মাধ্যমিক জীবনবিজ্ঞান জীবনের প্রবহমানতা মক টেস্ট সেট-2(MCQ প্রশ্ন-উত্তর)|Madhyamik Life Science Chapter 2 MCQ Online Mock Test Set-2(MCQ Question-Answer): জীবনবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবহমানতা – এর এই মক টেস্টটি মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান একটি টেস্ট যা , দশম শ্রেণি [WBBSE Class 10] -এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে । প্রত্যেক ছাত্রছাত্রীর উচিত জীবনবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবহমানতা পড়া শেষ করে এই মক টেস্টে অংশগ্রহণ করা ।এর ফলে তাদের আত্মবিশ্বাস বাড়বে এবং রেজাল্টও ভালো হবে ।মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা দ্বারা তৈরি করা হয়েছে এর ফলে এই মক টেস্টটির প্রশ্নগুলি মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ।এই মক টেস্টে 20 টি প্রশ্ন আছে ।অধ্যায় ভিত্তিক এই মক টেস্টগুলো, তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে,এই মক টেস্টটিতে প্রদত্ত প্রশ্নগুলি থেকে মাধ্যমিক পরীক্ষায় কমন আসার চান্স প্রায় 99%।মক টেস্টটি তোমাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল ,ধন্যবাদ ।
মাধ্যমিক জীবনবিজ্ঞান জীবনের প্রবহমানতা মক টেস্ট সেট-2(MCQ প্রশ্ন-উত্তর)
Q1.মাইটোসিস কোশ বিভাজনের কোন দশায় নিউক্লীয় পর্দার পুনরাবির্ভাব ঘটে ?
- টেলোফেজ দশায়
- মেটাফেজ দশায়
- অ্যানাফেজ দশায়
- প্রফেজ দশায়
টেলোফেজ দশায়
Q2.যে জীবে অ্যামাইটোসিস কোশ বিভাজন দেখা যায় তা হল –
- মানুষ
- মটর গাছ
- অ্যামিবা
- ব্যাঙ
অ্যামিবা
Q3. মানুষের জনন কোশে ক্রোমোজোম সংখ্যা –
- 46
- 50
- 23
- 10
23
Q4. কোনো জীবের ক্রোমোজোম সংখ্যা 2n=24 হলে ওই জীবেদ্র শুক্রাণু / ডিম্বাণুতে ক্রোমোজোম সংখ্যা হবে –
- 6
- 12
- 18
- 24
12
Q5. শুক্রাণু ও ডিম্বাণু উৎপাদিত হয় –
- মাইটোসিস পদ্ধতিতে
- মিয়োসিস পদ্ধতিতে
- অ্যামাইটোসিস পদ্ধতিতে
- কোরদ্গম পদ্ধতিতে
মিয়োসিস পদ্ধতিতে
Q6. প্রত্যক্ষ বিভাজন পদ্ধতি হল –
- মাইটোসিস
- মিয়োসিস
- অ্যামাইটোসিস
- এন্ডোমাইটোসিস
অ্যামাইটোসিস
Q7. ব্যাকটেরিয়ার কোশ বিভাজন পদ্ধতিটি হল –
- মাইটোসিস
- অ্যামাইটোসিস
- মিয়োসিস
- এন্ডোমাইটোসিস
অ্যামাইটোসিস
মাধ্যমিক জীবনবিজ্ঞান জীবনের প্রবহমানতা মক টেস্ট সেট-2(MCQ প্রশ্ন-উত্তর)
Q8. যে ক্রোমোজমের মাঝখানে সেন্ট্রোমিয়ার উপস্থিত সেটি হল –
- টেলোসেন্ট্রিক
- অ্যাক্রোসেন্ট্রিক
- মেটাসেন্ট্রিক
- সাবমেটাসেন্ট্রিক
মেটাসেন্ট্রিক
Q9.বিভাজনরত কোশের নিউক্লিয়াস বিলুপ্ত হয় যে দশায় সেটি হল –
- প্রোফেজ
- মেটাফেজ
- অ্যানাফেজ
- টেলোফেজ
প্রোফেজ
Q10. বিভাজন পদ্ধতিতে জনন সম্পন্ন করে –
- প্লাসমোডিয়াম
- হাইড্রা
- ফার্ণ
- প্ল্যানেরিয়া
প্লাসমোডিয়াম
Q11. কোরকোদগম পদ্ধতিতে জন সম্পন্ন করে –
- অ্যামিবা
- প্লাসমোডিয়াম
- হাইড্রা
- প্ল্যানেরিয়া
হাইড্রা
Q12. অ্যামিবা -তে লক্ষ্য করা যায় –
- বিভাজন
- কোরকোদগম
- খন্ডীভবন
- রেণু উৎপাদন
বিভাজন
Q13. সস্য নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা হল –
- n
- 2n
- 3n
- 4n
3n
মাধ্যমিক জীবনবিজ্ঞান জীবনের প্রবহমানতা মক টেস্ট সেট-2(MCQ প্রশ্ন-উত্তর)
Q14. বুলবিল গঠনের মাধ্যমে বংশবিস্তার করে-
- রাঙ্গা -আলু
- আমরুল
- চুপড়ি আলু
- ডালিয়া
চুপড়ি আলু
Q15. কর্ষণ দ্রবণ লাগে যে প্রকার কৃত্রিম জননে তা হল –
- শাখাকলম
- গ্রাফটিং
- অণুবিস্তারণ
- সবগুলি
অণুবিস্তারণ
Q16. DNA-এর প্রতিলিপিকরণ যে দশায় ঘটে সেটি হল –
- G1দশা
- S দশা
- G2 দশা
- M দশা
S দশা
Q17.দেহকোশ সাধারণত যে প্রক্রিয়ায় বিভাজিত হয় সেটি হল –
- মাইটোসিস বিভাজন
- মিয়োসিস বিভাজন
- অ্যামাইটোসিস বিভাজন
- খন্ডীভবন
মাইটোসিস বিভাজন
Q18. অ্যানাফেজীয় চলনকালে মেটাসেন্ট্রিক ক্রোমোজোমের আকৃতি –
- I অক্ষরের মত
- J অক্ষরের মত
- V অক্ষরের মত
- L অক্ষরের মত
V অক্ষরের মত
মাধ্যমিক জীবনবিজ্ঞান জীবনের প্রবহমানতা মক টেস্ট সেট-2(MCQ প্রশ্ন-উত্তর)
Q19. মাইটোসিসের দীর্ঘতম দশাটি হল –
- প্রোফেজ
- মেটাফেজ
- অ্যানাফেজ
- টেলোফেজ
প্রোফেজ
Q20. মাইটোসিসের অত্যন্ত স্বল্পস্থায়ী দশাটি হল –
- প্রোফেজ
- মেটাফেজ
- অ্যানাফেজ
- টেলোফেজ
অ্যানাফেজ