নবম শ্রেণি ইতিহাস মক টেস্ট চতুর্থ অধ্যায় ( শিল্পবিপ্লব,উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ )|WBBSE Class 9 History Chapter 4 Mock Test

WBBSE Class 9 History Chapter 4 Mock Test

নবম শ্রেণি ইতিহাস চতুর্থ অধ্যায় মক টেস্ট-শিল্পবিপ্লব,উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ(MCQ প্রশণ-উত্তর)

WBBSE Board –এর নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য Anushilan.Com -এর  তরফ থেকে নিয়ে আসা হয়েছে WBBSE Class 9 History Chapter 4 Mock Test ।এই মক টেস্টটি ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, নবম শ্রেণি [WBBSE Class 9]-এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি  হয়েছে । এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি ক্লাস IX-এর ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ । ক্লাস 9 –এর ইতিহাসের শিল্পবিপ্লব,উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ অধ্যায়ের MCQ Question Answer প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট । নবম শ্রেণি ইতিহাসের চতুর্থ অধ্যায়ের -এর বাছাই করা ৩০ টি প্রশ্ন থেকে  থেকে পরীক্ষায় প্রশ্ন কমন আসার চান্স 99% ।MCQ প্রশ্ন উত্তরগুলো তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্টের মাধ্যমে জানাও ।

ক্লাস নাইনের ইতিহাস অধ্যায়-৪-এর গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর নিয়ে তৈরি WBBSE Class 9 History Chapter 4 Mock Test ।তাই নবম শ্রেণি ইতিহাস মক টেস্ট চতুর্থ অধ্যায় , নবম শ্রেণির (Class IX) পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) [ WB TET, WBCS, PSC, ANM GNM, JENPAS BHA, Railway Group-D, RRB NTPC,West Bengal Police, Kolkata Police , CHSL,CGL,নার্সিং ভর্তি, Etc.] জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরি না করে মক টেস্টে অংশগ্রহণ করুন এবং নিজেকে যাচাই করুন ।

নবম শ্রেণি ইতিহাস মক টেস্ট চতুর্থ অধ্যায়|WBBSE Class 9 History Chapter 4 Mock Test

Q1. প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ ছিল –

  • অস্ট্রিয়া -ফ্রান্স সংঘাত
  • সেরাজেভো হত্যাকান্ড
  • ফ্রান্স -জার্মানি সংঘাত
  • ইংল্যান্ড -জার্মানি সংঘাত

সেরাজেভো হত্যাকান্ড

Q2. রি-ইন্সিওরেন্স চুক্তি স্বাক্ষরিত হয়েছিল জার্মানির সঙ্গে –

  • অস্ট্রিয়ার
  • ইটালির
  • ইংল্যান্ডের
  • রাশিয়ার

রাশিয়ার

Q3. ‘শিমানোমেকির সন্ধি ‘ স্বাক্ষরিত রাষ্ট্রগুলি হল-

  • চিন ,ইংল্যান্ড,ফ্রান্স
  • চিন , জাপান
  • চিন,ফ্রান্স
  • চিন , ইংল্যান্ড

চিন , জাপান

Q4. ‘মনরো নীতি ‘ প্রবর্তনকারী দেশটি হল-

  • ইতালি
  • ফ্রান্স
  • মার্কিন যুক্তরাষ্ট্র
  • রাশিয়া

মার্কিন যুক্তরাষ্ট্র

Q5. লিভিংস্টোন কোন মহাদেশ আবিস্কারের সঙ্গে যুক্ত ?

  • এশিয়া
  • আফ্রিকা
  • ইউরোপ
  • আমেরিকা

আফ্রিকা

Q6. ‘সাম্রাজ্যবাদঃ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর’ -গ্রন্থটি রচনা করেন –

  • হবসন
  • লেলিন
  • ডারউইন
  • কার্ল মার্কস

লেলিন

Q7. ‘সিভিল ওয়ার ইন ফ্রান্স’ গ্রন্থটির রচয়িতা –

  • কার্ল মার্কস
  • চার্লস ডিকেন্স
  • টলস্টয়
  • গোগল

কার্ল মার্কস

Q8. উদবৃত্ত মূল্যতত্ব মতবাদের প্রবক্তা হলেন-

  • ফ্রেডরিক অ্যাঙ্গেলস
  • কার্ল মার্কস
  • লেলিন
  • স্ট্যালিন

কার্ল মার্কস

Q9. ‘ডাস ক্যাপিটাল ‘ গ্রন্থটি প্রকাশিত হয় –

  • ১৮৬৭ খ্রিষ্টাব্দে
  • ১৮৬৬ খ্রিষ্টাব্দে
  • ১৮৬৮ খ্রিষ্টাব্দে
  • ১৮৬৫ খ্রিষ্টাব্দে

১৮৬৭ খ্রিষ্টাব্দে

Q10. এঙ্গেলসের রচিত নিজস্ব গ্রন্থ –

  • কমিউনিস্ট ম্যানিফেস্টো
  • ডাস ক্যাপিটাল
  • প্রাইভেট প্রপার্টি অ্যান্ড দ্য স্টেট
  • ইম্পিরিয়ালিজম

কমিউনিস্ট ম্যানিফেস্টো

Q11. চার্টিস্ট আন্দোলন ছিল একটি –

  • সেনা আন্দোলন
  • কৃষক আন্দোলন
  • জমি আন্দোলন
  • শ্রমিক আন্দোলন

শ্রমিক আন্দোলন

Q12. ‘ আ নিউ ভিউ অ্যান্ড সোসাইটি’ গ্রন্থটির রচয়িতা –

  • প্রুধোঁ
  • বাকুনিন
  • ক্রোপটিকিন
  • রবার্ট আওয়েন

রবার্ট আওয়েন

Q13. কার্ল মার্কস এর বিখ্যাত গ্রন্থটি হল-

  • ডিভাইন কমেডি
  • ডাস ক্যাপিটাল
  • টু স্টেটস
  • ম্যাকবেথ

ডাস ক্যাপিটাল

Q14. ব্লাস্ট ফার্নেস আবিস্কার করেন –

  • জন স্মিটন
  • আর্করাইট
  • হাম্ফ্রে ডেভি
  • জন কে

জন স্মিটন

Q15. ফ্রান্সে প্রথম রেলপথ স্থাপিত হয় কার আমলে ?

  • নেপোলিয়ন বোনাপার্ট
  • লুই নেপোলিয়ন
  • লুই ফিলিপ
  • অষ্টাদশ লুই

লুই ফিলিপ

Q16. ‘ত্রিশক্তি চুক্তি ‘গড়ে উঠেছিল –

  • ১৮৮০ খ্রিষ্টাব্দে
  • ১৮৮১ খ্রিষ্টাব্দে
  • ১৮৮২ খ্রিষ্টাব্দে
  • ১৮৯০ খ্রিষ্টাব্দে

১৮৮২ খ্রিষ্টাব্দে

Q17. ‘শ্বেত মানুষের দায় (The White Man’s Burden) গ্রন্থটি লিখেছেন-

  • জন হে
  • দ্বিতীয়  উইলিইয়াম
  • রুড ইয়ার্ড কিপলিং
  • জন লিভিংস্টোন

রুড ইয়ার্ড কিপলিং

Q18. টেলিগ্রাফ আবিস্কার করেন –

  • চার্লস হুইটস্টোন
  • হিলিয়াম কুক
  • এফ জে ক্যামডেন
  • এদের সকলেই

চার্লস হুইটস্টোন

Q19. ইংল্যান্ডে রেলপথ প্রবর্তিত হয় –

  • ১৮৩০ খ্রিষ্টাব্দে
  • ১৮৩৬ খ্রিষ্টাব্দে
  • ১৮৫০ খ্রিষ্টাব্দে
  • ১৮৫৭ খ্রিষ্টাব্দে

১৮৩০ খ্রিষ্টাব্দে

Q20.সুয়েজ খালের খনন কার্য শুরু হয় –

  • ১৮৫০ খ্রিষ্টাব্দে
  • ১৮৫৬ খ্রিষ্টাব্দে
  • ১৮৫৯ খ্রিষ্টাব্দে
  • ১৮৬০ খ্রিষ্টাব্দে

১৮৫৯ খ্রিষ্টাব্দে

Q21. চিন সম্পর্কে ‘মুক্তদ্বার নীতি ‘ ঘোষণা করেছিল –

  • ইংল্যান্ড
  • ফ্রান্স
  • জার্মানি
  • মার্কিন যুক্তরাষ্ট্র

মার্কিন যুক্তরাষ্ট্র

Q22. তিয়েনসিনের সন্ধি স্বাক্ষরিত হয় –

  • ১৮৫৭ খ্রিষ্টাব্দে
  • ১৮৫৮ খ্রিষ্টাব্দে
  • ১৮৫৯ খ্রিষ্টাব্দে
  • ১৮৬০ খ্রিষ্টাব্দে

১৮৫৮ খ্রিষ্টাব্দে

Q23. প্রথম আফিম যুদ্ধে চিনের প্রতিপক্ষ ছিল –

  • আমেরিকা
  • ইটালি
  • ইংল্যান্ড
  • রাশিয়া

ইংল্যান্ড

Q24. দ্বিতীয় আফিম যুধে চিনের প্রতিপক্ষ ছিল-

  • ফ্রান্স ও জাপান
  • ইংল্যান্ড ও ফ্রান্স
  • রাশিয়া ও জার্মানি
  • ফ্রান্স ও রাশিয়া

ইংল্যান্ড ও ফ্রান্স

Q25. বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদের প্রবক্তা ছিলেন-

  • ম্যাৎসিনি
  • কার্ল মার্কস
  • লুই ব্লাঁ
  • রুশো

কার্ল মার্কস

Q26. শ্রেণি সংগ্রাম তত্বের প্রবক্তা হলেন-

  • সাঁ সিমো
  • কার্ল মার্কস
  • ভি আই লেলিন
  • শার্ল ফুরিয়র

কার্ল মার্কস

Q27. ‘স্পিনিং জেনি’ আবিস্কার করেন –

  • জর্জ স্টিফেনসন
  • রবার্ট কুলটন
  • জেমস ওয়াট
  • জেমস হারগ্রিভস

জেমস হারগ্রিভস

Q28. ‘শিল্প বিপ্লবকে ‘শিল্প বিবর্তন ‘ বলে অভিহিত করেছেন –

  • জন মার্শম্যান
  • জে ইউ নেফ
  • জন মার্শাল
  • আর্নল্ড টয়েনবি

জে ইউ নেফ

Q29. ইউরোপের প্রথম শ্রেষ্ঠ শিল্পশহর হল-

  • বার্মিংহোম
  • ম্যাঞ্চেস্টার
  • বার্লিন
  • ব্রিস্টল

ম্যাঞ্চেস্টার

Q30.ইংল্যান্ডকে বিশ্বের ‘শিল্প কারখানা’ বলেছেন-

  • ফিশার 
  • হ্যাজেন
  • ডেভিড ইস্টন
  • আর্নল্ড টয়েনবি

ফিশার 

Important Links

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানWBBSE Official Site
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBJEE ANM GNM Online Mock Test Series
JENPAS (UG) Online Mock Test SeriesWBJEE Online Mock Test Series
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadMadhyamik Online Mock Test Series
RRB Group-D Mock Test in BengaliJEXPO Online Mock Test Series
ধন্যবাদ । আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন।WBBSE Class 9 History Chapter 4 Mock Test-এর ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে বা কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান ।

Leave a Comment

error: Content is protected !!