুমানিক ১৫০০ খ্রিষ্টাব্দ থেকে ১৬০০ খ্রিষ্টাব্দ
(D) আনুমানিক ১৬০০ খ্রিষ্টাব্দ থেকে ১৮০১ খ্রিষ্টাব্দ
(B) আনুমানিক ১৫০০ খ্রিষ্টাব্দ থেকে ১৭৬০ খ্রিষ্টাব্দ
১৫. বাংলা ভাষার জন্মকাল বলা হয় –
(A) আনুমানিক ৬০০ খ্রিষ্টাব্দ
(B) আনুমানিক ৯০০ খ্রিষ্টাব্দ
(C ) আনুমানিক ১০০০ খ্রিষ্টাব্দ
(D) আনুমানিক ১২০০ খ্রিষ্টাব্দ
(B) আনুমানিক ৯০০ খ্রিষ্টাব্দ
১৬. মাগধী অপভ্রংশের দুটি শাখার নাম হল-
(A) উত্তর-দক্ষিণা
(B) রাঢ়ি –বঙ্গালি
(C ) পূর্বী ও পশ্চিমা
(D) ব্রাম্ভী ও খরোষ্ঠী
(C ) পূর্বী ও পশ্চিমা
১৭. মাগধী অপভ্রংশের পূর্বী শাখা থেকে যে ভাষাগুলির জন্ম হয়েছে ,সেগুলি হল-
(A) বাঙ্গাল , ওড়িশা, বুন্দেলী
(B) বাংলা , ওড়িয়া , অহমিয়া
(C) ওড়িয়া , অহমিয়া , গুরুমুখী
(D) অহমিয়া , ওড়িয়া , ব্রজভাষা
(B) বাংলা , ওড়িয়া , অহমিয়া
১৮. __________ ‘বিদগ্ধ মুখমন্ডল’ প্রাচীন বাংলার অন্যতম উদাহরণ ।
(A) চন্ডীদাসের
(B) বসু ঘোষের
(C ) দ্বিজ মাধবের
(D) ধর্মদাসের
(D) ধর্মদাসের
১৯. ________ ভারতীয় আর্য ভাষার স্তরে বাংলার জন্ম ।
(A) প্রাচীন
(B) আদি –মধ্য
(C ) অন্ত্য –মধ্য
(D) নব্য
(D) নব্য
২০. আধুনিক বাংলার সূচনা হয়েছিল আনুমানিক _______ খ্রিষ্টাব্দে ।
(A) 1757 খ্রিষ্টাব্দে
(B) 1760 খ্রিষ্টাব্দে
(C ) 1761 খ্রিষ্টাব্দে
(D) 1765 খ্রিস্টাব্দে
(D) 1765 খ্রিস্টাব্দে
২১. স্তম্ভ মেলাওঃ
স্তম্ভ -১ | স্তম্ভ – ২ |
a. বড়ু চন্ডীদাস | i. মালাধর বসু |
b. মুকুন্দ চক্রবর্তী | ii. শ্রীকৃষ্ণকীর্তন |
c. শ্রীকৃষ্ণ বিজয় | iii. বৈষ্ণব পদাবলি |
d. বিদ্যাপতি | iv. চন্ডীমঙ্গল |
(A) a-ii, b-iv, c- i , d- iii
(B) a-I , b- iv, c-ii, d-iii
(C) a-iii, b-I, c-iv, d-ii
(D) a-iv, b-I, c-ii, d-iii
(A) a-ii, b-iv, c- i , d- iii
ভাষাঃ বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ-WB HS Class 11 Bengali MCQ Online Test for 1st Semester || উচ্চমাধ্যমিক একাদশ শ্রেণি বাংলা MCQ প্রশ্ন উত্তর || ভাষা বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ MCQ
২২. সত্য মিথ্যা নির্ণয় করোঃ
(i) মাগধী অপভ্রংশের পূর্বী শাখা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে ।
(ii) উৎসের দিক থেকে বাংলা ভাষার নিকটতম ভাষা হল অসমিয়া ।
(iii) চর্যাপদকেউজ নিজেদের ভাষার প্রথম নিদর্শন বলে দাবি করেছে মারাঠি ভাষা
(iv) চর্যাপদগুলি বৈদিক সাধন সংগীত
(A) ii ,iv সত্য I, iii মিথ্যা
(B) I, iv সত্য ii , iii মিথ্যা
(C ) ii , iii সত্য I,iv মিথ্যা
(D) I,ii সত্য iii , iv মিথ্যা
(D) I,ii সত্য iii , iv মিথ্যা
ভাষাঃ বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ-WB HS Class 11 Bengali MCQ Online Test for 1st Semester || উচ্চমাধ্যমিক একাদশ শ্রেণি বাংলা MCQ প্রশ্ন উত্তর || ভাষা বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ MCQ
২৩.
(i) প্রাচীন ভারতীয় আর্য ভাষার অর্বাচীন মার্জিত সাহিত্যিক রূপ বৈদিক সাহিত্য ।
(ii) সুনীতি কুমার চট্টোপাধ্যায় মনে করেন বৈদিক ভাষা তিনটি ধারায় বিবর্তিত হয় সংস্কৃত , প্রাকৃত এবং পালি ।
(iii) বাংলা ভাষা উৎপত্তির ক্ষেত্রে পালির সঙ্গে তার যোগ আছে ।
(iv) বাংলা ভাষার শব্দভান্ডারে অনার্য শব্দগুলিকে বলা হয় দেশি শব্দ ।
(A) I , iv সত্য ii , iii মিথ্যা
(B) I ,ii সত্য iii , iv মিথ্যা
(C ) ii , iii সত্য I , iv মিথ্যা
(D) ii, iv সত্য I , iii মিথ্যা
(D) ii, iv সত্য I , iii মিথ্যা
২৪. সবচেয়ে উপযুক্ত বিকল্পটি চিহ্নিত করোঃ
বিবৃতিঃ (A) চর্যাপদ বাংলা সাহিত্যের আদি যুগের রচনা , শ্রীকৃষ্ণকীর্তন আদি- মধ্যযুগের রচনা ।
কারণঃ (R) সেই সময়ের শাসকদের নাম শ্রী কৃষ্ণ কীর্তনে স্পষ্টভাবে পাওয়া যায় ।
সঠিক বিকল্পঃ
(A) A ঠিক , R ভুল
(B) A ভুল , R ঠিক
(C ) A এবং R উভয়েই ঠিক , এবং R , A এর সঠিক কারণ
(D) A এবং R উভয়েই ঠিক , কিন্তু R , A এর সঠিক কারণ নয় ।
(A) A ঠিক , R ভুল
২৫. স্তম্ভ মেলাওঃ
স্তম্ভ -১ | স্তম্ভ -২ |
a. মাগধী অপভ্রংশ | i. বিদগ্ধমুখমন্ডল |
b. চর্যাপদ | ii. ছড়া ও গান |
c. ধর্মদাস | iii. প্রাচীন বাংলা |
d. সেক শুভোদয়া | iv. বাংলা ভাষা |
(A) a-iv, b-iii, c-ii, d-iv
(B) a-iv, b-ii, c-I, d-iii
(C ) a-iii, b-iv, c-ii, d-i
(D) a-I, b-ii, c-iii, d-iv
(C ) a-iii, b-iv, c-ii, d-i
২৬. সংস্কৃতর পক্ষে ‘বাংলা ভাষার জননী’ হওয়া সম্ভব নয় , তার কারণ সংস্কৃত একটি _______ ভাষা ।
(A) সাহিত্যিক
(B) কথ্য
(C ) বিমূর্ত
(D) সাংকেতিক
(A) সাহিত্যিক
২৭. সংস্কৃতকে বাংলা ভাষার ‘অতি-অতি-অতি-অতি-অতিবৃদ্ধ পিতামহী’ বলেছেন ___________ ।
(A) ড. সুকুমার সেন
(B) জর্জ গ্রিয়ারসন
(C ) হরপ্রসাদ শাস্ত্রী
(D) বিমানবিহারী মজুমদার
(C ) হরপ্রসাদ শাস্ত্রী
২৮. আদি মধ্যযুগের বাংলা ভাষার একমাত্র সাহিত্যিক নিদর্শন ‘শ্রীকৃষ্ণকীর্তন’ রচনা করেছিলেন ___________ ।
(A) চন্ডীদাস
(B) জ্ঞানদাস
(C) বড়ু চন্ডীদাস
(D) মালাধর বসু
(C) বড়ু চন্ডীদাস
২৯. বাংলা ভাষার জন্ম হয়েছে যে ভাষা থেকে –
(A) শৌরসেনী প্রাকৃত
(B) অর্ধমাগধী প্রাকৃত
(C) মাগধী প্রাকৃত ও অপভ্রংশ
(D) দ্রাবিড় ভাষা
(C) মাগধী প্রাকৃত ও অপভ্রংশ
৩০. বাংলা ভাষার অন্ত্য -মধ্যযুগের সঙ্গে আধুনিক যুগের প্রধান পার্থক্য –
(A) ছন্দের ব্যবহারে
(B) সংস্কৃতের প্রভাবমুক্তিতে
(C) গদ্যরীতির ব্যবহারে
(D) ইংরেজির অনুপ্রবেশে
(C) গদ্যরীতির ব্যবহারে