WBBSE Board -এর নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে WBBSE Class 9 Life Science Chapter 3 MCQ Mock Test ।এই মক টেস্টটি ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, নবম শ্রেণি [WBBSE Class 9] -এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা অক্লান্ত পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি ক্লাস IX-এর সকল ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ । ক্লাস 9 -এর জীবন বিজ্ঞান পরীক্ষার MCQ Question Answer প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট । নবম শ্রেণি জীবন বিজ্ঞান ‘খনিজ পুষ্টি’ অধ্যায়ের মক টেস্ট এর বাছাই করা ১৫টি প্রশ্ন থেকে থেকে পরীক্ষায় MCQ প্রশ্ন -উত্তর কমন আসার চান্স 99% ।
ক্লাস নাইনের জীবন বিজ্ঞানের খনিজ পুষ্টি অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর নিয়ে তৈরি WBBSE Class 9 Life Science Chapter 3 MCQ Mock Test।তাই এই মক টেস্টটি নবম শ্রেণি (Class IX) -এর পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) [ WB TET, WBCS, PSC, WB JEXPO, ANM GNM, JENPAS BHA, Railway Group-D, RRB NTPC,West Bengal Police, Kolkata Police , CHSL,CGL,নার্সিং ভর্তি, Etc.] জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরী না করে মক টেস্টে অংশগ্রহণ করুন এবং নিজেকে যাচাই করুন ।
খনিজ পুষ্টি অধ্যায়ের মক টেস্ট|WBBSE Class 9 Life Science Chapter 3 MCQ Mock Test
Q1. পত্ররন্ধ্র খুলতে ও বন্ধ করতে সাহায্য করে –
- Mg
- K
- Ca
- Fe
K
Q2. DNA ও RNA গঠনকারী মৌল টি হল
- তামা
- লোহা
- ফসফরাস
- সবগুলি
ফসফরাস
Q3. উদ্ভিদের পক্ষে প্রয়োজনীয় অতিমাত্রিক মৌলটি হল –
- Na
- Ca
- Mn
- Zn
Ca
Q4. কোনটি ম্যাক্রোএলিমেন্ট ?
- ম্যাঙ্গানিজ
- পটাশিয়াম
- কোবাল্ট
- বোরন
পটাশিয়াম
Q5. উদ্ভিদের স্বল্পমাত্রিক বা মাইক্রোএলিমেন্ট হল –
- Mo
- S
- N
- C
Mo
Q6. উদ্ভিদের বাস্পোমোচন নিয়ন্ত্রণকারী অপরিহার্য মৌলিক পদার্থটি হল –
- K
- Na
- Mg
- Ca
K
Q7. কিসের অভাবে উদ্ভিদে ‘ নেক্রোসিস’ রোগ হয় ?
- Cu
- Mn
- Mo
- P
P
Q8. ফুলকপির হুইপটেল রোগের কারণ –
- Mg –এর অভাব
- Mo –এর অভাব
- B –এর অভাব
- Cu –এর অভাব
Mo –এর অভাব
Q9. গাছের পাতায় ক্লোরোসিসের কারণ –
- N –এর অভাব
- P –এর অভাব
- Cu –এর অভাব
- Ca –এর অভাব
N –এর অভাব
Q10. উদ্ভিদের জারণ –বিজারণ বিক্রিয়ায় অংশগ্রহণকারী মৌলটির নাম –
- Mo
- Zn
- Fe
- Ca
Fe
Q11. উদ্ভিদের ডাইব্যাক রোগ হয় কোন মৌলের অভাবে ?
- Mg
- Na
- P
- Cu
Cu
Q12. ডাইব্যাক : কপার : : ____________ বোরন
- হার্ট রট
- কোশ বিভাজনে বিঘ্ন
- অকাল পতন
- স্টান্টিং
হার্ট রট
Q13. সাইটোক্রোম : লোহা : : ক্লোরফিল : _______
- তামা
- দস্তা
- বোরন
- ম্যাগনেসিয়াম
ম্যাগনেসিয়াম
Q14. প্লাস্টোকুইনোন ও প্লাস্টোসায়ানিন – এ উপস্থিত ধাতব মৌলটি হল –
- লোহা
- তামা
- ম্যাঙ্গানিজ
- দস্তা
তামা
Q15. কোশ প্রাচীরের মধ্যচ্ছদা সৃষ্টিতে সাহায্য করে –
- Zn
- Ca
- Mn
- Mo
Ca
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি দেখুনঃ
নবম শ্রেণীর সকল বিষয়ের অনলাইন মক টেস্ট