WBBSE Board –এর নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে WBBSE Class 9 History Chapter 5 Mock Test ।এই মক টেস্টটি ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, নবম শ্রেণি [WBBSE Class 9]-এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে । এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি ক্লাস IX-এর ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ । ক্লাস 9 –এর ইতিহাসের বিশ শতকে ইউরোপ অধ্যায়ের MCQ Question Answer প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট । নবম শ্রেণি ইতিহাসের পঞ্চম অধ্যায়ের -এর বাছাই করা ৪০ টি প্রশ্ন থেকে থেকে পরীক্ষায় প্রশ্ন কমন আসার চান্স 99% । নবম শ্রেণি ইতিহাস মক টেস্ট পঞ্চম অধ্যায় -এর MCQ প্রশ্ন উত্তরগুলো তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্টের মাধ্যমে জানাও ।
ক্লাস নাইনের ইতিহাসের অধ্যায়-৫ -এর গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর নিয়ে তৈরি WBBSE Class 9 History Chapter 5 Mock Test ।তাই এটি নবম শ্রেণির (Class IX) পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) [ WB TET, WBCS, PSC, ANM GNM, JENPAS BHA, Railway Group-D, RRB NTPC,West Bengal Police, Kolkata Police , CHSL,CGL,নার্সিং ভর্তি, Etc.] জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরি না করে মক টেস্টে অংশগ্রহণ করুন এবং নিজেকে যাচাই করুন ।
নবম শ্রেণি ইতিহাস মক টেস্ট পঞ্চম অধ্যায় ( বিশ শতকে ইউরোপ )|WBBSE Class 9 History Chapter 5 Mock Test
Q1.রাশিয়ার জারগণ যে বংশের রাজা ছিলেন –
- রোমানভ বংশের
- অরেঞ্জ বংশের
- বুরবোঁ বংশের
- চিং বংশের
রোমানভ বংশের
Q2. রাশিয়ার জারতন্ত্র ধ্বংস হয় –
- ১৯১৭ খ্রিষ্টাব্দে
- ১৯১৮ খ্রিষ্টাব্দে
- ১৯৩৭ খ্রিষ্টাব্দে
- ১৯৩৮ খ্রিষ্টাব্দে
১৯১৭ খ্রিষ্টাব্দে
Q3. ‘আধুনিক রাশিয়ার জনক’ বলা হয় –
- দ্বিতীয় আলেকজান্ডারকে
- পিটার দ্য গ্রেটকে
- মিখাইল রোমানভকে
- চতুর্থ আইভানকে
পিটার দ্য গ্রেটকে
Q4. রোমানভ বংশের পতন ঘটে কোন শাসকের আমলে ?
- প্রথম আলেকজান্ডার
- দ্বিতীয় আলেকজান্ডার
- প্রথম নিকোলাস
- দ্বিতীয় নিকোলাস
দ্বিতীয় নিকোলাস
Q5. ‘বলশেভিক’ কতাহ্র অর্থ হল-
- চরমপন্থী
- নরমপন্থী
- সংখ্যাগরিষ্ঠ
- সংখ্যালঘিষ্ঠ
সংখ্যাগরিষ্ঠ
Q6. ‘মেনশেভিক’ কথার অর্থ –
- মধ্যপন্থী
- উগ্রপন্থী
- সংখ্যাগরিষ্ঠ
- সংখ্যালঘিষ্ঠ
সংখ্যালঘিষ্ঠ
Q7. ‘রক্তাক্ত রবিবার’ কবে ঘটেছিল ?
- ১৯০৩ খ্রিষ্টাব্দে
- ১৯০৪ খ্রিষ্টাব্দে
- ১৯০৫ খ্রিষ্টাব্দে
- ১৯০৬ খ্রিষ্টাব্দে
১৯০৫ খ্রিষ্টাব্দে
Q8. মেনশেভিক দলের প্রধান নেতা ছিলেন –
- বাকুনিন
- কেরেনস্কি
- ট্রটস্কি
- হার্জেন
কেরেনস্কি
Q9. বলশেভিক দলের প্রধান নেতা ছিলেন –
- ট্রটস্কি
- কেরেনস্কি
- লেলিন
- কার্ল মার্কস
লেলিন
Q10. প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল –
- ১৯১৪ খ্রিষ্টাব্দে
- ১৯১৫ খ্রিষ্টাব্দে
- ১৯১৭ খ্রিষ্টাব্দে
- ১৯৩৯ খ্রিষ্টাব্দে
১৯১৪ খ্রিষ্টাব্দে
Q11. রাশিয়া যে দেশের সঙ্গে ব্রেস্ট লিটোভস্ক সন্ধি স্বাক্ষর করেছিল –
- ইংল্যান্ড
- ইটালি
- পোল্যান্ড
- জার্মানি
জার্মানি
Q12. ‘কমিন্টার্ন ‘ প্রতিষ্ঠিত হয় –
- ১৯১৯ খ্রিষ্টাব্দে
- ১৯২১ খ্রিষ্টাব্দে
- ১৯২৭ খ্রিষ্টাব্দে
- ১৯২৮ খ্রিষ্টাব্দে
১৯১৯ খ্রিষ্টাব্দে
Q13. ‘এপ্রিল থিসিস’ ঘোষণা করেন –
- লেলিন
- হিটলার
- ট্রটস্কি
- কার্ল মার্কস
লেলিন
Q14. রাশিয়ায় ‘সমাজতান্ত্রিক বিপ্লভ’ ঘটে –
- ১৯১৬ খ্রিষ্টাব্দে
- ১৯১৭ খ্রিষ্টাব্দে
- ১৯১৯ খ্রিষ্টাব্দে
- ১৯২৪ খ্রিষ্টাব্দে
১৯১৭ খ্রিষ্টাব্দে
Q15. ‘প্রাভদা’ পত্রিকা প্রকাশিত হয়েছিল –
- ১৯১২ খ্রিষ্টাব্দে
- ১৯১৩ খ্রিষ্টাব্দে
- ১৯১৪ খ্রিষ্টাব্দে
- ১৯১৫ খ্রিষ্টাব্দে
১৯১২ খ্রিষ্টাব্দে
Q16. প্যারিস শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয় –
- ১৯১৮ খ্রিষ্টাব্দে
- ১৯১৯ খ্রিষ্টাব্দে
- ১৯২০ খ্রিষ্টাব্দে
- ১৯২৪ খ্রিষ্টাব্দে
১৯১৯ খ্রিষ্টাব্দে
Q17. ‘চোদ্দদফা নীতি ‘ ঘোষণা করেছিলেন –
- উড্রো উইলসন
- লয়েড জর্জ
- ক্লিমেশোঁ
- ভিত্তোরিও অর্লান্ডো
উড্রো উইলসন
Q18. উড্রো উইলসন ‘চোদ্দো দফা নীতি’ ঘোষণা করেছিলেন –
- ১৯১৮ খ্রিষ্টাব্দে
- ১৯১৯ খ্রিষ্টাব্দে
- ১৯২০ খ্রিষ্টাব্দে
- ১৯২১ খ্রিষ্টাব্দে
১৯১৮ খ্রিষ্টাব্দে
Q19. জাতিসংঘের প্রথম অধিবেশন বসে-
- ১৯১৯ খ্রিষ্টাব্দে
- ১৯২০ খ্রিষ্টাব্দে
- ১৯২১ খ্রিষ্টাব্দে
- ১৯২২ খ্রিষ্টাব্দে
১৯২০ খ্রিষ্টাব্দে
Q20. ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ১৯১৯ খ্রিষ্টাব্দের –
- ২৮ জানুয়ারি
- ২৮ মার্চ
- ২৮ জুন
- ২৮ আগস্ট
২৮ জুন
Q21. স্পেনের গৃহযুদ্ধ শুরু হয়েছিল-
- ১৯৩৫ খ্রিষ্টাব্দে
- ১৯৩৬ খ্রিষ্টাব্দে
- ১৯৩৭ খ্রিষ্টাব্দে
- ১৯৩৮ খ্রিষ্টাব্দে
১৯৩৬ খ্রিষ্টাব্দে
Q22. ‘ফ্যুয়েরার’ বা ‘প্রধান নেতা’ বলে সম্বোধিত করা হয় কাকে ?
- হিটলারকে
- মুসোলিনিকে
- গোয়োলসকে
- গোয়েরিংকে
হিটলারকে
Q23. যে গ্রন্থটি ‘নাৎসি দলের বাইবেল’ নামে পরিচিত –
- হিটলার লাইফ
- দ্য নিউ এজ
- মেইন ক্যাম্ফ
- সেপারেট ইডিওলজি
মেইন ক্যাম্ফ
Q24. মুসোলিনির উপাধি ছিল –
- জার
- কাইজার
- ইল দ্যুচে
- ফ্যুয়েরার
ইল দ্যুচে
Q25. ফ্যাসিস্ট দলের প্রতীক ছিল –
- মশাল চিহ্ন
- ঘোড়া
- অশোক চক্র
- স্বস্তিকা চিহ্ন
মশাল চিহ্ন
Q26. ‘সভ্যতার সংকট’ গ্রন্থটির লেখক হলেন –
- ভলতেয়ার
- রবীন্দ্রনাথ ঠাকুর
- নজরুল
- রুশো
রবীন্দ্রনাথ ঠাকুর
Q27. স্পেনের গৃহযুদ্ধকে ‘মহড়া’ বলা হয়-
- প্রথম বিশ্বযুদ্ধের
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের
- রুশ বিপ্লবের
- ফরাসি বিপ্লবের
দ্বিতীয় বিশ্বযুদ্ধের
Q28. ‘আন্তর্জাতিক শান্তি কাপুরুষের স্বপ্ন’ -উক্তিটি হল-
- লেনিনের
- হিটলারের
- মুসোলিনির
- নেপোলিয়নের
মুসোলিনির
Q29. জার্মানির সঙ্গে অস্ট্রিয়ার সংযুক্তি পরিচিত ছিল –
- লেবেনশ্রউম নামে
- পুনরস্ত্রীকরণ নামে
- অপারেশোন বারবারোসা নামে
- আনশ্লুস নামে
আনশ্লুস নামে
Q30. স্পেনে একনয়াতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন –
- লেলিন
- হিটলার
- জেনারেল ফ্রাঙ্কো
- এঁদের কেউ নন
জেনারেল ফ্রাঙ্কো
Q31. ভার্সাই সন্ধির ধারার সংখ্যা ছিল –
- ৩৪০ টি
- ৪৪০ টি
- ৫৪০ টি
- ৬৪০ টি
৪৪০ টি
Q32. ১৯২০ খ্রিষ্টাব্দের ‘সেভরের সন্ধি’ স্বাক্ষরিত হয়-
- রাশিয়ার সঙ্গে
- অষ্ট্রিয়ার সঙ্গে
- হাঙ্গেরির সঙ্গে
- তুরস্কের সঙ্গে
তুরস্কের সঙ্গে
Q33. লালফৌজ গঠন করেন –
- দ্বিতীয় নিকোলাস
- স্ট্যালিন
- লেলিন
- স্ট্রটস্কি
স্ট্রটস্কি
Q34. রুশ বিপ্লবের সময়ে রাশিয়ার জার ছিলেন –
- দ্বিতীয় আলেকজান্ডার
- প্রথম নিকোলাস
- দ্বিতীয় নিকোলাস
- প্রথম আলেকজান্ডার
দ্বিতীয় নিকোলাস
Q35. ‘ইস্রিকো’ পত্রিকাটি প্রকাশ করেন –
- স্ট্যালিন
- ট্রটস্কি
- লেলিন
- মুসোলিনি
লেলিন
Q36. কোন সময়কে ঐতিহাসিকরা ‘সশস্ত্র শাস্তির যুগ’ বা ‘Era of Armed Peace ‘ বলে অভিহিত করেন ?
- ১৯২০ খ্রিষ্টাব্দ থেকে ১৯৩৯ খ্রিষ্টাব্দ পর্যন্ত
- ১৮৭১ থেকে ১৯১৩ খ্রিষ্টাব্দ পর্যন্ত
- ১৯৩৯ খ্রিষ্টাব্দ থেকে ১৯৪৫ খ্রিষ্টাব্দ পর্যন্ত
- ১৯১৪ খ্রিষ্টাব্দ থেকে ১৯১৮ খ্রিষ্টাব্দ পর্যন্ত
১৮৭১ থেকে ১৯১৩ খ্রিষ্টাব্দ পর্যন্ত
Q37. ভাইমার প্রজাতন্ত্রের শেষ প্রেসিডেন্ট ছিলেন –
- ফ্রেডারিখ ইবার্ট
- হিটলার
- ভেকসলার
- হিন্ডেনবার্গ
হিন্ডেনবার্গ
Q38. রাশিয়ার চিঠিতে রুশ বিপ্লবের প্রশংসা করেন –
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- রবীন্দ্রনাথ ঠাকুর
- রাজা রামমোহন রায়
- টিপু সুলতান
রবীন্দ্রনাথ ঠাকুর
Q39. ব্রেস্ট-লিটোভস্কের সন্ধির মাধ্যমে যুদ্ধ থেকে সরে দাঁড়ায় –
- জার্মানি
- রাশিয়া
- ইটালি
- তুরস্ক
রাশিয়া
Q40. নারদনিক আন্দোলন কোন্ জারের শাসনে হয়েছিল ?
- দ্বিতীয় আলেকজান্ডার
- দ্বিতীয় নিকোলাস
- প্রথম নিকোলাস
- মিখাইল রোমানভ
দ্বিতীয় আলেকজান্ডার