WB HS Class 11 Biology Plant Kingdom MCQ Mock Test for 1st Semester || একাদশ শ্রেণী জীববিদ্যা উদ্ভিদরাজ্য MCQ প্রশ্ন উত্তর – উচ্চমাধ্যমিক একাদশ শ্রেণি জীববিদ্যার তৃতীয় অধ্যায়ের বহুবিকল্পধর্মী প্রশ্ন উত্তর- WBCHSE উচ্চমাধ্যমিক Class 11 -এর ছাত্রছাত্রীদের জন্য Anushilan.Com-এর পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে জীববিদ্যার ‘উদ্ভিদ রাজ্য’ অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর । এই প্রশ্ন উত্তরগুলো উচ্চমাধ্যমিক ক্লাস XI এর ছাত্রছাত্রীদের প্রথম সেমিস্টার- এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ Suggestion । তাই আর দেরী না করে চটপট Question Answer গুলো তৈরি করে নাও ।
WB HS Class 11 Biology Plant Kingdom MCQ Mock Test for 1st Semester || একাদশ শ্রেণী জীববিদ্যা উদ্ভিদরাজ্য MCQ প্রশ্ন উত্তর
১. রেড সি যে কারনে লাল তা হল–
(A) ইউব্যাকটেরিয়া
(B) ব্রায়োফাইটা
(C ) শৈবাল
(D) মস
(C )শৈবাল
২. ফার্ণের শুক্রাণু গুলি –
(A) এক ফ্লাজেলা যুক্ত
(B) দুটি ফ্লাজেলা যুক্ত
(C )বহু ফ্লাজেলা যুক্ত
(D) ফ্লাজেলাবিহীন
(C )বহু ফ্লাজেলা যুক্ত
৩. ফার্নের রেণু উৎপাদনের সময় জকি বিভাজন ঘটে ?
(A) মাইটোসিস
(B) অ্যামাইটোসিস
(C) মিয়োসিস
(D) B ও A
(C) মিয়োসিস
৪. কেল্প হল-
(A) আংশিকভাবে বিয়োজিত উদ্ভিদের অংশ
(B) সমুদ্রের আয়োডিন সমৃদ্ধ আগাছা
(C ) অ্যালুমিনিয়াম সিলিকেট যুক্ত যৌগ
(D) কোনোটিই নয়
(B) সমুদ্রের আয়োডিন সমৃদ্ধ আগাছা
৫. Riccia-র ক্ষেত্রে ক্যালিপট্রা গঠিত হয় –
(A) জাইগোট থেকে
(B) স্ত্রীধানী থেকে
(C ) এন্ডোথেসিয়াম থেকে
(D) জাইগোট ও স্ত্রীধানি থেকে
(B) স্ত্রীধানী থেকে
৬. কোন প্রজাতির শৈবালে Globule ও Nucule দেখা যায় ?
(A) Rhizopus
(B) Oedogonium
(C ) Calamites
(D) Chara
(D) Chara
৭. ভাসমান টেরিডোফাইটা হল–
(A) Dryopteris
(B) Equisetum
(C ) Nymphaea
(D) কোনোটিই নয়
(D) কোনোটিই নয়
WB HS Class 11 Biology Plant Kingdom MCQ Mock Test for 1st Semester || একাদশ শ্রেণী জীববিদ্যা উদ্ভিদরাজ্য MCQ প্রশ্ন উত্তর
৮. ওয়াটার সিল্ক কাকে বলে ?
(A) পলিসাইফোনিয়া
(B) পরফাইরা
(C ) স্পাইরোগাইরা
(D) ল্যামিনারিয়া
(C ) স্পাইরোগাইরা
৯. কোন শৈবালকে রেলিং অ্যালগি বলা হয় ?
(A) ক্ল্যামাইডোমোনাস
(B) ভলভক্স
(C) A ও B
(D) স্পাইরোগাইরা
(B) ভলভক্স
১০. ব্রায়োফাইটাতে মূলের বদলে কি উপস্থিত ?
(A) রাইজয়েড
(B) ক্যালিপট্রা
(C ) অ্যান্থেরিডিয়াম
(D) আর্কিগোনিয়াম
(A) রাইজয়েড
১১. ক্যারাজিন পাওয়া যায় –
(A) লাল শৈবালে
(B) বাদামি শৈবালে
(C) সবুজ শৈবালে
(D) B ও C
(A) লাল শৈবালে
১২. কোনটি ব্রায়োফাইটা জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্যের নয় ?
(A) প্যারেনকাইমা কলার উপস্থিতি
(B) থ্যালাস প্রকৃতির উদ্ভিদদেহ
(C ) উগোনিয়ামের উপস্থিতি
(D) রেণুধর দশা , লিঙ্গধর দশার ওপর নির্ভরশীল
(C ) উগোনিয়ামের উপস্থিতি
১৩. সরষের গণের নাম –
(A) Mangifera
(B) Brassica
(C ) Corchorus
(D) Pisum
(B) Brassica
১৪. অ্যানথেরিডিয়া ও আর্কিগোনিয়া কোথায় থাকে না ?
(A) ব্রায়োফাইটা
(B) ছত্রাক
(C ) টেরিডোফাইটা
(D) গুপ্তবীজী উদ্ভিদ
(D) গুপ্তবীজী উদ্ভিদ
১৫. মূলে মাইকোরাইজা থাকে –
(A) ব্যাক্তবীজী উদ্ভিদে
(B) গুপ্তবীজী উদ্ভিদে
(C ) উভয়েই
(D) কোনোটিই নয়
(A) ব্যাক্তবীজী উদ্ভিদে
১৬. নীচের কোন শৈবালে ডিপ্লান্টিক জনুক্রম দেখা যায় ?
(A) Spirogyra
(B) Fucus
(C ) Polysiphonia
(D) Ulothrix
(B) Fucus
১৭. Gracilarea ও Gelidium –এ দেখা যায় –
(A) অচলরেণু
(B) খন্ডীভবন
(C ) ফ্লাজেলাবিহীন গ্যামেট
(D) ফ্লাজেলাযুক্ত গ্যামেট
(C ) ফ্লাজেলাবিহীন গ্যামেট
১৮. কার ক্ষেত্রে প্রধান উদ্ভিদদেহটি মূল , কান্ড , পাতায় বিভেদিত ?
(A) টেরিডোফাইটা
(B) নীলাভ সবুজ শৈবাল
(C ) ব্রায়োফাইটা
(D) কোনোটিই নয়
(A) টেরিডোফাইটা
১৯. বিসদৃশটি চিহ্নিত করো-
(A) অ্যালগি –বাদামি শৈবাল
(B) আগার- ক্লোরেল্লা
(C ) ক্যারাজিন – লাল শৈবাল
(D) এককোশী প্রোটিন – Spirulina
(B) আগার- ক্লোরেল্লা
২০. একটি পরজীবী শৈবাল হল –
(A) ক্ল্যামাইডোমোনাস
(B) সেফালিউরোস
(C) ল্যামিনারিয়া
(D) সবকটি
(B) সেফালিউরোস
২১. ব্রায়োফাইটার প্রধান উদ্ভিদদেহটি হল –
(A) লিঙ্গধর
(B) রেণুধর
(C ) A ও B উভয়েই
(D) কোনোটিই নয়
(A) লিঙ্গধর
২২. ক্যারাজেন পাওয়া যায় –
(A) শুধুমাত্র রোডোফাইসি থেকে
(B) শুধুমাত্র ফিওফাইসি থেকে
(C) ক্লোরোফাইসি ও ফিওফাইসি থেকে
(D) ফিওফাইসি ও রোডোফাইসি থেকে
(B) শুধুমাত্র ফিওফাইসি থেকে
২৩. কোনটি ভুল জোড় ?
(A) পরফাইরা – ফ্লোরিডিয়ান স্টার্চ
(B) এক্টোকারপাস – ফিউকোজ্যান্থিন
(C ) ভলভক্স – স্টার্চ
(D) ইউথোলিক্স – ম্যানিটল
(D) ইউথোলিক্স – ম্যানিটল
২৪. সেলাজিনেলা ও সালভিনিয়ার রেণুগুলি কী প্রকৃতির ?
(A) হোমোস্পোরাস
(B) হেটেরোস্পোরাস
(C ) স্ট্রোবিলি
(D) B ও C
(B) হেটেরোস্পোরাস
২৫. ক্লাব মস কাকে বলা হয় ?
(A) Selaginella
(B) Lycopodium
(C) Equisteum
(D) A ও C
(B) Lycopodium
WB HS Class 11 Biology Plant Kingdom MCQ Mock Test for 1st Semester || একাদশ শ্রেণী জীববিদ্যা উদ্ভিদরাজ্য MCQ প্রশ্ন উত্তর
২৬. ফিউকোজ্যান্থিন রঞ্জক কোন শৈবালে দেখা যায় ?
(A) লোহিত শৈবাল
(B) বাদামি শৈবাল
(C ) সবুজ শৈবাল
(D) A ও B
(B) বাদামি শৈবাল
২৭. Polysiphonia নামক শৈবালের ব্যবহার কীসে হয় ?
(A) আগার প্রস্তুতিতে
(B) গবাদি পশুর খাবার হিসাবে
(C ) A ও B
(D) কোনোটিই নয়
(A) আগার প্রস্তুতিতে
২৮. রোডোফাইটার অযৌন জনন কিসের দ্বারা সম্পন্ন হয় ?
(A) রেণু উৎপাদন
(B) কনিডিয়া
(C ) বাইনারি ফিসন
(D) B ও C
(A) রেণু উৎপাদন
২৯. আইসোগ্যামি পদ্ধতিতে জনন সম্পন্ন করে –
(A) Ulothrix
(B) Spirogyra
(C ) Eudornia
(D)A ও B
(D)A ও B
৩০. অ্যানথেরোজয়েড বলতে বোঝায় –
(A) পুং গ্যামেটোফাইট
(B) সালোকসংশ্লেষকারী স্পোরোফাইট
(C ) স্ত্রী গ্যামেটোফাইট
(D) সচল পুংগ্যামেট
(D) সচল পুংগ্যামেট
৩১. প্রোথ্যালাস কাদের ক্ষেত্রে লক্ষ্য করা যায় ?
(A) অ্যালগি
(B) গুপ্তবীজী
(C ) ব্রায়োফাইটা
(D) টেরিডোফাইটা
(D) টেরিডোফাইটা
WB HS Class 11 Biology Plant Kingdom MCQ Mock Test for 1st Semester || একাদশ শ্রেণী জীববিদ্যা উদ্ভিদরাজ্য MCQ প্রশ্ন উত্তর
৩২. Equisetum কার অন্তর্গত ?
(A) স্ফেনোপসিডা
(B) টেরোপসিডা
(C ) লাইকপসিডা
(D) সিলোপসিডা
(A) স্ফেনোপসিডা
৩৩. Fucus –র জীবনচক্র __________ ।
(A) ডিপ্লন্টিক
(B) ট্রিপ্লন্টিক
(C ) হ্যাপ্লন্টিক
(D) হ্যাপ্ল –ডিপ্লন্টিক
(A) ডিপ্লন্টিক
৩৪. ‘আইসোমরফিক ডিপ্লোবায়োন্টিক’ জনুক্রম নীচের কোনটিতে দৃশ্যমান ?
(A) Mucur
(B) Ectocarpus
(C ) Dryopteris
(D) Spirogyra
(B) Ectocarpus
৩৫. টেরিডোফাইটায় কখন মিয়োসিস ঘটে ?
(A) রেণু উৎপাদনকালে
(B) প্রোথ্যালাস গঠনের সময়
(C)যৌন অঙ্গ সৃষ্টির সময়
(D) কোনোটিই নয়
(A) রেণু উৎপাদনকালে
৩৬. জিমনোস্পার্মের জীবনচক্র –
(A) হ্যাপ্লন্টিক
(B) হ্যাপ্ল –ডিপ্লন্টিক
(C ) ডিপ্লন্টিক
(D) ডিপ্ল –হ্যাপ্লন্টিক
(C ) ডিপ্লন্টিক
৩৭. কোন শৈবালে আইসোগ্যামী ও অ্যানাইসোগ্যামী উভয়ই পরিলক্ষিত হয় ?
(A) ক্ল্যামাইডোমোনাস
(B) Fucus sp.
(C ) Volvox sp.
(D) স্পাইরোগাইরা
(A) ক্ল্যামাইডোমোনাস
৩৮. ফ্লাজেলাযুক্ত উপনিবেশ গঠনকারী শৈবাল হল –
(A) Volvox
(B) Scenedesmus
(C) Chlorella
(D) A ও B
(A) Volvox
WB HS Class 11 Biology Plant Kingdom MCQ Mock Test for 1st Semester || একাদশ শ্রেণী জীববিদ্যা উদ্ভিদরাজ্য MCQ প্রশ্ন উত্তর
৩৯.টেরিডোফাইটার রেণু বহনকারী পত্রজ গঠনকে বলে –
(A) স্পোরোফিল
(B) টেরিডোফিল
(C ) স্পোরানজিয়া
(D) কোনোটাই নয়
(A) স্পোরোফিল
৪০. মসদের দেহে মূলের পরিবর্তে কী থাকে ?
(A) গেমা
(B) ক্যালিপট্রা
(C) রাইজয়েড
(D) টিউবার
(C) রাইজয়েড