নবম শ্রেণি ইতিহাস মক টেস্ট পঞ্চম অধ্যায় ( বিশ শতকে ইউরোপ )|WBBSE Class 9 History Chapter 5 Mock Test

নবম শ্রেণির ইতিহাস পঞ্চম অধ্যায় মক টেস্ট-বিশ শতকে ইউরোপ(MCQ প্রশ্ন-উত্তর)

WBBSE Class 9 History Chapter 5 Mock Test

WBBSE Board –এর নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য Anushilan.Com -এর  তরফ থেকে নিয়ে আসা হয়েছে WBBSE Class 9 History Chapter 5 Mock Test ।এই মক টেস্টটি ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, নবম শ্রেণি [WBBSE Class 9]-এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি  হয়েছে । এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি ক্লাস IX-এর ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ । ক্লাস 9 –এর ইতিহাসের বিশ শতকে ইউরোপ অধ্যায়ের MCQ Question Answer প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট । নবম শ্রেণি ইতিহাসের পঞ্চম অধ্যায়ের -এর বাছাই করা ৪০ টি প্রশ্ন থেকে থেকে পরীক্ষায় প্রশ্ন কমন আসার চান্স 99% । নবম শ্রেণি ইতিহাস মক টেস্ট পঞ্চম অধ্যায় -এর MCQ প্রশ্ন উত্তরগুলো তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্টের মাধ্যমে জানাও ।

ক্লাস নাইনের ইতিহাসের অধ্যায়-৫ -এর গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর নিয়ে তৈরি WBBSE Class 9 History Chapter 5 Mock Test ।তাই এটি নবম শ্রেণির (Class IX) পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) [ WB TET, WBCS, PSC, ANM GNM, JENPAS BHA, Railway Group-D, RRB NTPC,West Bengal Police, Kolkata Police , CHSL,CGL,নার্সিং ভর্তি, Etc.] জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরি না করে মক টেস্টে অংশগ্রহণ করুন এবং নিজেকে যাচাই করুন ।

নবম শ্রেণি ইতিহাস মক টেস্ট পঞ্চম অধ্যায় ( বিশ শতকে ইউরোপ )|WBBSE Class 9 History Chapter 5 Mock Test

Q1.রাশিয়ার জারগণ যে বংশের রাজা ছিলেন –

  • রোমানভ বংশের
  • অরেঞ্জ বংশের
  • বুরবোঁ বংশের
  • চিং বংশের

রোমানভ বংশের

Q2. রাশিয়ার জারতন্ত্র ধ্বংস হয় –

  • ১৯১৭ খ্রিষ্টাব্দে
  • ১৯১৮ খ্রিষ্টাব্দে
  • ১৯৩৭ খ্রিষ্টাব্দে
  • ১৯৩৮ খ্রিষ্টাব্দে

১৯১৭ খ্রিষ্টাব্দে

Q3. ‘আধুনিক রাশিয়ার জনক’ বলা হয় –

  • দ্বিতীয় আলেকজান্ডারকে
  • পিটার দ্য গ্রেটকে
  • মিখাইল রোমানভকে
  • চতুর্থ আইভানকে

পিটার দ্য গ্রেটকে

Q4. রোমানভ বংশের পতন ঘটে কোন শাসকের আমলে ?

  • প্রথম আলেকজান্ডার
  • দ্বিতীয় আলেকজান্ডার
  • প্রথম নিকোলাস
  • দ্বিতীয় নিকোলাস

দ্বিতীয় নিকোলাস

Q5. ‘বলশেভিক’ কতাহ্র অর্থ হল-

  • চরমপন্থী
  • নরমপন্থী
  • সংখ্যাগরিষ্ঠ
  • সংখ্যালঘিষ্ঠ

সংখ্যাগরিষ্ঠ

Q6. ‘মেনশেভিক’ কথার অর্থ –

  • মধ্যপন্থী
  • উগ্রপন্থী
  • সংখ্যাগরিষ্ঠ
  • সংখ্যালঘিষ্ঠ

সংখ্যালঘিষ্ঠ

Q7. ‘রক্তাক্ত রবিবার’ কবে ঘটেছিল ?

  • ১৯০৩ খ্রিষ্টাব্দে
  • ১৯০৪ খ্রিষ্টাব্দে
  • ১৯০৫ খ্রিষ্টাব্দে
  • ১৯০৬ খ্রিষ্টাব্দে

১৯০৫ খ্রিষ্টাব্দে

Q8. মেনশেভিক দলের প্রধান নেতা ছিলেন –

  • বাকুনিন
  • কেরেনস্কি
  • ট্রটস্কি
  • হার্জেন

কেরেনস্কি

Q9. বলশেভিক দলের প্রধান নেতা ছিলেন –

  • ট্রটস্কি
  • কেরেনস্কি
  • লেলিন
  • কার্ল মার্কস

লেলিন

Q10. প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল –

  • ১৯১৪ খ্রিষ্টাব্দে
  • ১৯১৫ খ্রিষ্টাব্দে
  • ১৯১৭ খ্রিষ্টাব্দে
  • ১৯৩৯ খ্রিষ্টাব্দে

১৯১৪ খ্রিষ্টাব্দে

Q11. রাশিয়া যে দেশের সঙ্গে ব্রেস্ট লিটোভস্ক সন্ধি স্বাক্ষর করেছিল –

  • ইংল্যান্ড
  • ইটালি
  • পোল্যান্ড
  • জার্মানি

জার্মানি

Q12. ‘কমিন্টার্ন ‘ প্রতিষ্ঠিত হয় –

  • ১৯১৯ খ্রিষ্টাব্দে
  • ১৯২১ খ্রিষ্টাব্দে
  • ১৯২৭ খ্রিষ্টাব্দে
  • ১৯২৮ খ্রিষ্টাব্দে

১৯১৯ খ্রিষ্টাব্দে

Q13. ‘এপ্রিল থিসিস’ ঘোষণা করেন –

  • লেলিন
  • হিটলার
  • ট্রটস্কি
  • কার্ল মার্কস

লেলিন

Q14. রাশিয়ায় ‘সমাজতান্ত্রিক বিপ্লভ’ ঘটে –

  • ১৯১৬ খ্রিষ্টাব্দে
  • ১৯১৭ খ্রিষ্টাব্দে
  • ১৯১৯ খ্রিষ্টাব্দে
  • ১৯২৪ খ্রিষ্টাব্দে

১৯১৭ খ্রিষ্টাব্দে

Q15. ‘প্রাভদা’ পত্রিকা প্রকাশিত হয়েছিল –

  • ১৯১২ খ্রিষ্টাব্দে
  • ১৯১৩ খ্রিষ্টাব্দে
  • ১৯১৪ খ্রিষ্টাব্দে
  • ১৯১৫ খ্রিষ্টাব্দে

১৯১২ খ্রিষ্টাব্দে

Q16. প্যারিস শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয় –

  • ১৯১৮ খ্রিষ্টাব্দে
  • ১৯১৯ খ্রিষ্টাব্দে
  • ১৯২০ খ্রিষ্টাব্দে
  • ১৯২৪ খ্রিষ্টাব্দে

১৯১৯ খ্রিষ্টাব্দে

 Q17. ‘চোদ্দদফা নীতি ‘ ঘোষণা করেছিলেন –

  • উড্রো উইলসন
  • লয়েড জর্জ
  • ক্লিমেশোঁ
  • ভিত্তোরিও অর্লান্ডো

উড্রো উইলসন

Q18. উড্রো উইলসন ‘চোদ্দো দফা নীতি’ ঘোষণা করেছিলেন –

  • ১৯১৮ খ্রিষ্টাব্দে
  • ১৯১৯ খ্রিষ্টাব্দে
  • ১৯২০ খ্রিষ্টাব্দে
  • ১৯২১ খ্রিষ্টাব্দে

১৯১৮ খ্রিষ্টাব্দে

Q19. জাতিসংঘের প্রথম অধিবেশন বসে-

  • ১৯১৯ খ্রিষ্টাব্দে
  • ১৯২০ খ্রিষ্টাব্দে
  • ১৯২১ খ্রিষ্টাব্দে
  • ১৯২২ খ্রিষ্টাব্দে

১৯২০ খ্রিষ্টাব্দে

Q20. ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ১৯১৯ খ্রিষ্টাব্দের –

  • ২৮ জানুয়ারি
  • ২৮ মার্চ
  • ২৮ জুন
  • ২৮ আগস্ট

২৮ জুন

 Q21. স্পেনের গৃহযুদ্ধ শুরু হয়েছিল-

  • ১৯৩৫ খ্রিষ্টাব্দে
  • ১৯৩৬ খ্রিষ্টাব্দে
  • ১৯৩৭ খ্রিষ্টাব্দে
  • ১৯৩৮ খ্রিষ্টাব্দে

১৯৩৬ খ্রিষ্টাব্দে

Q22. ‘ফ্যুয়েরার’ বা ‘প্রধান নেতা’ বলে সম্বোধিত করা হয় কাকে ?

  • হিটলারকে
  • মুসোলিনিকে
  • গোয়োলসকে
  • গোয়েরিংকে

হিটলারকে

Q23. যে গ্রন্থটি ‘নাৎসি দলের বাইবেল’ নামে পরিচিত –

  • হিটলার লাইফ
  • দ্য নিউ এজ
  • মেইন ক্যাম্ফ
  • সেপারেট ইডিওলজি

মেইন ক্যাম্ফ

Q24. মুসোলিনির উপাধি ছিল –

  • জার
  • কাইজার
  • ইল দ্যুচে
  • ফ্যুয়েরার

ইল দ্যুচে

Q25. ফ্যাসিস্ট দলের প্রতীক ছিল –

  • মশাল চিহ্ন
  • ঘোড়া
  • অশোক চক্র
  • স্বস্তিকা চিহ্ন  

মশাল চিহ্ন

Q26. ‘সভ্যতার সংকট’ গ্রন্থটির লেখক হলেন –

  • ভলতেয়ার
  • রবীন্দ্রনাথ ঠাকুর
  • নজরুল
  • রুশো

রবীন্দ্রনাথ ঠাকুর

Q27. স্পেনের  গৃহযুদ্ধকে ‘মহড়া’ বলা হয়-

  • প্রথম বিশ্বযুদ্ধের
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধের
  • রুশ বিপ্লবের
  • ফরাসি বিপ্লবের

দ্বিতীয় বিশ্বযুদ্ধের

Q28. ‘আন্তর্জাতিক শান্তি কাপুরুষের স্বপ্ন’ -উক্তিটি হল-

  • লেনিনের
  • হিটলারের
  • মুসোলিনির
  • নেপোলিয়নের

মুসোলিনির

Q29. জার্মানির সঙ্গে অস্ট্রিয়ার সংযুক্তি পরিচিত ছিল – 

  • লেবেনশ্রউম নামে
  • পুনরস্ত্রীকরণ নামে
  • অপারেশোন বারবারোসা নামে
  • আনশ্লুস নামে

আনশ্লুস নামে

Q30. স্পেনে একনয়াতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন –

  • লেলিন
  • হিটলার
  • জেনারেল ফ্রাঙ্কো
  • এঁদের  কেউ নন

জেনারেল ফ্রাঙ্কো

Q31. ভার্সাই সন্ধির ধারার সংখ্যা ছিল –

  • ৩৪০ টি
  • ৪৪০ টি
  • ৫৪০ টি
  • ৬৪০ টি

৪৪০ টি

Q32. ১৯২০ খ্রিষ্টাব্দের ‘সেভরের সন্ধি’ স্বাক্ষরিত হয়-

  • রাশিয়ার সঙ্গে
  • অষ্ট্রিয়ার সঙ্গে
  • হাঙ্গেরির সঙ্গে
  • তুরস্কের সঙ্গে

তুরস্কের সঙ্গে

Q33. লালফৌজ গঠন করেন –

  • দ্বিতীয় নিকোলাস
  • স্ট্যালিন
  • লেলিন
  • স্ট্রটস্কি

স্ট্রটস্কি

Q34. রুশ বিপ্লবের সময়ে রাশিয়ার জার ছিলেন –

  • দ্বিতীয় আলেকজান্ডার
  • প্রথম নিকোলাস
  • দ্বিতীয় নিকোলাস
  • প্রথম আলেকজান্ডার

দ্বিতীয় নিকোলাস

Q35. ‘ইস্রিকো’ পত্রিকাটি প্রকাশ করেন –

  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • লেলিন
  • মুসোলিনি

লেলিন

Q36. কোন সময়কে ঐতিহাসিকরা ‘সশস্ত্র শাস্তির যুগ’ বা ‘Era of Armed Peace ‘ বলে অভিহিত করেন ?

  • ১৯২০ খ্রিষ্টাব্দ থেকে ১৯৩৯ খ্রিষ্টাব্দ পর্যন্ত
  • ১৮৭১ থেকে ১৯১৩ খ্রিষ্টাব্দ পর্যন্ত
  • ১৯৩৯ খ্রিষ্টাব্দ থেকে ১৯৪৫ খ্রিষ্টাব্দ পর্যন্ত
  • ১৯১৪ খ্রিষ্টাব্দ থেকে ১৯১৮ খ্রিষ্টাব্দ পর্যন্ত

১৮৭১ থেকে ১৯১৩ খ্রিষ্টাব্দ পর্যন্ত

Q37. ভাইমার প্রজাতন্ত্রের শেষ প্রেসিডেন্ট ছিলেন –

  • ফ্রেডারিখ ইবার্ট
  • হিটলার
  • ভেকসলার
  • হিন্ডেনবার্গ

হিন্ডেনবার্গ

Q38. রাশিয়ার চিঠিতে রুশ বিপ্লবের প্রশংসা করেন –

  • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  • রবীন্দ্রনাথ ঠাকুর
  • রাজা রামমোহন রায়
  • টিপু সুলতান

রবীন্দ্রনাথ ঠাকুর

Q39. ব্রেস্ট-লিটোভস্কের সন্ধির মাধ্যমে যুদ্ধ থেকে সরে দাঁড়ায় –

  • জার্মানি
  • রাশিয়া
  • ইটালি
  • তুরস্ক

রাশিয়া

Q40. নারদনিক আন্দোলন কোন্‌ জারের শাসনে হয়েছিল ?

  • দ্বিতীয় আলেকজান্ডার
  • দ্বিতীয় নিকোলাস
  • প্রথম নিকোলাস
  • মিখাইল রোমানভ

দ্বিতীয় আলেকজান্ডার

Important Links

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানWBBSE Official Site
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBJEE ANM GNM Online Mock Test Series
JENPAS (UG) Online Mock Test SeriesWBJEE Online Mock Test Series
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadMadhyamik Online Mock Test Series
RRB Group-D Mock Test in BengaliJEXPO Online Mock Test Series
ধন্যবাদ । আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন।WBBSE Class 9 History Chapter 5 Mock Test-এর ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে বা কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান ।

Leave a Comment

error: Content is protected !!