[স্বাস্থ্য ও রোগ] উচ্চমাধ্যমিক জীববিদ্যা MCQ || WB HS Class 12 Biology MCQ Mock Test Set-4
আসন্ন উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে দ্বাদশ শ্রেণী জীববিদ্যা স্বাস্থ্য ও রোগ অধ্যায়ের MCQ মক টেস্ট। এই মক টেস্টটি উচ্চমাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, WBCHSE Class 12 -এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা তাদের অক্লান্ত পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি উচ্চমাধ্যমিকের (ক্লাস ১২) জন্য খুবই গুরুত্বপূর্ণ । ফাইনাল পরীক্ষার MCQ প্রশ্ন উত্তর প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট ।‘স্বাস্থ্য ও রোগ‘ অধ্যায়ের বাছাই করা 62 টি প্রশ্ন রয়েছে এই পেজে। তাই এটি থেকে MCQ Question Answer কমন আসার চান্স 99% । বায়োলজি কুইজের MCQ প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্টের মাধ্যমে জানাও ।
এই মক টেস্ট , দ্বাদশ শ্রেণি (Class XII) -এর পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরী না করে মক টেস্টে অংশগ্রহণ করুন আর নিজেকে যাচাই করুন ।
[স্বাস্থ্য ও রোগ] উচ্চমাধ্যমিক জীববিদ্যা MCQ || WB HS Class 12 Biology MCQ Mock Test Set-4
১। কোন্ কোশের পূর্ণতা প্রাপ্তির জন্য থাইমাস দায়ী ? –
- টেনডন
- B-কোশ
- T-কোশ
- মাস্ট কোশ
T-কোশ
২। অ্যান্টিবডিতে পলিপেপটাইড শৃঙ্খল থাকে –
- 4টি
- 6টি
- ৪টি
- 10টি
4টি
৩। একটি অ্যান্টিবডিতে ভারী শৃঙ্খল এবং হালকা শৃঙ্খল থাকে, যথাক্রমে-
- 2, 4
- 4, 2
- 2, 2
- 1
2, 2
৪। অ্যান্টিবডির শৃঙ্খলগুলি পরস্পর সংলগ্ন থাকে যার দ্বারা তা হল-
- ডাইহাইড্রোজেন বন্ধনী
- সমযোজী বন্ধনী
- ডাইসালফাইড বন্ধনী
- আয়নীয় বন্ধনী
ডাইসালফাইড বন্ধনী
৫। অ্যান্টিবডি অণুর কোন্ অংশে অ্যান্টিজেন আবদ্ধ হয় ?-
- হালকা শৃঙ্খল
- ভারী শৃঙ্খল
- অন্তর্বর্তী শৃঙ্খল
- a ও b উভয়ই
a ও b উভয়ই
৬। মাতৃদুগ্ধে বা কোলোস্ট্রামে বর্তমান ইমিউনোগ্লোবিউলিনটি হল –
- IgE
- IgG
- IgA
- IgD
IgA
৭। কোন্ ইমিউনোগ্লোবিউলিনটি প্লাসেন্টাকে ভেদ করতে পারে? –
- IgG
- IgM
- IgA
- IgE
IgG
৮। প্রদত্ত কোনটি ম্যাটারনাল অ্যান্টিবডি নামে পরিচিত? –
- IgD
- IgE
- IgG
- এগুলির কোনোটিই নয়
IgG
৯। কোন্ ইমিউনোগ্লোবিনের আকার সবচেয়ে বড়ো? –
- IgA
- IgD
- IgE
- IgM
IgM
১০। চোখের জলে, লালারসে কোন্ অ্যান্টিবডি থাকে ?
- IgG
- IgM
- IgA
- IgD
IgA
[স্বাস্থ্য ও রোগ] উচ্চমাধ্যমিক জীববিদ্যা MCQ || WB HS Class 12 Biology MCQ Mock Test Set-4
১১। প্রদত্তগুলির মধ্যে কোনটি পরিপাকতন্ত্রের অ্যান্টিজেনের বিরুদ্ধে অনাক্রম্যতা প্রদান করে? –
- IgD
- IgA
- IgE
- IgG
IgA
১২। নিম্নলিখিত কোন্ পেন্টামেরিক ইমিউনোগ্লোবিউলিনটি অ্যান্টিজেনের বিরুদ্ধে প্রাথমিক অনাক্রম্যতা সৃষ্টির জন্য সর্বপ্রথম তৈরি হ্যা এটাই? –
- IgG
- IgM
- IgA
- IgE
IgM
১৩। যে অ্যান্টিবডিটি প্রাথমিকভাবে অ্যালার্জি প্রতিক্রিয়ায় অংশ নেয় তা হল –
- IgA
- IgE
- IgG
- IgM
IgE
১৪। B-লিম্ফোসাইট যে প্রোটিন সংগঠন (Army of Protein) তৈরি করে, তাকে বলে –
- অ্যান্টিজেন
- ইন্টারফেরন
- সাইটোকাইন
- অ্যান্টিবডি
অ্যান্টিবডি
১৫। কোন্ লিম্ফোসাইটটি B-কোশকে অ্যান্টিবডি ক্ষরণে সাহায্য করে? –
- ন্যাচারাল কিলার কোশ (NK Cell)
- ম্যাক্রোফাজ
- T- কোশ
- মনোসাইট
T- কোশ
১৬। T লিম্ফোসাইট কোন্ ধরনের অনাক্রম্যতার জন্য দায়ী ? –
- সহজাত অনাক্রম্যতা
- রসভিত্তিক অনাক্রম্যতা
- কোশভিত্তিক অনাক্রম্যতা
- এদের কোনোটিই নয়
কোশভিত্তিক অনাক্রম্যতা
১৭। T লিম্ফোসাইটের ‘T’ কথাটির অর্থ –
- থাইরয়েড
- থ্যালামাস
- টনসিল
- থাইমাস
থাইমাস
১৮। অ্যান্টিবডি প্রস্তুতকারী কোশটি হল –
- হেল্পার T- কোশ
- মেমরি – কোশ
- প্লাজমা কোশ
- সাইটোটক্সিক -কোশ
প্লাজমা কোশ
১৯। ইন্টারফেরন কোনটির বিরুদ্ধে সক্রিয় ? –
- ব্যাকটেরিয়া
- ছত্রাক
- ভাইরাস
- এগুলির কোনোটিই নয়
ভাইরাস
২০। হিউমোরাল অনাক্রম্যতা ঘটায় –
- T লিম্ফোসাইট
- L লিম্ফোসাইট
- P লিম্ফোসাইট
- B লিম্ফোসাইট
B লিম্ফোসাইট
২১। কোন্ অনাক্রম্যতা ধীরগতিতে ঘটে এবং সম্পূর্ণ সাড়া তৈরিতে সময় লাগে ?-
- সক্রিয় অর্জিত অনাক্রম্যতা
- নিষ্ক্রিয় অর্জিত অনাক্রম্যতা
- সহজাত অনাক্রম্যতা
- কোনোটিই নয়
সক্রিয় অর্জিত অনাক্রম্যতা
২২। সক্রিয় অনাক্রম্যতাকরণ করা যায় –
- টিকাকরণ দ্বারা
- নির্দিষ্ট অ্যান্টিবডির প্রবেশ দ্বারা
- বিভিন্ন অ্যালার্জেনের প্রবেশ দ্বারা
- এগুলির কোনোটিই নয়
টিকাকরণ দ্বারা
২৩। প্রস্তুত করা অ্যান্টিবডি প্রয়োগের মাধ্যমে বিজাতীয় বস্তুর বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলে যে অনাক্রম্যতা তাকে বলে
- নিষ্ক্রিয়
- সক্রিয়
- সহজাত
- রসভিত্তিক
নিষ্ক্রিয়
২৪। প্রদত্ত কোটি ফ্যাগোসাইটিক কোশ নয় ? –
- ম্যাক্রোফাজ
- মনোসাইট
- নিউট্রোফিল
- বেসোফিল
বেসোফিল
২৫। সাপে কামড়ালে রোগীকে অ্যান্টিটক্সিন ইনজেকশন দেওয়া হয়। এটি কী ধরনের অনাক্রম্যতা ? –
- সক্রিয় অনাক্রম্যতা
- নিষ্ক্রিয় অনাক্রম্যতা
- সহজাত অনাক্রম্যতা
- রসভিত্তিক অনাক্রম্যতা
নিষ্ক্রিয় অনাক্রম্যতা
[স্বাস্থ্য ও রোগ] উচ্চমাধ্যমিক জীববিদ্যা MCQ || WB HS Class 12 Biology MCQ Mock Test Set-4
২৬। রসভিত্তিক অনাক্রম্যতা যার দ্বারা ঘটে তা হল –
- সাইটোটক্সিক T-কোশ
- প্লাজমা কোশ
- ইওসিনোফিল
- নিউট্রোফিল
প্লাজমা কোশ
২৭। কোন্ কোশটি সক্রিয়ভাবে অ্যালার্জি প্রতিক্রিয়ায় অংশ নেয়? –
- মাস্ট কোশ
- লিম্ফোসাইট
- মনোসাইট
- ম্যাক্রোফাজ
মাস্ট কোশ
২৮। অ্যালার্জি প্রতিক্রিয়ায় মাস্ট কোশ থেকে কোন্ কোন্ রাসায়নিকগুলি ক্ষরিত হয় ? –
- হিস্টামিন ও সেরোটনিন
- হিস্টামিনও সিক্রেটিন
- সেরোটনিন ও অ্যাড্রিনালিন
- সেরোটনিন ও নর-অ্যাড্রিনালিন
হিস্টামিন ও সেরোটনিন
২৯। রেট্রো ভাইরাসে উপস্থিত একটি উৎসেচক পোষক দেহে কিছু জৈব-রাসায়নিক ক্রিয়াকলাপ ঘটায়। উৎসেচকটির নাম হল –
- পলিমারেজ
- এক্সোনিউক্লিয়েজ
- রিভার্স ট্রান্সক্রিপটেড
- লাইগেজ
রিভার্স ট্রান্সক্রিপটেড
৩০। স্পোরোজয়েট দশা পাওয়া যায় –
- উচেরেরিয়াতে
- প্লাসমোডিয়ামে
- অ্যাসকারিসে
- জিয়ার্ডিয়াতে
প্লাসমোডিয়ামে
৩১। Plasmodium-এর বাহক হল –
- পুরুষ অ্যানোফিলিস মশা
- স্ত্রী অ্যানোফিলিস মশা
- Aedes egypti
- স্যান্ড ওয়ার্ম
স্ত্রী অ্যানোফিলিস মশা
৩২। ম্যালেরিয়া রোগে RBC ফেটে কোন্ অধিবিষ নির্গমনের ফলে 3-4 দিন অন্তর অন্তর তীব্র কাঁপুনি দিয়ে জ্বর আসে?
- হিমোফিলিয়া
- হিমাটোক্রিট
- হিমোজয়েন
- হিমোগ্লোবিন
হিমোজয়েন
৩৩। মশার দেহে স্পোরোজয়েটগুলি সঞ্চিত থাকে –
- অস্ত্রে
- মুখে
- লালাগ্রন্থিতে
- প্রোবোসিসে
লালাগ্রন্থিতে
৩৪। ম্যালেরিয়ার জীবাণুর দুটি পোষকের প্রয়োজন হয়। পোষক দুটি হল –
- মানুষ, স্ত্রী অ্যানোফিলিস মশা
- মানুষ, Aedes egypti
- গবাদি পশু, স্ত্রী অ্যানোফিলিস মশা
- গবাদি পশু, Aedes egypti
মানুষ, স্ত্রী অ্যানোফিলিস মশা
৩৫। কোন দশায় প্লাসমোডিয়াম মশার দেহে প্রবেশ করে। –
- স্পোরোজয়েট দশা
- ক্রিপটোজয়েট দশা
- মেরোজয়েট দশা
- গ্যামেটোসাইট দশা
গ্যামেটোসাইট দশা
৩৬। অ্যাসকারিসের অপর নাম –
- সাধারণ গোলকৃমি (Round Worm)
- সাধারণ হুইপ ওয়ার্ম (Whip worm)
- সাধারণ প্রেড ওয়ার্ম (Thread worm)
- সাধারণ পিন ওয়ার্ম (Pin worm)
সাধারণ গোলকৃমি (Round Worm)
৩৭। টাইফয়েড হল –
- জলবাহিত রোগ
- বায়ুবাহিত রোগ
- খাদ্যবাহিত রোগ
- a ও c উভয়ই
a ও c উভয়ই
৩৮। Salmonella typhi পৌষ্টিকনালির কোন্ অংশে প্রবেশ করে? –
- পাকস্থলী
- বৃহদন্ত্র
- ক্ষুদ্রাস্ত্র
- মুখগহ্বর
ক্ষুদ্রাস্ত্র
৩৯। Widal Test দ্বারা যে রোগ নির্ণয় করা হয় তা হল –
- পীতজ্বর
- ম্যালেরিয়া
- কলেরা
- টাইফয়েড
টাইফয়েড
৪০। কমন কোল্ডের কারণ হল –
- টোবাকো মোজাইক ভাইরাস
- রাইনো ভাইরাস
- রোটা ভাইরাস
- অ্যাডিনো ভাইরাস
রাইনো ভাইরাস
[স্বাস্থ্য ও রোগ] উচ্চমাধ্যমিক জীববিদ্যা MCQ || WB HS Class 12 Biology MCQ Mock Test Set-4
৪১। নিম্নলিখিত কোন রোগে মানবদেহের নিম্নাঙ্গ অসাড় হয়ে যায়? –
- AIDS
- পোলিয়ো
- হেপাটাইটিস-৪
- সিফিলিস
পোলিয়ো
৪২। পোলিয়ো রোগ সৃষ্টিকারী জীব হল একটি –
- ব্যাকটেরিয়াম
- প্রোটোজোয়া
- ভাইরাস
- পতঙ্গ
ভাইরাস
৪৩। Haemophilus influenzae অণুজীবটি যে রোগের জন্য দায়ী তা হল –
- ইনফ্লুয়েঞ্জা
- নিউমোনিয়া
- প্লেগ
- ডিপথেরিয়া
ইনফ্লুয়েঞ্জা
৪৪। নিম্নলিখিত কোটি HIV দ্বারা আক্রান্ত হয়? –
- B-কোশ
- T কোশ
- প্লাজমা কোশ
- T-হেল্পার কোশ
T-হেল্পার কোশ
৪৫। সবচেয়ে বেশি সংক্রমণযোগ্য রোগ কোনটি? –
- AIDS
- হেপাটাইটিস-B
- ম্যালেরিয়া
- সাধারণ সর্দিকাশি
সাধারণ সর্দিকাশি
৪৬। AIDS রোগের জন্য দায়ী রেট্রো ভাইরাসে কোন ধরনের জিনোম থাকে ? –
- DNA
- RNA
- mRNA
- প্রোটিন
RNA
৪৭। HIV শনাক্ত করা হয়। –
- স্ক্রিনিং টেস্টের সাহায্যে
- ELISA টেস্টের মাধ্যমে
- ওয়েস্টার্ন ব্লট টেস্টের সাহায্যে
- Widal টেস্টের সাহায্যে
ELISA টেস্টের মাধ্যমে
৪৮। কোন রোগের বিরুদ্ধে BCG টিকাকরণ করা হয়? –
- টাইফয়েড
- কলেরা
- যক্ষ্মা
- ডিপথেরিয়া
যক্ষ্মা
৪৯। এপিথেলিয়াল কোশ থেকে সৃষ্ট ক্যানসারকে বলা হয়। –
- কারসিনোমা
- মেলানোমা
- লিম্ফোমা
- সারকোমা
কারসিনোমা
৫০। ক্যানসার কোশের বৈশিষ্ট্য হল –
- মেটাস্ট্যাসিস
- অ্যানাপ্লাসিয়া
- ম্যালিগন্যান্সি
- সবগুলি
সবগুলি
৫১। ক্যানসার সৃষ্টিকারী ভাইরাসদের বলা হয় –
- রেট্রোভাইরাস
- অঙ্কোজেনিক ভাইরাস
- ফ্ল্যাভো ভাইরাস
- অ্যাডেনো ভাইরাস
অঙ্কোজেনিক ভাইরাস
৫২। দেহের স্বাভাবিক কোশে উপস্থিত যে জিন ক্যানসার ঘটায়, তাকে বলে-
- অঙ্কোজিন
- কারসিনোজেন
- নিওজিন
- টিউমেরোজিন
অঙ্কোজিন
৫৩। রক্ত ও অস্থিমজ্জার পরীক্ষা দ্বারা যে রোগ শনাক্ত করা হয় তা হল –
- রক্তাল্পতা বা অ্যানিমিয়া
- লিউকেমিয়া
- থ্রম্বোসাইটোপেনিয়া
- ফাইলেরিয়েসিস
লিউকেমিয়া
54. অভ্যন্তরীণ অঙ্গে ক্যানসার নির্ণয় করা হয় যে পরীক্ষা দ্বারা –
- রেডিওগ্রাফি
- সিটি (CT)
- MRI
- সবকটি
সবকটি
৫৫। ক্যানসার চিকিৎসায় প্রচলিত পন্থাটি হল-
- সার্জারি
- রেডিয়েশন থেরাপি
- ইমিউনো থেরাপি
- সবকটিই
সবকটিই
৫৬। অ্যালকোহলের অপব্যবহারের ফলে সৃষ্ট রোগটি হল ?-
- যকৃৎ সিরোসিস
- হাইপোগ্লাইসেমিয়া
- পাকস্থলী প্রদাহ
- সবকটি
সবকটি
৫৭। দীর্ঘকালীন মদ বা অ্যালকোহল আসক্তির কারণে দেহের কোন গুরুত্বপূর্ণ অঙ্গের ক্ষতি হয়? –
- হৃৎপিণ্ড
- বৃক্ক
- যকৃৎ
- মস্তিষ্ক
যকৃৎ
৫৮। নিকোটিন প্রাথমিকভাবে কোন্ গ্রন্থিকে উদ্দীপিত করে? –
- লালাগ্রন্থি
- অগ্ন্যাশয়
- প্লীহা
- অ্যাড্রিনাল
অ্যাড্রিনাল
৫৯। ধূমপানের প্রভাবে নিম্নলিখিত কোটি ক্ষতিগ্রস্ত হয় ? –
- ফুসফুস
- হৃৎপিণ্ড
- মূত্রথলি
- অ্যাড্রিনাল
অ্যাড্রিনাল
৬০। চরস, গাঁজা, ভাং ও ম্যারিজুয়ানা হল –
- ওপিওয়েড (Opioids)
- ক্যানাবিনয়েড
- কোকো অ্যালকালয়েড
- বারবিচুরেট
ক্যানাবিনয়েড
৬১। বারবিচুরেট এবং বেঙ্গোডায়াজোপিন ব্যবহৃত হয় যে শারীরিক অসুস্থতার ক্ষেত্রে তা হল –
- ক্যানসার ও তার প্রতিকারে
- ইউফোরিয়া এবং ভালো থাকার অনুভূতি
- অবসাদ ও অনিদ্রা
- দৈহিক শক্তি ও তেজ বৃদ্ধিতে
অবসাদ ও অনিদ্রা
৬২। কোনটি হ্যালুসিনোজেনিক ড্রাগ ? –
- মরফিন
- লাইসারজিক অ্যাসিড ডাইইথাইল অ্যামাইড
- ওপিয়াম
- ক্যাফিন
লাইসারজিক অ্যাসিড ডাইইথাইল অ্যামাইড