WBBSE Board –এর নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে WBBSE Class 9 History Chapter 2 Mock Test ।এই মক টেস্টটি ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, নবম শ্রেণি [WBBSE Class 9]-এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে । এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি ক্লাস IX-এর ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ । ক্লাস 9 –এর বিপ্লবী আদর্শ,নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ অধ্যায়ের MCQ Question Answer প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট । নবম শ্রেণি ইতিহাস মক টেস্ট দ্বিতীয় অধ্যায় -এর বাছাই করা ২০ টি প্রশ্ন থেকে থেকে পরীক্ষায় প্রশ্ন কমন আসার চান্স 99% । WBBSE Class 9 History Chapter 2 Mock Test -এর MCQ প্রশ্ন উত্তর-গুলো তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্টের মাধ্যমে জানাও ।
ক্লাস নাইন ইতিহাস অধ্যায়-২ -এর গুরুত্ব্পূর্ণ MCQ প্রশ্ন উত্তর নিয়ে তৈরি WBBSE Class 9 History Chapter 2 Mock Test ।তাই এই মক টেস্টটি নবম শ্রেণি (Class IX) -এর পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) [ WB TET, WBCS, PSC, ANM GNM, JENPAS BHA, Railway Group-D, RRB NTPC,West Bengal Police, Kolkata Police , CHSL,CGL,নার্সিং ভর্তি, Etc.] জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরি না করে মক টেস্টে অংশগ্রহণ করুন এবং নিজেকে যাচাই করুন ।
নবম শ্রেণি ইতিহাস মক টেস্ট দ্বিতীয় অধ্যায়|WBBSE Class 9 History Chapter 2 Mock Test
Q1.নেপোলিয়ান বোনাপার্টের মৃত্য হয় –
- কর্সিকা দ্বীপে
- সিসিলি দ্বীপে
- সেন্ট হেলেনা দ্বীপে
- এলবা দ্বীপে
সেন্ট হেলেনা দ্বীপে
Q2. নেপোলিয়নের জীবনের শেষ যুদ্ধ –
- লাইপজিগের যুদ্ধ
- ওয়াটারলুর যুদ্ধ
- লেলিনগ্রাডের যুদ্ধ
- সেডানের যুদ্ধ
ওয়াটারলুর যুদ্ধ
Q3. ওয়াটারলুর যুদ্ধের রাশিয়ার সেনাপতি ছিলেন –
- ব্লুচার
- আর্থার ওয়েলেসলি
- কুটুজভ
- হোরেসিও নেলসন
ব্লুচার
Q4. নেপোলিয়নের ‘গ্র্যান্ড আর্মি ‘ ধ্বংস হয় –
- স্পেনে
- রাশিয়ায়
- পোর্তুগালে
- ইংল্যান্ডে
রাশিয়ায়
Q5. ‘ওয়ার অ্যান্ড পিস’ -এর বিষয়বস্তু হল –
- ফরাসি বিপ্লব
- আমেরিকার স্বাধীনতা যুদ্ধ
- স্পেনের যুদ্ধ
- নেপোলিয়নের রাশিয়া অভিযান
নেপোলিয়নের রাশিয়া অভিযান
Q6. নেপোলিয়ন সমগ্র ফ্রান্সকে কতগুলি প্রদেশে বিভক্ত করেন ?
- ৭০ টি
- ৮৩ টি
- ১৫০ টি
- ৩০০ টি
৮৩ টি
Q7. ‘ বিপ্লবের অগ্নিময় তরবারি’ বলা হত-
- রুশোকে
- নেপোলিয়নকে
- মেরি অ্যাঁতোয়ানেতকে
- রোবসপিয়রকে
নেপোলিয়নকে
Q8. নেপোলিয়নের পতনের পর ফ্রান্সের সিংহাসনে বসেন –
- দ্বিতীয় নেপোলিয়ন
- অষ্টাদশ লুই
- দশম চার্লস
- লুই ফিলিপ
অষ্টাদশ লুই
Q9. ‘জাতিসমূহের যুদ্ধ’ বলা হয়-
- উপদ্বীপের যুদ্ধকে
- ওয়াটারলুর যুদ্ধকে
- ট্রাফালগারের যুদ্ধকে
- লাইপজিগের যুদ্ধকে
লাইপজিগের যুদ্ধকে
Q10. ‘ পোড়ামাটি নীতি’ হল –
- মাটি পুড়িয়ে ফেলা
- ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া
- সেনা ছাউনি পুড়িয়ে দেওয়া
- খাদ্যশষ্য -জল নষ্ট করে দেওয়া
খাদ্যশষ্য -জল নষ্ট করে দেওয়া
Q11. ট্রাফালগারের যুদ্ধে জয়ী হয় –
- ইংল্যান্ড
- ফ্রান্স
- রাশিয়া
- জার্মানি
ইংল্যান্ড
Q12. ওয়াটারলুর যুদ্ধে নেপোলিয়নকে পরাজিত করেন –
- ডিউক অফ ডার্বিশায়ার
- ডিউক অফ ওয়েলিংটন
- ডিউক অফ ওয়েলস
- ডিউক অফ হ্যাম্পশায়ার
ডিউক অফ ওয়েলিংটন
Q13. নেপোলিয়নের বিরুদ্ধে যে -দেশ ‘পোড়ামাটির নীতি ‘ নিয়েছিল সেটি হল –
- রাশিয়া
- ইংল্যান্ড
- প্রাশিয়া
- অস্ট্রিয়া
রাশিয়া
Q14. ‘ কনফেডারেশন অফ দ্য রাইন’ গঠিত হয় –
- জার্মানিতে
- অস্ট্রিয়ায়
- ইটালিতে
- স্পেনে
জার্মানিতে
Q15. নেপোলিয়ন রাশিয়া অভিযান করেছিলেন –
- ১৮১০ খ্রিষ্টাব্দে
- ১৮১১ খ্রিষ্টাব্দে
- ১৮১২ খ্রিষ্টাব্দে
- ১৮১৩ খ্রিষ্টাব্দে
১৮১২ খ্রিষ্টাব্দে
Q16. নেপোলিয়ন টিলসিটের সন্ধি স্বাক্ষর করেন –
- ১৮০৬ খ্রিষ্টাব্দে
- ১৮০৭ খ্রিষ্টাব্দে
- ১৮০৮ খ্রিষ্টাব্দে
- ১৮০৯ খ্রিষ্টাব্দে
১৮০৭ খ্রিষ্টাব্দে
Q17. নেপোলিয়ন টিলসিটের সন্ধি স্বাক্ষর করেছিলেন –
- অস্ট্রিয়ার সঙ্গে
- রাশিয়ার সঙ্গে
- ইংল্যান্ডের সঙ্গে
- প্রাশিয়ার সঙ্গে
রাশিয়ার সঙ্গে
Q18. মহাদেশীয় অবরোধের পালটা হিসেবে ইংল্যান্ড জারি করে –
- অডার্স ইন কাউন্সিল
- মিলান ডিক্রি
- বার্লিন ডিক্রি
- লাইপজিগ ডিক্রি
অডার্স ইন কাউন্সিল
Q19. মহাদেশীয় অবরোধ ব্যবস্থা চালু হয় –
- ১৮০২ খ্রিষ্টাব্দে
- ১৮০৪ খ্রিষ্টাব্দে
- ১৮০৬ খ্রিষ্টাব্দে
- ১৮০৮ খ্রিষ্টাব্দে
১৮০৬ খ্রিষ্টাব্দে
Q20. নেপোলিয়নের অন্যতম শ্রেষ্ঠ কীর্তি হল –
- কোড নেপোলিয়নের প্রচলন
- শিক্ষাসংস্কার
- ধর্মমীমাংসা চুক্তি
- ব্যাঙ্ক অফ ফ্রান্স প্রতিষ্ঠা
কোড নেপোলিয়নের প্রচলন