ভাষাঃ বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ-WB HS Class 11 Bengali MCQ Online Test for 1st Semester

ভাষাঃ বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশWB HS Class 11 Bengali MCQ Online Test for 1st Semester || উচ্চমাধ্যমিক একাদশ শ্রেণি বাংলা MCQ প্রশ্ন উত্তর || ভাষা বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ MCQ- উচ্চমাধ্যমিক একাদশ শ্রেণি বাংলার ভাষা অধ্যায়ের বহুবিকল্পধর্মী প্রশ্ন উত্তর- WBCHSE উচ্চমাধ্যমিক Class 11 -এর ছাত্রছাত্রীদের জন্য Anushilan.Com-এর পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে বাংলার ‘ভাষাঃ বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ ‘ অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর । এই প্রশ্ন উত্তরগুলো উচ্চমাধ্যমিক ক্লাস XI এর ছাত্রছাত্রীদের প্রথম সেমিস্টার- এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ Suggestion । তাই আর দেরী না করে চটপট Question Answer গুলো তৈরি করে নাও ।

ভাষাঃ বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ-WB HS Class 11 Bengali MCQ Online Test for 1st Semester || উচ্চমাধ্যমিক একাদশ শ্রেণি বাংলা MCQ প্রশ্ন উত্তর || ভাষা বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ MCQ

১. ‘ছান্দস্‌’ হল –

(A) কথ্য  প্রাচীন ভারতীয় আর্য ভাষা

(B) লেখ্য প্রাচীন ভারতীয় আর্য ভাষা

(C ) আদি মধ্য ভারতীয় আর্য ভাষা

(D) বৌদ্ধদের ধর্মগ্রন্থে ব্যবহৃত ভাষা

(B) লেখ্য প্রাচীন ভারতীয় আর্য ভাষা

২. পাণিনি রচিত ব্যকরণ গ্রন্থটির নাম-

(A) কাতন্ত্র ব্যকরণ

(B) অষ্টাধ্যয়ী ব্যকরণ

(C ) চান্দ্র ব্যকরণ

(D) বাক্যপদীয়

(B) অষ্টাধ্যয়ী ব্যকরণ

৩. ‘প্রাকৃত’ শব্দটির জন্ম হয়েছে যে শব্দ থেকে –

(A) প্রীত

(B) প্রকৃত

(C ) কৃত

(D) প্রকৃষ্ট

(B) প্রকৃত

৪. মধ্য ভারতীয় আর্য ভাষার প্রধান ভাষা হল-

(A) প্রাকৃত

(B) সংস্কৃত

(C )হিন্দি

(D) পালি

(A) প্রাকৃত

৫. বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন –

(A) চর্যাপদ

(B) গীতগোবিন্দ

(C ) শ্রীকৃষ্ণকীর্তন

(D) মঙ্গলকাব্য

(A) চর্যাপদ

৬. সুকুমার সেনের মত অনুযায়ী , বাংলা ভাষার পূর্বাভাষ প্রথম দেখা গিয়েছিল –

(A) বৌদ্ধ বজ্রযানী সিদ্ধাচার্যদের ছড়ায়

(B) চর্যাপদে

(C ) বাংলা প্রবাদে

(D) সেক শুভোদয়ার ছড়ায়

(A) বৌদ্ধ বজ্রযানী সিদ্ধাচার্যদের ছড়ায়

৭. মধ্য ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম নিদর্শন-

(A) বানগড় লিপি

(B) ভীম বেট কার গুহাচিত্র

(C ) সিন্ধু লিপি

(D) অশোকের শিলালিপি

(D) অশোকের শিলালিপি

৮. বাংলা ভাষার উৎপত্তি নিয়ে দুটি উল্লেখযোগ্য প্রবন্ধ ‘বাংলা ভাষার কুলজী’ এবং ‘দ্রাবিড়’ , – এগুলির রচয়িতা কে ?

(A) হরপ্রসাদ শাস্ত্রী

(B) বিমানবিহারী মুখোপাধ্যায়

(C )সুকুমার সেন

(D) সুনীতিকুমার চট্টোপাধ্যায়

(D) সুনীতিকুমার চট্টোপাধ্যায়

৯. বাংলাকে “ অনার্য ভাষার ছাঁচে ঢালা আর্য ভাষা” বলেছিলেন-

(A) বিধুশেখর শাস্ত্রী

(B) সুনীতিকুমার চট্টোপাধ্যায়

(C ) রাহুল সংকৃত্যায়ন

(D) সুকুমার সেন

(B) সুনীতিকুমার চট্টোপাধ্যায়

১০. বৈষ্ণব পদাবলিকে আমরা কোন্‌ পর্যায়ের বাংলা ভাষার উদাহরণ বলতে পারি ?

(A) প্রাচীন বাংলা

(B) আদি – মধ্য বাংলা

(C )  অন্ত্য –মধ্য বাংলা

(D) আধুনিক বাংলা 

(C )  অন্ত্য –মধ্য বাংলা

ভাষাঃ বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ-WB HS Class 11 Bengali MCQ Online Test for 1st Semester || উচ্চমাধ্যমিক একাদশ শ্রেণি বাংলা MCQ প্রশ্ন উত্তর || ভাষা বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ MCQ

১১. আধুনিক বাংলা ভাষার সূচনা হয়েছে –

(A) ১৫০০ খ্রিষ্টাব্দে

(B) ১৭৬০ খ্রিষ্টাব্দে

(C ) ১৮০৩ খ্রিষ্টাব্দে

(D) ১৮৫৭ খ্রিষ্টাব্দে

(B) ১৭৬০ খ্রিষ্টাব্দে

১২. চর্যাপদ গুলি মূলত ছিল –

(A) রোমান্টিক কবিতা

(B) সাধন সংগীত

(C) লীলা কীর্তন

(D) চারণ কবিতা

(B) সাধন সংগীত

১৩. আদি মধ্য বাংলা ভাষার সময়কাল –

(A) আনুমানিক ১২৫০ খ্রিষ্টাব্দ থেকে ১৫০০ খ্রিষ্টাব্দ

(B) আনুমানিক ১২৫০ খ্রিষ্টাব্দ থেকে ১৪৫০ খ্রিষ্টাব্দ

(C ) আনুমানিক ১০০০ খ্রিষ্টাব্দ থেকে ১২০০ খ্রিষ্টাব্দ

(D) আনুমানিক ১৬০০ খ্রিষ্টাব্দ থেকে ১৮০১ খ্রিষ্টাব্দ

(A) আনুমানিক ১২৫০ খ্রিষ্টাব্দ থেকে ১৫০০ খ্রিষ্টাব্দ

১৪. অন্ত্য মধ্য বাংলা ভাষার সময়কাল-

(A) আনুমানিক ১০০০ খ্রিষ্টাব্দ থেকে ১২০০ খ্রিষ্টাব্দ

(B) আনুমানিক ১৫০০ খ্রিষ্টাব্দ থেকে ১৭৬০ খ্রিষ্টাব্দ

(C ) আনুমানিক ১৫০০ খ্রিষ্টাব্দ থেকে ১৬০০ খ্রিষ্টাব্দ

(D) আনুমানিক ১৬০০ খ্রিষ্টাব্দ থেকে ১৮০১ খ্রিষ্টাব্দ

(B) আনুমানিক ১৫০০ খ্রিষ্টাব্দ থেকে ১৭৬০ খ্রিষ্টাব্দ

১৫. বাংলা ভাষার জন্মকাল বলা হয় –

(A) আনুমানিক ৬০০ খ্রিষ্টাব্দ

(B) আনুমানিক ৯০০ খ্রিষ্টাব্দ

(C ) আনুমানিক ১০০০ খ্রিষ্টাব্দ

(D) আনুমানিক ১২০০ খ্রিষ্টাব্দ

(B) আনুমানিক ৯০০ খ্রিষ্টাব্দ

১৬. মাগধী অপভ্রংশের দুটি শাখার নাম হল-

(A) উত্তর-দক্ষিণা

(B) রাঢ়ি –বঙ্গালি

(C ) পূর্বী ও পশ্চিমা

(D) ব্রাম্ভী ও খরোষ্ঠী  

(C ) পূর্বী ও পশ্চিমা

১৭. মাগধী অপভ্রংশের পূর্বী শাখা থেকে যে ভাষাগুলির জন্ম হয়েছে ,সেগুলি হল-

(A) বাঙ্গাল , ওড়িশা, বুন্দেলী

(B) বাংলা , ওড়িয়া , অহমিয়া

(C) ওড়িয়া , অহমিয়া , গুরুমুখী

(D) অহমিয়া , ওড়িয়া , ব্রজভাষা

(B) বাংলা , ওড়িয়া , অহমিয়া

১৮. __________ ‘বিদগ্ধ মুখমন্ডল’ প্রাচীন বাংলার অন্যতম উদাহরণ ।

(A) চন্ডীদাসের

(B) বসু ঘোষের

(C ) দ্বিজ মাধবের

(D) ধর্মদাসের

(D) ধর্মদাসের

১৯. ________ ভারতীয় আর্য ভাষার স্তরে বাংলার জন্ম ।

(A) প্রাচীন

(B) আদি –মধ্য

(C ) অন্ত্য –মধ্য

(D) নব্য  

(D) নব্য  

২০. আধুনিক বাংলার সূচনা হয়েছিল আনুমানিক _______ খ্রিষ্টাব্দে ।

(A) 1757 খ্রিষ্টাব্দে

(B) 1760 খ্রিষ্টাব্দে

(C ) 1761 খ্রিষ্টাব্দে

(D) 1765 খ্রিস্টাব্দে

(D) 1765 খ্রিস্টাব্দে

২১. স্তম্ভ মেলাওঃ

স্তম্ভ -১স্তম্ভ – ২
a. বড়ু চন্ডীদাসi. মালাধর বসু
b. মুকুন্দ চক্রবর্তীii. শ্রীকৃষ্ণকীর্তন
c. শ্রীকৃষ্ণ  বিজয়iii. বৈষ্ণব পদাবলি
d. বিদ্যাপতিiv. চন্ডীমঙ্গল

(A) a-ii, b-iv, c- i , d- iii

(B) a-I , b- iv, c-ii, d-iii

(C) a-iii, b-I, c-iv, d-ii

(D) a-iv, b-I, c-ii, d-iii

(A) a-ii, b-iv, c- i , d- iii

ভাষাঃ বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ-WB HS Class 11 Bengali MCQ Online Test for 1st Semester || উচ্চমাধ্যমিক একাদশ শ্রেণি বাংলা MCQ প্রশ্ন উত্তর || ভাষা বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ MCQ

২২. সত্য মিথ্যা নির্ণয় করোঃ

(i) মাগধী অপভ্রংশের পূর্বী শাখা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে ।

(ii) উৎসের দিক থেকে বাংলা ভাষার নিকটতম ভাষা হল অসমিয়া ।

(iii) চর্যাপদকেউজ নিজেদের ভাষার প্রথম নিদর্শন বলে দাবি করেছে মারাঠি ভাষা

(iv) চর্যাপদগুলি বৈদিক সাধন সংগীত

(A) ii ,iv সত্য I, iii মিথ্যা

(B) I, iv সত্য ii , iii মিথ্যা

(C ) ii , iii সত্য I,iv মিথ্যা

(D) I,ii সত্য iii , iv মিথ্যা

(D) I,ii সত্য iii , iv মিথ্যা

ভাষাঃ বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ-WB HS Class 11 Bengali MCQ Online Test for 1st Semester || উচ্চমাধ্যমিক একাদশ শ্রেণি বাংলা MCQ প্রশ্ন উত্তর || ভাষা বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ MCQ

২৩.

(i)  প্রাচীন ভারতীয় আর্য ভাষার অর্বাচীন মার্জিত সাহিত্যিক রূপ বৈদিক সাহিত্য ।

(ii) সুনীতি কুমার চট্টোপাধ্যায় মনে করেন বৈদিক ভাষা তিনটি ধারায় বিবর্তিত হয় সংস্কৃত , প্রাকৃত এবং পালি ।

(iii) বাংলা ভাষা উৎপত্তির ক্ষেত্রে পালির সঙ্গে তার যোগ আছে ।

(iv) বাংলা ভাষার শব্দভান্ডারে অনার্য শব্দগুলিকে বলা হয় দেশি শব্দ ।

(A) I , iv সত্য ii , iii মিথ্যা

(B) I ,ii সত্য iii , iv মিথ্যা

(C )  ii , iii সত্য I , iv মিথ্যা

(D) ii, iv সত্য I , iii মিথ্যা

(D) ii, iv সত্য I , iii মিথ্যা

২৪. সবচেয়ে উপযুক্ত বিকল্পটি চিহ্নিত করোঃ

বিবৃতিঃ (A) চর্যাপদ বাংলা সাহিত্যের আদি যুগের রচনা , শ্রীকৃষ্ণকীর্তন আদি- মধ্যযুগের রচনা ।

কারণঃ (R) সেই সময়ের শাসকদের নাম শ্রী কৃষ্ণ কীর্তনে স্পষ্টভাবে পাওয়া যায় ।

সঠিক বিকল্পঃ

(A) A ঠিক , R ভুল

(B) A ভুল , R ঠিক

(C ) A এবং R উভয়েই ঠিক , এবং R , A এর সঠিক কারণ

(D) A এবং R উভয়েই ঠিক , কিন্তু R , A এর সঠিক কারণ নয় ।

(A) A ঠিক , R ভুল

২৫. স্তম্ভ মেলাওঃ  

 স্তম্ভ -১ স্তম্ভ -২
a. মাগধী অপভ্রংশi. বিদগ্ধমুখমন্ডল
b. চর্যাপদii. ছড়া ও গান
c. ধর্মদাসiii. প্রাচীন বাংলা
d. সেক শুভোদয়াiv. বাংলা ভাষা

(A) a-iv, b-iii, c-ii, d-iv

(B) a-iv, b-ii, c-I, d-iii

(C ) a-iii, b-iv, c-ii, d-i

(D) a-I, b-ii, c-iii, d-iv

(C ) a-iii, b-iv, c-ii, d-i

২৬. সংস্কৃতর পক্ষে ‘বাংলা ভাষার জননী’ হওয়া সম্ভব নয় , তার কারণ সংস্কৃত একটি _______ ভাষা ।

(A) সাহিত্যিক

(B) কথ্য

(C ) বিমূর্ত

(D) সাংকেতিক

(A) সাহিত্যিক

২৭. সংস্কৃতকে বাংলা ভাষার ‘অতি-অতি-অতি-অতি-অতিবৃদ্ধ পিতামহী’ বলেছেন ___________ ।

(A) ড. সুকুমার সেন

(B) জর্জ গ্রিয়ারসন

(C ) হরপ্রসাদ শাস্ত্রী

(D) বিমানবিহারী মজুমদার

(C ) হরপ্রসাদ শাস্ত্রী

২৮. আদি মধ্যযুগের বাংলা ভাষার একমাত্র সাহিত্যিক নিদর্শন ‘শ্রীকৃষ্ণকীর্তন’ রচনা করেছিলেন ___________ ।

(A) চন্ডীদাস

(B) জ্ঞানদাস

(C) বড়ু চন্ডীদাস

(D) মালাধর বসু

(C) বড়ু চন্ডীদাস

২৯. বাংলা ভাষার জন্ম হয়েছে যে ভাষা থেকে –

(A) শৌরসেনী প্রাকৃত

(B) অর্ধমাগধী প্রাকৃত

(C) মাগধী প্রাকৃত ও অপভ্রংশ

(D) দ্রাবিড় ভাষা

(C) মাগধী প্রাকৃত ও অপভ্রংশ

৩০. বাংলা ভাষার অন্ত্য -মধ্যযুগের সঙ্গে আধুনিক যুগের প্রধান পার্থক্য –

(A) ছন্দের ব্যবহারে

(B) সংস্কৃতের প্রভাবমুক্তিতে

(C) গদ্যরীতির ব্যবহারে

(D) ইংরেজির অনুপ্রবেশে

(C) গদ্যরীতির ব্যবহারে

Important Links

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানWBBSE Official Site
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBJEE ANM GNM Online Mock Test Series
JENPAS (UG) Online Mock Test SeriesWB HS Class 11 Mock Test
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadMadhyamik Online Mock Test Series
RRB Group-D Mock Test in BengaliJEXPO Online Mock Test Series
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।

Leave a Comment

error: Content is protected !!