[স্বাস্থ্য ও রোগ] উচ্চমাধ্যমিক জীববিদ্যা MCQ|WB HS Class 12 Biology MCQ Mock Test Set-4

[স্বাস্থ্য ও রোগ] উচ্চমাধ্যমিক জীববিদ্যা MCQ || WB HS Class 12 Biology MCQ Mock Test Set-4

আসন্ন উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে দ্বাদশ শ্রেণী জীববিদ্যা স্বাস্থ্য ও রোগ অধ্যায়ের MCQ মক টেস্ট। এই মক টেস্টটি উচ্চমাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, WBCHSE Class 12 -এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা তাদের অক্লান্ত পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি উচ্চমাধ্যমিকের (ক্লাস ১২) জন্য খুবই গুরুত্বপূর্ণ । ফাইনাল পরীক্ষার MCQ প্রশ্ন উত্তর প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট ।স্বাস্থ্য ও রোগ‘ অধ্যায়ের বাছাই করা 62 টি প্রশ্ন রয়েছে এই পেজে। তাই এটি থেকে MCQ Question Answer কমন আসার চান্স 99% । বায়োলজি কুইজের MCQ প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্টের মাধ্যমে জানাও ।

এই মক টেস্ট , দ্বাদশ শ্রেণি (Class XII) -এর পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরী না করে মক টেস্টে অংশগ্রহণ করুন আর নিজেকে যাচাই করুন ।

[স্বাস্থ্য ও রোগ] উচ্চমাধ্যমিক জীববিদ্যা MCQ || WB HS Class 12 Biology MCQ Mock Test Set-4

১। কোন্ কোশের পূর্ণতা প্রাপ্তির জন্য থাইমাস দায়ী ? –

  • টেনডন
  • B-কোশ
  • T-কোশ
  • মাস্ট কোশ

T-কোশ

২। অ্যান্টিবডিতে পলিপেপটাইড শৃঙ্খল থাকে –

  • 4টি
  • 6টি
  • ৪টি
  • 10টি

4টি

৩। একটি অ্যান্টিবডিতে ভারী শৃঙ্খল এবং হালকা শৃঙ্খল থাকে, যথাক্রমে-

  • 2, 4
  • 4, 2
  • 2, 2
  • 1

2, 2

৪। অ্যান্টিবডির শৃঙ্খলগুলি পরস্পর সংলগ্ন থাকে যার দ্বারা তা হল-

  • ডাইহাইড্রোজেন বন্ধনী
  • সমযোজী বন্ধনী
  • ডাইসালফাইড বন্ধনী
  • আয়নীয় বন্ধনী

ডাইসালফাইড বন্ধনী

৫। অ্যান্টিবডি অণুর কোন্ অংশে অ্যান্টিজেন আবদ্ধ হয় ?-

  • হালকা শৃঙ্খল
  • ভারী শৃঙ্খল
  • অন্তর্বর্তী শৃঙ্খল
  • a ও b উভয়ই

a ও b উভয়ই

৬। মাতৃদুগ্ধে বা কোলোস্ট্রামে বর্তমান ইমিউনোগ্লোবিউলিনটি হল –

  • IgE
  • IgG
  • IgA
  • IgD

IgA

৭। কোন্ ইমিউনোগ্লোবিউলিনটি প্লাসেন্টাকে ভেদ করতে পারে? –

  • IgG
  • IgM
  • IgA
  • IgE

IgG

৮। প্রদত্ত কোনটি ম্যাটারনাল অ্যান্টিবডি নামে পরিচিত? –

  • IgD
  • IgE
  • IgG
  • এগুলির কোনোটিই নয়

IgG

৯। কোন্ ইমিউনোগ্লোবিনের আকার সবচেয়ে বড়ো? –

  • IgA
  • IgD
  • IgE
  • IgM

IgM

১০। চোখের জলে, লালারসে কোন্ অ্যান্টিবডি থাকে ?

  • IgG
  • IgM
  • IgA
  • IgD

IgA

[স্বাস্থ্য ও রোগ] উচ্চমাধ্যমিক জীববিদ্যা MCQ || WB HS Class 12 Biology MCQ Mock Test Set-4

১১। প্রদত্তগুলির মধ্যে কোনটি পরিপাকতন্ত্রের অ্যান্টিজেনের বিরুদ্ধে অনাক্রম্যতা প্রদান করে? –

  • IgD
  • IgA
  • IgE
  • IgG

IgA

১২। নিম্নলিখিত কোন্ পেন্টামেরিক ইমিউনোগ্লোবিউলিনটি অ্যান্টিজেনের বিরুদ্ধে প্রাথমিক অনাক্রম্যতা সৃষ্টির জন্য সর্বপ্রথম তৈরি  হ্যা এটাই? –

  • IgG
  • IgM
  • IgA
  • IgE

IgM

১৩। যে অ্যান্টিবডিটি প্রাথমিকভাবে অ্যালার্জি প্রতিক্রিয়ায় অংশ নেয় তা হল –

  • IgA
  • IgE
  • IgG
  • IgM

IgE

১৪। B-লিম্ফোসাইট যে প্রোটিন সংগঠন (Army of Protein) তৈরি করে, তাকে বলে –

  • অ্যান্টিজেন
  • ইন্টারফেরন
  • সাইটোকাইন
  • অ্যান্টিবডি

অ্যান্টিবডি

১৫। কোন্ লিম্ফোসাইটটি B-কোশকে অ্যান্টিবডি ক্ষরণে সাহায্য করে? –

  • ন্যাচারাল কিলার কোশ (NK Cell)
  • ম্যাক্রোফাজ
  • T- কোশ
  • মনোসাইট

T- কোশ

১৬। T লিম্ফোসাইট কোন্ ধরনের অনাক্রম্যতার জন্য দায়ী ? –

  • সহজাত অনাক্রম্যতা
  • রসভিত্তিক অনাক্রম্যতা
  • কোশভিত্তিক অনাক্রম্যতা
  • এদের কোনোটিই নয়

কোশভিত্তিক অনাক্রম্যতা

১৭। T লিম্ফোসাইটের ‘T’ কথাটির অর্থ –

  • থাইরয়েড
  • থ্যালামাস
  • টনসিল
  • থাইমাস

থাইমাস

১৮। অ্যান্টিবডি প্রস্তুতকারী কোশটি হল –

  • হেল্পার T- কোশ
  • মেমরি – কোশ
  • প্লাজমা কোশ
  • সাইটোটক্সিক -কোশ

প্লাজমা কোশ

১৯। ইন্টারফেরন কোনটির বিরুদ্ধে সক্রিয় ? –

  • ব্যাকটেরিয়া
  • ছত্রাক
  • ভাইরাস
  • এগুলির কোনোটিই নয়

ভাইরাস

২০। হিউমোরাল অনাক্রম্যতা ঘটায় –

  • T লিম্ফোসাইট
  • L লিম্ফোসাইট
  • P লিম্ফোসাইট
  • B লিম্ফোসাইট

B লিম্ফোসাইট

২১। কোন্ অনাক্রম্যতা ধীরগতিতে ঘটে এবং সম্পূর্ণ সাড়া তৈরিতে সময় লাগে ?-

  • সক্রিয় অর্জিত অনাক্রম্যতা
  • নিষ্ক্রিয় অর্জিত অনাক্রম্যতা
  • সহজাত অনাক্রম্যতা
  • কোনোটিই নয়

সক্রিয় অর্জিত অনাক্রম্যতা

২২। সক্রিয় অনাক্রম্যতাকরণ করা যায় –

  • টিকাকরণ দ্বারা
  • নির্দিষ্ট অ্যান্টিবডির প্রবেশ দ্বারা
  • বিভিন্ন অ্যালার্জেনের প্রবেশ দ্বারা
  • এগুলির কোনোটিই নয়

টিকাকরণ দ্বারা

২৩।  প্রস্তুত করা অ্যান্টিবডি প্রয়োগের মাধ্যমে বিজাতীয় বস্তুর বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলে যে অনাক্রম্যতা তাকে বলে

  • নিষ্ক্রিয়
  • সক্রিয়
  • সহজাত
  • রসভিত্তিক

নিষ্ক্রিয়

২৪। প্রদত্ত কোটি ফ্যাগোসাইটিক কোশ নয় ? –

  • ম্যাক্রোফাজ
  • মনোসাইট
  • নিউট্রোফিল
  • বেসোফিল

বেসোফিল

২৫। সাপে কামড়ালে রোগীকে অ্যান্টিটক্সিন ইনজেকশন দেওয়া হয়। এটি কী ধরনের অনাক্রম্যতা ? –

  • সক্রিয় অনাক্রম্যতা
  • নিষ্ক্রিয় অনাক্রম্যতা
  • সহজাত অনাক্রম্যতা
  • রসভিত্তিক অনাক্রম্যতা

নিষ্ক্রিয় অনাক্রম্যতা

[স্বাস্থ্য ও রোগ] উচ্চমাধ্যমিক জীববিদ্যা MCQ || WB HS Class 12 Biology MCQ Mock Test Set-4

২৬। রসভিত্তিক অনাক্রম্যতা যার দ্বারা ঘটে তা হল –

  • সাইটোটক্সিক T-কোশ
  • প্লাজমা কোশ
  • ইওসিনোফিল
  • নিউট্রোফিল

প্লাজমা কোশ

২৭। কোন্ কোশটি সক্রিয়ভাবে অ্যালার্জি প্রতিক্রিয়ায় অংশ নেয়? –

  • মাস্ট কোশ
  • লিম্ফোসাইট
  • মনোসাইট
  • ম্যাক্রোফাজ

মাস্ট কোশ

২৮। অ্যালার্জি প্রতিক্রিয়ায় মাস্ট কোশ থেকে কোন্ কোন্ রাসায়নিকগুলি ক্ষরিত হয় ? –

  • হিস্টামিন ও সেরোটনিন
  • হিস্টামিনও সিক্রেটিন
  • সেরোটনিন ও অ্যাড্রিনালিন
  • সেরোটনিন ও নর-অ্যাড্রিনালিন

হিস্টামিন ও সেরোটনিন

২৯। রেট্রো ভাইরাসে উপস্থিত একটি উৎসেচক পোষক দেহে কিছু জৈব-রাসায়নিক ক্রিয়াকলাপ ঘটায়। উৎসেচকটির নাম হল –

  • পলিমারেজ
  • এক্সোনিউক্লিয়েজ
  • রিভার্স ট্রান্সক্রিপটেড
  • লাইগেজ

রিভার্স ট্রান্সক্রিপটেড

৩০। স্পোরোজয়েট দশা পাওয়া যায় –

  • উচেরেরিয়াতে
  • প্লাসমোডিয়ামে
  • অ্যাসকারিসে
  • জিয়ার্ডিয়াতে

প্লাসমোডিয়ামে

৩১। Plasmodium-এর বাহক হল –

  • পুরুষ অ্যানোফিলিস মশা
  • স্ত্রী অ্যানোফিলিস মশা
  • Aedes egypti
  • স্যান্ড ওয়ার্ম

স্ত্রী অ্যানোফিলিস মশা

৩২। ম্যালেরিয়া রোগে RBC ফেটে কোন্ অধিবিষ নির্গমনের ফলে 3-4 দিন অন্তর অন্তর তীব্র কাঁপুনি দিয়ে জ্বর আসে?

  • হিমোফিলিয়া
  • হিমাটোক্রিট
  • হিমোজয়েন
  • হিমোগ্লোবিন

হিমোজয়েন

৩৩। মশার দেহে স্পোরোজয়েটগুলি সঞ্চিত থাকে –

  • অস্ত্রে
  • মুখে
  • লালাগ্রন্থিতে
  • প্রোবোসিসে

লালাগ্রন্থিতে

৩৪। ম্যালেরিয়ার জীবাণুর দুটি পোষকের প্রয়োজন হয়। পোষক দুটি হল –

  • মানুষ, স্ত্রী অ্যানোফিলিস মশা
  • মানুষ, Aedes egypti
  • গবাদি পশু, স্ত্রী অ্যানোফিলিস মশা
  • গবাদি পশু, Aedes egypti

মানুষ, স্ত্রী অ্যানোফিলিস মশা

৩৫। কোন দশায় প্লাসমোডিয়াম মশার দেহে প্রবেশ করে। –

  • স্পোরোজয়েট দশা
  • ক্রিপটোজয়েট দশা
  • মেরোজয়েট দশা
  • গ্যামেটোসাইট দশা

গ্যামেটোসাইট দশা

৩৬। অ্যাসকারিসের অপর নাম –

  • সাধারণ গোলকৃমি (Round Worm)
  • সাধারণ হুইপ ওয়ার্ম (Whip worm)
  • সাধারণ প্রেড ওয়ার্ম (Thread worm)
  • সাধারণ পিন ওয়ার্ম (Pin worm)

সাধারণ গোলকৃমি (Round Worm)

৩৭। টাইফয়েড হল –

  • জলবাহিত রোগ
  • বায়ুবাহিত রোগ
  • খাদ্যবাহিত রোগ
  • a ও c উভয়ই

a ও c উভয়ই

৩৮। Salmonella typhi পৌষ্টিকনালির কোন্ অংশে প্রবেশ করে? –

  • পাকস্থলী
  • বৃহদন্ত্র
  • ক্ষুদ্রাস্ত্র
  • মুখগহ্বর

ক্ষুদ্রাস্ত্র

৩৯। Widal Test দ্বারা যে রোগ নির্ণয় করা হয় তা হল –

  • পীতজ্বর
  • ম্যালেরিয়া
  • কলেরা
  • টাইফয়েড

টাইফয়েড

৪০। কমন কোল্ডের কারণ হল –

  • টোবাকো মোজাইক ভাইরাস
  • রাইনো ভাইরাস
  • রোটা ভাইরাস
  • অ্যাডিনো ভাইরাস

রাইনো ভাইরাস

[স্বাস্থ্য ও রোগ] উচ্চমাধ্যমিক জীববিদ্যা MCQ || WB HS Class 12 Biology MCQ Mock Test Set-4

৪১। নিম্নলিখিত কোন রোগে মানবদেহের নিম্নাঙ্গ অসাড় হয়ে যায়? –

  • AIDS
  • পোলিয়ো
  • হেপাটাইটিস-৪
  • সিফিলিস

পোলিয়ো

৪২। পোলিয়ো রোগ সৃষ্টিকারী জীব হল একটি –

  • ব্যাকটেরিয়াম
  • প্রোটোজোয়া
  • ভাইরাস
  • পতঙ্গ

ভাইরাস

৪৩। Haemophilus influenzae অণুজীবটি যে রোগের জন্য দায়ী তা হল –

  • ইনফ্লুয়েঞ্জা
  • নিউমোনিয়া
  • প্লেগ
  • ডিপথেরিয়া

ইনফ্লুয়েঞ্জা

৪৪। নিম্নলিখিত কোটি HIV দ্বারা আক্রান্ত হয়? –

  • B-কোশ
  • T কোশ
  • প্লাজমা কোশ
  • T-হেল্পার কোশ

T-হেল্পার কোশ

৪৫। সবচেয়ে বেশি সংক্রমণযোগ্য রোগ কোনটি? –

  • AIDS
  • হেপাটাইটিস-B
  • ম্যালেরিয়া
  • সাধারণ সর্দিকাশি

সাধারণ সর্দিকাশি

৪৬। AIDS রোগের জন্য দায়ী রেট্রো ভাইরাসে কোন ধরনের জিনোম থাকে ? –

  • DNA
  • RNA
  • mRNA
  • প্রোটিন

RNA

৪৭। HIV শনাক্ত করা হয়। –

  • স্ক্রিনিং টেস্টের সাহায্যে
  • ELISA টেস্টের মাধ্যমে
  • ওয়েস্টার্ন ব্লট টেস্টের সাহায্যে
  • Widal টেস্টের সাহায্যে

ELISA টেস্টের মাধ্যমে

৪৮। কোন রোগের বিরুদ্ধে BCG টিকাকরণ করা হয়? –

  • টাইফয়েড
  • কলেরা
  • যক্ষ্মা
  • ডিপথেরিয়া

যক্ষ্মা

৪৯। এপিথেলিয়াল কোশ থেকে সৃষ্ট ক্যানসারকে বলা হয়। –

  • কারসিনোমা
  • মেলানোমা
  • লিম্ফোমা
  • সারকোমা

কারসিনোমা

৫০। ক্যানসার কোশের বৈশিষ্ট্য হল –

  • মেটাস্ট্যাসিস
  • অ্যানাপ্লাসিয়া
  • ম্যালিগন্যান্সি
  • সবগুলি

সবগুলি

৫১। ক্যানসার সৃষ্টিকারী ভাইরাসদের বলা হয় –

  • রেট্রোভাইরাস
  • অঙ্কোজেনিক ভাইরাস
  • ফ্ল্যাভো ভাইরাস
  • অ্যাডেনো ভাইরাস

অঙ্কোজেনিক ভাইরাস

৫২। দেহের স্বাভাবিক কোশে উপস্থিত যে জিন ক্যানসার ঘটায়, তাকে বলে-

  • অঙ্কোজিন
  • কারসিনোজেন
  • নিওজিন
  • টিউমেরোজিন

অঙ্কোজিন

৫৩। রক্ত ও অস্থিমজ্জার পরীক্ষা দ্বারা যে রোগ শনাক্ত করা হয় তা হল  –

  • রক্তাল্পতা বা অ্যানিমিয়া
  • লিউকেমিয়া
  • থ্রম্বোসাইটোপেনিয়া
  • ফাইলেরিয়েসিস

লিউকেমিয়া

54. অভ্যন্তরীণ অঙ্গে ক্যানসার নির্ণয় করা হয় যে পরীক্ষা দ্বারা –

  • রেডিওগ্রাফি
  • সিটি (CT)
  • MRI
  • সবকটি

সবকটি

৫৫। ক্যানসার চিকিৎসায় প্রচলিত পন্থাটি হল-

  • সার্জারি
  • রেডিয়েশন থেরাপি
  • ইমিউনো থেরাপি
  • সবকটিই

সবকটিই

৫৬। অ্যালকোহলের অপব্যবহারের ফলে সৃষ্ট রোগটি হল ?-

  • যকৃৎ সিরোসিস
  • হাইপোগ্লাইসেমিয়া
  • পাকস্থলী প্রদাহ
  • সবকটি

সবকটি

৫৭। দীর্ঘকালীন মদ বা অ্যালকোহল আসক্তির কারণে দেহের কোন গুরুত্বপূর্ণ অঙ্গের ক্ষতি হয়? –

  • হৃৎপিণ্ড
  • বৃক্ক
  • যকৃৎ
  • মস্তিষ্ক

যকৃৎ

৫৮। নিকোটিন প্রাথমিকভাবে কোন্ গ্রন্থিকে উদ্দীপিত করে? –

  • লালাগ্রন্থি
  • অগ্ন্যাশয়
  • প্লীহা
  • অ্যাড্রিনাল

অ্যাড্রিনাল

৫৯। ধূমপানের প্রভাবে নিম্নলিখিত কোটি ক্ষতিগ্রস্ত হয় ? –

  • ফুসফুস
  • হৃৎপিণ্ড
  • মূত্রথলি
  • অ্যাড্রিনাল

অ্যাড্রিনাল

৬০। চরস, গাঁজা, ভাং ও ম্যারিজুয়ানা হল –

  • ওপিওয়েড (Opioids)
  • ক্যানাবিনয়েড
  • কোকো অ্যালকালয়েড
  • বারবিচুরেট

ক্যানাবিনয়েড

৬১। বারবিচুরেট এবং বেঙ্গোডায়াজোপিন ব্যবহৃত হয় যে শারীরিক অসুস্থতার ক্ষেত্রে তা হল –

  • ক্যানসার ও তার প্রতিকারে
  • ইউফোরিয়া এবং ভালো থাকার অনুভূতি
  • অবসাদ ও অনিদ্রা
  • দৈহিক শক্তি ও তেজ বৃদ্ধিতে

অবসাদ ও অনিদ্রা

৬২। কোনটি হ্যালুসিনোজেনিক ড্রাগ ? –

  • মরফিন
  • লাইসারজিক অ্যাসিড ডাইইথাইল অ্যামাইড
  • ওপিয়াম
  • ক্যাফিন

লাইসারজিক অ্যাসিড ডাইইথাইল অ্যামাইড

Important Links

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানWBBSE Official Site
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBJEE ANM GNM Online Mock Test Series
JENPAS (UG) Online Mock Test SeriesWBJEE Online Mock Test Series
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadMadhyamik Online Mock Test Series
RRB Group-D Mock Test in BengaliJEXPO Online Mock Test Series
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।

Leave a Comment

error: Content is protected !!