[মানুষের জনন]উচ্চমাধ্যমিক জীববিদ্যা MCQ|WB HS Class 12 Biology Mock Test Set-5

[মানুষের জনন]উচ্চমাধ্যমিক জীববিদ্যা MCQ || WB HS Class 12 Biology Mock Test Set-5 || মানুষের জনন Online MCQ Test

আসন্ন উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে দ্বাদশ শ্রেণী জীববিদ্যা মানুষের জনন অধ্যায়ের MCQ মক টেস্ট। এই মক টেস্টটি উচ্চমাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, WBCHSE Class 12 -এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা তাদের অক্লান্ত পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি উচ্চমাধ্যমিকের (ক্লাস ১২) জন্য খুবই গুরুত্বপূর্ণ । ফাইনাল পরীক্ষার MCQ প্রশ্ন উত্তর প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট ।মানুষের জনন‘ অধ্যায়ের বাছাই করা 50 টি প্রশ্ন রয়েছে এই পেজে। তাই এটি থেকে MCQ Question Answer কমন আসার চান্স 99% । বায়োলজি কুইজের MCQ প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্টের মাধ্যমে জানাও ।

এই মক টেস্ট , দ্বাদশ শ্রেণি (Class XII) -এর পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরী না করে মক টেস্টে অংশগ্রহণ করুন আর নিজেকে যাচাই করুন ।

[মানুষের জনন]উচ্চমাধ্যমিক জীববিদ্যা MCQ|WB HS Class 12 Biology Mock Test Set-5

১। গৌণ পুং জননঅঙ্গ নয়-

  • প্রস্টেট গ্রন্থি
  • এপিডিডাইমিস
  • কাউপার গ্রন্থি
  • বার্থোলিন গ্রন্থি

বার্থোলিন গ্রন্থি

২। পুরুষের তলপেটের সঙ্গে স্ক্রোটাম থলির যোগসূত্র কীসের মাধ্যমে ঘটে?

  • স্পার্মাটিক কর্ড
  • ইঙ্গুইনাল ক্যানাল
  • ইউস্টেশিয়ান নালি
  • ভাস ডিফারেন্স

ইঙ্গুইনাল ক্যানাল

৩। টেস্টোস্টেরন ক্ষরিত হয় ___________ থেকে । –

  • সারটোলি কোশ
  • লেডিগ কোশ
  • সেমিনিফেরাস টিউবিউল
  • স্পার্মাটোগোনিয়াল কোশ

লেডিগ কোশ

৪। সেমিনিফেরাস টিউবিউল দেখা যায় । –

  • বৃক্কে
  • শুক্রাশয়ে
  • ডিম্বাশয়ে
  • ফুসফুসে

শুক্রাশয়ে

৫। সেমিনিফেরাস টিউবিউলের একটি কাজ হল –

  • টেস্টোস্টেরন ক্ষরণ
  • শুক্রাণু উৎপাদন
  • মূত্রনালিকে পিচ্ছিল করা
  • শুক্রাণু বহন করা

শুক্রাণু উৎপাদন

৬। শুক্রাশয়ের লম্বচ্ছেদে যে নালিকার মতো অংশ দেখা যায়, তাদের বলে –

  • সেপ্টাম
  • শুক্রাণু উৎপাদক নালিকা
  • স্ট্রোমা
  • এপিডিডাইমিস

শুক্রাণু উৎপাদক নালিকা

৭। প্রদত্ত কোনটি পুং জননতন্ত্রের সঙ্গে যুক্ত একটি আনুষঙ্গিক গ্রন্থি নয়? –

  • সেমিনাল ভেসিকল বা শুক্রথলি
  • এপিডিডাইমিস
  • প্রস্টেট গ্রন্থি
  • বালবোইউরেথ্রাল গ্রন্থি

এপিডিডাইমিস

৮। সারটোলি কোশ যে হরমোন ক্ষরণ করে তা হল –

  • গোনাডোট্রপিন
  • টেস্টোস্টেরন
  • রিল্যাক্সিন
  • ইনহিবিন

ইনহিবিন

৯। ফ্যালোপিয়ান নালির ফানেল সদৃশ যে অংশটি ডিম্বাণুকে আবদ্ধ করে, তাকে বলে –

  • ইসথমাস
  • অ্যাম্পুলা
  • ইনফান্ডিবুলাম
  • সারভিক্স

ইনফান্ডিবুলাম

১০। ডিম্বাশয়ের কাছে অবস্থিত ফ্যালোপিয়ান নালির যে অংশটি আঙুলের ন্যায় প্রবর্ধক দেখায়, তাকে বলে –

  • ইনফান্ডিবুলাম
  • ইসথমাস
  • অ্যাম্পুলা
  • ফিমব্রি

ফিমব্রি

১১। নিম্নলিখিত কোটির গহ্বর হল অ্যানট্রাম ? –

  • ডিম্বাশয়
  • গ্রাফিয়ান ফলিকল
  • রাস্টুলা
  • গ্যাস্টুলা

গ্রাফিয়ান ফলিকল

১২। গ্রাফিয়ান ফলিকলকে ঘিরে থাকা আবরণীটির নাম হল –

  • জোনা ফ্যাসিকুলাটা
  • জোনা মাসকুলারিস
  • থিকা এক্সটারনা
  • জোনা পেলুসিডা

থিকা এক্সটারনা

১৩। শুক্রাণু মাতৃকোশ থেকে শুক্রাণু উৎপাদনের পদ্ধতিকে বলে –

  • স্পার্মিওজেনেসিস
  • স্পার্মাটোজেনেসিস
  • স্পার্মাটোসাইটোজেনেসিস
  • গ্যামেটোজেনেসিস

স্পার্মাটোজেনেসিস

১৪। যে প্রক্রিয়ায় স্পার্মাটিড থেকে স্পার্মাটোজোয়া গঠিত হয়, তাকে বলে –

  • স্পার্মাটোজেনেসিস
  • স্পার্মিয়েশন
  • ট্রান্সফরমেশন
  • স্পার্মিওজেনেসিস

স্পার্মিওজেনেসিস

১৫। সারটোলি কোশের কাজ হল –

  • শুক্রাণুকে পুষ্টি জোগানো
  • শুক্রাণু উৎপাদন করা
  • নিষেক প্রক্রিয়া ঘটানো
  • হরমোন সংশ্লেষিত করা

শুক্রাণুকে পুষ্টি জোগানো

[মানুষের জনন]উচ্চমাধ্যমিক জীববিদ্যা MCQ | WB HS Class 12 Biology Mock Test Set-5

১৬। নিম্নলিখিত কোটি গ্রাফিয়ান ফলিকল থেকে নির্গত হয়? –

  • প্রাইমারি উসাইট
  • সেকেন্ডারি ঊসাইট
  • ওভাম
  • উগোনিয়াম

সেকেন্ডারি ঊসাইট

১৭। ডিম্বাণুর সাইটোপ্লাজমকে ঘিরে যে পর্দা থাকে তাকে বলে –

  • করোনা রেডিয়াটা
  • জোনা পেলুসিডা
  • নিষেক পর্দা
  • ভাইটেলাইন পর্দা

ভাইটেলাইন পর্দা

১৮। কর্পাস লিউটিয়াম ক্ষরণ করে-

  • LH
  • FSH
  • ইস্ট্রোজেন
  • প্রোজেস্টেরন

প্রোজেস্টেরন

১৯। স্পার্মাটোগোনিয়া যা মিয়োসিস প্রক্রিয়ায় অংশ নেয়, তাকে বলে –

  • স্পার্ম
  • স্পার্মাটিড
  • সেকেন্ডারি স্পার্মাটোসাইট
  • প্রাইমারি স্পার্মাটোসাইট

প্রাইমারি স্পার্মাটোসাইট/p>

২০। যে হরমোন ক্ষরণের প্রভাবে বয়ঃসন্ধিকালে স্পার্মাটোজেনেসিস শুরু হয় তা হল –

  • লিউটিনাইজিং হরমোন
  • গোনডোট্রপিন -রিলিজিং হরমোন
  • ফলিকল স্টিমুলেটিং হরমোন
  • টেস্টোস্টেরন

টেস্টোস্টেরন

২১। অ্যান্ড্রোজেন উদ্দীপিত করে ___________ কে । –

  • স্পার্মিয়েশন
  • ইনসেমিনেশন
  • স্পার্মাটোজেনেসিস
  • ঊজেনেসিস

স্পার্মাটোজেনেসিস

22. ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল নিঃসৃত করে –

  • ইস্ট্রোজেন
  • প্রোজেস্টেরন
  • রিল্যাক্সিন
  • রেনিন

ইস্ট্রোজেন

২৩। কোন্ হরমোন ডিম্বাণু নিঃসরণ (ওভিউলেশন) ঘটায় ? –

  • ADH
  • FSH
  • LH
  • থাইরক্সিন

LH

২৪।  রজঃচক্রের কোন দশায় ডিম্বাণু নিঃসরণ ঘটে ?

  • রজঃস্রাবীয় দশা
  • ফলিকিউলার দশা
  • ওভিউলেটরি দশা
  • লিউটিয়াল দশা

ওভিউলেটরি দশা

২৫। মানুষের রজঃচক্র নিয়ন্ত্রণকারী হরমোন হল –

  • ইস্ট্রোজেন
  • FSH
  • LH
  • সবগুলি

সবগুলি

[মানুষের জনন]উচ্চমাধ্যমিক জীববিদ্যা MCQ || WB HS Class 12 Biology Mock Test Set-5 || মানুষের জনন MCQ

২৬। ওভিউলেশন (ডিম্বাণু নিঃসরণ ঘটে মাসিক রজঃচক্রের –

  • 7 দিনে
  • 14 দিনে
  • 21 দিনে
  • 28 দিনে

14 দিনে

২৭।  গ্রাফিয়ান ফলিকল গঠনে কোন্ হরমোন অংশ নেয়? –

  • LH
  • FSH
  • থাইরক্সিন
  • প্রোজেস্টেরন

FSH

২৮। রজঃচক্র শুরু হওয়ার পরে যে সময়ে গর্ভধারণের সম্ভাবনা বেশি দেখা যায় তা হল  –

  • চতুর্থ দিন
  • 14 তম দিন
  • 26 তম দিন
  • প্রথম দিন

14 তম দিন

২৯। রজঃচক্রের সময় জরায়ু গাত্রের কোন্ স্তরে চক্রাকার পরিবর্তন দেখা যায় ? –

  • মেসোডার্ম
  • মায়োমেট্রিয়াম
  • এন্ডোথেলিয়াম
  • এন্ডোমেট্রিয়াম

এন্ডোমেট্রিয়াম

৩০। LH-এর মাত্রা বৃদ্ধি পেলে –

  • (a) গ্রাফিয়ান ফলিকল বিদীর্ণ হয়
  • (b) ডিম্বাণু নিঃসরণ হয়
  • (c) এন্ডোমেট্রিয়ামের বিচ্ছিন্নকরণ ঘটে
  •  (d) a ও b উভয়ই

 a ও b উভয়ই

৩১। একটি রজঃচক্রে কতগুলি ডিম্বাণু নিঃসৃত হয়?

  • 1
  • 2
  • 3
  • 4

1

৩২। ঋতুচক্র যাদের বৈশিষ্ট্য –

  • সমস্ত স্তন্যপায়ীদের
  • সমস্ত স্তন্যপায়ী স্ত্রীলোকের
  • শুধুমাত্র মহিলাদের
  • প্রাইমেট ছাড়া অন্য স্তন্যপায়ী স্ত্রীলোকের

প্রাইমেট ছাড়া অন্য স্তন্যপায়ী স্ত্রীলোকের

৩৩। শুক্রাণুর অ্যাক্রোজোমে থাকে –

  • হায়ালুরোনিডেজ ও অ্যাক্রোসিন
  • হায়ালুরোনিক অ্যাসিড ও অ্যাক্রোসিন
  • হিপপিউরিক অ্যাসিড ও ইউরিক অ্যাসিড
  • সবকটিই

হায়ালুরোনিডেজ ও অ্যাক্রোসিন

৩৪।  স্তন্যপায়ী প্রাণীর নিষেক স্থান –

  • ডিম্বাশয়
  • জরায়ুর সারভিক্স
  • জরায়ুর ফান্ডাস
  • ফ্যালোপিয়ান নালির অ্যাম্পুলা অংশ

ফ্যালোপিয়ান নালির অ্যাম্পুলা অংশ

35. পরিণত শুক্রাণুর চলন নিয়ন্ত্রণকারী মাইটোকনড্রিয়া থাকে শুক্রাণুর –

  • মস্তকে
  • মধ্যাংশে
  • লেজে
  • লেজের প্রান্তে

মধ্যাংশে

[মানুষের জনন]উচ্চমাধ্যমিক জীববিদ্যা MCQ || WB HS Class 12 Biology Mock Test Set-5 || মানুষের জনন MCQ

৩৬। স্ত্রী জনননালিতে শুক্রাণুর স্থানান্তর হওয়াকে বলে –

  • ইনসেমিনেশন
  • গ্যামেটোজেনেসিস
  • নিষেক
  • গর্ভকাল (Gestation )

ইনসেমিনেশন

৩৭। শুক্রাণুর অ্যাক্রোজোম হল পরিবর্তিত –

  • লাইসোজোম
  • গলগি বডি
  • নিউক্লিয়াস
  • মাইটোকনড্রিয়া

গলগি বডি

৩৮। শুক্রাণুর ক্যাপাসিটেশন বলতে বোঝায় –

  • এর বৃদ্ধি
  • এর পরিণত হওয়া
  • শুক্রাণুর মস্তকের আবরণী পর্দার পরিবর্তন যাতে অ্যাক্রোজোমাল উৎসেচকগুলি উন্মুক্ত হয়
  • শুক্রাণুর পুচ্ছের ভাঙন

শুক্রাণুর মস্তকের আবরণী পর্দার পরিবর্তন যাতে অ্যাক্রোজোমাল উৎসেচকগুলি উন্মুক্ত হয়

৩৯। ক্যাপাসিটেশন-এর সময়কাল হল –

  • 12 ঘণ্টা
  • 10 ঘণ্টা
  • 8 ঘণ্টা
  • 6 ঘণ্টা

6 ঘণ্টা

৪০। শুক্রাণুর কোন্ অংশ শুক্রাণুকে ডিম্বাণুর মধ্যে প্রবেশ করতে সাহায্য করে? –

  • মাইটোকনড্রিয়া
  • অ্যাক্রোজোম
  • শুক্রাণুর লেজ
  • সবগুলিই

অ্যাক্রোজোম

[মানুষের জনন]উচ্চমাধ্যমিক জীববিদ্যা MCQ || WB HS Class 12 Biology Mock Test Set-5 || মানুষের জনন MCQ

৪১। ফার্টিলাইজিন ক্ষরিত হয় কী থেকে? –

  • শুক্রাণু
  • করোনা রেডিয়েটা
  • ডিম্বাণু
  • জোনা পেলুসিডা

ডিম্বাণু

৪২। 16 কোশ দশার শূণকে বলে—

  • ক্লিভেজ
  • মরুলা
  • ব্লাস্টুলা
  • গ্যাস্টুলা

মরুলা

৪৩। ক্লিভেজ শেষ হওয়ার পর বলের মতো যেটি তৈরি হয়, সেটি হল –

  • মরুলা
  • ব্লাস্টুলা
  • গ্যাস্টুলা
  • কোনোটিই নয়

মরুলা

৪৪। মরুলা বিভাজিত হয়ে রূপান্তরিত হয় যাতে তা হল –

  • অভ্যন্তরীণ কোশগুচ্ছ
  • ব্লাস্টোসিস্ট
  • ট্রফোব্লাস্ট
  • ব্লাস্টোমিয়ার

ব্লাস্টোসিস্ট

৪৫। মানব ভ্রূণের বৃদ্ধির সময় এক্টোডার্ম ও এন্ডোডার্মের মাঝে কোন্ স্তর সৃষ্টি হয়? –

  • মেসোথেলিয়াম
  • মেসোডার্ম
  • মায়োডার্ম
  • মায়োমেট্রিয়াম

মেসোডার্ম

৪৬। গর্ভকালীন অবস্থায় প্রদত্ত কোন্ হরমোনগুলি স্ত্রীদেহে উৎপন্ন হয়?

  • hCG
  • HPL
  • রিল্যাক্সিন
  • সবগুলি

সবগুলি

৪৭। প্রসব নিয়ন্ত্রণকারী হরমোনটি হল –

  • অ্যাড্রিনালিন
  • ইনসুলিন
  • অক্সিটোসিন
  • ভেসোপ্রেসিন

অক্সিটোসিন

৪৮। শিশুর মাতৃগর্ভ থেকে দেহের বাইরে নির্গত হওয়াকে বলে –

  • প্রসব (Parturition)
  • গর্ভকাল (Gestation)
  • ইজাকুলেশন
  • ক্যাপাসিটেশন

প্রসব (Parturition)

৪৯। স্তনগ্রন্থি বা ম্যামারি গ্ল্যান্ড থেকে দুগ্ধ নিঃসরণ হয় যার মাধ্যমে তা হল-

  • ম্যামারি ডাক্ট
  • ম্যামারি টিউবিউল
  • ম্যামারি অ্যাম্পুলা
  • ল্যাকটিফেরাস ডাক্ট

ল্যাকটিফেরাস ডাক্ট

৫০। প্রদত্ত কোনটি দুগ্ধ উৎপাদনে সহায়তা করে? –

  • অক্সিটোসিন
  • ADH
  • প্রোল্যাকটিন
  • গ্লুকাগন

প্রোল্যাকটিন

Important Links

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানWBBSE Official Site
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBJEE ANM GNM Online Mock Test Series
JENPAS (UG) Online Mock Test SeriesWBJEE Online Mock Test Series
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadMadhyamik Online Mock Test Series
RRB Group-D Mock Test in BengaliJEXPO Online Mock Test Series
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।

Leave a Comment

error: Content is protected !!