WBBSE Board –এর নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে WBBSE Class 9 Bengali Mock Test Set-13 ।এই মক টেস্টটি ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, নবম শ্রেণি [WBBSE Class 9]-এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে । এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি ক্লাস IX-এর ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ । ক্লাস 9 বাংলার চিঠি প্রবন্ধের MCQ প্রশ্ন উত্তর প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট । নবম শ্রেণি বাংলা মক টেস্ট -এর বাছাই করা ৩০ টি প্রশ্ন থেকে থেকে পরীক্ষায় প্রশ্ন কমন আসার চান্স 99% । এই MCQ প্রশ্ন উত্তর গুলো তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্টের মাধ্যমে জানাও ।
ক্লাস নাইনের বাংলা চিঠি প্রবন্ধের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর নিয়ে তৈরি এই মক টেস্ট ।তাই ,নবম শ্রেণি বাংলা মক টেস্ট – চিঠি ,Class IX পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দে্রী না করে মক টেস্টে অংশগ্রহণ করুন এবং নিজেকে যাচাই করুন ।
নবম শ্রেণি বাংলা মক টেস্টঃচিঠি|WBBSE Class 9 Bengali Mock Test Set-13
Q1. স্বামী কল্যাণীয়া মিস নোবেলকে পাঠ্য চিঠিটি লিখেছেন –
- আলমোড়া থেকে
- আমেরিকা থেকে
- মাদ্রাজ থেকে
- শিলং থেকে
আলমোড়া থেকে
Q2. পাঠ্য চিঠিটি লেখার তারিখ হল-
- ১৮৯৭ খ্রিষ্টাব্দের ২৯ জুন
- ১৮৯৭ খ্রিষ্টাব্দের ২৯ ফেব্রুয়ারি
- ১৮৯৭ খ্রিষ্টাব্দের ২৯ জুলাই
- ১৮৯৭ খ্রিষ্টাব্দের ২৯ আগস্ট
১৮৯৭ খ্রিষ্টাব্দের ২৯ জুলাই
Q3. ইংল্যান্ডে স্বামী বিবেকানন্দকে বেদান্ত প্রচারের কাজে সাহায্য করেন –
- মিস্টার স্টার্ডি
- মিস মুলার
- মিসেস সেভিয়ার
- মিসেস বুল
মিস্টার স্টার্ডি
Q4. “কাল তার উত্তর দিয়েছি ।” -“কাল” বলতে সে তারিখ বোঝানো হয়েছে ?
- ২৮ জুলাই
- ২৯ জুলাই
- ৩০ জুলাই
- ৩১ জুলাই
২৮ জুলাই
Q5. “…. তুমি ঠিক সেইরূপ নারী,__________ ।”
- যে বিদ্রোহিণী
- যাকে আজ প্রয়োজন
- যে শান্ত
- যে সরল প্রকৃতির
যাকে আজ প্রয়োজন
Q6. “একবার বেরুলে আর ভিতরে যায় না ….” -যার কথা বলা হয়েছে –
- হাতির দাঁত
- হাতির ডাক
- হাতির লেজ
- হাতির শুঁড়
হাতির দাঁত
Q7. “… তোমাকে শতবার স্বাগত জানাচ্ছি ।” – বক্তা যেখানে স্বাগত জানাচ্ছেন –
- ইউরোপে
- ভারতবর্ষে
- আলমোড়ায়
- ধর্মসভায়
ভারতবর্ষে
Q8. “… তোমার কর্মপ্রনালী সম্মন্ধে যা জানতে পারলাম…” – লেখক উদ্দৃষ্ট ব্যাক্তির কর্মপ্রনালী সম্পর্কে জেনেছেন—-
- মিস ম্যাকলাউয়ের চিঠি থেকে
- মিস মুলারের থেকে
- সেই ব্যাক্তির নিজের পাঠানো চিঠি থেকে
- মিসেস সেভিয়ারের চিঠি থেকে
মিস মুলারের থেকে
Q9. “… তোমাকে খামখেয়ালি মনে করবে এবং প্রত্যেকটি গতিবিধি সন্দেহের চোখে দেখবে ।”-যাদের সম্পর্কে এ কথা বলা হয়েছে ,তারা হল-
- ভারতীয় পুরুষ
- ভারতীয় নারী
- শ্বেতাঙ্গ
- ভারতীয় শিশু
শ্বেতাঙ্গ
Q10. “…. সর্বদাই আগুনের হল্কা চলছে ।” – লেখক ভারতের যে অঞ্চলের জলবায়ুর পরিচয় দিতে চেয়েছেন , তা হল-
- পশ্চিমাঞ্চল
- পূর্বাঞ্চল
- উত্তরাঞ্চল
- দক্ষিণাঞ্চল
দক্ষিণাঞ্চল
Q11. “… তোমাকে শতবার স্বাগত জানাচ্ছি ।” -লেখকের শতবার স্বাগত জানানোর কারণ –
- তিনি চান উদ্দৃষ্ট ব্যাক্তির উদ্যোগে ভারতীয়দের উন্নতি ঘটুক
- তিনি এলে লেখকের বেদান্ত প্রচারে সহায়ক হবেন
- বহু বছর ধরে তিনি ভারতবর্ষে আসার ইচ্ছা প্রকাশ করছেন
- তিনি সঙ্গে প্রচুর কর্মোদ্যোগী যুবক নিয়ে আসবেন
তিনি চান উদ্দৃষ্ট ব্যাক্তির উদ্যোগে ভারতীয়দের উন্নতি ঘটুক
Q12. “… এই আমার প্রতিজ্ঞা ।”- প্রতিজ্ঞাটি হল-
- আমরণ তোমার পাশে থাকার চেষ্টা করব
- আমরণ তোমার পাশে থাকব
- তোমাকে এদেশ চেনাব
- তোমাকে মুক্তির পথ দেখাব
আমরণ তোমার পাশে থাকব
Q13. মিসেস বুলের সম্পূর্ণ নাম –
- ওলি বুল
- জোসেফাইন বুল
- নর্ম্যান বুল
- সারা বুল
সারা বুল
Q14. “মিসেস বুলের বয়স প্রায়” –
- ষাট
- আশি
- পঞ্চাশ
- নব্বই
পঞ্চাশ
Q15. “কিন্তু চিঠিটা বড়ো শুস্ক এবং প্রাণহীন ।” -চিঠিটা হল-
- মুলারের
- স্টার্ডির
- বুলের
- সেভিয়ারের
স্টার্ডির
Q16. স্বামীজি ‘ধীরমাতা ‘বলে সম্বোধন করতেন –
- মিসেস বুলকে
- মিস্ নোবেলকে
- মিসেস সেভিয়ারকে
- মিস ম্যাকলাউডকে
মিসেস বুলকে
Q17. রামকৃষ্ণ সংঘে ‘মাদার’ নামে পরিচিত ছিলেন-
- মিসেস সেভিয়ার
- মিসেস বুল
- মিস মুলার
- মিস নোব্ল্
মিসেস সেভিয়ার
Q18. “…. এত ভালো , এত স্নেহময়ী তিনি ।” -এখানে যাঁর কথা বলা হয়েছে –
- মিস ম্যাকলাউড
- মিসেস বুল
- মিসেস সেভিয়ার
- কেউই নয়
মিসেস সেভিয়ার
Q19. “নারীকূলের রত্নবিশেষ” – স্বামী বিবেকানন্দ এক্ষেত্রে নারীকূলের রত্নবিশেষ বলেছেন –
- মিস মুলারকে
- মিসেস বুলকে
- মিস নোব্ল্কে
- মিসেস সেভিয়ারকে
মিসেস সেভিয়ারকে
Q20. The Master as I Saw Him এবং The Web of Indian Life গ্রন্থদুটির প্রণেতা –
- মিস হেনরিয়েটা মুলার
- মিস মার্গারেট ই নোব্ল্
- মিসেস সেভিয়ার
- ক্যাপটেন জে এইচ সেভিয়ার
মিস মার্গারেট ই নোব্ল্
Q21. বেলুড় মঠ স্থাপনে অর্থ সাহায্য করেছিলেন –
- মিস মুলার
- মিস ম্যাকলাউড
- মি. স্টার্ডি
- মিসেস সেভিয়ার
মিস মুলার
Q22. ‘স্বাগত’ -এর সন্ধিবিচ্ছেদ হল-
- স্ব +আগত
- স্বু +আগত
- সু+আগত
- সূ +আগত
সু+আগত
Q23. ‘সংকল্প’ -এর সন্ধিবিচ্ছেদ –
- সম্ +কল্প
- সং +কল্প
- স্বম +কল্প
- সাম +কল্প
সম্ +কল্প
Q24. মি. স্টার্ডির চিঠি পড়ে চিঠিটি স্বামীজির ‘শুস্ক’ এবং ‘প্রাণহীন’ বলেমনে হওয়ার কারণ –
- চিঠিতে হতাশাক কথা ছিল
- চিঠির ভাষা কর্কশ ছিল
- চিঠিতে ব্যক্তিগত দুঃখের কথা ছিল
- চিঠিতে ভারতের দুর্দশার কথা ছিল
চিঠিতে হতাশাক কথা ছিল
Q25. স্বামীজি যাকে ‘জো’ বলে ডাকতেন ,তিনি হলেন –
- মিস নোব্ল্
- মিসেস বুল
- মিস হেনরিয়েটা মুলার
- মিস জোসেফাইন ম্যাকলাউড
মিস জোসেফাইন ম্যাকলাউড
Q26. “…. মনে হচ্ছে সরাসরি তোমাকে লেখা ভালো ।” -লখক যে বিষয়ে উদ্দৃষ্ট ব্যাক্তিকে লিখতে চান,তা হল-
- ভারতবর্ষে এসে তার কার্যপ্রণালী কী হবে
- ভারতবর্ষে তিনি কাদের সঙ্গে আসলে ভালো হয়
- কেন ভারতবর্ষে তার আসা প্রয়োজন
- ভারতে না এসে কিভাবে তিনি ভারতবর্ষের জন্য কাজ করতে পারেন
ভারতবর্ষে এসে তার কার্যপ্রণালী কী হবে
Q27. “… ভারতে তোমার কাজের এক বিরাট _______ রয়েছে ।”
- প্রয়োজন
- ভূমিকা
- গুরুত্ব
- ভবিষ্যত
ভবিষ্যত
Q28. “মরদ কি বাত” – কীসের মতো ?
- হাতির শুঁড়
- হাতির দাঁত
- হাতির দাম
- হাতির ওজন
হাতির দাঁত
Q29. মিস ম্যাকলাউড ও মিসেস বুল কোন্ ঋতুতে ভারত পরিভ্রমণে আসছেন ?
- শীতকালে
- বসন্তকালে
- হেমন্ত কালে
- শরৎ কালে
শরৎ কালে
Q30. “… কিন্তু তার মঠাধ্যক্ষাসুলভ সংকল্পটি দুটি কারণে কখনও সফল হবে না -তাঁর রুক্ষ মেজাজ এবং অদ্ভুদ অস্থিরচিত্ততা ।” -যার সম্পর্কে একথা বলা হয়েছে তিনি হলেন –
- মিস ম্যাকলাউড
- মিসেস বুল
- মিসেস সেভিয়ার
- মিস মুলার
মিস মুলার