WBBSE Board –এর নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে WBBSE Class 9 History Chapter 7 Mock Test ।এই মক টেস্টটি ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, নবম শ্রেণি [WBBSE Class 9]-এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে । এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি ক্লাস IX-এর ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ । ক্লাস 9 –এর ইতিহাসের জাতিসংঘ এবং সম্মিলিত জাতিপুঞ্জ অধ্যায়ের MCQ Question Answer প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট । এই অধ্যায়ের -এর বাছাই করা ৩০ টি প্রশ্ন থেকে থেকে পরীক্ষায় প্রশ্ন কমন আসার চান্স 99% । নবম শ্রেণি ইতিহাস মক টেস্ট সপ্তম অধ্যায় -এর MCQ প্রশ্ন উত্তরগুলো তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্টের মাধ্যমে জানাও ।
ক্লাস নাইনের ইতিহাস অধ্যায় ৭-এর গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর নিয়ে তৈরি WBBSE Class 9 History Chapter 7 Mock Test ।তাই এটি , নবম শ্রেণির (Class IX) পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) [ WB TET, WBCS, PSC, ANM GNM, JENPAS BHA, Railway Group-D, RRB NTPC,West Bengal Police, Kolkata Police , CHSL,CGL,নার্সিং ভর্তি, Etc.] জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরি না করে মক টেস্টে অংশগ্রহণ করুন এবং নিজেকে যাচাই করুন ।
নবম শ্রেণি ইতিহাস সপ্তম অধ্যায় মক টেস্ট|WBBSE Class 9 History Chapter 7 Mock Test
Q1. লিগ অফ নেশানস বা জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় –
- ১৯১৪ খ্রিষ্টাব্দে
- ১৯১৬ খ্রিষ্টাব্দে
- ১৯১৮ খ্রিষ্টাব্দে
- ১৯১৯ খ্রিষ্টাব্দে
১৯১৯ খ্রিষ্টাব্দে
Q2. জাতিসংঘের প্রতিষ্ঠা দিবস –
- ২৮ জানুয়ারি
- ২৮ এপ্রিল
- ২৮ মে
- ২৮ জুন
২৮ এপ্রিল
Q3. জাতিসংঘ গঠনের খসড়া সংবিধানকে বলা হয় –
- সংবিধান
- কভেন্যান্ট
- ক্যাভেট
- ম্যান্ডেট
কভেন্যান্ট
Q4. জাতিসংঘে কভেন্যান্ট -এ মোট ধারা ছিল-
- ২৬ টি
- ২৮ টি
- ২৯ টি
- ৩০ টি
২৬ টি
Q5. লিগ অফ নেশানস -এর প্রথম অধিবেশন বসেছিল –
- ৫ মার্চ ,১৯১৮ খ্রিষ্টাব্দ
- ১ জানুয়ারি ,১৯১৯ খ্রিষ্টাব্দ
- ১০ জানুয়ারি , ১৯২০ খ্রিষ্টাব্দ
- ২৮ এপ্রিল , ১৯২১ খ্রিষ্টাব্দ
১০ জানুয়ারি , ১৯২০ খ্রিষ্টাব্দ
Q6. জাতিসংঘের প্রথম অধিবেশনে যোগদানকারী সদস্য রাষ্ট্রের সংখ্যা ছিল –
- ৪০
- ৬০
- ৭১
- ৯৯
৪০
Q7. জাতিসংঘের প্রধান কার্যালয় ছিল-
- প্যারিস
- জেনেভা
- বার্লিন
- লন্ডন
জেনেভা
Q8. লিগ অফ নেশানস বা জাতিসংঘে কখনই যোগ দেয়নি –
- ইংল্যান্ড
- মার্কিন যুক্তরাষ্ট
- ইটালি
- জাপান
মার্কিন যুক্তরাষ্ট
Q9. UNRRA বা United Nations Relief and Rehabilitation Administration গঠিত হয় –
- ১৯৪২ খ্রিষ্টাব্দে
- ১৯৪৩ খ্রিষ্টাব্দে
- ১৯৪৪ খ্রিষ্টাব্দে
- ১৯৪৫ খ্রিষ্টাব্দে
১৯৪৩ খ্রিষ্টাব্দে
Q10. জাতিপুঞ্জের মহাসচিবকে নিয়োগ করে –
- নিরাপত্তা পরিষদ
- অছি পরিষদ
- সচিবালয়
- সাধারণ সভা
সাধারণ সভা
Q11. মহাসচিবের কার্যকালের মেয়াদ হল-
- ৪ বছর
- ৫ বছর
- ৮ বছর
- ১০ বছর
৫ বছর
Q12. একমাত্র ‘ভেটো’ প্রদানের ক্ষমতা রয়েছে –
- নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের
- অছি পরিষদের স্থায়ী সদস্যদের
- সাধারণ সভার স্থায়ী সদস্যদের
- মহাসচিবের
নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের
Q13. ‘বিশ্বমানবের সংসদ’ হল-
- সাধারণ সভা
- নিরাপত্তা পরিষদ
- অছি পরিষদ
- অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
সাধারণ সভা
Q14. জাতিপুঞ্জ প্রতিষ্ঠার সময় বিশ্বের কটি দেশ স্বাক্ষর করেছিল ?
- ৫০ টি
- ৫১ টি
- ৫২ টি
- ৫৩ টি
৫১ টি
Q15. UNO(জাতিপুঞ্জ) -এর প্রতিষ্ঠা দিবস হল-
- ২৪ এপ্রিল
- ২৮ এপ্রিল
- ২৪ অক্টোবর
- ২৮ অক্টোবর
২৪ অক্টোবর
Q16. জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন –
- জোশেফ এভেনল
- এরিক ড্রামন্ড
- কোফি আন্নান
- বান কি মুন
এরিক ড্রামন্ড
Q17. জাতিপুঙ্গের সনদ সদস্য হল-
- ৫০ টি দেশ
- ৫১ টি দেশ
- ৫৫ টি দেশ
- ৬০ টি দেশ
৫১ টি দেশ
Q18. জাতিসংঘ গঠনের প্রথম প্রস্তাব উত্থাপন করেন –
- লেলিন
- স্ট্যালিন
- উড্রো উইলসন
- হিটলার
উড্রো উইলসন
Q19. জাতিসংঘের জনক হলেন –
- লয়েড জর্জ
- জর্জ ক্লিমেশোঁ
- হ্যারি ট্রুম্যান
- উড্রো উইলসন
উড্রো উইলসন
Q20. জাতিসংঘের মুখ্য অঙ্গ –
- ৩ টি
- ৫ টি
- ৬ টি
- ৭ টি
৫ টি
Q21. জাতিসংঘের আন্তর্জাতিক বিচারালয়টি অবস্থিত –
- নেদারল্যান্ডে
- নিউইয়র্কে
- আমেরিকায়
- অস্ট্রেলিয়ায়
নেদারল্যান্ডে
Q22. Veto কথার অর্থ –
- প্রস্তাব নাকচ করা
- প্রাস্তাব আনা
- প্রস্তাব স্বাক্ষর করা
- প্রস্তাব আনতে বাধা দেওয়া
প্রস্তাব নাকচ করা
Q23. ‘বিশ্ব বিবেকের কন্ঠস্বর’ বলা হয় –
- নিরাপত্তা পরিষদকে
- সাধারণ সভাকে
- অছি পরিষদকে
- আন্তর্জাতিক বিচারালয়কে
সাধারণ সভাকে
Q24. জাতিপুঞ্জের প্রথম মহাসচিব হলেন –
- ট্রিগভি লি
- বান -কি -মুন
- এরিক ড্রামন্ড
- কোফি আন্নান
ট্রিগভি লি
Q25. নিরাপত্তা পরিষদে ভেটো দানের ক্ষমতা রয়েছে –
- জাপানের
- ভারতের
- চিনের
- পাকিস্তানের
চিনের
Q26. জাতিপুঙ্গের সাধারণ সভার অধিবেশন বসে প্রতিবছর –
- মার্চ মাসে
- মে মাসে
- সেপ্টেম্বর মাসে
- জুন মাসে
সেপ্টেম্বর মাসে
Q27. জাতিপুঞ্জের সাধারণ সভার বর্তমান সদস্য সংখ্যা –
- ১৯২ টি দেশ
- ১৯৩ টি দেশ
- ১৯৪ টি দেশ
- ১০০ টি দেশ
১৯৩ টি দেশ
Q28. ‘UNITED NATIONS’ কথাটি চয়ন করেছিলেন –
- উইন্সটন চার্চিল
- এফ ডি রুজভেল্ট
- এরিক ড্রামন্ড
- ট্রিগভি লি
এফ ডি রুজভেল্ট
Q29. জাতিসংঘের আন্তর্জাতিক বিচারালয়টি অবস্থিত –
- প্যারিসে
- লন্ডনে
- জেনেভায়
- হেগ –এ
হেগ –এ
Q30. আনুষ্ঠানিক ভাবে জাতিসংঘের বিলুপ্তি ঘটে –
- ১৯২৯ খ্রিষ্টাব্দে
- ১৯৩৯ খ্রিষ্টাব্দে
- ১৯৪০ খ্রিষ্টাব্দে
- ১৯৪৬ খ্রিষ্টাব্দে
১৯৪৬ খ্রিষ্টাব্দে