WBBSE Board –এর নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে WBBSE Class 9 History Chapter 4 Mock Test ।এই মক টেস্টটি ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, নবম শ্রেণি [WBBSE Class 9]-এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে । এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি ক্লাস IX-এর ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ । ক্লাস 9 –এর ইতিহাসের শিল্পবিপ্লব,উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ অধ্যায়ের MCQ Question Answer প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট । নবম শ্রেণি ইতিহাসের চতুর্থ অধ্যায়ের -এর বাছাই করা ৩০ টি প্রশ্ন থেকে থেকে পরীক্ষায় প্রশ্ন কমন আসার চান্স 99% ।MCQ প্রশ্ন উত্তরগুলো তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্টের মাধ্যমে জানাও ।
ক্লাস নাইনের ইতিহাস অধ্যায়-৪-এর গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর নিয়ে তৈরি WBBSE Class 9 History Chapter 4 Mock Test ।তাই নবম শ্রেণি ইতিহাস মক টেস্ট চতুর্থ অধ্যায় , নবম শ্রেণির (Class IX) পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) [ WB TET, WBCS, PSC, ANM GNM, JENPAS BHA, Railway Group-D, RRB NTPC,West Bengal Police, Kolkata Police , CHSL,CGL,নার্সিং ভর্তি, Etc.] জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরি না করে মক টেস্টে অংশগ্রহণ করুন এবং নিজেকে যাচাই করুন ।
নবম শ্রেণি ইতিহাস মক টেস্ট চতুর্থ অধ্যায়|WBBSE Class 9 History Chapter 4 Mock Test
Q1. প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ ছিল –
- অস্ট্রিয়া -ফ্রান্স সংঘাত
- সেরাজেভো হত্যাকান্ড
- ফ্রান্স -জার্মানি সংঘাত
- ইংল্যান্ড -জার্মানি সংঘাত
সেরাজেভো হত্যাকান্ড
Q2. রি-ইন্সিওরেন্স চুক্তি স্বাক্ষরিত হয়েছিল জার্মানির সঙ্গে –
- অস্ট্রিয়ার
- ইটালির
- ইংল্যান্ডের
- রাশিয়ার
রাশিয়ার
Q3. ‘শিমানোমেকির সন্ধি ‘ স্বাক্ষরিত রাষ্ট্রগুলি হল-
- চিন ,ইংল্যান্ড,ফ্রান্স
- চিন , জাপান
- চিন,ফ্রান্স
- চিন , ইংল্যান্ড
চিন , জাপান
Q4. ‘মনরো নীতি ‘ প্রবর্তনকারী দেশটি হল-
- ইতালি
- ফ্রান্স
- মার্কিন যুক্তরাষ্ট্র
- রাশিয়া
মার্কিন যুক্তরাষ্ট্র
Q5. লিভিংস্টোন কোন মহাদেশ আবিস্কারের সঙ্গে যুক্ত ?
- এশিয়া
- আফ্রিকা
- ইউরোপ
- আমেরিকা
আফ্রিকা
Q6. ‘সাম্রাজ্যবাদঃ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর’ -গ্রন্থটি রচনা করেন –
- হবসন
- লেলিন
- ডারউইন
- কার্ল মার্কস
লেলিন
Q7. ‘সিভিল ওয়ার ইন ফ্রান্স’ গ্রন্থটির রচয়িতা –
- কার্ল মার্কস
- চার্লস ডিকেন্স
- টলস্টয়
- গোগল
কার্ল মার্কস
Q8. উদবৃত্ত মূল্যতত্ব মতবাদের প্রবক্তা হলেন-
- ফ্রেডরিক অ্যাঙ্গেলস
- কার্ল মার্কস
- লেলিন
- স্ট্যালিন
কার্ল মার্কস
Q9. ‘ডাস ক্যাপিটাল ‘ গ্রন্থটি প্রকাশিত হয় –
- ১৮৬৭ খ্রিষ্টাব্দে
- ১৮৬৬ খ্রিষ্টাব্দে
- ১৮৬৮ খ্রিষ্টাব্দে
- ১৮৬৫ খ্রিষ্টাব্দে
১৮৬৭ খ্রিষ্টাব্দে
Q10. এঙ্গেলসের রচিত নিজস্ব গ্রন্থ –
- কমিউনিস্ট ম্যানিফেস্টো
- ডাস ক্যাপিটাল
- প্রাইভেট প্রপার্টি অ্যান্ড দ্য স্টেট
- ইম্পিরিয়ালিজম
কমিউনিস্ট ম্যানিফেস্টো
Q11. চার্টিস্ট আন্দোলন ছিল একটি –
- সেনা আন্দোলন
- কৃষক আন্দোলন
- জমি আন্দোলন
- শ্রমিক আন্দোলন
শ্রমিক আন্দোলন
Q12. ‘ আ নিউ ভিউ অ্যান্ড সোসাইটি’ গ্রন্থটির রচয়িতা –
- প্রুধোঁ
- বাকুনিন
- ক্রোপটিকিন
- রবার্ট আওয়েন
রবার্ট আওয়েন
Q13. কার্ল মার্কস এর বিখ্যাত গ্রন্থটি হল-
- ডিভাইন কমেডি
- ডাস ক্যাপিটাল
- টু স্টেটস
- ম্যাকবেথ
ডাস ক্যাপিটাল
Q14. ব্লাস্ট ফার্নেস আবিস্কার করেন –
- জন স্মিটন
- আর্করাইট
- হাম্ফ্রে ডেভি
- জন কে
জন স্মিটন
Q15. ফ্রান্সে প্রথম রেলপথ স্থাপিত হয় কার আমলে ?
- নেপোলিয়ন বোনাপার্ট
- লুই নেপোলিয়ন
- লুই ফিলিপ
- অষ্টাদশ লুই
লুই ফিলিপ
Q16. ‘ত্রিশক্তি চুক্তি ‘গড়ে উঠেছিল –
- ১৮৮০ খ্রিষ্টাব্দে
- ১৮৮১ খ্রিষ্টাব্দে
- ১৮৮২ খ্রিষ্টাব্দে
- ১৮৯০ খ্রিষ্টাব্দে
১৮৮২ খ্রিষ্টাব্দে
Q17. ‘শ্বেত মানুষের দায় (The White Man’s Burden) গ্রন্থটি লিখেছেন-
- জন হে
- দ্বিতীয় উইলিইয়াম
- রুড ইয়ার্ড কিপলিং
- জন লিভিংস্টোন
রুড ইয়ার্ড কিপলিং
Q18. টেলিগ্রাফ আবিস্কার করেন –
- চার্লস হুইটস্টোন
- হিলিয়াম কুক
- এফ জে ক্যামডেন
- এদের সকলেই
চার্লস হুইটস্টোন
Q19. ইংল্যান্ডে রেলপথ প্রবর্তিত হয় –
- ১৮৩০ খ্রিষ্টাব্দে
- ১৮৩৬ খ্রিষ্টাব্দে
- ১৮৫০ খ্রিষ্টাব্দে
- ১৮৫৭ খ্রিষ্টাব্দে
১৮৩০ খ্রিষ্টাব্দে
Q20.সুয়েজ খালের খনন কার্য শুরু হয় –
- ১৮৫০ খ্রিষ্টাব্দে
- ১৮৫৬ খ্রিষ্টাব্দে
- ১৮৫৯ খ্রিষ্টাব্দে
- ১৮৬০ খ্রিষ্টাব্দে
১৮৫৯ খ্রিষ্টাব্দে
Q21. চিন সম্পর্কে ‘মুক্তদ্বার নীতি ‘ ঘোষণা করেছিল –
- ইংল্যান্ড
- ফ্রান্স
- জার্মানি
- মার্কিন যুক্তরাষ্ট্র
মার্কিন যুক্তরাষ্ট্র
Q22. তিয়েনসিনের সন্ধি স্বাক্ষরিত হয় –
- ১৮৫৭ খ্রিষ্টাব্দে
- ১৮৫৮ খ্রিষ্টাব্দে
- ১৮৫৯ খ্রিষ্টাব্দে
- ১৮৬০ খ্রিষ্টাব্দে
১৮৫৮ খ্রিষ্টাব্দে
Q23. প্রথম আফিম যুদ্ধে চিনের প্রতিপক্ষ ছিল –
- আমেরিকা
- ইটালি
- ইংল্যান্ড
- রাশিয়া
ইংল্যান্ড
Q24. দ্বিতীয় আফিম যুধে চিনের প্রতিপক্ষ ছিল-
- ফ্রান্স ও জাপান
- ইংল্যান্ড ও ফ্রান্স
- রাশিয়া ও জার্মানি
- ফ্রান্স ও রাশিয়া
ইংল্যান্ড ও ফ্রান্স
Q25. বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদের প্রবক্তা ছিলেন-
- ম্যাৎসিনি
- কার্ল মার্কস
- লুই ব্লাঁ
- রুশো
কার্ল মার্কস
Q26. শ্রেণি সংগ্রাম তত্বের প্রবক্তা হলেন-
- সাঁ সিমো
- কার্ল মার্কস
- ভি আই লেলিন
- শার্ল ফুরিয়র
কার্ল মার্কস
Q27. ‘স্পিনিং জেনি’ আবিস্কার করেন –
- জর্জ স্টিফেনসন
- রবার্ট কুলটন
- জেমস ওয়াট
- জেমস হারগ্রিভস
জেমস হারগ্রিভস
Q28. ‘শিল্প বিপ্লবকে ‘শিল্প বিবর্তন ‘ বলে অভিহিত করেছেন –
- জন মার্শম্যান
- জে ইউ নেফ
- জন মার্শাল
- আর্নল্ড টয়েনবি
জে ইউ নেফ
Q29. ইউরোপের প্রথম শ্রেষ্ঠ শিল্পশহর হল-
- বার্মিংহোম
- ম্যাঞ্চেস্টার
- বার্লিন
- ব্রিস্টল
ম্যাঞ্চেস্টার
Q30.ইংল্যান্ডকে বিশ্বের ‘শিল্প কারখানা’ বলেছেন-
- ফিশার
- হ্যাজেন
- ডেভিড ইস্টন
- আর্নল্ড টয়েনবি
ফিশার