নবম শ্রেণি বাংলা মক টেস্টঃআকাশে সাতটি তারা(MCQ প্রশ্ন-উত্তর)|WBBSE Class 9 Bengali Mock Test Set-10:এই মক টেস্টটি নবম শ্রেণি [WBBSE Class 9(IX)] -এর ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ।মক টেস্টটিতে 32 টি প্রশ্ন আছে ।পরীক্ষার্থীরা যদি এই মক টেস্টে অংশগ্রহণ করার পূর্বে নবম শ্রেণি বাংলা নবম পাঠ ‘আকাশে সাতটি তারা’ ভালো করে পড়ে নেয় তাহলে তারা আত্মবিশ্বাসের সঙ্গে এই মক টেস্টে অংশগ্রহণ করতে পারবে এবং ভালো ফল করতে পারবে।যদি এই মক টেস্টটি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করার অনুরোধ রইল ।
নবম শ্রেণি বাংলা মক টেস্টঃআকাশে সাতটি তারা(MCQ প্রশ্ন-উত্তর)|WBBSE Class 9 Bengali Mock Test Set-10
Q1.‘আকাশে সাতটি তারা’ কবিতাটি জীবনানন্দ দাশের যে কাব্যগ্রন্থের অন্তর্গত—
- সাতটি তারার তিমির
- মহাপৃথিবী
- রুপসী বাংলা
- ধূসর পাণ্ডুলিপি
রুপসী বাংলা
Q2. রুপসী বাংলা কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় –
- ১৯৪৭ খ্রিস্টাব্দে
- ১৯৫১ খ্রিস্টাব্দে
- ১৯৫৪ খ্রিস্টাব্দে
- ১৯৫৭ খ্রিস্টাব্দে
১৯৫৭ খ্রিস্টাব্দে
Q3. রুপসী বাংলা কাব্যগ্রন্থের মোট কবিতার সংখ্যা –
- ৫৪টি
- ৫১টি
- ২১টি
- ৬১টি
৬১টি
Q4. ‘আকাশে সাতটি তারা’ কবিতাটি রূপসী বাংলা কাব্যগ্রন্থের –
- ৭ সংখ্যক কবিতা
- ১৩ সংখ্যক কবিতা
- ৩ সংখ্যক কবিতা
- ৬ সংখ্যক কবিতা
৬ সংখ্যক কবিতা
Q5. “কামরাঙা-লাল মেঘ।”— যার মতো—
- মৃত মনিয়ার মতো
- লাল বটফলের মতো
- চাঁদের জ্যোৎসার মতো
- মৃত ঢেউয়ের মতো
মৃত মনিয়ার মতো
Q6. আকাশে যখন সাতটি তারা ফুটে উঠেছে, তখন কবি—
- মনিয়া পাখিকে গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে যেতে দেখেছেন
- কামরাঙা-লাল মেঘকে গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে যেতে দেখেছেন
- এক কেশবতী কন্যার মুখোমুখি বসেছেন
- হিজল, কাঁঠাল আর জাম বনে বসেছিলেন
কামরাঙা-লাল মেঘকে গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে যেতে দেখেছেন
Q7. “কেশবতী কন্যা যেন এসেছে আকাশে;” – কবির এমন মনে হওয়ার কারণ-
- আকাশ জুড়ে ঘন কালো মেঘ করেছে
- দিনের আলো নিভে গিয়ে সন্ধ্যা নেমেছে
- মেঘ যেন আকাশে এক নারীমূর্তি ধারণ করেছে
- রূপকথার জগতে এরকম ঘটনা অহরহ ঘটে চলে
দিনের আলো নিভে গিয়ে সন্ধ্যা নেমেছে
Q8. “পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখে নি কো”—পৃথিবীর কোনো পথে এই কন্যাকে দেখতে না পাওয়ার কারণ—
- এই কন্যা শুধু আকাশপথে বিচরণ করে
- এই কন্যা প্রকৃতপক্ষে কবির কল্পনা
- রাতের নিভৃত অন্ধকারেই এই কন্যার যাতায়াত
- সে অশরীরী রূপ ধারণ করে পথ চলে
এই কন্যা প্রকৃতপক্ষে কবির কল্পনা
Q9. আকাশে সাতটি তারা যখন ফুটে ওঠে কবি কোথায় বসে থাকেন?
- মাঠে
- ঘাটে
- ঘরে
- ঘাসে
ঘাসে
Q10. ‘আকাশে সাতটি তারা’ কবিতায় মেঘকে যার সঙ্গে তুলনা করা হয়েছে—
- মৃত মনিয়া
- কেশবতী কন্যা
- মুথা ঘাস
- কামরাঙা
মৃত মনিয়া
Q11. “দেখি নাই অত”—কবি যা দেখেননি
- নীল সন্ধ্যা
- কেশবতী কন্যা
- অজস্র চুলের চুমা
- এ কন্যারে
অজস্র চুলের চুমা
Q12. গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে—
- চাঁদ
- সূর্য
- মেঘ
- গ্রাম
মেঘ
Q13. “কামরাঙা-লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো ________ ঢেউয়ে ডুবে গেছে—
- গঙ্গাসাগরের
- বঙ্গোপসাগরের
- আরব সাগরের
- লোহিত সাগরের
গঙ্গাসাগরের
Q14. শান্ত অনুগত বাংলার সন্ধ্যার রং-
- লাল
- কালো
- নীল
- পিঙ্গল
নীল
Q15. সন্ধ্যাকে যার সঙ্গে তুলনা করা হয়েছে—
- মনিয়া
- রূপসীর চুল
- কামরাঙা মেঘ
- কেশবতী কন্যা
কেশবতী কন্যা
নবম শ্রেণি বাংলা মক টেস্টঃআকাশে সাতটি তারা(MCQ প্রশ্ন-উত্তর)|WBBSE Class 9 Bengali Mock Test Set-10
Q16. “________________কন্যা যেন এসেছে আকাশে ;”
- রূপবতী
- গুণবতী
- কেশবতী
- দয়াবতী
কেশবতী
Q17. এ কন্যারে দেখে নিকো”- এ কন্যাকে দেখেনি –
- কামরাঙা লাল মেঘ
- পৃথিবীর কোনো পথ
- আকাশের সাতটি তারা
- নীল সন্ধ্যা
পৃথিবীর কোনো পথ
Q18. কবির ‘চোখের ’পরে’, ‘মুখের ’পরে’ কেশবতী কন্যার কী ভাসে?
- ছবি
- আঁচল
- মুখ
- চুল
চুল
Q19. ‘অজস্র চুলের চুমা’ যেখানে ঝরে পড়েছে-
- কাঁঠালে হিজলে জামে
- হিজলে কাঁঠালে জামে
- হিজলে জামে কাঁঠলে
- হিজলে বটে কঁঠালে
হিজলে কাঁঠালে জামে
Q20. “জানি নাই এত সিগ্ধ ঝরে।” –
- প্রকৃতির বুকে
- সন্ধ্যার আকাশে
- রূপসির চুলে
- রূপসির চুলের বিন্যাসে
রূপসির চুলের বিন্যাসে
Q21. রূপসির বিন্যাসে স্নিগ্ধ গন্ধ ঝরে যা-
- দুলের
- ফুলের
- চুলের
- মালার
চুলের
Q22. “ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা”—ব্যথিত গন্ধ আছে—
- সন্ধ্যার আকাশে
- গঙ্গাসাগরের ঢেউয়ে
- কিশোরের পায়ে দলা মুথা ঘাসে আর বটের লাল ফলে
- চাঁদা-সরপুঁটিদের মৃদু ঘ্রাণে
কিশোরের পায়ে দলা মুথা ঘাসে আর বটের লাল ফলে
Q23. ‘আকাশে সাতটি তারা’ কবিতায় পক্তির সংখ্যা –
- ৮
- ১১
- ১২
- ১৪
১৪
Q24. “এরই মাঝে বাংলার প্রাণ” – বাংলার প্রাণশক্তি নিহিত –
- সন্ধ্যার তারাভরা আকাশের সৌন্দর্যে
- কামরাঙা-লাল মেঘে
- কবির মনে
- বাংলার পরমাসুন্দরী প্রকৃতিরাজ্যে
বাংলার পরমাসুন্দরী প্রকৃতিরাজ্যে
Q25. “….আমি পাই টের।”- কবি যা টের পান-
- তার পরিচিত মনিয়া পাখিটি আর নেই
- আকাশে এক কেশবতী কন্যার আবির্ভাব ঘটেছে
- হিজলে কাঁঠালে জামে অন্ধকার নেমে আসছে
- বাংলার প্রাণশক্তি লুকিয়ে রয়েছে তার পল্লিপ্রকৃতিতে
বাংলার প্রাণশক্তি লুকিয়ে রয়েছে তার পল্লিপ্রকৃতিতে
Q26. “শীত হাতখান;” – কিশোরীর হাত শীতল, কারণ—
- সে পুকুরের জলে হাত ধুয়েছে
- সে সেই হাতে চাল ধুয়েছে
- শীতকাল চলছে
- কিশোরীটি মৃত
সে সেই হাতে চাল ধুয়েছে
Q27. যেরকম ধানের গন্ধ কবি পান—
- নরম
- গরম
- কঠিন
- ঠাণ্ডা
নরম
Q28. “কলমীর ঘ্রাণ, / ___________পালক, শর, পুকুরের জল,”
- মুরগির
- হাঁসের
- কাকের
- ময়ূরের
হাঁসের
Q29. সরপুঁটি ছাড়া আর যে মাছের মৃদু ঘ্রাণের কথা কবি বলেছেন-
- মৌরলা
- পুঁটি
- চাঁদা
- খলসে
চাঁদা
Q30. “কিশোরীর _________ ভিজে হাত” –
- চালধোয়া
- ডালধোয়া
- হাতধোয়া
- কাপড়ধোয়া
চালধোয়া
নবম শ্রেণি বাংলা মক টেস্টঃআকাশে সাতটি তারা(MCQ প্রশ্ন-উত্তর)|WBBSE Class 9 Bengali Mock Test Set-10 |
Q31. কিশোরের পায়ে দলা যে ঘাসের কথা কবি বলেছেন-
- মুগা
- মুথা
- শটি
- সাবাই
মুথা
Q32. যে গাছের লাল ফলের কথা বলা হয়েছে-
- হিজল
- তমাল
- অশ্বত্থ
- বট
বট