নবম শ্রেণি বাংলা মক টেস্টঃদাম|WBBSE Class 9 Bengali Mock Test Set-5

নবম শ্রেণি বাংলা মক টেস্টঃদাম(MCQ  প্রশ্ন -উত্তর)

WBBSE Class 9 Bengali Mock Test Set-5

WBBSE Board –এর নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য Anushilan.Com -এর  তরফ থেকে নিয়ে আসা হয়েছে WBBSE Class 9 Bengali Mock Test Set-5 ।এই মক টেস্টটি ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, নবম শ্রেণি [WBBSE Class 9]-এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি  হয়েছে । এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি ক্লাস IX-এর ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ । ক্লাস 9 বাংলার দাম ছোট গল্পের MCQ প্রশ্ন উত্তর প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট । নবম শ্রেণি বাংলা মক টেস্ট ( দাম ) -এর  বাছাই করা ৩৫ টি প্রশ্ন থেকে  থেকে পরীক্ষায় প্রশ্ন কমন আসার চান্স 99% । এই MCQ প্রশ্ন উত্তরগুলো তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্টের মাধ্যমে জানাও ।

ক্লাস নাইনের বাংলা দাম ছোটগল্পের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর নিয়ে তৈরি এই মক টেস্ট ।তাই এই মক টেস্ট Class IX পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ । আর দেরী না করে মক টেস্টে অংশগ্রহণ করুন এবং নিজেকে যাচাই করুন ।

নবম শ্রেণি বাংলা মক টেস্টঃদাম|WBBSE Class 9 Bengali Mock Test Set-5

Q1. “একবার মাত্র তাকিয়ে দেখতেন তার দিকে ” – এখানে ‘তার’ বলতে বোঝানো হয়েছে –

  • কোনো বিশেষ ছাত্রকে
  • কোনো জটিল অঙ্ককে
  • ক্লাসের ব্ল্যাকবোর্ডকে
  • খড়িকে

কোনো জটিল অঙ্ককে

Q2. ঝড়ের গতিতে এগিয়ে চলত –

  • ঘড়ি
  • ছড়ি
  • খড়ি
  • দড়ি

খড়ি

Q3. “… বিরক্ত হয়ে টুকরো দুটো আমাদের দিকে ছুঁড়ে…””-তার এই বিরক্তির কারণ –

  • অঙ্কটা মিলছে না কিছুতেই 
  • ছেলেদের অঙ্ক ভুল হচ্ছে বারবার
  • হাতের খড়ি দু-টুকরো হয়ে গেছে
  • ক্লাসের ছেলেরা নিজেদের মধ্যে অত্যন্ত কথা বলছে

হাতের খড়ি দু-টুকরো হয়ে গেছে

Q4. অঙ্কে যারা একশোর মধ্যে একশো পায় , তারা

  • ওঁর ভয়ে কান্নাকাটি করত
  • ওঁর ভয়ে অজ্ঞান হত
  • ওঁর জন্য অপেক্ষা করত
  • ওঁর ভয়ে তটস্থ হয়ে থাকত

ওঁর ভয়ে তটস্থ হয়ে থাকত

Q5. “… কাঁদবার জো ছিল না । ” -এই কাঁদবার উপায় না থাকার কারণ –

  • ক্লাসের অন্য ছেলেদের সামনে কাঁদতে লজ্জা করত
  • চোখের জল মাস্টারমশাই সহ্য করতে পারতেন না
  • কাঁদলে মাস্টারমশাই আরও ক্ষিপ্ত হয়ে উঠতেন
  • কাঁদলে আরও অঙ্ক কষতে হত

কাঁদলে মাস্টারমশাই আরও ক্ষিপ্ত হয়ে উঠতেন

Q6. “সে স্বর্গের চাইতে ________ যোজন দূরে থাকাই আমরা নিরাপদ বোধ করতাম । “

  • শত
  • সহস্র
  • লক্ষ
  • কোটি

লক্ষ

Q7. ম্যাট্রিকুলেশনের গন্ডি পার হয়ে লেখক তাঁর মাস্টার মশাইয়ের হাত থেকে রেহাই পেয়েছিলেন , কারণ –

  • মাস্টারমশাই অবসর নিলেন
  • ততদিনে তিনি অঙ্কটা ভালোই রপ্ত করে নিয়েছিলেন
  • তাকে আর অঙ্ক করতে হয়নি
  • মাস্টারমশাই ছাত্রদের শাসন -পীড়ন বন্ধ করে দিলেন

তাকে আর অঙ্ক করতে হয়নি

Q8. সুকুমার পেশায় ছিলেন –

  • ডাক্তার
  • অধ্যাপক
  • ইঞ্জিনিয়ার
  • সাংবাদিক

সাংবাদিক

Q9. “একদিন একটি পত্রিকার পক্ষ থেকে ফরমাশ এল… ” -‘ফরমাশ’-টি হল-

  • লেখককে তাঁর মাস্টারমশাইকে নিয়ে কিছু লিখে দিতে হবে
  • কীভাবে অঙ্কের ভয় দূর করা যায় সে নিয়ে তাকে বক্তব্য রাখতে হবে
  • লেখককে তাঁর ছেলেবেলার গল্প শোনাতে হবে
  • গ্রামের একটি কলেজের বার্ষিক উৎসবে যোগ দিতে হবে

লেখককে তাঁর ছেলেবেলার গল্প শোনাতে হবে

Q10. “আমাদের মত যেসব অঙ্ক -বিশারদদের টেনেটুনে ______ উঠতে চাইত না ।”

  • কুড়ি
  • দশ
  • তিরিশ
  • পঁচিশ

কুড়ি

Q11. “আমি জানলুম…” -বক্তা এক্ষেত্রে পত্রিকা কতৃপক্ষকে জানিয়েছিলেন যে –

  • উচ্চশিক্ষায় তিনি গণিতচর্চা করেননি
  • গণিতচর্চা করার ফলে সাহিত্যচর্চার অবকাশ তিনি পাননি
  • লেখক হিসেবে তিনি অত্যন্ত সামান্য ব্যাক্তি  , তাঁর ছেলেবেলার গল্পে কারও কোনো কৌতূহল নেই
  • সম্প্রতি তিনি অন্য একটি পত্রিকায় একই বিষয়ে লিখেছেন

লেখক হিসেবে তিনি অত্যন্ত সামান্য ব্যাক্তি  , তাঁর ছেলেবেলার গল্পে কারও কোনো কৌতূহল নেই

Q12. “কতৃপক্ষ ছাড়লেন না…. ” – তাদের বক্তব্য ছিল এই যে –

  • লেখকটির জন্য উপযুক্ত সন্মান দক্ষিণা দিতে তাঁরা রাজি
  • সাহিত্যের প্রতিভাশালী ব্যাক্তিরা কেউ তাঁদের বিশেষ পাত্তা দেননি
  • ছেলেবেলার কথা নিয়েই তাঁদের এবারের সংখ্যা তাঁরা সাজাবেন
  • তাঁদের পত্রিকায় লিখলে লেখক প্রচুর পাঠক পাবেন

সাহিত্যের প্রতিভাশালী ব্যাক্তিরা কেউ তাঁদের বিশেষ পাত্তা দেননি

Q13. ‘রাজোচিত’ -শব্দের সন্ধিবিচ্ছেদ

  • রাজো +উচিত
  • রাজোঃ +উচিত
  • রাজা + ঊচিত
  • রাজা +উচিত

রাজা +উচিত

Q14. ‘দাম’ শব্দের উৎস –

  • তৎসম শব্দ
  • বিদেশি শব্দ
  • তদ্ভব শব্দ
  • মিশ্র শব্দ

বিদেশি শব্দ

Q15. ‘উচ্ছ্বাস’ শব্দের সন্ধিবিচ্ছেদ –

  • উৎ +শ্বাস
  • উৎ +চ্ছ্বাস
  • উত + ছাস
  • উৎঃ +ছাস

উৎ +শ্বাস

Q16. ‘দাম’ গল্পে ক্ষমাকে তুলনা করা হয়েছে যার সঙ্গে –

  • লক্ষীর ভান্ডার
  • কুবেরের ভান্ডার
  • রাবণের প্রাচুর্য
  • সীতার অলংকার

কুবেরের ভান্ডার

 Q17. “সেই_________ কুবেরের ভান্ডারকে ধরে দিয়েও যা পাওয়া যায়না  ।” –

  • স্নেহ
  • দয়া
  • ক্ষমা
  • মমতা

ক্ষমা

 Q18. “______ এক মহাসমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছি ।”

  • স্নেহ-মমতা -মায়ার
  • স্নেহ -মমতা -ক্ষমার
  • স্নেহ- ভালবাসা -মমতার
  • স্নেহ- ভালবাসা -ক্ষমার  

স্নেহ -মমতা -ক্ষমার

Q19. `আনন্দে মাস্টারমশাই সুকুমারের উদ্দেশ্যে কী বলেছিলেন ?

  • কবিতা
  • গান
  • চিঠি
  • গল্প

চিঠি

Q20. ” লজ্জায় ______ আমার মাটিতে মিশে যেতে ইচ্ছা করল ।”

  • আত্মগ্লানিতে
  • আত্মধিক্কারে
  • আত্মসমালোচনায়
  • আত্মসমীক্ষায়

আত্মগ্লানিতে

Q21. “আমার ছাত্র আমাকে ______ করে দিয়েছে ।” -শূন্যস্থানে যে সঠিক শব্দ বসবে তা হল  –

  • অমর
  • অক্ষত
  • অজেয়
  • অনেক

অমর

Q22. “পড়ে আনন্দে আমার চোখে জল এল ।” – মাস্টারমশাইয়ের চোখে আনন্দে জল এল,কারণ পত্রিকায় –

  • তাঁর ছাত্রের কৃতিত্বের কথা প্রকাশিত হয়েছে
  • তাঁর গ্রামে প্রিয় ছাত্রটির বক্তৃতা দিতে আসার খবর বেরিয়েছে
  • তাঁকে নিয়ে তারই ছাত্র সুকুমার গল্প লিখেছে
  • তাঁর অঞ্চলের কলেজের বার্ষিক অনুষ্ঠানের প্রতিবেদন ছাপা হয়েছে  

তাঁকে নিয়ে তারই ছাত্র সুকুমার গল্প লিখেছে

Q23. সুকুমারের সঙ্গে দেখা হওয়ার পর মাস্টারমশাই জামার পকেট থেকে কী বের করলেন ?

  • পুস্তক
  • পত্রিকা
  • পত্র
  • পুথি

পত্রিকা

Q24. “বুদ্ধিতে _________ ফলার মত ঝক্ঝক্‌ করত চোখ ।”

  • ছুরির
  • বঁটির
  • কাস্তের
  • কাটারির

কাস্তের

Q25. “আমি চমকে উঠলুম ।” -লেখকের চমকে ওঠার কারণ –

  • তিনি হঠাৎ খেয়াল করলেন যে সন্ধ্যা হয়ে গেছে , বহুদূর ফিরতে হবে
  • বহুকালের চেনা মাস্টারমশাইয়ের গলার স্বর তিনি চিনতে পেরেছেন
  • তাঁর নাম ধরে ডাকার ধৃষ্টতা সেখানে কে করল 
  • বাইরে তুমুল শোরগোল শুরু হল

বহুকালের চেনা মাস্টারমশাইয়ের গলার স্বর তিনি চিনতে পেরেছেন

 Q26. “আমার মাথা তখনই ওঁর পায়ে নেমে এল ।” -লেখক তাঁর মাস্টারমশাইকে প্রনাম করলেন –

  • তাঁর প্রতি ছোটোবেলা থেকে মনের গভীরে লালিত ভয় থেকে
  • তাঁর প্রতি শ্রদ্ধায়
  • বহুদিন পর  দেখা হওয়ায়
  • সবকটিই ঠিক

তাঁর প্রতি শ্রদ্ধায়

Q27. “বর্তমানের দাবিটা এত জোড়ালো যে ________ দিকে তাকাবার অবসর পর্যন্ত মেলে না ।” –

  • নীতির
  • স্মৃতির
  • রীতির
  • মতির

স্মৃতির

Q28. “আমি সুযোগটা ছাড়তে পারলাম না ।” – লেখকের ‘সুযোগ’ হাতছাড়া না করার কারণ –

  • তিনি মূলত বিনা পয়সায় বেড়াতে যেতে চেয়েছিলেন
  • তাঁর পদোন্নতির বিষয়টা সাহায্য করত
  • তিনি বক্তৃতা দিতে পছন্দ করতেন
  • সেখানকার সংস্কৃতি সম্পর্কে জানতে তিনি বিশেষভাবে আগ্রহী ছিলেন

তিনি মূলত বিনা পয়সায় বেড়াতে যেতে চেয়েছিলেন

 Q29. “কার একটা ইংরাজি কোটেশন চালিয়ে দিলুম __________ নামে ।” –

  • টেনসনের
  • বায়রনের
  • শেকসপিয়রের
  • বার্নার্ড শ-র

বার্নার্ড শ-র

Q30. “এ  অভিজ্ঞতা আগেও হয়েছে ।” -এক্ষেত্রে লেখকের যে পূর্ব অভিজ্ঞতার কথা বলা হয়েছে , তা হল –

  • বক্তৃতার পরে অভিভূত মানুষজন তাঁর সঙ্গে দেখা করতে এসেছে
  • তাঁর বক্তৃতার পরে অভিনন্দনের বন্যা বয়ে গেছে
  • তাঁর বক্তব্যের পর আর কেউ বলার জন্য মঞ্চে আসেননি
  • কেউ দেখা করতে এসে প্রথমেই তাঁর সামনে উপস্থিত হয়নি

বক্তৃতার পরে অভিভূত মানুষজন তাঁর সঙ্গে দেখা করতে এসেছে

Q31. “বুড়ো প্রিন্সিপাল পর্যন্ত মুগ্ধ হয়ে আমাকে বললেন” – কলেজের বৃদ্ধ প্রিন্সিপাল লেখককে বলেছিলেন যে –

  • তিনি সারগর্ভ সুমধুর বক্তৃতা দিয়েছেন 
  • বার্নার্ড শ -র উদ্ধৃতিটা তিনি আগে কখনই শোনেননি
  • পরের বারের অনুষ্ঠানে আবার  যেন তিনি আসেন 
  • কীভাবে তিনি এত কোটেশন মনে রাখেন

তিনি সারগর্ভ সুমধুর বক্তৃতা দিয়েছেন 

Q32. “গাধা পিটিয়ে ঘোড়া করতে গেল্লে  গাধাটাই পঞ্চত্ব পায় । ” এখানে পঞ্চত্ব শব্দের অর্থ –

  • ক্ষতি
  • হানি
  • মৃত্য
  • সমস্যা

মৃত্য

Q33. পত্রিকার কতৃপক্ষ খুশি হয়ে গল্প লেখার জন্য লেখককে কত টাকা দক্ষিণা দিয়েছিলেন ?

  • দশ
  • বিশ
  • পঞ্চাশ
  • একশো

দশ

Q34. “সাহিত্যের ইন্দ্র চন্দ্র মিত্র __________ কেউ  তাঁদের বিশেষ পাত্তা দেননি । ” –

  • বরুণেরা
  • অরুণেরা
  • তরুণেরা
  • কিরণেরা

বরুণেরা

 Q35. “মূল কথাটি ছিল…. ” – পত্রিকায় পাঠানো লেখাটিতে মুল কথাটি ছীলো –

  • ছাত্ররা মাস্টারমশাইয়ের ক্লাস করতে চাইত না
  • অহেতুক তাড়না করে কাউকে শিক্ষা দেওয়া যায় না
  • মাস্টারমশাই ছাত্রদের কল্যাণের জন্যই শাসন করে থাকেন
  • অঙ্ক কষতে ভয় পাওয়ার কোনো কারণ নেই

অহেতুক তাড়না করে কাউকে শিক্ষা দেওয়া যায় না

Important Links

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানWBBSE Official Site
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBJEE ANM GNM Online Mock Test Series
JENPAS (UG) Online Mock Test SeriesWBJEE Online Mock Test Series
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadMadhyamik Online Mock Test Series
RRB Group-D Mock Test in BengaliJEXPO Online Mock Test Series
ধন্যবাদ । আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন।এই মক টেস্টের ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে বা কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান ।

Leave a Comment

error: Content is protected !!