নবম শ্রেণি ইতিহাস ষষ্ঠ অধ্যায় মক টেস্ট ( দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর )|WBBSE Class 9 History Chapter 6 Mock Test

নবম শ্রেণি ইতিহাস ষষ্ঠ অধ্যায় মক টেস্ট-দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর(MCQ প্রশ্ন-উত্তর)

WBBSE Class 9 History Chapter 6 Mock Test

WBBSE Board –এর নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য Anushilan.Com -এর  তরফ থেকে নিয়ে আসা হয়েছে WBBSE Class 9 History Chapter 6 Mock Test ।এই মক টেস্টটি ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, নবম শ্রেণি [WBBSE Class 9]-এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি  হয়েছে । এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি ক্লাস IX-এর ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ । ক্লাস 9 –এর ইতিহাসের দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর অধ্যায়ের MCQ Question Answer প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট । এই অধ্যায়ের বাছাই করা ৪০ টি প্রশ্ন থেকে  থেকে পরীক্ষায় MCQ প্রশ্ন উত্তর কমন আসার চান্স 99% । নবম শ্রেণি ইতিহাস মক টেস্ট ষষ্ঠ অধ্যায় -এর MCQ প্রশ্ন উত্তরগুলো তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্টের মাধ্যমে জানাও ।

ক্লাস নাইনের ইতিহাস অধ্যায়-৬ -এর গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর নিয়ে তৈরি WBBSE Class 9 History Chapter 6 Mock Test ।তাই , এই মক টেস্ট নবম শ্রেণির (Class IX) পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) [ WB TET, WBCS, PSC, ANM GNM, JENPAS BHA, Railway Group-D, RRB NTPC,West Bengal Police, Kolkata Police , CHSL,CGL,নার্সিং ভর্তি, Etc.] জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরি না করে মক টেস্টে অংশগ্রহণ করুন এবং নিজেকে যাচাই করুন ।

নবম শ্রেণি ইতিহাস ষষ্ঠ অধ্যায় মক টেস্ট|WBBSE Class 9 History Chapter 6 Mock Test

Q1. ইটালিতে ফ্যাসিবাদের প্রচলন করে –

  • লেনিন
  • হিটলার
  • মুসোলিনি
  • গোয়েবলস

মুসোলিনি

Q2. ‘ ফ্যুয়েরার ‘ উপাধি ছিল –

  • হিটলারের
  • হিমলারের
  • মুসোলিনির
  • লেলিনের

হিটলারের

Q3. ভার্সাই চুক্তিকে ‘জবরদস্তিমূলক চুক্তি’ বলেছেন –

  • ভি আই লেলিন
  • ই এইচ কার
  • নেভিল চেম্বারলেন
  • হিটলার

ই এইচ কার

Q4. জার্মানি জাতিসংঘ ত্যাগ করে –

  • ১৯৩০ খ্রিষ্টাব্দে
  • ১৯৩৩ খ্রিষ্টাব্দে
  • ১৯৩৫ খ্রিষ্টাব্দে
  • ১৯৩৯ খ্রিষ্টাব্দে

১৯৩৩ খ্রিষ্টাব্দে

Q5. নিরস্ত্রীকরণ সম্মেলন ((১৯৩৩ খ্রিষ্টাব্দ ) অনুষ্ঠিত হয়েছিল –

  • প্যারিসে
  • মস্কোতে
  • জেনেভায়
  • রোমে

জেনেভায়

Q6. লোকার্নো চুক্তি স্বাক্ষরিত হয়েছিল –

  • ১৯১৮ খ্রিষ্টাব্দে
  • ১৯২০ খ্রিষ্টাব্দে
  • ১৯২২ খ্রিষ্টাব্দে
  • ১৯২৫ খ্রিষ্টাব্দে

১৯২৫ খ্রিষ্টাব্দে

Q7. ইটালি আবিসিনিয়া দখল করেছিল –

  • ১৯৩৬ খ্রিষ্টাব্দে
  • ১৯৩৭ খ্রিষ্টাব্দে
  • ১৯৩৯ খ্রিষ্টাব্দে
  • ১৯৪০ খ্রিষ্টাব্দে

১৯৩৬ খ্রিষ্টাব্দে

Q8. মিউনিখ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল –

  • ১৯৩৮ খ্রিষ্টাব্দে
  • ১৯৪০ খ্রিষ্টাব্দে
  • ১৯৪২ খ্রিষ্টাব্দে
  • ১৯৪৪ খ্রিষ্টাব্দে

১৯৩৮ খ্রিষ্টাব্দে

Q9. রুশ জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল –

  • ১৯৩৮ খ্রিষ্টাব্দে
  • ১৯৩৯ খ্রিষ্টাব্দে
  • ১৯৪২ খ্রিষ্টাব্দে
  • ১৯৪৩ খ্রিষ্টাব্দে

১৯৩৯ খ্রিষ্টাব্দে

Q10. হিটলার পোল্যান্ড আক্রমণ করেন ১৯৩৯ খ্রিষ্টাব্দের –

  • ৫ মে
  • ৬ জুন
  • ১৮ এপ্রিল
  • ১ সেপ্টেম্বর

১ সেপ্টেম্বর

Q11. ইটালি দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দেয় –

  • ১৯৩৯ খ্রিষ্টাব্দে
  • ১৯৪০ খ্রিষ্টাব্দে
  • ১৯৪১ খ্রিষ্টাব্দে
  • ১৯৪২ খ্রিষ্টাব্দে

১৯৪০ খ্রিষ্টাব্দে

Q12. ইয়াল্টা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল –

  • ১৯৪২ খ্রিষ্টাব্দে
  • ১৯৪৩ খ্রিষ্টাব্দে
  • ১৯৪৪ খ্রিষ্টাব্দে
  • ১৯৪৫ খ্রিষ্টাব্দে

১৯৪৫ খ্রিষ্টাব্দে

Q13. দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষদিকে অনুষ্ঠিত পটসডাম সম্মেলনে যিনি উপস্থিত ছিলেন না –

  • হ্যারি ট্রুম্যান
  • হিটলার
  • উইন্সটন চার্চিল
  • স্ট্যালিন

হিটলার

Q14. আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয় –

  • ১৯৪০ খ্রিষ্টাব্দে
  • ১৯৪১ খ্রিষ্টাব্দে
  • ১৯৪২ খ্রিষ্টাব্দে
  • ১৯৪৩ খ্রিষ্টাব্দে

১৯৪১ খ্রিষ্টাব্দে

Q15. দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ভিচি সরকার প্রতিষ্ঠা হয়েছিল –

  • ইংল্যান্ডে
  • রাশিয়ায়
  • ফ্রান্সে
  • জার্মানিতে

ফ্রান্সে

Q16. দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইটালি আত্মসমর্পণ করে –

  • ১৯৪২ খ্রিষ্টাব্দে
  • ১৯৪৩ খ্রিষ্টাব্দে
  • ১৯৪৪ খ্রিষ্টাব্দে
  • ১৯৪৫ খ্রিষ্টাব্দে

১৯৪৩ খ্রিষ্টাব্দে

Q17. কেলোগ -ব্রিঁয়া চুক্তি স্বাক্ষরিত হয় –

  • ১৯২৮ খ্রিষ্টাব্দে
  • ১৯৩০ খ্রিষ্টাব্দে
  • ১৯৩২ খ্রিষ্টাব্দে
  • ১৯৩৪ খ্রিষ্টাব্দে

১৯২৮ খ্রিষ্টাব্দে

Q18. ডি ডে নামে পরিচিত ১৯৪৪ খ্রিষ্টাব্দের –

  • ৬ জুন
  • ৬ মে
  • ৬ জুলাই
  • ৬ এপ্রিল

৬ জুন

Q19. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে দেশ ‘পোড়ামাটির নীতি’ গ্রহণ করে তা হল- 

  • ইংল্যান্ড
  • ফ্রান্স
  • জার্মানি
  • রাশিয়া

রাশিয়া

Q20. হিটলার রাশিয়া আক্রমন করেন –

  • ১৯৪৮ খ্রিষ্টাব্দে
  • ১৯৩৯ খ্রিষ্টাব্দে
  • ১৯৪৩ খ্রিষ্টাব্দে
  • ১৯৪১ খ্রিষ্টাব্দে

১৯৪১ খ্রিষ্টাব্দে

Q21. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার রাষ্ট্রপতি ছিলেন –

  • হিটলার
  • উইন্সটন চার্চিল
  • স্ট্যালিন
  • এফ ডি রুজভেল্ট

এফ ডি রুজভেল্ট

Q22. যে দেশ ‘লেন্ড লিজ আইন ‘ ঘোষণা করেছিল তা হল-

  • ইংল্যান্ড
  • আমেরিকা
  • জার্মানি
  • ফ্রান্স

আমেরিকা

Q23. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে জাপানের প্রধানমন্ত্রী ছিলেন –

  • ওকুরা 
  • কনোই
  • তানাকা
  • হিদেকি তোজো

হিদেকি তোজো

Q24. জাপান পার্ল হার্বারে বোমা বর্ষণ করে ১৯৪১ খ্রিষ্টাব্দের-

  • ৯ মে
  • ৭ সেপ্টেম্বর
  • ১০ ডিসেম্বর
  • ৭ ডিসেম্বর

৭ ডিসেম্বর

Q25. মার্শাল ঝুকভ ছিলেন একজন –

  • জার্মান সেনাপতি
  • ফরাসি সেনাপতি
  • রুশ সেনাপতি
  • ব্রিটিশ সেনাপতি

রুশ সেনাপতি

Q26. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ইটালির রাষ্ট্রপ্রধান ছিলেন –

  • মুসোলিনি
  • হিটলার
  • লেলিন
  • চার্চিল

মুসোলিনি

Q27. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪০ -৪৫ খ্রিষ্টাব্দে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন –

  • এফ ডি রুজভেল্ট
  • উইন্সটন চার্লিল
  • ক্লিমেন্ট এটলি
  • নেভিল চেম্বারলেন

উইন্সটন চার্লিল

Q28. অ্যান্টি কমিন্টার্ন চুক্তি স্বাক্ষর করেছিল –

  • জাপান ও ইটালি
  • জাপান ও জার্মানি
  • ইটালি ও  জার্মানি
  • জাপান ও ইংল্যান্ড

জাপান ও জার্মানি

Q29. দ্বিতীয় বিশ্বযুদ্ধে গণহত্যা করার জন্য ‘গ্যাস চেম্বার’ ব্যবহার করা হয়েছিল –

  • ইংল্যান্ডে
  • ইটালিতে
  • রাশিয়াতে
  • জার্মানিতে

জার্মানিতে

Q30. MG-34 ছিল একটি –

  • মার্কিন ট্যাঙ্ক
  • ব্রিটিশ নৌবহর
  • ফরাসি রাইফেল
  • জার্মান মেশিনগান

Q31. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় B-29 বিমান ব্যবহার করেছিল –

  • জার্মানি
  • জাপান
  • ইংল্যান্ড
  • মার্কিন যুক্তরাষ্ট্র

মার্কিন যুক্তরাষ্ট্র

Q32. B-29 বোমারু বিমান নাগাসাকিতে যে -আণবিক বিস্ফোরণ ঘটায় –

  • ফ্যাট ম্যান
  • লিট্‌ল বয়
  • ফ্যাট বয়
  • লিট্‌ল ম্যান

ফ্যাট ম্যান

Q33. প্রথম পারমাণবিক বোমা বিস্ফোরণ হয় –

  • হিরোশিমায়
  • নাগাসাকিতে
  • পোখরানে
  • ইসলামাবাদে

হিরোশিমায়

Q34. ‘ডি ডে’ বা ‘মুক্তি দিবস’ হল-

  • ০৬.০৬.১৯৪৪
  • ১৬.০৬.১৯৪৪
  • ০৭.০৬.১৯৪৪
  • ১০.০৬.১৯৪৪

০৬.০৬.১৯৪৪

Q35. স্ট্যালিনগার্ডের যুদ্ধে রুশ বাহিনীকে নেতৃত্ব দেন –

  • মার্শাল ঝুকভ
  • ট্রটস্কি
  • স্ট্যালিন
  • মার্শাল ভরোশিলভ

মার্শাল ঝুকভ

Q36. দ্বিতীয় বিশ্বযুদ্ধকে ‘অপ্রয়োজনীয় যুদ্ধ’ বলে অভিহিত করেছেন –

  • হিটলার
  • মুসোলিনি
  • রোমেল
  • উইন্সটন চার্চিল

উইন্সটন চার্চিল

Q37. পোলিশ ‘করিডোর’ হল-

  • জার্মানির ভিতর দিয়ে যাতায়াতের রাস্তা
  • অষ্ট্রিয়ার ভিতর দিয়ে যাতায়াতের রাস্তা
  • রাশিয়ার ভিতর দিয়ে যাতায়াতের রাস্তা
  • পোল্যান্ডের ভিতর দিয়ে যাতায়াতের রাস্তা

পোল্যান্ডের ভিতর দিয়ে যাতায়াতের রাস্তা

Q38. মার্কিন যুক্তরাষ্ট্রের ‘ক্যাশ অ্যান্ড ক্যারি’ নীতি হল-

  • অর্থের বিনিময়ে যুদ্ধাস্ত্র সরবরাহের নীতি
  • অর্থের বিনিময়ে খাদ্য সরবরাহের নীতি
  • অর্থের বিনিময়ে বস্তু সামগ্রী সরবরাহের নীতি
  • অর্থের বিনিময়ে ঔষধ সামগ্রী সরবরাহের নীতি

অর্থের বিনিময়ে যুদ্ধাস্ত্র সরবরাহের নীতি

Q39. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ব্যবহৃত দুধরনের উড়ন্ত বোমা হল-

  • M1M2
  • S1S2
  • V1V2
  • H1H2

V1V2

Q40. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক শান্তিসংঘ হসেবে প্রতিষ্ঠিত হয় –

  • জাতিসংঘ
  • জাতিপুঞ্জ
  • UNRRA
  • UNICEF

জাতিপুঞ্জ

Important Links

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানWBBSE Official Site
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBJEE ANM GNM Online Mock Test Series
JENPAS (UG) Online Mock Test SeriesWBJEE Online Mock Test Series
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadMadhyamik Online Mock Test Series
RRB Group-D online Mock Test in BengaliJEXPO Online Mock Test Series
ধন্যবাদ । আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন।WBBSE Class 9 History Chapter 6 Mock Test-এর ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে বা কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান ।

Leave a Comment

error: Content is protected !!