নবম শ্রেণি বাংলা মক টেস্টঃআকাশে সাতটি তারা|WBBSE Class 9 Bengali Mock Test Set-10

নবম শ্রেণি বাংলা মক টেস্টঃআকাশে সাতটি তারা(MCQ প্রশ্ন-উত্তর) 

WBBSE Class 9 Bengali Mock Test Set-10

WBBSE Board –এর নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য Anushilan.Com -এর  তরফ থেকে নিয়ে আসা হয়েছে WBBSE Class 9 Bengali Mock Test Set-10 ।এই মক টেস্টটি ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, নবম শ্রেণি [WBBSE Class 9]-এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি  হয়েছে । এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি ক্লাস IX-এর ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ । ক্লাস 9 বাংলার আকাশে সাতটি তারা কবিতার MCQ প্রশ্ন উত্তর প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট । নবম শ্রেণি বাংলা মক টেস্ট ( আকাশে সাতটি তারা ) -এর  বাছাই করা ৩০ টি প্রশ্ন থেকে  থেকে পরীক্ষায় প্রশ্ন কমন আসার চান্স 99% ।এই MCQ প্রশ্ন উত্তরগুলো তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্টের মাধ্যমে জানাও ।

ক্লাস নাইনের বাংলা আকাশে সাতটি তারা কবিতার গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর নিয়ে তৈরি এই মক টেস্ট ।তাই , এই মক টেস্ট Class IX পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরি না করে মক টেস্টে অংশগ্রহণ করুন এবং নিজেকে যাচাই করুন ।

নবম শ্রেণি বাংলা মক টেস্টঃআকাশে সাতটি তারা|WBBSE Class 9 Bengali Mock Test Set-10

Q1.‘আকাশে সাতটি তারা’ কবিতাটি জীবনানন্দ দাশের যে কাব্যগ্রন্থের অন্তর্গত—

  • সাতটি তারার তিমির
  • মহাপৃথিবী
  • রুপসী বাংলা
  • ধূসর পাণ্ডুলিপি

রুপসী বাংলা

Q2. রুপসী বাংলা কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় –

  • ১৯৪৭ খ্রিস্টাব্দে
  • ১৯৫১ খ্রিস্টাব্দে
  • ১৯৫৪ খ্রিস্টাব্দে
  • ১৯৫৭ খ্রিস্টাব্দে

১৯৫৭ খ্রিস্টাব্দে

Q3. রুপসী বাংলা কাব্যগ্রন্থের মোট কবিতার সংখ্যা –

  • ৫৪টি
  • ৫১টি
  • ২১টি
  • ৬১টি

৬১টি

Q4. ‘আকাশে সাতটি তারা’ কবিতাটি রূপসী বাংলা কাব্যগ্রন্থের –

  • ৭ সংখ্যক কবিতা
  • ১৩ সংখ্যক কবিতা
  • ৩ সংখ্যক কবিতা
  • ৬ সংখ্যক কবিতা

৬ সংখ্যক কবিতা

Q5. “কামরাঙা-লাল মেঘ।”— যার মতো—

  • মৃত মনিয়ার মতো
  • লাল বটফলের মতো
  • চাঁদের জ্যোৎসার মতো
  • মৃত ঢেউয়ের মতো

মৃত মনিয়ার মতো

Q6. আকাশে যখন সাতটি তারা ফুটে উঠেছে, তখন কবি—

  • মনিয়া পাখিকে গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে যেতে দেখেছেন
  • কামরাঙা-লাল মেঘকে গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে যেতে দেখেছেন
  • এক কেশবতী কন্যার মুখোমুখি বসেছেন
  • হিজল, কাঁঠাল আর জাম বনে বসেছিলেন

কামরাঙা-লাল মেঘকে গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে যেতে দেখেছেন

Q7. “কেশবতী কন্যা যেন এসেছে আকাশে;” – কবির এমন মনে হওয়ার কারণ-

  • আকাশ জুড়ে ঘন কালো মেঘ করেছে
  • দিনের আলো নিভে গিয়ে সন্ধ্যা নেমেছে
  • মেঘ যেন আকাশে এক নারীমূর্তি ধারণ করেছে
  • রূপকথার জগতে এরকম ঘটনা অহরহ ঘটে চলে

দিনের আলো নিভে গিয়ে সন্ধ্যা নেমেছে

Q8. “পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখে নি কো”—পৃথিবীর কোনো পথে এই কন্যাকে দেখতে না পাওয়ার কারণ—

  • এই কন্যা শুধু আকাশপথে বিচরণ করে
  • এই কন্যা প্রকৃতপক্ষে কবির কল্পনা
  • রাতের নিভৃত অন্ধকারেই এই কন্যার যাতায়াত
  • সে অশরীরী রূপ ধারণ করে পথ চলে

এই কন্যা প্রকৃতপক্ষে কবির কল্পনা

Q9. আকাশে সাতটি তারা যখন ফুটে ওঠে কবি কোথায় বসে থাকেন?

  • মাঠে
  • ঘাটে
  • ঘরে
  • ঘাসে

ঘাসে

Q10. ‘আকাশে সাতটি তারা’ কবিতায় মেঘকে যার সঙ্গে তুলনা করা হয়েছে—

  • মৃত মনিয়া
  • কেশবতী কন্যা
  • মুথা ঘাস
  • কামরাঙা

মৃত মনিয়া

Q11. “দেখি নাই অত”—কবি যা দেখেননি

  • নীল সন্ধ্যা 
  • কেশবতী কন্যা
  • অজস্র চুলের চুমা
  • এ কন্যারে

অজস্র চুলের চুমা

Q12. গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে—

  • চাঁদ 
  • সূর্য 
  • মেঘ
  • গ্রাম

মেঘ

 Q13. “কামরাঙা-লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো ________ ঢেউয়ে ডুবে গেছে—

  • গঙ্গাসাগরের
  • বঙ্গোপসাগরের
  • আরব সাগরের
  • লোহিত সাগরের

গঙ্গাসাগরের

Q14. শান্ত অনুগত বাংলার সন্ধ্যার রং-

  • লাল
  • কালো
  • নীল
  • পিঙ্গল

নীল

Q15. সন্ধ্যাকে যার সঙ্গে তুলনা করা হয়েছে—

  • মনিয়া
  • রূপসীর চুল
  • কামরাঙা মেঘ
  • কেশবতী কন্যা

কেশবতী কন্যা

Q16. “________________কন্যা যেন এসেছে আকাশে ;”

  • রূপবতী
  • গুণবতী
  • কেশবতী
  • দয়াবতী

কেশবতী

Q17. এ কন্যারে দেখে নিকো”- এ কন্যাকে দেখেনি –

  • কামরাঙা লাল মেঘ 
  • পৃথিবীর কোনো পথ 
  • আকাশের সাতটি তারা
  • নীল সন্ধ্যা

পৃথিবীর কোনো পথ 

Q18. কবির ‘চোখের ’পরে’, ‘মুখের ’পরে’ কেশবতী কন্যার কী ভাসে?

  • ছবি
  • আঁচল
  • মুখ
  • চুল

চুল

Q19. ‘অজস্র চুলের চুমা’ যেখানে ঝরে পড়েছে-

  • কাঁঠালে হিজলে জামে
  • হিজলে কাঁঠালে জামে
  • হিজলে জামে কাঁঠলে
  • হিজলে বটে কঁঠালে

হিজলে কাঁঠালে জামে

Q20. “জানি নাই এত সিগ্ধ ঝরে।” –

  • প্রকৃতির বুকে
  • সন্ধ্যার আকাশে
  • রূপসির চুলে
  • রূপসির চুলের বিন্যাসে

রূপসির চুলের বিন্যাসে

Q21. রূপসির বিন্যাসে স্নিগ্ধ গন্ধ ঝরে যা-

  • দুলের
  • ফুলের
  • চুলের
  • মালার  

চুলের

Q22. “ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা”—ব্যথিত গন্ধ আছে—

  • সন্ধ্যার আকাশে 
  • গঙ্গাসাগরের ঢেউয়ে
  • কিশোরের পায়ে দলা মুথা ঘাসে আর বটের লাল ফলে
  • চাঁদা-সরপুঁটিদের মৃদু ঘ্রাণে

কিশোরের পায়ে দলা মুথা ঘাসে আর বটের লাল ফলে

Q23. ‘আকাশে সাতটি তারা’ কবিতায় পক্তির সংখ্যা –

  • ১১
  • ১২
  • ১৪

১৪

Q24. “এরই মাঝে বাংলার প্রাণ” – বাংলার প্রাণশক্তি নিহিত –

  • সন্ধ্যার তারাভরা আকাশের সৌন্দর্যে
  • কামরাঙা-লাল মেঘে
  • কবির মনে
  • বাংলার পরমাসুন্দরী প্রকৃতিরাজ্যে

বাংলার পরমাসুন্দরী প্রকৃতিরাজ্যে

Q25. “….আমি পাই টের।”- কবি যা টের পান-

  • তার পরিচিত মনিয়া পাখিটি আর নেই
  • আকাশে এক কেশবতী কন্যার আবির্ভাব ঘটেছে
  • হিজলে কাঁঠালে জামে অন্ধকার নেমে আসছে
  • বাংলার প্রাণশক্তি লুকিয়ে রয়েছে তার পল্লিপ্রকৃতিতে

বাংলার প্রাণশক্তি লুকিয়ে রয়েছে তার পল্লিপ্রকৃতিতে

Q26. “শীত হাতখান;” – কিশোরীর হাত শীতল, কারণ—

  • সে পুকুরের জলে হাত ধুয়েছে
  • সে সেই হাতে চাল ধুয়েছে
  • শীতকাল চলছে
  • কিশোরীটি মৃত

সে সেই হাতে চাল ধুয়েছে

Q27. যেরকম ধানের গন্ধ কবি পান—

  • নরম
  • গরম
  • কঠিন
  • ঠাণ্ডা

নরম

 Q28. “কলমীর ঘ্রাণ, / ___________পালক, শর, পুকুরের জল,”

  • মুরগির
  • হাঁসের
  • কাকের
  • ময়ূরের

হাঁসের

 Q29. সরপুঁটি ছাড়া আর যে মাছের মৃদু ঘ্রাণের কথা কবি বলেছেন-

  • মৌরলা
  • পুঁটি 
  • চাঁদা 
  • খলসে  

চাঁদা 

Q30. “কিশোরীর _________ ভিজে হাত” –

  • চালধোয়া
  • ডালধোয়া
  • হাতধোয়া
  • কাপড়ধোয়া

চালধোয়া

Q31. কিশোরের পায়ে দলা যে ঘাসের কথা কবি বলেছেন-

  • মুগা
  • মুথা 
  • শটি 
  • সাবাই

মুথা

 Q32. যে গাছের লাল ফলের কথা বলা হয়েছে-

  • হিজল 
  • তমাল
  • অশ্বত্থ
  • বট  

বট

Important Links

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানWBBSE Official Site
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBJEE ANM GNM Online Mock Test Series
JENPAS (UG) Online Mock Test SeriesWBJEE Online Mock Test Series
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadMadhyamik Online Mock Test Series
RRB Group-D Mock Test in BengaliJEXPO Online Mock Test Series
ধন্যবাদ । আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন।এই মক টেস্টের ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে বা কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান ।

Leave a Comment

error: Content is protected !!