WBBSE Class 8 Koshe Dekhi 21|ত্রিভুজ অঙ্কন কষে দেখি 21 ক্লাস VIII |অষ্টম শ্রেণি গণিতপ্রভা বইয়ের অধ্যায় 21 এর নিজে করি 21.1 ,নিজে করি 21.2 এবং কষে দেখি 21 -এর সমাধান পাবেন এই একটি মাত্র ভিডিওতে । প্রত্যেকটি সম্পাদ্য ধরে ধরে করানো হয়েছে এবং সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়েছে যার ফলে ক্লাস এইটের ছাত্রছাত্রীরা একবার ভিডিওটা ভালো করে দেখলেই ত্রিভুজ অঙ্কন করার পদ্ধতি শিখতে পারবে । তোমরা প্রত্যেকে সম্পাদ্য করার সময়ে পেনসিল ব্যবহার করবে এবং যতটা না মুছে সম্পাদ্য করা যায় তার চেষ্টা করবে ।
WBBSE Class 8 Koshe Dekhi 21|ত্রিভুজ অঙ্কন কষে দেখি 21 ক্লাস VIII
নিজে করি ২১.২/ Nije Kori 21.1
আমি একটি ত্রিভুজ আঁকি যার দুটি কোণের পরিমাপ 45° ও 30° এবং 30° কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য 6 সেমি. ।
নিজে করি-২১.২ / Nije Kori -21.2
আমি একটি ত্রিভুজ আঁকি যার দুটি বাহুর দৈর্ঘ্য 5 সেমি. ও 4 সেমি. এবং 4 সেমি. দৈর্ঘ্যের বাহুর বিপরীত কোণ 45° । তখন কীরকম ত্রিভুজ পাব দেখি ।
কষে দেখি-21
1. একটি ত্রিভুজ আঁকি যার দুটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি. ও 7 সেমি. এবং 7 সেমি. দৈর্ঘ্যের বাহুর বিপরীত কোণ 60° ; বাহুর মাপ কীরকম হলে দুটি ত্রিভুজ পাব লিখি ।
2. একটি ত্রিভুজ আঁকি যার দুটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি. ও 9 সেমি. এবং 9 সেমি. দৈর্ঘ্যের বাহুর বিপরীত কোণ 105° ; বাহুর মাপ কীরূপ হলে দুটি ত্রিভুজ আঁকা সম্ভব নয় লিখি ।
কোন কোন ক্ষেত্রে কটি ত্রিভুজ অঙ্কন করা যাবে তার নিয়ম
উপরের চিত্রে BM হল লম্ব যার দৈর্ঘ্য l একক ।
এক্ষেত্রে ,
- যদি b > a হয় তবে 1 টি ত্রিভুজ আঁকা যাবে ।
- যদি l < b < a হয় তবে 2 টি ত্রিভুজ আঁকা যাবে ।
- যদি b =a হয় তবে 1 টি ত্রিভুজ আঁকা যাবে ।
- যদি b < l হয় তবে কোনো ত্রিভুজ আঁকা যাবে না ।
- যদি b = l হয় তবে 1 টি ত্রিভুজ অঙ্কন করা যাবে ।
WBBSE Class 8 Koshe Dekhi 21|ত্রিভুজ অঙ্কন কষে দেখি 21 ক্লাস VIII
Nice!